নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

৭৫-এর ইনডেমনিটি থেকে আজকের জুলাই ঘোষণা ‼️ সুদের মহাজনের বিচার করা যাবে এই ঘোষণায় ‼️

০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৪



জুলাই ঘোষণাপত্র নিয়ে আমার নিজস্ব পর্যবেক্ষণ একজন জানতে চেয়েছেন ইনবক্সে। মোটাদাগে এই ঘোষণাপত্র নিয়ে আমার আগ্রহ কম। কারণ যেকোনো ফৌজদারি অপরাধের সাংবিধানিক দায়মুক্তি বা ইনডেমনিটি দেয়ার আয়োজন আমাকে আকৃষ্ট করে না। এটাও ঠিক একই কারণে করেনি। তারপরেও আগ্রহী ফেসবুক বন্ধুর উদ্দেশে কয়েকটি পর্যবেক্ষণ-

* এই ঘোষণাপত্রে জুলাই-আগস্টে আওয়ামী লীগবিরোধী শক্তির সব কর্মকাণ্ডকে রাজনৈতিক ও আইনি দুই দিক থেকে 'যুক্তিসংগত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত' বলে উল্লেখ করা হয়েছে। ফলে এটা নির্বাচন-পরবর্তী সংসদের অনুমোদন সাপেক্ষে পরিবর্তিত সংবিধানে তফসিলভুক্ত হলে সব ঘটনাই দায়মুক্তি বা ইনডেমনিটি পাবে। এসব কর্মকাণ্ডের মধ্যে গুরুতর ফৌজদারি অপরাধ, যেমন হ*ত্যার ঘটনারও বিচার চাওয়া বা করা যাবে না।

সরকারি হিসাবে জুলাই-আগস্টে ৪৪ পুলিশকে হ*ত্যা করা হয়েছে। তবে জুলাই ঘোষণাপত্রের দাবি অনুযায়ী এই সব হ*ত্যাই 'যুক্তিসংগত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত'। এমনকি জাতিসংঘ রিপোর্টের ৬৩ পৃষ্ঠার ২২০ নম্বর পয়েন্টে যে ছাত্রলীগ কর্মীর ধর্ষণের শিকার হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে, সেটিও 'যুক্তিসংগত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত' হিসেবে আমাদের মেনে নিতে হবে। ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না বলা হলেও এগুলোর কোনো বিচার বাংলাদেশের কোনো আদালত বা আইনে চাওয়া যাবে না। আমাদের মেনে নিতে হবে 'দেশের প্রয়োজনেই' ওই পুলিশদের হত্যা করা 'যুক্তসঙ্গত ও বৈধ' ছিল (আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা নাইবা তুললাম), এমনকি ওই ছাত্রলীগ কর্মীকে ধর্ষণ করাটিও 'অপরিহার্য এবং বৈধ' ছিল!

* ঘোষণাপত্রের ১৭ নম্বরে সামরিক বাহিনীকে দায়মুক্তি দেয়া হয়েছে। ফলে একমাত্র আওয়ামী লীগ এবং পুলিশের মতো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের বিচার করা যাবে, সামরিক বাহিনীর কাউকে নয়।

* ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক অন্য কোনো আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকার কোনো উল্লেখ নেই। এই দলটি কেবল তাদের সরকার পরিচালনার সময়কালে হঠাৎ 'আকাশ থেকে হাজির হয়েছিল এবং প্রতিবারই ফ্যাসিবাদ কায়েম করেছিল।' বাকি সময়ে দেশে গণতন্ত্র ও সাম্যবাদের নহর বয়ে গেছে।

* ইন্টারেস্টিংলি জুলাই ঘোষণাপত্রে এরশাদবিরোধী আন্দোলনকেও 'ছাত্র-জনতার আন্দোলন' বলা হয়েছে। এমনকি সেখানে বিএনপির ভূমিকারও উল্লেখ নেই। অন্য দলগুলোর হিসাব, এমনকি তিনজোটের রূপরেখাও বাদ!

* স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রণয়নপদ্ধতি, এর কাঠামোগত দুর্বলতার কথা বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রে। ফলে দৃশ্যত বাহাত্তরের সংবিধান পরিত্যাজ্য।

* ঘোষণাপত্রের ৬ নম্বরটি খুবই ইন্টারেস্টিং। সেখানে দেশি-বিদেশি চক্রান্তে ১/১১-এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থা এসেছিল বলে উল্লেখ করা হয়েছে। ফলে ১/১১-এর কুশীলবদের বিচার করার যথেষ্ট সুযোগ থাকছে। সে সময়ে নতুন রাজনৈতিক দলের জন্মদাতা এবং মাইনাস টু ফর্মুলায় সমর্থনদাতা পত্রিকা সম্পাদকদের জন্য কিন্তু যথেষ্ট ঝুঁকি থেকে যাচ্ছে।

* জুলাই ঘোষণাপত্রে এনজিওগুলোর জন্য স্পেস রাখা হয়েছে। ২৬ নম্বরের 'পরিবেশ ও জলবায়ুসহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশল'-এর সাংবিধানিক স্বীকৃতির সুযোগ থাকায় পরিবেশবাদী এনজিওগুলো বিশেষভাবে উপকৃত হতে পারে

* সবশেষ পর্যবেক্ষণ হলো যদি নির্বাচন হয় এবং তাতে বিএনপি বিজয়ী হয় তাহলে এই ঘোষণাপত্র সংবিধানের তফশিলভুক্ত করার প্রধান দায় ও দায়িত্ব তাদের ঘাড়েই চাপবে। সে কারণেই সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃষ্টি মাথায় নিয়েও ড. ইউনূসের সবচেয়ে কাছে দাঁড়িয়ে ছিলেন। তবে সে সময়ে কেবল একটি ছাতা ড. ইউনূসের মাথায় ধরে রাখা খুব দৃষ্টিকটূ লেগেছে। বর্তমান ও ভবিষ্যতের দায় ও দায়িত্বকে স্বীকৃতি দিয়ে মঞ্চে অন্তত আরেকটি ছাতার বন্দোবস্ত করলে দেখতে ভাল্লাগতো...

মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫০

কিরকুট বলেছেন: আমার মনে হয় গুটি কয়েক স্বার্থেন্যাশি লোক ছাড়া জুলাই নামক ঘোষণা নিয়ে কারো তেমন মাথা ব্যাথা নাই ।

যে ঘোষণা সাধারন মানুষ কে ছুয়ে যায় না ওটা টিস্যু পেপার ।

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৭

ক্লোন রাফা বলেছেন: হুম ....

২| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ আর ২০ বছরেও ফেরত আসবে না। এরপর ফেরত আসলে সেটা হবে জাতীয় পার্টির মতো।

০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৩

ক্লোন রাফা বলেছেন: জিন্দা ওলির শিষ‍্য যখন বলছে, যথার্থই বলেছেন । আওয়ামী লীগ আর ইহ জন্মেই ফিরে আসতে পারবে না।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥

৩| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৩

রানার ব্লগ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ আর ২০ বছরেও ফেরত আসবে না। এরপর ফেরত আসলে সেটা হবে জাতীয় পার্টির মতো।

এটা জামাতি বিশ্বাস । কারন রাজনৈতিক মাঠে জামাত কে একমাত্র আওমিলীগ প্রতিহত করতে পারে । আর জামাত চাইবে না এমন কোণ প্রতিপক্ষ মাঠে থাকুক । কিন্তু হায় ইহা হবার নয় ।

৪| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: রানার ব্লগ এবং রাফা@ আপনারা সহজ বিষয় টা বুঝেন না। লীগের নেতৃত্ব দেয়ার মতো কেউ নেই। কোনো নেতা সেভাবে উঠে আসে নাই। লীগ এক ছিলো পরিবারতন্ত্রের কারণে। সেটা আর কাজ করবে না।

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২০

ক্লোন রাফা বলেছেন: এখনও অন‍্য যে কোনও দলের চাইতে বেশি মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মত। শুধু শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিলেই দেখতে পাবেন প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে প্রকৃত রাজনৈতিক নেতা। আওয়ামীলীগের প্রতিটি কর্মী নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে।
আপনি পুরো জামাত/ শিবিরের প্রোপাগান্ডার ধারক। শুধু আমার এলাকায় দশজন আছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥

৫| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৯

রবিন_২০২০ বলেছেন: আমার ক্ষমতা থাকলে আমি জুলাই ঘোষণাতে সকল আওয়ামী জারজদের সাপ মারার মতো পিটিয়ে মারাকে ইনডেমনিটি দিতাম।

৬| ০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: সুন্দর একটা পোষ্ট লেখার জন্য পৃথীবি চাকমার তরফ থেকে আপনাকে অভিনন্দন।

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৮

ক্লোন রাফা বলেছেন: এই ছবিটি মুছতে বাধ্য করেছে ব্লগার এবং কতৃপক্ষ আমার একটি পুরনো পোস্ট থেকে। কিন্তু এখন দেখছি সবাই এই ছবিটি ব্যবহার করছে পুলিশ হত্যার বিচার চেয়ে। সেই কারনেই আবারো ছবিটি দেওয়া আজকের পোস্টের সাথে।

প্রতিটি হত্যার বিচার হবে ইংশাআল্লাহ্ । আর কোনো দল না করলেও আওয়ামী লীগ করবেই॥

জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥

৭| ০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: জয় বলেছেন বিএনপি-জামায়াত নামক দল থাকবে না। এখন অন্যরা বলছে আওয়ামী লীগ থাকবে না। রাজনীতির লোকেরা এভাবে রাস্তার মোড়ের গরিব জ্যোতিসির মত কথা বলে।

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩২

ক্লোন রাফা বলেছেন: কোন দল না থাকলে সুবিধা হয় সুদের মহাজনদের মত কুশিলদের আর সাথে জামাতিদের । নির্বাচন ব‍্যাতিতই সরকার চালানো যায়। সুযোগ সুবিধা পুরোপুরি বোনাস। আসল কাজ চাদাবাজিতেই মাত।

৮| ০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভালো আদর্শের দল থাকবে।
বাকিরা হারিয়ে যাবে।

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪০

ক্লোন রাফা বলেছেন: ভালো,খারাপ মিলিয়ে দেশ এগিয়ে যায়। কিন্তু দল না থাকলে শুধু পিছিয়ে যেতে হয়। এই জন্য বলে সবচাইতে খারাপ গনতন্ত্রও অন‍্য যে কোনো শাসনের চেয়েও ভালো

৯| ০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৫

শ্রাবণধারা বলেছেন: সুদের মহাজনের বিচার তো আওয়ামী লীগই করেছে। এখন আপাতত গণহত্যাকারী ডাকতের দল হাসিনা গংয়ের বিচার দেখা যাক। এই বিচারটি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ভবিষ্যতে যেন হাসিনার মতো আর কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট এবং দানব রাষ্ট্র তৈরি না হয়, তা নিশ্চিত করা যেতে পারে।

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৬

ক্লোন রাফা বলেছেন: হুম ... বাংলাদেশে এখন সুশাসনের নহর বইছে। হাসিনার মত চাইনা। মব সৃষ্টি করে সুদি শাসন চাই অনির্বাচিত দখলদারদের মাধ্যমে।

১০| ০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা নেতৃত্বে এগুলো আরো ডুববে। সেদিন আর নেই।

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৬

ক্লোন রাফা বলেছেন: উত্তর নিচে ⬇️

১১| ০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৪

ক্লোন রাফা বলেছেন: জিন্দা ওলির শিষ্যরা অবশ্য সুদি মহাজনের মত নেতৃত্ব চায় ! কারন বিনা নির্বাচনে ক্ষমতার স্বাদ ভোগ করা যায়।
ইহাদেরকে ছাগল ছাড়া আর কিছুই মনে হয় না আমার।

১২| ০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১১

মেঠোপথ২৩ বলেছেন: আপনার পর্যবেক্ষন সঠিক। ডক্টর ইউনুসকে দেখে মনে হচ্ছিল যে, পেছন থেকে কেউ পিস্তল ধরে রেখে উনাকে দিয়ে পড়াচ্ছেন। আওয়ামিলীগকে ফিরিয়ে আনার সকল বন্দোবস্ত চুরান্ত করা হয়েছে। বিএনপির মাধ্যমেই লীগকে ফেরানো হবে। লোক দেখানো নির্বাচন আয়োজন করে বিএনপিকে ক্ষমতায় আনা হবে । বিএনপি এখন পর্যন্ত সফলতার সাথে এই সরকারকে সংস্কার ও বিচার করা আটকে দিয়েছে। বাকি রুপ ক্ষমতায় গিয়ে দেখাবে।

১৩| ০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৬

আমি নই বলেছেন: আচ্ছা পৃথিবি চাকমা এই কথাটাই বলেছেন আপনারা কেমনে জানলেন? মানে ওনাকে যারা হত্যা করে ছিল তারা ছারা আর কারো জানার কথা নয়, তাই না? তাহলে কি আপনারাই হত্যাকারি??

তবে সত্যটা হলো সিরাজগঞ্জের এনায়েতপুরে নিহত ১৫ জন পুলিশ সদস্যের মধ্যে কেউ নারী ছিলেন না এবং প্রচারিত ছবিটি ভিন্ন এক নারী পুলিশ সদস্যের। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

জী পুলিশ কনস্টেবল পৃথিবী চাকমা জীবিত এবং ঢাকায় কর্মরত আছেন। আপনারা ৪ আগস্ট একবার তাকে হত্যা করেছেন এখন আবার হত্যা করতেছেন।

সোর্সঃ Click This Link

১ নভেম্বর ২০২৪ এ পার্বত্য নিউজেও এসংক্রান্ত সংবাদ প্রকাশ হয় যেখানে পৃথিবী চাকমা নিজেই জানিয়েছিলেন "এই ছবি তার মাতৃ ইউনিট কিশোরগঞ্জ জেলা পুলিশে কর্মরত থাকার সময়ের ছবি এবং বর্তমানে তিনি ঢাকায় কর্মরত আছেন।"

লজ্জাজনক ভাবে আপনারা এখনো গুজব ছরাচ্ছেন তাকে নিয়ে।

০৯ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৪

ক্লোন রাফা বলেছেন: তথাস্থ , সেখানে কোন পুলিশ হত‍্যা করাই হয়নি। মথ‍্যযুগীয় বর্বরতার যুগে প্রবেশ করে মনে করছি সব সত্য প্রকাশ হোচ্ছে এখন‼️আরে যে স্কুলের ঘটনায় সত‍্য প্রকাশ হয়না । যার হিসেব শতভাগ লিপিবদ্ধ আছে খাতায়। সেখানে সরকারি ঘোষণাকৃত সরকারি পুলিশের হিসেব দেবে দখলদার বাহিনী ⁉️
প্রকাশ্যে আলোচনা করে বলছে শত শত পুলিশ মারা গেছে । সেখানে বর্তমানে অবৈধ দখলদার বাহিনীর হিসেবে বলছে সর্বোচ্চ ৪৪! সেখানে একজন মহিলা পিটিয়ে হত্যা করেছে এটা এড়িয়ে যাওয়া ডাল ভাত॥

১৪| ০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৩

মেঠোপথ২৩ বলেছেন: টাইপো ঃ আপনার পর্যবেক্ষন সঠিক নয় হবে।

জুলাই ঘোষনাপত্রে লীগকে যেভাবে দোষারোপ করার কথা ছিল তা হয়নি একেবারেই । বিচার নিয়ে সুস্পষ্ট কোণ রোডম্যাপ না দিয়ে ভাষার মারপ্যাচে বিষয়টা ধোয়াশা করে রাখা হয়েছে। কেবল বিএনপির ফেবারে যায় , সেভাবেই এই ঘোষনাপত্র তৈরী করা হয়েছে। এই কারনেই বলছি যে , বিএনপি যেহেতু এই সরকারকে বিচার ও সংস্কার করা আটকে দিয়েছে , তাই লীগ বিএনপির মাধ্যমে ফিরবে।

০৭ ই আগস্ট, ২০২৫ ভোর ৪:২২

ক্লোন রাফা বলেছেন: আপনার কথার পরিপ্রেক্ষিতে কোন তথ‍্য প্রমাণ নেই। বিএনপি নিজেকে বাঁচাতে ব্যস্ত অন‍্যকে সাহায্যের প্রশ্নই আসে না। বিএনপি একটি নেতৃত্ব বিহীন দল। এককভাবে বিএনপি কোনও কিছুতেই সফল হয় নাই। যদি প্রকৃত রাজনৈতিক দল হইত তাহলে আওয়ামী লীগ দুটি নির্বাচন করে টিকে থাকতে পারতো না।
সুস্থ রাজনীতি করার জন্য প্রতিপক্ষ সুস্থ এবং শক্তিশালী হোতে হয় । ন‍্যুনতম রাজনৈতিক আদর্শ ধারণ করতে হয়। বিএনপি টিকে আছে শুধু আওয়ামিলীগ বিরোধী শক্তির কারনে।
ধন‍্যবাদ।

১৫| ০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫২

জাদিদ বলেছেন: আপনি ফেব্রিকেটেড তথ্য দিচ্ছেন। এত স্পর্শকাতর একটি বিষয়ে সঠিক তথ্য দেয়া প্রতিটি ব্লগারের নৈতিক দায়িত্ব।
১। সিরাজগঞ্জ থানায় যে আক্রমন হয়েছে সেখানে কোন গর্ভবতী পুলিশ কন্সটেবল থাকার তথ্য প্রমান পাওয়া যায় নি।
২। তবে সেখানে রেহেনা পারভীন নামে একজন নারী কনস্টেবল শ্লীলতাহানির শিকার হয়েছে বলে জানা যায়। তবে তিনি জীবিত আছেন।

আপনি কি মনে করেন গর্ভবতী একজন নারীকে আগুনে পুড়িয়ে মারা কম অপরাধ? সেই ব্যাপারে আপনারা যথাযথ এক্টিভিজম না করে জামাত শিবিরের মত মিথ্যের পেছনে ছুটছেন।

উপরের একটা কমেন্ট দেখে মজা পেলাম। যারা গণহারে একটা ভিন্ন রাজনৈতিক দলকে সবাইকে কুকুরের মত পিটিয়ে মারতে চায় তাদের ভবিষ্যত এ আরো ভয়াবহ ফ্যাসিস্ট এবং দানব হবার অপেক্ষায় আছে।

০৮ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩২

ক্লোন রাফা বলেছেন: Click This Link আপাতত এটুক দেখেন

০৮ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:০১

ক্লোন রাফা বলেছেন: প্রকাশ্যে বলছে Click This Link

০৮ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৯

ক্লোন রাফা বলেছেন: আপনি কোনটা ফেব্রুকেটেড নিউজ বলছেন⁉️ আপনার কাছে আন্দোলনে নিহত সকল মৃত্যুর তথ্য আছে⁉️পুরো আন্দোলনের প্রতিটি ঘটনার বর্ণনা দিলে কয়েক পৃষ্ঠা লিখে জানাতে হবে। আমার বাসা রাজারবাগ পুলিশ লাইন থেকে খব বেশি দুরে নয়। ১৯৭১ সালেও অনেক পুলিশ ২৬ মার্চ রাতে এসে আশ্রয় নিয়েছে।
২০২৪ এসে আরও ভয়ংকর আক্রমনের শিকার হলো পুলিশ! প্রকৃত হত্যার সংখ্যা পুলিশ জানে । ৫০ বছর পরে হোলেও এই সকল হত্যার বিচার হবে। পুলিশই মামলা করবে। সিরাজগঞ্জ থানায় এক মহিলা পুলিশকে অবশ্যই পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিস্থিতি অনুকুলে আসবে যখন প্রতিটি হত্যার মামলা হবে। অপেক্ষা করুন।

বর্তমান বাংলাদেশে নব্বই পার্সেন্ট নিউজ ফেব্রকেটেড । অপতথ্য , অসত্য তথ্য , অর্ধ সত্য সবই ফেব্রিকেটেড

পুরো বাংলাদেশটাই গুজবের দেশ হয়ে গেছে।

ধন্যবাদ॥

১৬| ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১০:১০

শ্রাবণধারা বলেছেন: "জাদিদ বলেছেন: আপনি ফেব্রিকেটেড তথ্য দিচ্ছেন। এত স্পর্শকাতর একটি বিষয়ে সঠিক তথ্য দেয়া প্রতিটি ব্লগারের নৈতিক দায়িত্ব। ১। সিরাজগঞ্জ থানায় যে আক্রমন হয়েছে সেখানে কোন গর্ভবতী পুলিশ কন্সটেবল থাকার তথ্য প্রমান পাওয়া যায় নি।
২। তবে সেখানে রেহেনা পারভীন নামে একজন নারী কনস্টেবল শ্লীলতাহানির শিকার হয়েছে বলে জানা যায়। তবে তিনি জীবিত আছেন।"

এত বড় মিথ্যা বলার পরেও এইসব ফ্যাসিস্টদের পদলেহনকারীকে ব্লগ থেকে কানে ধরে বের করে দেওয়া হচ্ছে না কেন? ব্লগে এর চেয়ে বড় অপরাধ আর কী হতে পারে?

০৯ ই আগস্ট, ২০২৫ রাত ২:২৮

ক্লোন রাফা বলেছেন: আসলেই আমাকে ব‍্যান করে দেওয়া দরকার। আপনার মত সত‍্যবাদী যুধিষ্ঠিররাই শুধু এখানে লেখার যোগ্য এবং অধিকার রাখে।

১৭| ০৭ ই আগস্ট, ২০২৫ ভোর ৪:০৭

কাঁউটাল বলেছেন: এনায়েতপুরের ঘটনার একটা ন্যারেটিভ আমি শুনেছি। হাউয়ামী পুলিশ বিনা কারণে রাস্তার পাশের দোকানের কর্মচারী/ পথচারী - এই টাইপ লোকজনকে গুলি করে মারা আরম্ভ করেছিল। সেখান থেকে এই ঘটনার সুত্রপাত হয়। পাবলিক ক্ষেপে গিয়ে থানা আক্রমন আরম্ভ করে।

১১ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০৮

ক্লোন রাফা বলেছেন: আমি একটা ন‍্যারেটিভ শুনছি - কাউটালের মত কাঠালপাতা ভক্ষনকারিরা লুটপাট করে মানুষ হত‍্যার মত কাজ করছে । তাদের সঙ্গী হয়েছে সকল প্রকার জঙ্গি। সাথে আছে চাঁদাবাজ টোকাই গ‍্যাং।

১৮| ০৭ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: এরা সুদি মহাজন বলে মুখে ফেনা তুলে ফেলছে কিন্তু প্রশ্ন হলো সন্ত্রাসী, খুনি ও স্বৈরাচারী হাসিনার সময় কি ব্যাংকে সুদের লেনদেন হতো না? ও আচ্ছা বুঝতে পেরেছি, মহাজনের ব্যাংক ব্যবহার করে টাকা চুরি করতে পারে নাই বলে এই চেঁচামেচি? বোঝা যায় ব্যাংক লুটেরা ও তার সাঙ্গপাঙ্গরা খুব কষ্ট পেয়েছে।

@আমি নই কোন কারণ ছাড়াই আওয়ামীদের গুজবলীগ বলা হয় না। ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৮

ক্লোন রাফা বলেছেন: হুম.....অন‍্যান‍্য ব‍্যাংক সুদ গ্রহন করলেও মানুষ হত‍্যা করে সুদ আদায় করেনি। শুধু সুদ নয় বাংলাদেশের ট‍্যাক্সের টাকা চুরি করে বিদেশে রাজনৈতিক ফান্ডে ডোনেশন দিয়েছে।আদালতে প্রমাণিত শ্রমিকদের শ্রমের টাকা আত্মসাৎকারি ক্রিমিনাল। ফিরিস্ত দিলে শেষ হবেনা । নোবেল দিয়ে উনি সব কিছুর উর্ধ্বে উঠে যেতে চান। অথচ নোবেল পেয়েছেন গ্রামীণ ব্যাংকের সাথে ভাগ করে।সেই কথাটা উচ্চারণ করতেন না।

গুজবের গড ফাদার আর গড মাদার জু-লাই আন্দোলনের প্রতিটি সদস্য। এই রেকর্ড আগামী ১০০ বছরেও কেউ ভাঙতে পারবেনা! আপনিও তার মধ্যে একজন।

১৯| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন গণহত্যাকারী ডাকাত, অর্থপাচারকারী, আয়নাঘর, ব্যাংক লুটেরা ও হাসিনা গংয়ের বিচার চলছে চলবে।

১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫২

ক্লোন রাফা বলেছেন: হুম.... যদি বাংলাদেশের অস্তিত্ব বিলীন না হয় কোনো একদিন বিচারের বিচার হবে নিশ্চিত। ৩২ শুধু একটি ভবন নয় /বাংলাদেশ গুঁড়িয়ে দিতে দেখেছি। ভাস্কর্য নয় জাতির পিতার অপমান প্রত‍্যক্ষ করেছে কোটি কোটি দৃষ্টি। সারা বিশ্ব অবাক হলেও নরপিশাচরা একটুও লজ্জা বোধ করেনি।
হত্যার মত অপরাধ যেমন কখনো তামাদি হয় না। এই অপরাধের কোন ক্ষমা নেই। বাংলাদেশ যা হারিয়েছে সহস্র কোটি টাকার বিনিময়েও তা ফেরত পাওয়া যাবেনা ।
আর ভুল হবেনা/ অপেক্ষা শুধু বিগত ভুল শোধরানোর।

২০| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।

১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:০৪

ক্লোন রাফা বলেছেন: ভালো করেছেন ..

২১| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ইনডেমনিটি অধ্যাদেশ তো খুনীদেরকে বাঁচানোর রক্ষাকবচ নয়।
ইতিহাস তো তাই বলে।
এই আমলের ইনডেমনিটি অধ্যাদেশ কী করবে ?

২১ শে আগস্ট, ২০২৫ ভোর ৪:০৩

ক্লোন রাফা বলেছেন: সেনাপ্রধান বলেছে এনসিপির লোকজন বাচ্চা মানুষ তারা আমাদেরকে যত গাড়ি দিক কু/ত্তার বাচ্চা বলুক, হাসিনার দালাল বলুক, ভারতের দালাল বলুক, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে ভেঙ্গে দিবে বলুক। কারণ ওরা বাচ্চা ওরা বড় হলে ওরা নিজেরাই লজ্জা পাবে।

২২| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:০২

কাঁউটাল বলেছেন: বাল কুকুরদের পভুপাদ মুদির দেশ ভঁড়ৎকে এখন ট্রাম্পের দেশও পোংগা দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.