নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে নিজেকে আঠেরো শতাব্দীর অঘোষিত সাফল্যহীন কবি মনে হয়। যার কিছু লেখা নামহীন বাজারি পত্রিকায় ছাপা হয়ে ছিল কিন্তু কেউ তা পড়ে দেখিনি।

পবিত্র হোসাইন

আমি মানুষ, রোবট নই।

পবিত্র হোসাইন › বিস্তারিত পোস্টঃ

রঙিন ভালোবাসা

২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪



আমার কপালের মাঝ বরাবর পিস্তলটা ঠেকিয়ে যখন আমার শেষ ইচ্ছাটি জানতে চাওয়া হল, আমি তখন আমার মধ্যে নেই। পুরো শরীর জুড়ে বিজলীর মত ঝাকুনিতে ঘামের অনুভূতি আন্দাজ করা কঠিন হবে।

-না ! আমাকে বাঁচতে দিন, আমাকে মারবেন না।

লোকটির অদ্ভূদ হাসি এবং পিস্তলের গুলির শব্দের মিশ্রনে আমি হারিয়ে যাই গভীর অতলে, শূন্য থেকে শূনে, যেখানে কোন ব্যথা নেই, নেই কোন অনূভূতি!
হঠ্যৎ নিজেকে আবিষ্কার করি আধা ঘুমে আধা জাগ্রত অবস্থায়। মাঝে মাঝে আমি এমন স্বপ্ন দেখি, নাক মোটা কালো বর্ণের একজন ব্যক্তি আমাকে মারতে চায় কিন্তু তার চেহারা কখন দেখতে পারি না, পুরো মুখ জুড়ে বড় নাক!

বালিশের নিচে থেকে মোবাইল বের করে সময় দেখলাম রাত ৩:২৫ মিনিট কিন্তু ততক্ষণে ঘুমের ভাবটা কেটে গেছে। হঠাৎ গোছল করার তীব্র ইচ্ছে হল। যখন আমাকে কেউ বলে আপনার শখ কি? আমি নি:সন্দেহে বলি গোসল করা! বাথ ট্যাবের মধ্য বসে সিগারেটের টান দিয়ে পানিতে মুখ ডুবিয়ে ধোয়া ছাড়ার মধ্যে একটা আনন্দ আছে, যদিও পানিতে ধোয়া ছাড়া যায় না। তবে পানির বুদ বুদ শব্দ আমাকে আনন্দ দেয়। নাহ্ উঠে একটি সিগারেট গরম করতে হবে ! সিগারেটকে হলকা আচেঁ গরম করে টানলে তামাক পাতার চির চির শব্দ সেটিও আমাকে আনন্দ দেয়। আমি সব সময় তাই করার চেষ্টা করি যা আমাকে আনন্দ দেয়। প্রতিটি মানুষের তাই করা উচিৎ যাতে সে আনন্দ পায় তবে লক্ষ্য রাখতে হবে এতে অন্যের ক্ষতি যেন না হয়।

এই মাঝ রাতে আমার সকল আনন্দের প্রস্তুতি ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল একটি ফোন কল ! ফোনটা বার বার বেজে যাচ্ছে কিন্তু সেটি ধরার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমি চাই না এই মুহূর্তে মোটা কন্ঠস্বরে কাউকে হ্যালো বলতে, তবে আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য মাঝ রাতের ফোন কল গুলো অনেক বিপদের সংকেত বয়ে আনে।

-হ্যালো
-(অপর পাশে নিরবতা)
-যদি কথা না বলতে চান ফোনটা রাখতে পারেন !
-১৫ মিনিটের মধ্যে নর্থ-ওয়েস্টার্ন হসপিটালে আসতে পারবে ?
-মাই গস !!! লেলিনা !!!! এতদিন পরে ? তুমি ঠিক আছতো ?
-হুম…
-একটু অপেক্ষা কর , আমি আসছি …

ফোন রাখার পরে আমার অবস্থা চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্রের ন্যায়। যেমন : C= P(1+r)n [এখানে, C= আমি P= লেলিনা, n= সময় এবং ফোন কল, r= হাসপাতাল]

ছোটবেলা থেকে গনিত নিয়ে আমার সমস্যার কোনই অন্ত ছিল না। আজও তার কোন ব্যতিক্রম ঘটলো না, না জানি কি ঘটলো হাসপাতালে? ফলাফল জানার জন্য এখনি হাসপাতালে যেতে হবে।

রঙিন ভালোবাসা -(২য় এবং শেষ পর্ব) - এখানে ক্লিক করুন

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৯ রাত ৮:২১

আকতার আর হোসাইন বলেছেন: এ কেমন গল্প। ফলাফল জানার জন্য পরের পর্বের অপেক্ষা করতে হবে।

২১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৫

পবিত্র হোসাইন বলেছেন: আসলেই এ কেমন গল্প? ফলাফল জানার জন্য পরের পর্বের একটু অপেক্ষা করতে হবে।

২| ২০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫২

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
- প্রচুর বানান ভুল হয়েছে। সেগুলি আগে ঠিক করুন।
- বিরাম চিহ্ন এদিক ওদিক হয়ে গেছে। আপনি একবার ভালো করে পড়লেই বুঝবেন। কমা বা সেমি কোলনের পর অযথা স্পেছ এসেছে বার বার।
- ২য় লাইনে মনের অনুভূতি আন্দাজ করা কঠিন হবে।
- আধা ঘুমে আধা জাগ্রত হবে।
- সময় দেখলাম ৩:২৫ মিনিট।
- হঠাৎ গোছল করার তীব্র ইচ্ছে হলো।
- বার বার বেজে যাচ্ছে।
- মাই গড হবে না মাই গস হবে?
- গনিত নিয়ে আমার সমস্যার কোনই অন্ত ছিল না। আজও তার কোন ব্যতিক্রম ঘটলো না। না জানি কি ঘটলো হাসপাতালে?
- শেষে চলবে লেখার দরকার নেই
- হেডিং এ প্রথম পর্ব লিখে দিন।

আজ এই পর্যন্তই থাক।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!



২১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪২

পবিত্র হোসাইন বলেছেন: গুরুজী কেমন আছেন? আপনার দেখানো পথে হাঁটার চেষ্টা করছি। বেশ কিছু জায়গায় ঠিক করে নিয়েছি। এভাবে পাশে থাকবেন, আশা রাখি তাহলে কিছু করতে পারব। (চলবে...) লেখাটি মুছে দিব পরের পর্বটা পোস্ট করার পরে সাথে হেডিং এ পর্বের নাম যোগ করব।
মন থেকে-
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

৩| ২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: প্রথমে চমকে গিয়েছিলাম।
চলুক।

২১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৫

পবিত্র হোসাইন বলেছেন: প্রিয় রাজীব ভাই, পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রন রইল।

৪| ২০ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় পবিত্রভাই,

গল্প বেশ ভালো হয়েছে। তবে অনেকগুলি টাইপো চোখে পড়ল । নীল আকাশ ভাই ইতিমধ্যে কিছু সাজেশন দিয়েছেন । সময় পেলে পারলে কিছুটা এডিট করে নিন ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৪

পবিত্র হোসাইন বলেছেন: দাদা গল্প আপনার ভাল লেগেছে জেনে খুশি হয়েছি। আমার গল্পে টাইপো থাকবে না তাই কি হয়? তবে কিছু কিছু জায়গায় এডিট করে নিয়েছি। সত্যি আপনি ভালোবাসার মানুষ আমাদের সবার কাছে।
অনেক অনেক ভালোবাসা রইল দাদা।

৫| ২১ শে মার্চ, ২০১৯ রাত ২:৪২

মাহমুদুর রহমান বলেছেন: আমার মনের কথাগুলো তো পদাতিকভাই আর নীল আকাশ ভাই বলেই দিয়েছেন।আমার আর কিছু বলার নেই।

শুভকামনা জানবেন।

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১৮

পবিত্র হোসাইন বলেছেন: প্রিয় মাহমুদুর রহমান ভাই, পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রন রইল। পদাতিকভাই আর নীল আকাশ ভাইয়ের পরামর্শ অনুযায়ী কিছু জায়গায় ঠিক করে নিয়েছি ।
-কৃতজ্ঞতা।

৬| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১৪

মুক্তা নীল বলেছেন: রঙিন ভালোবাসায় প্রতিফলন রাঙিয়ে তুলে দিক সমস্তটাইকে। আর মলিন না হো, লেনিন কে নিয়ে।
অপেক্ষায় রইলাম পরের পবের।

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২২

পবিত্র হোসাইন বলেছেন: মন ভালো করার মতো মন্তব্য। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রন রইল।
শুভকামনা জানবেন।

৭| ২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদিও বানান ভুলে ভরা তথাপিও ‍উপস্থাপনাটা ভাল হয়েছে।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০০

পবিত্র হোসাইন বলেছেন: এ জীবনে আর বাংলা বানান ঠিক করতে পারব না মনে হয় ...
যাই হোক কিছু হলেও তো আপনার ভাল লেগেছে, তাতেই খুশি হলাম !

৮| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১১

নীলপরি বলেছেন: গল্প ভালো লাগলো ।

শুভকামনা

২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩২

পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ। পরবর্তী পর্ব পড়তে পারেন।

৯| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: চক্রবৃদ্ধি সুদাসল চলুক......
+।

২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:০২

পবিত্র হোসাইন বলেছেন: হা হা হা...শেষ পর্বটা পড়ুন।
-ভালবাসা রইল প্রিয় সুমন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.