নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

মনে হয় যেন শিল্পীর আঁকা ছবি, আসলে নষ্ট ক্যামেরার কারসাজি

২০ শে মে, ২০১৯ দুপুর ১:৫৬

১।


মনে হয় যেন কোন শিল্পী একেছেন অপরূপ ফুলের ছবি, আসলে একটি মগে ফুলের ডিজাইন।

২।


দেখে মনে হবে পাহাড়ের আড়াল থেকে সূর্য উদিত হচ্ছে, আসলে বিছানার চাদরের নকশার অংশ।

৩।


মনে হচ্ছে যেন মহাকাশের ছায়াপথ, আসলে এটিও চাদরের একটি নকশা।

৪।


মনে হচ্ছে যেন কোন বইয়ের প্রচ্ছেদ, আসলে আমার আকা একটি ছবি।

৫।


দেখে মনে হবে পানিতে ভাসমান কোন পাতা, আসলে এটি মগের ঢাকনা।

৬।


দেখে মনে হবে অনেক সুন্দর একটি জিনিস, আসলে ওয়্যারড্রপের মেটের উপর রাখা ফলদানি।

৭।


মনে হবে যেন কেউ সুন্দর করে একেছে ছবি, আসলে ফ্লোরে রাখা চেয়ার।

৮।


মনে হয় যেন হিমালয়ের কোন বাড়ি, আসলে কাপড়ের একটি ডিজাইন।

৯।


আমার আঁকা একটি ছবি, নষ্ট ক্যামেরার কারসাজিতে হয়ে গেছে অন্যরকম নারী।

১০।


এটি একটি ফুলের ছবি কিন্তু দেখতে অন্যরকম এক ফুলের ছবি ফুটে উঠেছে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:০৯

নয়া পাঠক বলেছেন: নষ্ট ক্যামেরার নষ্ট কারসাজিগুলি ভালই লাগলো। তবে পিকগুলি একটু এডিট করে নিলে আরও সুন্দর হতো বলে মনে হয়।

২০ শে মে, ২০১৯ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ নয়া পাঠক।

এডিট করলে আসল সৌন্দর্য আর থাকেনা তাই যা এসেছে তাই পোস্ট দিলাম।

২| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:১৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: গুগল প্লে স্টোরে ড্রইং করার অনেক অ্যাপ পাওয়া যায়, সেগুলো দিয়েও চেষ্টা করে দেখতে পারেন।

২০ শে মে, ২০১৯ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ স্বাধীন ভাই। অনেক অনেক দিন পর আমার ব্লগে হাজিরা দেয়ার জন্য।

চেষ্টা করা যেতে পারে তবে আমি হাতে এবং ইলেস্টেটর দিয়ে ছবি আকাতেই ভালবাসি।

৩| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:২০

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! এই যদি নষ্ট ক্যামেরার কারসাজি হয় তাহলে ভালো ক্যামেরার ছবিগুলি না জানি কেমন হবে। ++
শুভকামনা জানবেন।

২০ শে মে, ২০১৯ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ।

ভাল ক্যামেরায় আরও ভাল বা মন্দ ছবি উঠতেই পারে।

ভাল থাকুন দাদা।

৪| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যতিক্রম সুন্দর

২০ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ছবি আপু।

৫| ২০ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৫

নীল আকাশ বলেছেন: ৯ নাম্বারটা আপনি যেটা এঁকে আমাকে নাবিলার জন্য দিয়েছিলেন সেটা না? আমার কাছে সেটাই তো মনে হচ্ছে।
ছবিগুলি দেখে মনে হলো এই পৃথিবীতে কেউই একদম অপ্রয়োজনীয় নয়।
ধন্যবাদ।

২১ শে মে, ২০১৯ সকাল ৯:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম ভায়া ঠিক ধরেছেন।

সেই ছবিটাই নষ্ট ক্যামেরায় অন্যরকম সৌন্দর্যে ধরা পরেছে।

আসলেই ব্যবহার করতে জানলে কেউ অপ্রয়োজনীয় নয়।

ধন্যবাদ।

৬| ২০ শে মে, ২০১৯ বিকাল ৫:২৭

মুক্তা নীল বলেছেন: নষ্ট ক্যামেরার কারসাজি হোক আর যাই হোক ছবিগুলো ভালো।
সবচেয়ে বড় কথা আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় ।
বাবু কেমন আছে? ওর একটা ছবি দিলেও পারতেন ।

২১ শে মে, ২০১৯ সকাল ৯:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি ও আমার বুদ্ধির প্রশংসায় আপনাকে ধন্যবাদ জানাতেই হয়।

বাবুটা ভালই আছে আল্লাহর রহমতে। ওর নিত্য নতুন কান্ড দেখে আমরা অবাক হই।

আপনার জন্য ওর একটা পিক-

বাবুর খোঁজ নেয়ার জন্য আবারও ধন্যবাদ আপু।

৭| ২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আগের বাটন ফোনগুলোতে Negative mode, Speia mode দিয়ে এটা করা যায়।

২১ শে মে, ২০১৯ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি তা জানিনা। আমার সবগুলো ছবিই নষ্ট ক্যামেরায় বন্দী করা।

ধন্যবাদ আর্কি ভায়া।

৮| ২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

বলেছেন: ৪ নাং সুপার লাইক :) :)

২১ শে মে, ২০১৯ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
৪ নং সুপার লাইকে ধন্য হলুম।

শুভ কামনা রইল।

৯| ২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ইনোভেটিভ আইডিয়া ;)

=p~ =p~

২১ শে মে, ২০১৯ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিকে ধন্যবাদ মূল্যায়ন করার জন্য।

১০| ২০ শে মে, ২০১৯ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২১ শে মে, ২০১৯ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি যখন বলেছেন সুন্দর তবে সুন্দর ধন্যবাদ।

১১| ২১ শে মে, ২০১৯ রাত ১:৩৫

পথিক প্রত্যয় বলেছেন: ভাল

২১ শে মে, ২০১৯ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।

১২| ২১ শে মে, ২০১৯ সকাল ১০:১২

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




লা-জওয়াব আইডিয়া। নষ্ট ক্যামেরার হলেও বাস্তব থেকে আলাদা কিছু নতুন ছবির সৃষ্টি হয়েছে।

৯ নম্বরেরটা তো শৈল্পিক একটা ছবি। এই ছবিটাতে ++++++++

২১ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সুন্দর মন্তব্যে মন ভরে গেল।

++++ কৃতজ্ঞতা।

ধন্যবাদ কবি।

১৩| ২১ শে মে, ২০১৯ দুপুর ২:৫৬

ভুয়া মফিজ বলেছেন: কিছুদিন আগে একটা নষ্ট ক্যামেরা ফেলে দিয়েছি.....রেখে দেয়া উচিত ছিল মনে হয়। :)

২১ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

যা গেছে গেছে তার জন্য আফসুস করবেন না।
ধন্যবাদ।

১৪| ২১ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৭

নজসু বলেছেন:



বাহ! বাহ!! বাহ!!!
সত্যি প্রিয় মাইদুল ভাই,
নষ্টের সৃষ্টিরও তুলনা নাই।

২২ শে মে, ২০১৯ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! বাহ! বাহ!
নজসু তোমার মন্তব্যটির ও অতুলণীয়।

১৫| ২১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!!

২২ শে মে, ২০১৯ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ লিটনদা।

১৬| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।

২৭ শে মে, ২০১৯ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বিছানায় যদি সীবীচের ছবি থাকে ঘরে বসেই মধু চন্দ্রিমার অনুভূতি হবে। মন্দ কী?

০৯ ই জুন, ২০১৯ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! কবিতো দারুণ বলেছেন।

ধন্যবাদ।

দেরিতে প্রতিউত্তরের জন্য দুঃখিত।

ঈদ কেমন গেল ?

১৮| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:২৬

নজসু বলেছেন:

০৯ ই জুন, ২০১৯ দুপুর ২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় সু,

প্রথমেই ঈদ মোবারক ও লাল গোলাপ শুভেচ্ছা।
আশা করি ভাল আছেন। দেরিতে প্রতিউত্তরের জন্য দুঃখিত।
কথা হবে ব্লগে।ভাল থাকুন।

ইতি

১৯| ১৮ ই জুন, ২০১৯ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর উপস্থাপনা। + +

২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আনন্দ পেলাম আপনার মন্তব্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.