নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ............... আমার সাথে যোগাযোগ: ০১৯১৫০২৯০০২

প্রকৌঃ জুনায়েদ আহমেদ

Engr. Zunaid Ahmed (Bengali: প্রকৌশলী জুনায়েদ আহমেদ (ডাকনাম: সৈকত)) is an Engineer, Author, Social Worker and Human Rights Activist.

প্রকৌঃ জুনায়েদ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ঈদুল ফিতরের দিনের সুন্নত সমুহ

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৯

ঈদুল ফিতরের দিনের সুন্নত সমুহ:-

১. সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা।
২. মেস্ওয়াক করা / দাঁত মেজে পরিস্কার করা।
৩. ভাল করে গোসল করা।
৪. যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা।
৫. শরীয়ত-সম্মত সাজসজ্জা করা।
৬. আঁতর - খুশবু লাগানো।
৭. ঈদগাহ যাওয়ার পূর্বে কিছু মিষ্টি দ্রব্য খেয়ে নেওয়া।
৮. আগে ভাগে ঈদগাহে যাওয়া।
৯. ঈদগাহ যাওয়ার পূর্বে সদকায়ে ফিতির (ফেতরা) না দিয়ে থাকলে দিয়ে যাওয়া।
১০. ঈদগাহে গিয়ে ঈদের নামায পড়া। বিনা কারনে ঈদের নামায মসজিদে না পড়া।
১১. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
১২. যাওয়ার সময় ধীরেধীরে তাকবীর পড়তে পড়তে যাওয়া -
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লালাহ,
ওয়া'আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ্।”
১৩. এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা।

(Collected)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.