নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে পরামর্শ চাই

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৮

১. সকাল থেকে পাশের রুমের ছেলেটার খবর নেই(পরীক্ষার্থী)। কই যে মন খারাপ করে বসে আছে!

২. একটু আগে একজন মিষ্টি খাইয়ে গেল। এ প্লাস পেয়েছে।

৩. দুপুরে একজন জিজ্ঞেস করেছিল,
ক. "ভাই কোথায় ভর্তি হলে ভালো হয়?"
খ. "কীভাবে পড়বো?" "স্যারের কাছে না ভাইয়ার কাছে পড়বো?"
খুঁতখুতে স্বভাবের হলেও এসবের নিখুত উত্তর দিতে পারি নি। নিজের জ্ঞানের স্বল্পতার জন্য খেই হারিয়ে ফেললাম। বারবার এই লাইনটার ( "পৃথিবীতে সবাই মেধাবী। কিন্তু আপনি যদি মাছের মেধা তার গাছে চড়তে পারার দক্ষতার ওপর বিচার করেন, তাহলে সে সারা জীবন ধরে স্টুপিডই থেকে যাবে।") কথা মনে পড়লো।
গতবার এক কাজিন ফেল করেছিল। এ নিয়ে কত বকা খেল। এবার সে পরীক্ষা দেখনি, তারপরও পরিবারের সবাই খুশি।(আর্মিতে চান্স পেয়ে এখন ট্রেনিং করছে)। জীবন কি এতই ছোট যে, সামান্য পরীক্ষার রেজাল্টে বন্দি হয়ে থাকবে?


প্রশ্নকারীর বর্ণনা-
মি. ক। বিজ্ঞান বিভাগ। এসএসসির(গ্রাম থেকে দেয়া) রেজাল্ট এ প্লাস(ইরেজিতে প্লাস ছিল না)। এইসএসসির রেজাল্ট এ প্লাস(বাংলা, ইংরেজিতে প্লাস নেই)। ও ইংরেজিতে একটু দুর্বল, তবে পদার্থ, রসায়ন, ম্যাথে বেশ ভালো। বাসা থেকে বিশেষ কোন চাপ নেই(ডাক্তার/ইঞ্জিনিয়ার হতেই হবে এমন)। তবে তার ঝোঁক ইঞ্জিনিয়ারিং পড়ায়। ডাক্তারি বিষয়ে সে দোটানায়(ওর গ্রামে তেমন ভালো কোন ডাক্তার নেই বলে আত্মীয়দের অনেকে বলেছে ডাক্তারি পড়তে। কিন্তু মরা মানুষ কাটাছেঁড়া করতে হবে ভেবে তার অনীহা(ভাব দেখে তাই বুঝলাম)। এর ফাঁকে কে তাকে বলেছে, ঢাবিতে পড়ে বিসিএস দিতে।
এখন এই সমস্যার কী জবাব দেব?
চাকরির বাজারের দিকে লক্ষ রেখে ৩(ক) নিয়ে মন্তব্য করবেন। আমার তেমন অভিজ্ঞতা না থাকায়, ব্লগে প্রশ্নটা করলাম।
শুভরাত্রি


বি. দ্র: ১ নং এ উল্লেখিত ব্যক্তি রুমে ফিরেছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৯ ভোর ৫:১১

চাঁদগাজী বলেছেন:


যেখানে প্রশ্নফাঁস করা সহজ হয়, ওখানে ভর্তি হওয়া সঠিক হবে।

২| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: সব পরীক্ষার্থীর জন্য শুভ কামনা।

৩| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪৪

আপেক্ষিক মানুষ বলেছেন: ইঞ্জিনিয়ারিংয়ে ইচ্ছা থাকলে ও বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট সব জায়গায় পরিক্ষা দিতে পারবে। এগুলোতে প্রশ্নফাঁস হয় না, তআই চাঁদ গাজীও তাকে প্রশ্নফাঁস জেনারেশনের লোক বলতে পারবেন না :P :P ভাল করে প্রিপারেশন নিলে হয়ে যাবে।

মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে হলে মুখস্ত বিদ্যা ভাল হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস দিবে এই চিন্তা মাথায় না আনাই ভাল।

১৮ ই জুলাই, ২০১৯ রাত ৯:০১

অনুভব সাহা বলেছেন:

পরামর্শে ধন্যবাদ

৪| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

রাকিব আর পি এম সি বলেছেন: আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে ছেলেটার জন্য বুয়েট/রুয়েট/কুয়েট ভাল চয়েজ হবে। আমার ব্যাচমেটদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার তারা বেশ ভাল অবস্থায় আছে, অন্যদিকে আমার পড়ায় শেষ হচ্ছে না(ডাক্তার)!!!!

১৮ ই জুলাই, ২০১৯ রাত ৯:০২

অনুভব সাহা বলেছেন:

গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.