নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

ঘটনাটা কি অস্বাভাবিক না?

০৭ ই জুলাই, ২০২২ রাত ২:৩২

সারাদিনের ক্লান্তি শেষে বাসায় এলাম রাত সাড়ে আটটায়। বাইরের তালা খুলে ঘরের লক খুলতে যাব অথচ খুলে না। ভাবলাম ভেতরে কেউ আছে। কলিংবেল চাপি কিন্তু উত্তর নেই।বাসার মালিককে ফোন দিলাম। ওনি আসার আগে লক খোলার চেষ্টা করতে লাগলাম কিন্তু চাবি লেগে গেল তালার সাথে।

আন্টি বকা দিলেন। একটু সময় অপেক্ষা কেন করলাম না বললেন।
যাহোক, তালাচাবির লোক আনতে গেলাম। এসে দেখি আন্টি লকের সাথে আটকানো চাবি খুলেছেন।

মিস্ত্রি তালা ভাঙল কিন্তু তবু খোলা গেল না। ছিটকিনি লেগেছে ভেতরে। অবাক কাণ্ড! ভেতরে লোক নেই ছিটকিনি লাগাল কে?

ছিটকিনির গোঁড়ায় শাবল গুঁতিয়ে ভেঙে ভেতরে ঢুকলাম। ঘরে কেউ নেই। মিস্ত্রি বলল, লক লাগানোর সময় ছিটকিনি ওপরে উঠে গেছে।
এটা কি সম্ভব? জোরে টান দেওয়ার কারণে তো ছিটকিনি নিচে নেমে যাওয়ার কথা।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪২

বিটপি বলেছেন: আপনি ভালো করে মনে করে দেখুন, কোন কারণে আপনি দরজার বদলে জানালা দিয়ে বের হয়েছিলেন। মানুষের স্মৃতিভ্রম হতেই পারে - এটা অস্বাভাবিক কিছু না।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ৮:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বলেন কী?

২| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মিস্ত্রির কথা্ ঠিক। কোন জ্বিন ভুত কিছু নেই।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছিটকিনি ওপরে উঠে গেলে তো দরজাই লাগার কথা না।

৩| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিচেই ছিল কিন্তু দরজা জোড়ে টান দেয়ায় হয়তো জার্কিং করে উপরে উঠে গেছে।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হতে পারে কিন্তু ওপরের ছিটকিনি যথেষ্ট কষা। জোরে ধাক্কা মেরে লাগাতে হয়।

৪| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২৪

ঢিসুম বলেছেন: এই ঘরে রাতে একা থাকতে ভয় লাগবেনা?

০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভয় লাগে নি

৫| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩০

জ্যাকেল বলেছেন: অবশ্যই স্বাভাবিক না। তবে উপরে ওঠে যাওয়া সম্ভব পদার্থবিদ্যার জটিল মারপ্যাচে। জ্বীন টিন হইবার কথা না।

০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এরপরও চেষ্টা করেছি উপরে উঠে কি না। দেখলাম উঠে না।

৬| ০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: রহস্য আমি ধরে ফেলেছি। কিন্তু বলব না।

০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বলেন।

৭| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বিন টিন আছে মনে হচ্ছে।

০৮ ই জুলাই, ২০২২ রাত ৩:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.