![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
যখন প্রতি দিনকার সামুর পাতায় রাখি চোখ
আমি কেবলি ভেঙে পড়ি, মনটা বড়ো ভার
ভাবি চলে যাবো, তবু বারে বারে হই এ ধার
যেখানে হেঁটে বেড়াতাম, ছিল মুক্তি, ছিল সাধনা
ছিল পরম প্রশান্তি ছিল অবসর কাটাবার ঠিকানা।
নতুন ও পুরাতন পোস্টে গিয়ে বলো বাজাতে বাঁশি
আমার পোস্টে ঝড়ে পড়ে তোমাদের নির্মল হাসি
তোমরা যখন আবদার কর, আমি পরি দুটানায়
মনটা হয়ে যায় বিষণ্ন , লিখতে না পারার যন্ত্রনায় ।
নিরাবতা পেয়ে বসে সময় কাটে মহা প্রয়ান ভাবনায়
চাই না বলা হোক আমার কথা , নহে কোন কামনায়
তোমাদের কামনা সে যেন এক মহা মায়ার বাধন
আমি তো রোবট নই, কেমনে হবে প্রকাশ সাধন।
নীজ "মর্যাদা" শব্দটা শুনেছ কি তোমরা কভু?
তার মানে জানো? তার গভীরতা বুঝো কভু?
লিখ তোমাদের নব নব ভাবনা, ভরে উঠুক পত্র পৃষ্ঠা
লেখনী কেবল শক্তি নয়, বরং হয়ে উঠবে মহা স্রষ্টা।
আমিও একদিন ছিলাম দৃঢ়, ছিল লেখার মনোবল
সে জায়গা আজ শুন্য, আমার লেখনি প্রায় অস্তাচল
তোমাদের কাজ আজ সামুর পাতাকে সুন্দর করা
যেন আমি অনুভব না করি ব্যথা আর জ্বরা ?
আমি চাই তোমরা সামুকে এমনভাবে ভালোবাসো
যেমন তোমরা চাও, তোমাদেরকেও কেউ ভালোবাসুক
তবেই তো প্রিয় সামু ব্লগ পাবে এক মানবিক সমাজ
যেখানে কেউই ঠকবে না, সবারই থাকবে আজাদ রাজ।
সকলের প্রতি শুভ কামনা রইল ।
০৭ ই আগস্ট, ২০২৫ রাত ২:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার মত একজন লেখিকার কাছ থেকে এমন প্রশংসাসূচক মন্তব্য পাওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক।
আপনি “সুন্দর কবিতা” বলেছেন এ কথাটি আমার লেখার পরিশ্রমকে সার্থক করে তুললো। আপনার
নীজের লেখাতেও ভাষার যে সৌন্দর্য তা আমার কাছে বেশ ভাল লাগে।
আপনার ভালো লাগা আমার কাছে শুধু প্রশংসা নয়, এটি আমার জন্য একটি প্রাপ্তি ।
সময় করে পড়া ও মতামত দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
২| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৩:০৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: কেমন আছেন? আপনাকে পেয়ে লগিন করলাম।
কবিতা পড়ে মনে হচ্ছে-
ব্লগে এসে লিখতে না পাড়াটা হয়তো আপনাকে ভীষণ পিঁড়া দেয়।
আপনার সৃষ্টিশীল, গবেষণাধর্মী অসামান্য যেসব বিষয়,
নিয়ে এই প্লাটফর্ম কে সমৃদ্ধ করেছেন তাতে বা কম কি?
সামুতে আপনার যে অসামান্য অবদান; একজন পাঠক ও আপনার পোষ্টে
মন্তব্য করাটা দুটোই বেশ গর্বের এবং সম্মানের।
আমিও একদিন ছিলাম দৃঢ়, ছিল লেখার মনোবল
সে জায়গা আজ শুন্য, আমার লেখনি প্রায় অস্তাচল
"সূর্য অস্ত যায় কিন্তু তার আলো মনে রয়ে যায়; ঠিক আপনার লেখুনির মত
আর সূর্যাস্তের পরেই সম্ভাবনাময় রাত তারপর আবার ভোর।
বৈশাখের প্রখর উত্তাপের মত আপনার লেখা আবারো ছড়িয়ে পড়ুক সামুতে।
ভালো থাকবেন। আর গানটি আপনার জন্যে। চিরকুট
০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৩:১২
ডঃ এম এ আলী বলেছেন:
বিলন্মিত উত্তরের জন্য দুঃখিত ।
আপনার এমন আন্তরিক, প্রেরণাদায়ী মন্তব্যে আমি আপ্লুত। লেখালেখির জগতে বিবিধ কারণে মাঝে মাঝে
নিস্তব্ধতা নেমে আসে মনোবলটাও অনেকটা টলে যায়, শব্দেরাও অনেক সময় হারিয়ে ফেলে তাদের পথ।
তখনই এমন একটি উষ্ণ বার্তা আশ্চর্য পুনর্জাগরণের স্পন্দন এনে দেয়।
সত্য কথাই বলেছেন ব্লগে এসে লিখতে না পারাটা হয়তো নয় সত্যিই আমাকে ভীষণ পিঁড়ায় দেয়। সত্যি বলতে
আপনি গভীর অনুভব দিয়ে ঠিকই ধরেছেন। সময়, জীবনচক্র ও মানসিক ক্লান্তির ভারে অনেক কিছু থেমে যায়,
কিন্তু এই সামু প্ল্যাটফর্মে রেখে যাওয়া সহমর্মী পাঠক ও সহব্লগারদের ভালোবাসা বারবার টেনে আনে, নতুন করে
পথ খুজে দেয়, মানসিক ও শারিরিক সকল দিক দিয়ে সতেজ করে তুলে ।
আপনার মূল্যায়ন "আপনার সৃষ্টিশীল, গবেষণাধর্মী অসামান্য যেসব বিষয় নিয়ে এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছেন"
এই বাক্য শুধু প্রশংসা নয়, আমার মাঝে এক ধরনের দায়বদ্ধতাও তৈরি করে দিচ্ছে। এই দায় যেন লেখার, সেই
পুরনো শক্তি যেন আবার জাগিয়ে তোলে সে দোয়াই আমার অনেক প্রাপ্তি ।।
আপনার পাঠানো গানটি শুনেছি। সেই চিরকুটে আপনি যে ভালোবাসা ও বন্ধুত্বের চিহ্ন রেখে গেলেন, তা আমার
কাছে অনন্য এক উপহার।
এই আশীর্বাদস্বরূপ মন্তব্যের জন্য আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন,
পাশে থাকুন।আমি চেষ্টা করব আবারও কলম হাতে তুলে নিতে, সূর্যাস্তের পর সেই সম্ভাবনাময় রাত পার করে নতুন
ভোরের দিকে পা বাড়াতে, দোয়া করবেন আল্লাহ যেন সেই মনোবল ও লেখার শক্তি দেন ।
শুভেচ্ছা রইল
৩| ০৩ রা আগস্ট, ২০২৫ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: হ্যা আমরা সামুকে ভালোবাসি।
কিন্তু সামু যে চাঁদগাজীর সাথে অন্যায় করছে, তার কি হবে? যে লোকটা ব্লগিং ভালোবাসে তাকে কেন বারবার ব্যান করা হচ্ছে? ইহা দুঃখজনক।
০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তর দানের জন্য দুঃখিত ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সামুর প্রতি ভালোবাসা ও আন্তরিকতা নিঃসন্দেহে অনেকের মধ্যেই আছে,
যা এই প্ল্যাটফর্মকে বিশেষ করে তোলে। চাঁদগাজীর মতো একজন প্রবীণ ও অভিজ্ঞ ব্লগারের বারবার ব্যান
হওয়া নিঃসন্দেহে অনেকের মনে প্রশ্ন তোলে এবং দুঃখও দেয়। তবে, একইসাথে আমাদের মনে রাখতে হবে,
যে কোনো অনলাইন প্ল্যাটফর্মেরই কিছু নির্দিষ্ট নীতিমালা ও শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন হয়। কারো বিরুদ্ধে
যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তার পেছনে সামু ব্লগের নিজস্ব দৃষ্টিভঙ্গিও বিবেচনায় নেওয়া উচিত।
সবচেয়ে ভালো হত যদি এমন পরিস্থিতিতে উভয় পক্ষের অবস্থান বোঝার চেষ্টা করে এবং সংলাপ ও সৌহার্দ্যের
মধ্য দিয়ে সমাধান খুঁজে নেওয়া যেতো। সম্মানজনক ভিন্নমত থাকলেও, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ন্যায়বিচারের চেতনা
থাকলে াআমরা অনেক অনাকাঙখিত পরিনতি এরাতে পারি , তার অন্যথা হলে পরিনতি সীমার বাইরে চলে যায়।
আমার বিবেচনায় চা্দগাজীর মত একজন বিজ্ঞ ব্লগারের বিষয়টি বুঝা উচিত ছিল । একজন সৈনিককে আত্মরক্ষা
ও আক্রমন দুটোই শেখানো হয় । তেমনি ভাবে একজন কলম সৈনিকেরও আত্ম রক্ষা ও আক্রমন দুটোও জানা
প্রয়োজন, তা হলে অনাকাঙখিত পরিনতি এরানো সম্ভবপর হয়না ।
৪| ০৩ রা আগস্ট, ২০২৫ সকাল ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত।
আমার কবিতাপির বিষয়ে আপনার এই আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ । একজন
পাঠকের ভালোলাগার স্বীকৃতিই একজন লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনি পাশে থাকুন, কবিতার
পথচলা তবেই না অর্থবহ হবে।
শুভেচ্ছা রইল
৫| ০৩ রা আগস্ট, ২০২৫ সকাল ৯:৩২
মেঘনা বলেছেন: বাংলাদেশের মত সামুও এখন জামাতি দের কব্জায়।
০৭ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:৩৯
ডঃ এম এ আলী বলেছেন:
বাংলার ইতিহাস উত্থান পতনের ইতিহাস ।
সামুই তার ব্যতিক্রম নয় । এ পোস্টে আপনার আগমনে এই গানটিই মনে বাজে
এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা-সুরমা নদী তটে।
আমার রাখাল মন, গান গেয়ে যায়
এই আমার দেশ, এই আমার প্রেম
আনন্দ বেদনায়, মিলন-বিরহ সংকটে।।
যেখানে প্রকৃতি, নদী, নারী, প্রেম, বেদনা সবকিছু একাকার হয়ে যায়
এক সত্তায় বাংলা নামের হৃদয়ে । সামুর হৃদয়ে কারা স্থায়ী আসন পাবে
তা সময়েই বলে দিবে।
৬| ০৩ রা আগস্ট, ২০২৫ সকাল ১০:১৬
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর কবিতা
০৭ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তর দানের জন্য দুঃখিত ।
কবিতা সুন্দর অনুভুত হওয়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
৭| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৭
খায়রুল আহসান বলেছেন: আজ সকালে পঠিত আপনার এই কবিতাটি আমাকে স্পর্শ করেছে। তারই ফলস্বরূপ আমার এ তাৎক্ষণিক, যৎসামান্য নিবেদনঃ
হে কর্মবীর,
তোমার নিরলস লেখনী করেছে এ ব্লগকে সমৃদ্ধ।
তোমার মৌলিক ভাবনা, নিরন্তর গভীর গবেষণা
ব্লগের বহু পাঠককে করেছে আন্দোলিত ও মুগ্ধ।
আজ ‘লিখতে না পারার যন্ত্রণা’য় কি কাতর তুমি!
যেমন অব্যক্ত ব্যথায় কাতর থাকে নিষ্ফলা ভূমি।
নীরবতা আর নিষ্ক্রিয়তা আজ আচ্ছন্ন করে তোমায়
অন্য বিবিধ ভাবনাসহ ‘মহাপ্রয়াণ ভাবনা’য়!
তুমি বলেছো, তোমার লেখনি আজ ‘প্রায় অস্তাচল’,
তাই তুমি সকাতরে দিয়েছো ডাক ভালোবাসায় বিরল,
‘সামু’র বিদগ্ধ লেখককূল যেন ‘সামু’র পাতায়
‘মানবিক সমাজ’ গঠনে ব্রত হয় অপার্থিব মায়ায়!
হে ক্লান্ত কলমযোদ্ধা,
অলস কলম নিয়ে তোমার এ যাতনা আমি বুঝি,
কারণ একই পীড়ায় পীড়িত, আমিও নিরন্তর যুঝি,
ক্ষীয়মান মনন আর নিষ্ক্রিয় কলমের জরায় ভুগি।
ঢাকা
০৩ অগাস্ট ২০২৫
(আমার এ মন্তব্যটি একটি আলাদা পোস্ট হিসেবে আমার পাতায়ও প্রকাশ করছি, একটু পরেই।)
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:২১
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তর দানের জন্য দুঃখিত ।
এই কবিতাটি আপনাকে স্পর্শ করেছে জেনে আমি আপ্লুত ।
আমাকে নিয়ে লেখা অসাধারণ কবিতার প্রতিটি পঙ্ক্তি যেন আমার ক্লান্ত কলমের প্রতি এক অনুপম শ্রদ্ধাঞ্জলি।
আপনার আন্তরিক অনুভব, সহমর্মিতা ও শ্রদ্ধাঞ্জলি আমাকে আপ্লুত করেছে। পৃথক পোস্ট দেয়া এই কবিতাটি
আপনার ব্লগে আমি সেদিনই দেখেছি । সেখানে যা বলেছি তার কিছু এখানেও বলা প্রাসঙ্গিক মনে করছি।
"হে ক্লান্ত কলমযোদ্ধা"এই সম্বোধনে আপনি শুধু আমারই নয়, প্রতিটি মননশীল যোদ্ধার নির্জন লড়াইকেও
ভাষা দিয়েছেন।
আমার যন্ত্রণার পাশে আপনি যে দাড়িয়ে আছেন, সে অনুভবেই নতুন করে কলম ধরতে ইচ্ছে জাগে।
আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও অকুণ্ঠ ভালোবাসা জানাই।
অনেক অনেক শুভেচ্ছা রইল
৮| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪০
মোস্তফা সোহেল বলেছেন: আপনাদের মত ব্লগাররা সামুতে নিয়মিত লিখলে সামু আবার প্রান ফিরে পাবে।
১৭ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
লেখার বিষয়ে অনুপ্রেরণা দেয়ার জন্য কৃতজ্ঞ।
কামনা করি আমি নিয়মিত লিখতে না পারলেও
সামু যেন প্রাণবন্ত থাকে নীজ শক্তি বলেই ।
শুভেচ্ছা রইল
৯| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ২:১২
নতুন নকিব বলেছেন:
প্রিয় ভাই, হৃদয় ছুঁয়ে যাওয়া একটি লেখা। লেখাটা যেন কেবল কবিতা নয়, বরং এক নিঃশব্দ আর্তনাদ—একটা সময়ের, একটা সম্পর্কের, একটা ব্লগের জন্য। যেখানে আমরা হাসতাম, লিখতাম, ঝগড়া করতাম, তবু ছিলো এক ধরণের বন্ধন।
আপনার এই ডাকটা যেন অনেক দিনের চেপে থাকা কথার এক সহজ প্রকাশ—যা হয়তো অনেকেরই অব্যক্ত ভাব ও ভাবনা। সামু শুধু একটা ওয়েবসাইট নয়, এটা অনেকের দীর্ঘ দিনের আত্মার একটুকরো ঠিকানাও।
এই লেখা পড়ে মনে হলো—সামু এখনও বাঁচতে পারে, যদি আমরা চাই, যদি আমরা আবার ফিরে আসি, একে আপন করে পথ চলি।
শুভেচ্ছা ও শ্রদ্ধা রইল।
১৭ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:৫৫
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
প্রিয় নতুন নকিব ভাই, আপনার মর্মস্পর্শী প্রতিক্রিয়া সত্যিই হৃদয়গ্রাহী। লেখার প্রতি আপনার অনুভব যেন
আরেকটি পরিপূর্ণ কবিতার রূপ নিলো। আসলে, আমরা যারা সেই সময়গুলোতে সামুর উঠোনে দিন রাত
কাটিয়েছি, তাদের কাছে এটি নিছক একটি ব্লগ নয় এটি ছিলো আমাদের ভাবনার মুক্ত আকাশ, কথার
নির্ভেজাল খোলা মাঠ।
আপনি একেবারে যথার্থ বলেছেন ,এখানে আমরা কেবল লিখতাম না, বরং একে অপরের সঙ্গে জীবনের খানিকটা
ভাগাভাগি করতাম। হাসি, অভিমান, বিতর্ক, আবার এক অদৃশ্য বন্ধনে বাঁধা পড়া , সবকিছু মিলিয়েই সামু হয়ে
উঠেছিলো আমাদের এক অভিন্ন ঠিকানা।
আপনার কথাগুলো পড়ে মনে হলো, সত্যিই সামু এখনো বেঁচে আছে আমাদের ভেতরকার টানেই। শুধু দরকার সেই
ফিরে আসা’র সাহস আর আন্তরিকতা। যদি আমরা আবার সেই উচ্ছ্বাসে, সেই প্রাণে একত্র হই তাহলেই সামু আবার
নতুন করে জেগে উঠবে।
আপনার শুভেচ্ছা ও শ্রদ্ধার উত্তরে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও স্নেহভরা ভালোবাসা।
১০| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ২:১৫
খায়রুল আহসান বলেছেন: "নিজ মর্যাদা" শব্দটা শুনেছ কি তোমরা কভু?
তার মানে জানো, তার গভীরতা বুঝো কভু?" - বুঝি, বুঝতাম। এখন এ কবিতাটি পড়ে আরও কিছুটা বুঝলাম।
২ নং মন্তব্যে আপনার জন্যে চমৎকার একটি গান সংযোজন করার জন্য কলিমুদ্দি দফাদার কে ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত।
আপনার হৃদয়স্পর্শী মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। সত্যিই, "নিজ মর্যাদা" কোনো অলংকারমাত্র শব্দ নয়
এটি আমাদের অন্তরের গভীরতম সত্য, আত্মপরিচয়ের মর্মকেন্দ্র। হয়তো আমরা সবাই কোনো না কোনোভাবে
এ শব্দের আভাস জানতাম, কিন্তু কবিতার মর্মচ্ছন্দে তা নতুনভাবে অনুরণিত হলে বুঝতে পারি এর অসীম ব্যাপ্তি।
আপনার উপলব্ধি প্রমাণ করে কবিতাটি শুধু পাঠ করা হয়নি, হৃদয়ে স্পর্শ করেছে। কবির স্বার্থকতা তো সেখানেই
শব্দ যখন পাঠকের মনে নীরবে গভীরতর অর্থ উন্মোচন করে।
কলিমুদ্দি দফাদার এর গানটি সত্যিই চমকপ্রদ । উনাকে আপনার ধন্যবাদ জানিয়ে দেয়া হল ।
শুভ কামনা রইল
১১| ০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৯
জুল ভার্ন বলেছেন: চমৎকার নিবেদন!
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
আপনার আন্তরিক মূল্যায়ন ও “চমৎকার নিবেদন” মন্তব্যটি আমার জন্য সত্যিই অনুপ্রেরণার উৎস হয়ে এলো।
কোনো সৃষ্টিশীল প্রয়াস যখন পাঠকের হৃদয়ে সাড়া জাগায় এবং তিনি সেই অনুভূতিকে শব্দে প্রকাশ করেন
তখন লেখকের শ্রম সফলতা লাভ করে। আমার নিবেদনকে আপনার দৃষ্টি যে এতটা আন্তরিকভাবে গ্রহণ করেছে,
তা আমাকে আরও গভীরভাবে সৃষ্টির পথে এগিয়ে যেতে সাহস জোগাচ্ছে এমনতর শারিরিক অবস্থা নিয়েও।
আপনার এই সুন্দর প্রতিক্রিয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আশা করি সামনে আরও লেখা
ভাগাভাগি করতে পারব, আর সেগুলোতেও আপনার পাঠ ও অনুভূতির আলো ছড়িয়ে থাকবে।
শুভকামনা রইল
১২| ০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫০
নজসু বলেছেন:
ভালোবাসি সামু ব্লগকে।
ভালোবাসি আপনাদের মতো ব্লগারদের।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
আপনার মত সুলেখকদের ভালবাসাই
আমাদের মত ব্লগারদের লেখা লেখির
পাথেয় ।
শুভেচ্ছা রইল
১৩| ০৩ রা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
শাহ আজিজ বলেছেন: অনেক দিন বাদে আপনাকে পেলাম ব্লগে। ভাল আছেন আশা করি ।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
আপনার মত বিজ্ঞ গুণীজনের
আগমনে নীজকে ধন্য মনে করছি ।
দোয়া করবেন ব্লগে নিয়মিত লেখালেখির
তৌফিক যেন আল্লাহ দেন ।
শুভেচ্ছা রইল
১৪| ০৩ রা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
ঢাবিয়ান বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
আপনার প্রতিউ অনেক অনেক
শুভেচ্ছা রইল
১৫| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:২৬
শায়মা বলেছেন: আমরা আজও সামুকে ভালোবাসি। তোমাকেও অনেক ভালোবাসি ভাইয়া। প্রথম যখন তোমাকে দেখি তখনও জানতাম না জ্ঞানে গুণে তুমি কতখানি উচ্চ!
ভাইয়া তোমাকে মনে পড়লে প্রথম মনে পড়ে আমার টেরিরিয়াম পোস্টের কথা।
আমিও কিছুই লিখতে পারছি না মানে সময়ই পাই না আজকাল। হঠাৎ জীবন বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছে.......
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
আপু তোমার এমন ভালোবাসার কথাগুলো পড়ে সত্যিই মন ভরে গেল। সামুর প্রতি তোমার অনুভূতি আর
আমাকে যে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিলে, তার জন্য অন্তর থেকে কৃতজ্ঞ। টেরারিয়ামের সেই পোস্টটা আমিও
ভোলিনি, মনে হয় যেন সেদিনের মধ্যেই আবার ফিরে গেলাম। জীবনের ব্যস্ততায় লেখালিখি কমে গেলেও
তোমার হৃদয়ের টান কিন্তু একটুও কমেনি, এটাই আসল সম্পদ। সময় না থাকলেও তোমার মমতার এই
স্পর্শ আমার কাছে অনেক বড় উপহার।
তোমাকে অসংখ্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার শুভ কামনা রইল ।
১৬| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:৩৯
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,
আপনাকে দেখেই লগ-ইন করতে হলো। ভালো লাগছে অনেকদিন পরে আপনাকে দেখে।
আপনার এই লেখা অস্তাচলের আভা নয় , এ যেন এক নতুন ভোরের আবাহন!
সামুর জন্যে আপনার অকৃত্রিম ভালোবাসার এই আর্তনাদ সকল ব্লগারদের আবার পুরোনো বন্ধনে আবদ্ধ করবে নিশ্চয়ই!
ভালো থাকুন, থাকুন ব্লগেই.....
শুভেচ্ছান্তে।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
আপনার এতো আন্তরিক ও হৃদয়স্পর্শী কথাগুলো আমাকে সত্যিই গভীরভাবে ছুঁয়ে গেল। অনেকদিন পরেও
যখন এমন ভালোবাসা ও স্নেহে ভরা মন্তব্য পাই, মনে হয় আমাদের এই ব্লগপরিবার এখনো জীবন্ত, এখনো
প্রাণময়। আমার লেখাকে আপনি যে নতুন ভোরের আবাহন হিসেবে দেখেছেন, সেটাই আমার সবচেয়ে বড়
প্রাপ্তি। আশা করি আমরা সকলে মিলেই আবারও সেই পুরোনো বন্ধনের আলো জ্বালাতে পারবো। আপনার
ভালোবাসা আর শুভকামনা সঙ্গে নিয়েই আমি ব্লগে থাকতে চাই।
আপনাকেও জানাই অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।
১৭| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতায় ভালোলাগা জানবেন। আপনি বেশ ক'মাস আমাদের মাঝে অনুপস্থিত, আশা করছি পরিবার-পরিজন সবাইকে নিয়ে সুন্দর ও সুন্থ আছেন। ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:২২
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
কবিতা ভাল লেগেছে জেনে খুশী হলাম ।
াআল্লার অশেষ রহমতে পরিবার পরিজন
সবাইকে নিয়ে সুন্দর ও সুস্থ আছি ।
আশা করি আপনিউ পরিবার পরিজন
নিয়ে সুন্দর ও সুস্থ আছেন ।
নিরন্তর শুভেচ্ছা রইল ।
১৮| ০৪ ঠা আগস্ট, ২০২৫ ভোর ৪:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
@ সকল সন্মানিত সহ-ব্লগারদের হৃদয়গ্রাহী মনোমুগ্ধকর মন্তব্যগুলি পাঠ করেছি ।
সময় নিয়ে সকলের মন্তব্যের উত্তর দিব ইনসাল্লাহ ।
সকলের প্রতি শুভেচ্ছা রইল ।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
নীজের মন্তব্যের প্রতি উত্তর দেয়াটাও জরুরী ।
পাঠক মন্তব্যের বিলম্বিত উত্তর দান প্রয়াসের
জন্য দুঃখ প্রকাশ করছি ।
১৯| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:১১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:২৮
ডঃ এম এ আলী বলেছেন:
কি কি জানলেন , মন্তব্যগুলি কেমন লাগল বলে গেলে ভাল লাগত ।
শুভেচ্ছা রইল
২০| ০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো?
২১| ০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৯
গেঁয়ো ভূত বলেছেন: কতদিন দেখা হয়না (সামুতে)! কথা হয়না! হয়না ভাব ও মতের বিনিময়! মাঝে মাঝে ব্লগে ঢু মাড়ি চেনা সুহৃদদের দেখা পেতে, নিরাশ হয়ে ফিরে যেতে হয় প্রতিবারই, আপনার হঠাৎ আগমন মরুভূমিতে মরুদ্যান পাওয়ার আনন্দের মতোই সুখকর আমার মতো অনেকের কাছেই।
আশা করছি সুস্থ আছেন। অনেক অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
২২| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৪
ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের এই অনিশ্চয়তার সময় ব্লগারদের উজ্জিবিত রাখার জন্য হোলেও সার সংক্ষেপে লিখুন। নাইবা হোক অসাধারণ কিছু। সময়ের সাধারন পংতিমালা কিংবা তুলির আচর সাক্ষী হয়ে থাকে।
তীর হারা এই ঢেউয়ের সাগর পেরিয়ে এসেছি আমরা॥
আশা করি সৃষ্টি কর্তা আবারও আপনার লেখনী শক্তি প্রদর্শন করার জন্য আপনাকে প্রস্তুত করে তুলবে।
ধন্যবাদ॥
২৩| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৪
ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের এই অনিশ্চয়তার সময় ব্লগারদের উজ্জিবিত রাখার জন্য হোলেও সার সংক্ষেপে লিখুন। নাইবা হোক অসাধারণ কিছু। সময়ের সাধারন পংতিমালা কিংবা তুলির আচর সাক্ষী হয়ে থাকে।
তীর হারা এই ঢেউয়ের সাগর পেরিয়ে এসেছি আমরা॥
আশা করি সৃষ্টি কর্তা আবারও আপনার লেখনী শক্তি প্রদর্শন করার জন্য আপনাকে প্রস্তুত করে তুলবে।
ধন্যবাদ॥
২৪| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪৭
বিজন রয় বলেছেন: হা হা হা ...................... আপনার এই পোস্ট পড়ে ব্লগে না এসে পারলাম না!!
আমি ভালো আছি, আপনে কেমন আছেন?
২৫| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেরি করে হলেও কবিতাটি পড়ার সুযোগ হয়েছে। আপনার প্রতি অনেক শ্রদ্ধা সহ আপনার নেক হায়াত কামনা করছি।
২৬| ১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৭
করুণাধারা বলেছেন: আপনি চমৎকার একটি কবিতার মাধ্যমে আমাদের সামু সম্পর্কে আমাদের অনেকের মনের ভাব প্রকাশ করেছেন।
যেখানে হেঁটে বেড়াতাম, ছিল মুক্তি, ছিল সাধনা
ছিল পরম প্রশান্তি ছিল অবসর কাটাবার ঠিকানা
আজ সেখানে কদাচিৎ আসা হয়!
আপনার আহ্বানে সাড়া দিতেই এখন সামুতে অনেক ব্লগারদের পদচারনা দেখা যায় যারা অনিয়মিত হয়ে পড়ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই চমৎকার কবিতার জন্য। ছবি দুটি যথোপযুক্ত হয়েছে, প্রাচীন এবং নবীন লেখক!
উত্তর দেবার জন্য পেরেশান হবেন না দয়া করে। দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকুন। আপনার চমৎকার লেখনী দিয়ে সামুকে প্রাণবন্ত করে রাখুন।
২৭| ২১ শে আগস্ট, ২০২৫ রাত ২:৩৯
এইচ এন নার্গিস বলেছেন: খুব সুন্দর ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২৫ রাত ২:৪৫
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো ।