নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

এভাবেও ফিরে আসা যায়

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১২



এভাবেও ফিরে আসা যায়
কবিতার রঙিন ডানায়...
এসেছি যতবার
ভেসেছি ততবার
বরষাতি বানের মতন
টুপটাপ টুপটাপ...
চুপচাপ চুপচাপ
ভালবাসাবাসি বেসে...
কখনো ভোরবেলা; আচানক লুকোচুরি খেলা
প্রানবন্ত হাসি হেসে...


চক্রাকারে ফিরে চরকির কাঁপন
লালের পরে নীল বাহারি যতন;
সূর্য হাসি হেসে...
শব্দ বেসাতি শেষে
ছুটন্ত ভ্রমর ডানায়.. ..
এভাবেও ফিরে আসা যায়....

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০০

ডঃ এম এ আলী বলেছেন:



এভাবেও ফিরে আসা যায়
শোকের এ মাসে কি কথা আজ শুনালেন এসে
যেটুকু ভাষা ছিল কেঁপে ওঠা চোখের পাতায়
দাঁড়ি কমাসহ তা ভাল লেগে গেল ক্ষনিকেই ।

সকাল হতেই মনটা ভার হয়েছিল অনুরোধ র’ল
এমনতর আরো একটা বাউল শোনাবার
কেও হয়ত বলবে আবার যদি ফির, শিকার হবে
বুঝতে কি পারনি এখনো আছি যে চারপাশে ।

যেটুকু যা আশা ছিল আলগোছে হাতের ছোঁয়ায়
তানিয়েই ভোরবেলা ডিঙিয়েছি ভয়ানক সতর্কতায়
যন্ত্রণা সারা গায়ে , ভাবি আবার কি আসবে ফিরে
কানে লেগে থাকা সেই ভয়ানক সুর তোরা কি চাছ ।

চাইতে পারিনি সোজা সুজি হয়ে ক্ষনিকের ভয়ে বিহ্বল
হয়ত বা কোনদিন সে সাহস ফিরে পাব আর ভাবব
আর দুটো দিন থেকে গেলে কি পারত না
তবে শান্তনা এই এভাবেও ফিরে আসা যায়।

সুন্দর হয়েছে কবিতা, আমার ভাবনা টাই
এমনযে তা কবির ভাবনার সাথে মহুর্তেই
উলট পালট হয়ে যায়, শুনতে হয় বুঝিনি কিছুই
ভাই ভ্রাত ডেকে !দিয়ে মনের কথাটা বুঝায়।

ঈদের বিলম্বিত শুভেচ্ছা রইল

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


অনন্ত ভালবাসা সুপ্রিয় ব্লগার কবি, গবেষক। লেখাটি পাঠ করার জন্যে প্রথমেই জানাই আন্তরিক শুভেচছা ও ধন্যবাদ। লেখাটি পড়ার পরে এতো সময় দিয়ে তা বিশ্লেষণ করে নিজের অভিব্যক্তি জানিয়ে যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে আমিও বলতে চাই-

এভাবেই ফিরে আসা যায়....

আপনার মন্তব্যটি একটি কবিতার মতোই সাবলীল মনে হল। সত্যিই অসাধারণ!

২| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


ফিরে আসার জন্য অভিনন্দন।

এ'যাবত, কতবার অভিনন্দন জানালাম?

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৯

ভ্রমরের ডানা বলেছেন: সব মিলে ৪ বার। দু বার কবিতা পড়ে। একবার শততম পোষ্টে। আর একবার এবার।আপনি মনে হয় মংগলে থাকেন নয়ত শনিতে। সামুতে অনেক আইপি থেকে ঢোকাই যাচ্ছিল না। আপনি সেটা বুঝতে অসমর্থ।



আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা ট্রাম্প কি অস্ত্র নিয়ন্ত্রন আইন চালু করতে পারে? আপনার চোখের সমস্যা কি ভাল হয়েছে?

৩| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন:

ফিরে আসার আনন্দও বলা যায়।

৪| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৪

রাকু হাসান বলেছেন:

অনেক দিনপর আপনাকে দেখে ভালো লাগছে । :) কবিতায় ভালো লাগছে । আপনার লেখা ' শ্যামলিমা কে মিস করি । শ্যামলিমা -৪ আসছে বলেও আসেনি এখন পর্যন্ত । কেন জানি কবিতাটি একদম মনে গেঁথে রইলো । আশা করছি আপনি ভালো আছেন ।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৭

ভ্রমরের ডানা বলেছেন:


আমার প্রত্যাবাসন শেষে প্রত্যাবর্তনে আপনার ভাল লাগছে জেনে ভীষণ খুশি হলাম। এভাবে সত্যিই অনেক সন্মানিত করলেন। শ্যামলিমা কবিতাটি মনে রেখেছেন সে জন্যে ধন্যবাদ। শ্যামলিমা চার অবিশ্যি আসবে। লেখায় মন দিলুম। ভালবাসা জানবেন রাকু হাসান।

৫| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার জল কাব্যের প্রচন্ড মিস করেছি। কাজেই আপনার প্রত্যাগমনের খুশি হলাম। আশা করি এখন থেকে আবার ভ্রমর ফুলে ফুলে মধু খেয়ে বেড়াবে। আমরা ভ্রমরের গুঞ্জনে মুগ্ধ হবো। হাহা হা ...
ছুটন্ত ভ্রমণের জন্য শুভকামনা রইল।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ পদাতিক ভাই। জলকাব্যে অবগাহন আবারো করব কোন এক চন্দ্রিমা রাতে। আপনার সে কবিতায় অগ্রীম দাওয়াত রইল। অশেষ শুভেচ্ছা রইল ভাই।

৬| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩১

শায়মা বলেছেন: ডানা ভাইয়ু!!!!!!!!!!!!!

কোথায় পালিয়েছিলে!!!!!!

কোথা থেকে আসলে!!!!!!!!

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


সামু ব্যান ছিল, ঢুকতে পারিনি আপু। তুমি ক্যামনে একসেস পেয়েছ....


তাজ্জব ব্যাপার...

৭| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪১

ইসিয়াক বলেছেন: সুন্দর

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ!

৮| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪৭

জাহিদ অনিক বলেছেন:
কবি,
ফিরে আসায় শুভেচ্ছা রইলো।

কবি'ই বলেছেন এভাবেও ফিরে আসা যায়- এবং তিনি এসেছেন।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
কবি, ফিরে আসতে পেরে খুবই ভাল লাগছে। শান্তি শান্তি। লেখাগুলো মিস করছিলাম!



কবিতা পাঠে প্রীতি ও শুভেচ্ছা রইল!

৯| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫২

শায়মা বলেছেন: আমি তো এখনও পারিনা। ভি পি এন দিয়ে আসি।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: বল কি? আমি তো তরতরিয়ে এলুম...

১০| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


না ট্রাম্প অস্ত্র বিক্রয়ের পক্ষে, সে এনআরআই'এর বন্ধু মানুষ।

চোখ ভালো দিকে যাচ্ছিল, মনে হয়, ব্লগার নুরু সাহেবের অভিশাপ লেগেছে, এখন এক জায়গায় থেমে আছে।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



তারা সুস্থ হয়ে উঠুন! ভালবাসা রইল!

১১| ১৭ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:২২

নাসির ইয়ামান বলেছেন: ফিরে এসে আবারো সামুকে প্রাণবন্ত করুন!
শুভ হোক ফিরে আসা।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ! আমার মত সামান্য লেখকের প্রতি আপনার ভালবাসায় মুগ্ধ হলাম।

১২| ১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরাও কষ্ট করে আসি ভিপিএন দিয়ে। ফিরে আসায় অভিনন্দন, কবিতায় মিষ্টি আবেশ, খুউব ভালো লাগা রইলো ভাইয়া। ভালো থাকুন। কবিতা লিখুন বেশি করে।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১০

ভ্রমরের ডানা বলেছেন:




আপু, আসলে আপনাদের সাথে এই ফ্লোরে লেখতে খুব ভাল লাগে। কতবড় মানুষ আপনারা, সে তুলনায় আপনাদের সাথে লেখি এই তো অনেক। আপনার মন্তব্যে খুব উৎসাহিত হলাম। অনেক অনেক ধন্যবাদ!

১৩| ১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: বহু দিন পর এলেন!
খুব ব্যস্ত ছিলেন???
মিস করেছি আপনাকে।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১১

ভ্রমরের ডানা বলেছেন:

রাজীব ভাই, এই অধমকে ক্ষমা করবেন। একটু ব্যস্ত ছিলাম বটে। আমিও মিস করেছি আপনাকে। আপনি খুব ভাল মানু।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: ছবি আপুনি ........

ডানা ভাইয়া না তোমার মালটি!!!!!!!!!!!!!!!

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন:




আমি তো তোমার মাল্টি শায়মাপু! তুমি কি বল এসব ;)

১৫| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবেই ফিরে আসুক
গণতন্ত্র,
বিবেক,
সুবোধ
আর স্বাধীনতা!

ফিরে আসুক আটপৌড়ে পথে
আমজনতার সৌভাগ্যের বারতা লয়ে!

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিগু ভাই!

১৬| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আপনার কবিতা পড়লাম । ভালো লিখেছেন কবি ।
আমি নিজেও কিছুটা অনিয়মিত । এসে আপনার কবিতা পড়ে ভালো লাগলো ।
++++
শুভকামনা

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি পাঠে অশেষ ধন্যবাদ। আশাকরি আমরা নিয়মিত হতে পারব! শুভেচছা রইল!

১৭| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই ফিরে আসা যায় !

পুনরাগমনে বর্ষার টুপটাপ ধ্বনিতোলা অভিনন্দন !

আশাকরি নিয়মিত হবেন !

কবিতা বরাবরের মতোই সুন্দর, ঝর্ণার বয়ে চলা...

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা রইল! প্রশংসাটুকুর জন্যে কৃতজ্ঞতা!

১৮| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩১

ডঃ এম এ আলী বলেছেন:
একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হল
এভাবে কিংবা সেভাবে কেও কেও ফিরেও যায়

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫০

ভ্রমরের ডানা বলেছেন: সুপ্রিয় লেখক, দুটোই সঠিক!

১৯| ২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ডঃ এম এ আলী বলেছেন:
আসা যাওয়াতো বুঝলাম
ব্লগের এ মেরুকরন যুগে
আপনিই বা কোথায় ?

২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় লেখক, আমি সময় পাই না আগের মতন। প্রচন্ড কর্মব্যস্ততা কাজ করছে। এই কদিন আবার ব্লগে আসা যায়নি। ব্লগে কিছুএকটা সমস্যা হয়েছিল মেবি! প্রায় চার মাস এমন ছিল। নয়ত আরো আগেই আসতাম। আমি বারবার ফিরে আসতে চাই। আপনাদের মিস করতে চাই না।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা। শুরু ও শেষটা দারুণ হয়েছে। আর ছবিটা খুবই সুন্দর!
কবিতার রঙিন ডানায় ভর করে ভেসে চলুন মেঘ মেঘান্তরে, দেশ দেশান্তরে!
শুভকামনা....

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: আপনার প্রানবন্ত মন্তব্য অনুপ্রাণিত ও উচ্ছ্বসিত করে গেল। অশেষ ধন্যবাদ সুপ্রিয় লেখক। ভাল থাকবেন নিরবধি!

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

মিরোরডডল বলেছেন: হয়তোবা ফিরে আসা যায়
তবু কেউ কখনও আর ফিরে আসেনা

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: আসার সুযোগ থাকলে আসতে হয়..

২২| ২৭ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

মিরোরডডল বলেছেন:

কি অবস্থা ভ্রমর, ফিরে আসবে নাহ ?

০৬ ই জুন, ২০২১ সকাল ৯:২৪

ভ্রমরের ডানা বলেছেন: এই তো এলাম ভেসে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.