নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

আলোকিত অন্ধকারে...

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০


দেশে এসেছি। বিমানবন্দর থেকে কমলাপুরে এলাম। তারপর রিকশা। রিকশায় চড়তে আমার বেশ মজা লাগে। চারপাশ দেখতে দেখতে এগিয়ে যাওয়া যায়। কাছেই কোথাও যাবো বলে গাড়ি পাঠাতে বলিনি বা উবার নিইনি। গাড়ির মধ্যে বসে থাকাটা আমি তেমন একটা পছন্দ করি না। এর চেয়ে রিকশায় বসে ধুলোবালিতে স্নান করা ভালো।

রেলস্টেশন থেকে কিছুদূর যেতেই বহুল আকাঙ্ক্ষার (!) জ্যাম। আমার রিকশার চারপাশে আরো বহু গাড়ি, রিকশা, মোটরসাইকেল। চারপাশ প্রত্যক্ষ করার লক্ষ্য নিয়ে আমার পাশে তাকালাম। দেখলাম, ফুটফুটে এক মেয়ে তার মায়ের সাথে রিকশায়। বয়স ততটা নয়। ৪ বছর মতো হবে। মায়াবী চেহারা। আদর করতে ইচ্ছে হলো।

মেয়েটা চারপাশে উৎসুক দৃষ্টিতে তাকাচ্ছে। আর রাস্তার পাশের একটি গাছের দিকে আঙুল তুলে বলছে, "ওয়ান, টু, থ্রি, এক, দুই, তিন, চার "। মনে হলো, সদ্য গোনা শিখেছে। মিষ্টি গলার এমন সংখ্যা পাঠ শুনতে শুনতেই জ্যাম কেটে গেল। তারপর যে যার গন্তব্যে।

বাড়িতে এসে ওর কথাটা মনে পড়লো। বাড়িতেও এমন এক বাবু আছেন যে। যিনি আমার সাথেই থাকতে পছন্দ করেন। তখনই চিন্তায় ডুবে গেলাম। গভীর এক চিন্তায়। যে চিন্তা আমরা সবাই করি কিন্তু এর রেমেডি জানা নেই। ঢাকার বাসযোগ্যতা।

এই বাবুরা বেড়ে উঠছে এক দূষিত শহরে। আমরা বড়রা কি করছি এক্ষেত্রে? স্রেফ নিজের কাজটা করে খালাস। যেভাবেই হোক, সেটা যতই পরিবেশের ক্ষতি করুক। আমার কি ! এমন এক মনোভাব। তবে সামনে গভীর এক অন্ধকার দেখতে পেলাম। যে অন্ধকারে তলিয়ে যেতে পারে চমৎকার যত ভবিষ্যৎ !

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর পোস্ট ।

পোস্টে ++

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই :)

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিকই তো নগরায়নের নামে আধুনিক সভ্যতা যেভাবে দ্রুত দূষিত হতে চলেছে তাতে ভাবী প্রজন্মের কাছে বিষয়টি অতিব ভাবনার। ছোট্ট পোস্টে উঠে এসেছে প্রাসঙ্গিক একটি বার্তা। শুধু রাষ্ট্রীয় আইন নয় আমাদের মধ্যেও চেতনার প্রসার ঘটুক।
পোস্টে লাইক।
শুভেচ্ছা নিয়েন।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করেছেন। আপনার সাথেই বলতে চাই, শুধু রাষ্ট্রীয় আইন নয় আমাদের মধ্যেও চেতনার প্রসার ঘটুক।

শুভকামনা :)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: এইদেশের সব দুষিত। মানূষ, রাস্তাঘাট। অফিস আলালত বাজার। সব। দুষিত।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এই দূষিত পরিবেশেই আমরা মানুষ !

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


ঢাকার দু:খের মুল কারণ হলো, দেশের সকল প্রান্তের সকল দুষ্ট লোকজন এখন ঢাকায়।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ঢাকা, ঢেকে গেছে ধোঁয়ায়, দূর্নীতিবাজে। রুট লেভেল থেকে এই দূষণের ক্লিনআপ করা প্রয়োজন।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে একটা পরামর্শ দেই…...এসব নিয়ে বেশী ভাবতে যাবেন না। এটা অনেকটা আওয়ামী-বিএনপি কিংবা নাস্তিক-আস্তিক দ্বন্ধ নিয়ে ভাবনার মতো, যার কোন তল কোনদিনই খুজে পাবেন না। বেশী ভেবে মাথা নষ্ট করে শেষে এই ব্লগেরই অনেকের মতো আবোল-তাবোল বলা শুরু করলে ভালো দেখাবে না। :P

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বলুক না আবোল তাবোল । সমস্যা থাকলে সমাধান আছে। হোক না সেটা দূরের ব্যাপার !


তল না খুঁজে পৃষ্ঠ খুঁজলাম :P

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: Pessimistic, but realistic evaluation of the situation.
Welcome home!

১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: "Hope is a good thing, may be the best of the things. And good thing never dies." 

Many thanks for your comment :)

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমিও দেশে এসেছি আর এসব দেখছি। কিন্তু যখন বুঝি যে, আমি এর কোন প্রতিকারই করতে পারছি না, পারি নি আর পারবোও না, তখন না পারার ব্যর্থতায় এই অপদার্থ, প্রবাসীর মাথাটা হেঁট হয়ে আসে।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: শুধুই দেখে যাই. ......। এই বাংলাদেশে আর কি'বা করার !


৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




ইনহাস্ত ওয়াতনম ।
এই তো আমার দেশ....................

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: হয়তোবা ......

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

আলআমিন১২৩ বলেছেন: চাদগাজী সাহেবের মন্তবের প্রসংগে বলছি-ঢাকার দুঃখের মূলকারন হলো ঢাকাকে সুন্দর রাখার দায়িত্ব পাওয়া(ছিনিয়ে নেয়া)লোকজন।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কথা ঠিক !

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্মঘাতি বাঙালী যেন মরমে মরমে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে জাতি!!!!!!!!
তাইতো এতো অধোগতিিএত অন্ধকার
আরোকিত অন্ধকার!

++++

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এ অন্ধকারের ভিতরেই আসবে কেউ
আলোর মশাল নিয়ে,
হাঁক উঠবে আবারো
জাগো বাহে
কোনঠে সবাই?



উত্তর দিলুম। লেটু করে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.