নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। পড়ালেখার কারণে ঢাকায় থাকি। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

কিশোর মাইনু

কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।

কিশোর মাইনু › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভীউ: Project Almanc

২১ শে মার্চ, ২০১৯ রাত ১২:১৯


Project Almanac(2015)
Genre: Fantasy/Sci-Fi/Mystrey/Drama
Language: English
Rt Score:36%
i-tunes Rating:3.9/5
IMDB Rating: 6.4/10
My Rating: 8.3/10

Project Almanac
আমার দেখা টাইম-ট্রাভেল নিয়ে তৈরী ছবিগুলোর মধ্যে অন্যতম একটা ছবি। টাইম ট্রাভেলের জটিলতা এখানে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে আরো বেশী আকর্ষণীয় হয়েছে।
টাইম ট্রাভেলের ফলে অতীত কীভাবে চেইঞ্জ হয়, অতীতের ফলে ভবিষ্যৎ কীভাবে চেইঞ্জ হয়, খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে।

ডেভিড রাস্কিন একজন ট্রু সায়েন্স নার্ড(True Science Nerd) যে M.I.T তে যাওয়ার স্বপ্ন দেখে। ঘটনাচক্রে ডেভিড ও তার বোন ১০/১২ বছর আগের এক ভিডিও ফুটেজ পান, যেখানে ডেভিড চরম বিস্ময়ের সাথে বর্ত্মানের নিজেকে শনাক্ত করেন। তারপরই সে তার বোন ও দুই বন্ধু স্যাম এবং অ্যালেন কে নিয়ে তার মৃত পিতার টাইম মেশিন তৈরীর ব্লুপ্রিন্ট খুজে পান। এবং টাইম মেশিন আবিস্কার করতে ও সক্ষম হয়। এবং তারা সেটাকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তারপর ই কাহিনী দ্রুত মোড় নিতে থাকে।

"লাস্টের দিকে গিয়ে দু দুটো ভিডিও রেকর্ডার পাওয়া, এবং এক্টাতে নিজেদের ই এমন কিছু করতে দেখা যা তাদের নিজেদের ই মনে নেয়।"- এ অংশটা আমি চরম মজা পেয়েছি। এবং এই মজাটা পেতে হলে আপনাদের পুরো মুভিটি দেখতে হবে।

আমি শুধু একটি জিনিস ই বুঝিনি। মুভিতে দেখানো হয়েছে অতীতের আমার সাথে বর্তমানের আমার দেখা হলে দুজনই ভ্যানিশ হয়ে যাচ্ছে অর্থ্যাত দুনিয়া থেকেই তার অস্তিত্ব মুছে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না।

বি:দ্র: বাই দ্যা ওয়ে, অসূস্থতা, সেমিস্টার ফাইনাল, ল্যাব সব মিলিয়ে ব্যাস্ততার কারণে মাস খানেক ধরেই ব্লগে ইনেক্টিভ ছিলাম। তাই মনে হল কিছু একটা লিখি। তাই এটাকে ঠিক মুভি রিভিউ বলতে পারছিনা। কিন্তু মুভিটি আসলেই সুন্দর। দেখার অনুরোধ রইল।

কষ্ট করে আমার বাকোয়াস রিভিউ টি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।

শুভকামনা রইল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১:০৬

হাসান কালবৈশাখী বলেছেন: ছবিটা, মানে মুভিটা ভাল হবে মনে হচ্ছে।

২১ শে মার্চ, ২০১৯ রাত ২:০২

কিশোর মাইনু বলেছেন: বলছিনা মুভিটি আহামরি হয়েছে। কিন্তু 'ভাল' তালিকায় নি:সন্দেহে ফেলা যায়।
শুভকামনা।

২| ২১ শে মার্চ, ২০১৯ রাত ২:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪১

কিশোর মাইনু বলেছেন: ???

৩| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৪৮

রাজীব নুর বলেছেন: ইদানিং আমি শুধু সাউথ ইন্ডিয়ান মুভি দেখছি।

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪২

কিশোর মাইনু বলেছেন: jayanaki nayaka মুভিটি না দেখলে দেখতে পারেন।
অনেক ভালো হয়েছে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.