নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কেউ কেউ গ্রামে ফিরে না

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫০

সত্য ঘটনাগুলো উকিল দাদা আরো সুন্দর করে বলেন, এক লোককে আরেক লোক কোপাইয়া হাত দুই ভাগ করে ফেলেছে সে এক হাত দিয়ে আরেক হাত কান্ধে করে সোজা মেডিক্যাল না গিয়ে উকিল সাহেবের কাছে চলে আসছে ঘটনার স্বাক্ষ্য মজবুত করতে!
.
আমি মইরা গেলেও তোরে মাইরা ছাড়মু স্টাইলের শত্রুতা আমাদের,
.
পূর্ব শত্রুতা থাকলেও ধর্ষণ আর নারী নির্যাতন কেসে ভরপুর আদালাত! এখন কে প্রকৃত ধর্ষিতা সেটা খুঁজে বের করাও মুশকিল!
.
আপন মায়ের পেটের বোন, একবোনের ছেলে আরেক বোনের মেয়ের সাথে প্রেম, ছোট বোন বড় বোনের ছেলেকে তাবিজ করে মেয়ে লেলিয়ে দিয়েছে এই সন্দেহে তারা যুগের পর যুগ কথা পর্যন্ত বলেনা!
.
অনেক মানুষ ইট বালু কঙ্করের শহরে থাকে শুধু মাত্র গ্রামের পলেটিক্স থেকে মুক্ত থাকার জন্য, শহরের একটা প্লাস পয়েন্ট যে যার মতো থাকে! মাগার মইরা গেলেও খবর নেয় না!
.
গ্রামের রন্ধ্রে রন্ধ্রে কুসংস্কার, জ্বিন ভূত কল্লাকাটা থেরে শুরু করে পানিতে জইক্কা, ঘরের চালে পেত্নী, হরেক রকমের সত্য মিথ্যা মিশ্রিত কল্পকথা!
.
এক ছেলে কোন কস্মিনকালে এক মেয়ের সাথে কথা বলার অপরাধে ধরে বিয়ে দিয়ে দেওয়ার ঘটনাও আছে!
.
আরেকটা সাধারণ বেপার হলো ছিদ্র অন্বেষণ, কার মেয়ে কি করছে আর কার ছেলে কি করে, এগুলো নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করা যেনো বিনোদনের প্রধান উৎস!
.
গ্রামের সব দিক ভালো লাগলেও গ্রাম্য পলেটিক্স আর আইল ঠেলাঠেলি কিংবা সম্পত্তির বিরোধ গ্রামগুলোর মায়া কেড়ে নেয়,
.
খুব সামান্য বিষয়ে অভিমান! ধরেন বাসায় মেহমান আসছে! এক চাচা আরেক চাচাকে ডাকলো! দুই ভাই মিলে মেহমানদারী করলো কিন্তু এক ভাই সারাদিন তদারকি করার পরও ভাইয়ের ঘরে ভাত খাবে না! কোন এক সময় তাকে কোন এক বিষয়ে ভুলে মূল্যায়ণ করেনি সেটা কাল হয়ে দাঁড়িয়েছে!
.
গ্রাম সুন্দর! গ্রামের মানুষগুলো গ্রামের সৌন্দর্য হরণ করে! যারা বলে গ্রামের মানুষ মাটির মতো তারা জানিনা কোন গ্রামে বড় হয়েছে!
.
গ্রামের মানুষ ভালো কিন্তু মাইনকার চিপায় পড়লে গ্রাম ছেড়ে আমাজান বনও স্বর্গ মনে হবে,
.
একজন আরেকজনের ভালো সহ্য করতে না পারা কঠিন এক রোগ! বেপারটা তুই স্কুলও পাশ করতে পারবি না টাইপ!
.
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাশ করার পরও বলবে তুই কোন রকমে পাশ করেছিস কিন্তু চাকরি পাবিনা!
.
চাকরি পাওয়ার পর বলবে 'বউ পাবিনা' বিয়ে করেছেন শুনার পর বলবে 'বউ পেলেও সে ভালো হবে না!
.
এক্ষেত্রে কিছু কিছু গ্রাম যেমন সন্দ্বীপের সন্তোষপুর ব্যতিক্রম! বিষয়টি নিয়ে আমি গর্ব করি! তবে আমি অনেক গ্রাম দেখেছি! জেনেছি! মনে হয় প্রায় গ্রামে একই সমস্যা! নিজের গ্রামের একটু বিজ্ঞাপণও করে দিলাম তবে লাক্সের বিজ্ঞাপণ গাযে কতটুকু সৌরভ ছড়ায় সে তর্কে যাবো না!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক।

২| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


পুরো সন্দ্বীপের ১ জন আছেন সামুতে; তিনি একাই ১ম পাতায় অনেক পোষ্ট করছেন; সন্দ্বীপে কি নিয়ম কানুন নেই?

৩| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
পুরো সন্দ্বীপের ১ জন আছেন সামুতে; তিনি একাই ১ম পাতায় অনেক পোষ্ট করছেন; সন্দ্বীপে কি নিয়ম কানুন নেই?

এবং উনি কারো পোষ্ট পড়েন, মন্তব্যও করেন না।

৪| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সন্দ্বীপে নারকেল গাছ আছে? ঢাকায় আনতে কত খরচ পড়বে, ভাই?

৫| ২৩ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিয়েটা সন্দ্বীপে করলে মন্দ হবে না! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.