নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন -শেরজা তপন

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:০৮

দিনতো সবই দিন -তবুও এদিন বিশেষ রঙিন
মহাকালে এসেছিলে তুমি নতুন
প্রিয় ব্লগার শেরজা তপন
শুভ হোক তোমার জন্মদিন ।

এসেছিলে তুমি যেদিন
হেসেছিল ভুবন -কর কর্ম এমন
যাবার সময় হাসবে তুমি
কাঁদবে সারা ভুবন।।

শুভ কামনায় - প্রার্থনা স্রস্টায়
এক জনমেই যেন প্রাণ, মুক্তির তরী পায়;
আত্মায় স্বত্তায় - মহামিলনের মহেন্দ্রক্ষণে
আরশে আজিমে মাকামে মাহমুদায়।।


[প্রিয় ব্লগায় শেরজা তপন ভায়ার শুভজন্মদিনের নগন্য নৈবদ্য । যার দারুন শক্তিশালী লেখনি ভাবায়, হাসায় কাঁদায়...বিষয় বৈচিত্রে ভরপুর দারুন সব সিরিজ মুগ্ধতায় ধরে রাখে পাঠককে স্মরনের মনিকোঠায়। আলকাশ, রুস্কাইয়া ব্লদা, বাবনিক সহ রুশ সিরিজ গুলোতো অনন্য অনবদ্য।
দারুন সব রাশান, তাজিক, জর্জিয়ান, কিরগিজ নানান রুপকথার মাধ্যমে শিক্ষামূলক গল্প গুলো দারুন মুন্সিয়ানায় তুলে ধরে আমাদের পাঠ কে সমৃদ্ধ করেছেন। এছাড়াও দেশ, মানুষ এবং নানান বিষয়ভিত্তিক সমস্যা, ভাবনা, স্থানিক কি আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে সময়োপযোগী লেখা, ভ্রমণ, স্মৃতিচারণ সবই সেই লিজেন্ডারী সিগনেচার বহন করে


জন্মদিনের এই শুভ ক্ষনে ভায়ার জন্য আন্তরিক শুভকামনা। ]


মন্তব্য ৭৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:২৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শুভ জন্মদিন !
দুজনেরই ঝুটি - কোইন্সিডেন্স নয়তো ? =p~

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ক'দির আগে একজন বললেন- শেরজা তপন আমার মাল্টি কিনা;)
পরে তপন ভায়া এই কথাটিই বলেছিলেন- জুটিতেই বিভ্রম !! হা হা হা

কোন একটা জায়গায়তো বটেই- :)

২| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:২৭

মেহবুবা বলেছেন: শেরজা তপনের জন্য শুভকামনা । সুস্থ এবং সুখী জীবনে বেঁচে থাকুক ।

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

আপনার প্রার্থনা মঞ্জুর হোক।

৩| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




জন্মদিন অর্থ হলো জীবনে একটি বছর নতুন যোগ হলো। শুভ জন্মদিন ব্লগার শেরজা তপন ভাই। শুভেচ্ছা নিবেন আপনি বিদ্রোহী ভৃগু ভাই।

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
যোগ বিযোগের ধাঁধাঁয় জীবন
বাড়লো নাকি কমলো বয়েস
জন্মদিনে দ্বিধা ছেড়ে আনোতো- ভায়া
জলিদ পায়েস ;)

অনেক অনেক ধন্যবাদ ঠাকুর'দা =p~

৪| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩০

শোভন শামস বলেছেন: শুভকামনা । সুস্থ এবং সুখী জীবনে বেঁচে থাকুন

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভকামনায় শুভেচ্ছা

৫| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:১২

আমারে স্যার ডাকবা বলেছেন: শুভ জন্মদিন। শুভ কামনা জানাই। :#)
ইয়ে মানে কেক বিস্কুট কিছুর ব্যবস্থা থাকলে ভালো লাগতো। খালি মুখে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইচ্ছা করে না। #:-S

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এই নিন কেক্কুক ;)



৬| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক দোয়া রইলো।

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার দোয়া কবুল হোক

৭| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:১৭

শাহ আজিজ বলেছেন: শুভ জন্মদিন তপন ।

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা শুভকামনায়..

৮| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন শেরজা তপন । আপনি আপনার পোস্ট দিয়ে ব্লগকে সমৃদ্ধ করছেন । পাঠকদের ঋদ্ধ করে চলেছেন । নিরন্তর শুভকামনা আপনার জন্য। আর বিদ্রোহী ভৃগু আপনাকেও ধন্যবাদ ব্লগার শেরজা তপনের জন্মদিন পোস্টটির মাধ্যমে আমাদের নজরে এনে ভার্চুয়ালি উৎযাপনের সুযোগ করে দেয়ার জন্য। :)

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

আপনার শুভেচ্ছা বাড্ডে বয়ের জন্য তোলা রইলো ;)

আমারটুকু আমি নিয়ে নিলুম:)
শুভেচ্ছা রইলো

৯| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। বাইরে গেলে মাস্ক মাস্ট। ঘরে বাইরে সব সময় সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন। জীবন হোক আনন্দময়।

বিদ্রোহী ভৃগু এই পোষ্ট টি দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সতকর্তা সচেতনতা আর শুভকামনায় ধন্যবাদ

শুভেচ্ছা রইলো আপনার জন্যেও

১০| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫০

শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে শেরজাভাইয়া!!!!!!!!!!

আজকে আবার সেই জন্মদিনের গিফটো দুস্কুটা নিয়ে পোস্টটা দিতে পারো ভাইয়ু!!!!!!!

ভৃগুভাইয়াকেও অনেক অনেক ভালোবাসা... :)

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

বা্ড্ডে বয় কি করে দেখি!
জন্মদিনের গিফটো দুস্কুটা নিয়ে পোস্টটা রিপোষ্ট করে নাকি নতুন আনন্দময় কিছু!!!

অনেক অনেক ধন্যবাদ তোমাকেও পরীমিন ;)
থুরি
এখনতো এই নাম আবার ব্রান্ড হয়ে গেছে -এটা বলা যাবে না
দুর্গামনি বলি বরং ;)
কারণ তুমিতো দশভূজা :)

১১| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৩

অপু তানভীর বলেছেন: কেকটেক ছাড়া জন্মদিনের শুভেচ্ছা জানানো ঠিক না । :D

শুভেচ্ছা তোলা থাকলো । কেক খাওয়ার দাওয়াত দিলে শুভেচ্ছা জানাবো । ;)

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিক ঠিক

এই নিন কেক্কুক :)

১২| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো।

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

শুভেচ্ছা বড্ডে বয়ের কাছে পৌছে যাক :)

১৩| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩১

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! শুভ জন্মদিন প্রিয় ব্লগার ।

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

শুভেচ্ছা আপনাকেও মনিরাপু

১৪| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪৭

রোকসানা লেইস বলেছেন: শুভ জন্মদিন শেরজা তপন। ভালো থাকুন আনন্দে থাকুন।

প্রিয় ব্লগারের জন্মদিনের আয়োজন করার জন্য আপনাকেও ধন্যবাদ বিদ্রোহী ভৃগু

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের সামুর তো এই প্রাণ
সবাই সবার তরে এমনি আপন :)

আপনাকেও শুভেচ্ছা

১৫| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: পয়দা দিবসের শুভেচছা শেরজা (শের শাহ নয়) তপন ভাইকে ,সাথে সাথে ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই আপনাকেও ।

তয় মনের মাঝে একখান কথা উকি লয় ," কোন ভাবে কি দুইজন একজন হবার সম্ভাবনা লয়"? (কিছু সাদৃশ্য + ++ এর জন্য )।

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

চুল দেখে তুই করিসনে ভুল
আড়ালে তার ভিন্ন দুজন
মনে প্রাণে মিল র'লেও
হাকীকতে 'সুজন' দু'জন :)

১৬| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪৬

ভুয়া মফিজ বলেছেন: মনে কইরা প্রিয় ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা জানাইছেন, সেইজন্য আপনেরে ধন্যবাদ। ওনারেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কবিতার ব্যাপারে কিছু কইতে পারুম না, কারন পড়ি নাই। :-B

আশাকরি আমার এই বিষয়টা আপনে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। :)

২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভুয়া ভায়া ;)

হা হা হা
সে আমি জানি যে আপনি কোবতে পড়েন না, এককালে নাকি লিখতেন!!!
জাতি আপনার সেই সুপ্ত প্রতিভা দেখার অপেক্ষা আর কতকাল থাকিবেক? তাই বড় কুশ্চেন :)

আপনার কবিতা যেদিন পড়তে পাবো সেদিন ক্ষমা হইবেক ;) ততিদন পেন্ডিং মুডে রাখলাম :P

১৭| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Many happy returns to you on your birthday!
I hope you have a wonderful day full of friends,
family, and cake! Sorry we can't be there this year
and we hope to catch up next time we're in the
neighborhood.
তপন ভাইয়ের জন্মদিন
বহুবার ফিরে আসুক এই
ধরণীতে সেই আশির্বাদ
রইলো।

২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দারুন উইশে

আপনার শুভকামনার সাথে আমরাও সকলে একমত

১৮| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৯

শেরজা তপন বলেছেন: পরিবারের পঞ্চম সন্তান আমি! মা বলেন, আমার জন্মের সময়ই নাকি তাকে প্রথমবার হাসপাতালে যেতে হয়েছিল- এমন কষ্ট আর
কোন সন্তান প্রসবের বেলায় করেননি তিনি!
আমার জন্মটাই হয়েছিল অস্থির এক সময়ে, হাটতে শেখার সময়ে যুদ্ধের শুরু! শৈশবের অনেকখানি কেড়ে নিয়ে গেছে সেই যুদ্ধ!
যুদ্ধের পরে ধ্বংসস্তুপের মধ্য থেকে অভিভাবকদের বেঁচে থাকার জন্য নতুন এক সংগ্রামের শুরু। তাদের জীবন জীবিকার সেই
ভয়ঙ্কর সংগ্রামে পুরো শৈশবটাই হারিয়ে ফেললাম একবারে। প্রায় প্রতিটা মানুষ ঘুরে ফিরে একদিন তাঁর শৈশবে ফিরে যেতে
চায়- কিন্তু আমি কোনদিনও চাইনা।
জন্মদিনে বিশেষ কোন উৎসব হতে পারে সেটা ভাবিনি কখনো। জন্ম তারিখটাই প্রথম প্রয়োজন পড়েছিল ক্লাস ফাইভে বৃত্তি
পরিক্ষা দেবার আগে।
তবে এর বেশ খানিকটা পুষিয়ে নিয়েছিলাম রাশিয়াতে' বছরে দশবার জন্মদিন করে'! :)
যেভাবেই উৎযাপন হোক না কেন এভাবে কখনো হয়নি। কেউ একজন আমার জন্মদিন উপলক্ষে আস্ত একটা কবিতা উৎসর্গ
করবে এ যে অভাবনীয়- অকল্পনীয়। এত্ত এত্ত গুণী ব্লগারের ভালবাসা ও শুভকামনা আমাকে আবেগাপ্লুত করে ফেলছে।

প্রিয় ভৃগু ভাই,অনেকেই এতদিন বাদে আপনাকে আমাকে মিলিয়ে কেন গুলিয়ে ফেলছে সেটা বোধগম্য নয়! :)
তবে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আপনি ভাল থাকুন সুন্দর ও সুস্থ্য থাকুন নিরন্তর।

২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই রে
আগে চিমটি খেয়ে নিন!
আমিও যে পঞ্চম :)

তাইতো সব্বে খালি মিল খুঁজে পায়। মাল্টি বলেও সুন্দেহ করে ;) হা হা হা

আপনার শৈশবে ফিরে যেতে না চাইবার সত্য ঘটনা যথেষ্ট মনোপীড়াদায়ক বটে। ভয়ংকর সংগ্রাম আর কস্টের স্মৃতিতে কেইবা ফিরে যেতে চায়? তবে সংগ্রামের সফলতায় কিন্তু তাকেও উদযাপন করা যায় -সেই কষ্ট স্মৃতিই পরিণত হয় অলংকার হিসেবে।
প্রেরণার অনুঘটক হিসেবে।
রাশিয়ায় বছরে দশবার জন্মদিন!!!!!! হা হা হা
পিনেকে লিয়ে বাহানা চাহিয়ের মতো মনে হয় ছিল উদযাপনের অনুষঙ্গ গুলো :)

এই সামান্য উৎসর্গে আপনার অভাবনীয় আনন্দে আপ্লুত
আর সকলের ভালবাসায় আপনার উছিলায় আমিও বেশ ভাগ পেলুম :)

লম্বা চুল
দেখে করোনা ভুল
দুজনেরই আছে বটে
তবু দুজনে দুটি ফুল :)

আপনার আনন্দ আমাদের সবার আনন্দ। আমরা যে সামু পরিবার।
আপনিও ভাল থাকুন সুন্দর ও সুস্থ্য থাকুন নিরন্তর

১৯| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:



প্রিয় লেখক শেরজা তপনের জন্মদিনে রইল শুভেচ্ছা।
তাঁর জীবন চলার পথ হোক মসৃন ও সাফল্যমন্ডিত ।
তাঁর মুল্যবান বৈচিত্রময় লেখাগুলি প্রতিনিয়তই সামুকে
করে চলেছে সমৃদ্ধ , আমরাও তাঁর গুণপনায় মুদ্ধ ।
তাঁর জন্মদিন উদযাপনে শরীক হওয়ার সুযোগ করে
দেয়ার জন্য আপনার প্রতিও ধন্যবাদ ও শুভেচ্ছা ।


২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ড. এম এ আলী ভায়া
আপনার শুভকামনায় এবং মতে সর্বোত একমত

আপনার প্রতিও ধন্যবাদ ও শুভেচ্ছা ।

২০| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগার শেরজা তপনের জন্য জন্মদিনের শুভেচ্ছা।

২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনাকেও শুভেচ্ছা

২১| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: দুজনেরই প্রোপিক একই রকম। সুন্দর আয়োজন। একজন গুণী মানুষের কদর আরেক জন গুণীই যথার্থই বোঝেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় লেখক তপন ভাইয়ের জন্মদিনে জানাই শুভেচ্ছা। সামু ব্লগে এমন মিথোস্ক্রিয়া দেখে এতো ভালো লাগে জে কথায় বলে বোঝাতে পারবো না।
দুই জনকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই।

২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পদাতিক দা'
সামু ব্লগের এমন মিথোস্ক্রিয়াইতো সামুর প্রাণ ....

আপনার জন্যেও অন্তরিক শুভেচ্ছা আর শুভকামনা

২২| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১২

মিরোরডডল বলেছেন:



শুভ জন্মদিন শেরজা ।
কি চাই বার্থডে বয় ।
ইউ ক্যান আস্ক এনিথিং এভ্রিথিং, ইটস ইউর ডে :)





২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

দারুন ভিডিও র মাধ্যমে শুভেচ্ছায় ধন্যবাদ
বাড্ডে বয়ের জন্য অবারিত দ্বারে তিনিই জেনে নিন কি চাই তার :)

অনেক অনেক ধন্যবাদ মিরোরডডল

২৩| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৫

মেহবুবা বলেছেন: লাল একটা কেক দেখতে পাচ্ছি ওটা খাওয়া ঠিক হবে না; নেইল পালিশ দিয়ে রঙ করা মনে হচ্ছে!

শেরজা তপনের চুলে ঝুঁটি দেখে আর বাঁচি না , আমার পুত্রের চুলে কিছু ক্ষণ আগে ঝুটি বেঁধে এলাম; বাসায় সব চেয়ে ঘন কোঁকড়ানো এক রাশ চুল তার ! চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা.....

২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

লাল হইলেই নেল পলিশ না ;) নিশ্চিন্তে খেয়ে নিন :)

ওয়াও!
পুত্রধনের ঝুটি দেখতে মন চাইছে :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভে্ছা রইলো

২৪| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২২

মিরোরডডল বলেছেন:



নাইস পোস্ট ভৃগু ।
মন্তব্য পড়ে জানলাম যে ভৃগুও লালঝুটি কাকাতুয়া :)


২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

স্কেচ দেখেতো বোঝার কথা আগেই।
অবশ্য আমারটা খোঁপা করা
শেরজা তপন ভায়া ষ্ট্রেইট ছেড়ে রেখেছেন।
আমিও ছেড়ে রাখি- মাঝে মাঝে....

২৫| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

জুন বলেছেন:
শেরজা তপনের জন্য রইলো শুভকামনা সাথে ভৃগুকেও শুভেচ্ছা :)


ছবি সুত্র ঃ আমার মোবাইলে তোলা #:-S

২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ফুলেল শুভেচ্ছায় কৃতজ্ঞতা

বাড্ডে বয়ের সাথে আমাকে শুভেচ্ছা দেয়ায় আবারো ধন্যবাদ

২৬| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:২২

অপু তানভীর বলেছেন: আমার মনে যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে, আপনেদের প্রোফাইল পিকচার দেখে মনে হচ্ছে আপনেরা দুইজনই একদিকে তাকায়া আছেন । এখন বলেন ঐদিকে কে ছিল? কোন সুন্দরী কন্যা ছিল ? :||

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ২৭ নম্বরে ভায়াতো বলেই দিলেন কোনদিকে ছিল দৃষ্টি!

আর আমার দৃষ্টি অসীম শুন্যতায় ;)
আমার স্কেচটা এঁকেছিলেন মরহুম শিল্পী সৈয়দ লুৎফুল হক
তিনি পজিশন ঠিক করে মডেল বানিয়ে বসিয়ে দিলেন..
আমিও চেয়ে রইলাম অসীমের পানে :)
যতক্ষন স্কেচ শেষ না হলো

অসীমের চেয়ে সুন্দর আর কিছূ কি আছে? ;)

২৭| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: @অপু তানভীর- আমি চেরাপুঞ্জির রিসোর্টের বারান্দায় বসে সিলেটের দিকে চেয়ে ছিলাম :) সে মুহুর্তে আমার এক ফটোগ্রাফার বন্ধু ক্যামেরায় ক্লিক করেছিল। এখন সেই ঝুঁটি উধাও হয়ে গেছে! ভৃগু ভায়া, বলতে পারবেন উনি একই দিকে তাকিয়ে কি দেখছিলেন?প্রশ্নটা উনার কাছে রেখে যাচ্ছি
@মিরোরডডল- ধন্যবাদ আপু এত বড় একটা সুযোগ দেবার। আমার খুব সখ রকেটে করে পৃথিবীর চারপাশে একবার চক্কর দেবার- প্লিজ একটা সুযোগ করে দেন?
@ মেহবুবা- ওই বাহারি ঝুঁটি আর নাই-রে আপু! পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, ভদ্রলোক হতে হলে নাকি ঝুঁটি কাটতে হয় :)
@পদাতিক চৌধুরি - দাদা 'সামু ব্লগে এমন মিথোস্ক্রিয়া দেখে এতো ভালো লাগে জে কথায় বলে বোঝাতে পারবো না।' আপনার এই কথাটা খুব মনে ধরেছে। আন্তরিক ভালবাসা ও ধন্যবাদ আপনাকে।
প্রিয় ব্লগার হিসেবে সম্বোধন করার জন্য সুপ্রিয় ' ভুয়া মফিজ' ভাইকে লাল গোলাপের শুভেচ্ছা।
@ নুরু মোহাম্মদ নুরু ভাই - আপনার মন্তব্যে 'Sorry we can't be there this year and we hope to catch up next time we're in the neighborhood.' অপেক্ষায় রইলাম কোন একদিন...
@ মোহামমদ কামরুজ্জামান- ধন্যবাদ তবে, ভাইরে ফের এইটা কি কইলেন, " কোন ভাবে কি দুইজন একজন হবার সম্ভাবনা লয়"? - কি করিলে আপনার সন্দেহ দূর হইবে, জানাইবেন কি?
ভাই @ স্বামী বিশুদ্ধানন্দ একই সন্দেহের দোলাচালে আছেন< আমাদের দুজনের লাইভে আসতে হবে মনে হয় B:-)
প্রিয় কবি @ সেলিম আনোয়ার ভাইকে ভার্চুয়ালি জন্মদিন উদযাপনের সুযোগ করে দেবার জন্য ফের ধন্যবাদ ভৃগু ভাই।

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায়! একি শোনালেন ভায়া
ঝুটি উধাও!!! :((
এ্যম শকড! :-/


সবাইকে প্রত্যুত্তর দানে ধন্যবাদ ও শুভেচ্ছা
আরেহ ধন্যবাদতো সব আপনারই পাওনা
আপনাকে শুভেচ্ছা দিতে গিয়ে সব্বাই আমাকেও শুভেচ্ছা জানালেন-বলে :)

@মো কা ভায়া আর স্বা বি ভায়াকে দুজনে একসাথে ফুটুক তুলে পাঠালে আবার বলবেন নাতো ফটোশপ ইফেক্ট ;)
হা হা হা

২৮| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:৩১

শেরজা তপন বলেছেন: @ শায়মা আপুর উক্তি- 'আজকে আবার সেই জন্মদিনের গিফটো দুস্কুটা নিয়ে পোস্টটা দিতে পারো ভাইয়ু!!!!!!!' ওল্ড
ওয়াইন আর কতবার নতুন বোতলে ঢালবো গো আপু।ওই দুঃখের স্মৃতি বারবার মনে করিয়ে দিয়ে কেন যে আমারে কাঁদান !:#P
@ ডঃ এম এ আলী - ভাইয়ের মন্তব্য আমার জন্মদিনে অন্যরকম এক পাওনা! সবিশেষ ধন্যবাদ আপনাকে।
@জুন আপুর সেলফোনে তোলা টাটকা ফুলের ছবি দেখে আমি দারুন উদ্বেলিত!
সুপ্রিয় ব্লগার @ রোকসানা লেইস প্রিয় ব্লগার হিসেবে ভালবাসা প্রকাশ করায় দারুন প্রীত হলাম।

@মনিরা সুলতানা বলেছেন: বাহ ! শুভ জন্মদিন প্রিয় ব্লগার । ছোট্ট এক মন্তব্যে বেশ আন্তরিক ও গভীর উপলব্ধি!
ব্লগার @রাজিব নুরকে ধন্যবাদ -বিদ্রোহী ভৃগু ভাইকে এই পোষ্ট টি দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ' দিয়ে অনুপ্রাণিত করার জন্য।
আমার অতি প্রিয় ব্লগার ঠাকুর মাহমুদ, মরুভুমির জলদস্যু, বড় ভাই @ শাহ আজিজ, শোভন শামস, সামিউল ইসলাম বাবু সহ সবাইকে জন্মদিনের শুভকামনার আন্তরিক ধন্যবাদ, ভালবাসা ও শুভেচ্ছা।
@ আমারে স্যার ডাকবা - নিকে আজ এক বছর পূর্ণ হওয়া ব্লগারকে অভিনন্দন সহ ধন্যবাদ। ভাল থাকুন

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

২৯| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৯

মাওয়ি বলেছেন: শুভ জন্মদিন শেরজা তপন। সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। শুভ কামনা

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাওয়ী

৩০| ২৫ শে জুলাই, ২০২১ রাত ২:৪২

কামাল১৮ বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কামাল ১৮

৩১| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৮:২৩

সোহানী বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ব্লগার। হাজার বছর থাকুন আমাদের মাঝে।

আর ধন্যবাদ বিগুকে মনে করে পোস্ট দেবার জন্য। অনেকদিন পর কারো জন্মদিনের পোস্ট পেলাম।

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ
বহুদিন পর আবার বিগুকে খুঁজে পেলাম ;) হা হা হা

সেতো হারিয়ে গেলো
বলে গেলোনা কবে জনম দিন তার
স্মরণে খুঁজে নিতাম তারে
রচে জনম দিনের কাব্যোপহার!!! - কোন এক হারিয়ে যাওয়াকে নিয়ে ;)

৩২| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪০

নীল আকাশ বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার ভাই শেরজা তপন এর শুভ জন্মদিনে উনাকে একরাশ শুভেচ্ছা এবং শুভ কামনা।

২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলাকাশ ভায়া

শুভেচ্ছা রইলো

৩৩| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১০:১১

সামিয়া বলেছেন: শুভ জন্মদিন

২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা রইলো

৩৪| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ভাইয়া

২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইলো

৩৫| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২০

সাজিদ! বলেছেন: শুভ জন্মদিন তপন ভাই।

২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

শুভেচ্ছা রইলো

৩৬| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৫

করুণাধারা বলেছেন: শেরজা তপনের জন্য অনেক শুভকামনা, এই দিনটি বারবার ফিরে আসুক...

আপনার কবিতা ভালো লেগেছে। আপনার জন্মদিন কবে? আপনার জন্যও শুভকামনা।

২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ করুনাধারাপু

শুভকামনায় কৃতজ্ঞতা
কবিতা ভাল লেগেছে জেনে অনুপ্রানীত হলাম
পনেরোই অক্টোবর

কৃতজ্ঞতা অফুরান

৩৭| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৯

মিরোরডডল বলেছেন:


এখন ভৃগুর ঝুটি দেখতে পাচ্ছি । এবারের প্রোফাইল পিক ভালো হয়েছে ।
আমি এতদিন স্কেচ থেকে সত্যি বুঝিনি যে খোঁপা বা ঝুটি করা আছে :)


২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্কেচে খোঁপা করা ছিল :)
খুব খেয়াল না করলে বোঝা যায় না
আর এমনিতেও আমি এমন ভাবে বেঁধে রাখি খেয়াল না করলে ধরা যায় না!

প্রোপিক ভাল হয়েছে জেনে ভাল লাগলো :)

৩৮| ০৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: শেরজা তপন এই ব্লগের একজন যশস্বী ব্লগার। আপনি যেমনটি বলেছেন, সাহিত্যের বিভিন্ন ধারায় তিনি সাবলীলভাবে লিখে যেতে পারেন এবং পাঠকের আকর্ষণ ও মনযোগ ধরে রাখতে পারেন। তিনি গভীর পর্যবেক্ষণ শক্তির অধিকারী। এজন্য তার লেখায় অনেক খুঁটিনাটি বিষয়কে তিনি নিপুণতার সাথে তুলে ধরতে পারেন।

এমন একজন গুণী ব্লগারের জন্মদিন উপলক্ষে লেখা আপনার এ পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই সুযোগে আমার প্রিয় এই ব্লগারকেও বিলম্বিত শুভেচ্ছা জানিয়ে গেলাম।

পোস্টে ভাললাগা। + +

১১ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিলম্বিত শুভেচ্ছা ততোধিক বিলম্বিত উত্তরের জন্য দু:খিত!
ক’দিন ঢোকা হয়নি সামুতে, তাই এই অনিচ্ছাকৃত বিভ্রম!

হুম। এমন গুনজিনের শুভদিনের স্মরনে প্রীতি বোধ করেছি। আপনার শুভেচ্ছায় কৃতার্থ হলাম।
আশা করি ভায়া আপনার শুভেচ্ছা গ্রহণ করবেন।

ভাললাগা প্লাসে আর শুভেচ্ছায় আবারো কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.