নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাসউদুর রহমান, আব্বা আম্মা ডাকেন রাজন নামে। একটা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস-এর শিক্ষক। ফিল্মমেকিং, অভিনয়, পাবলিক স্পিকিং, প্যান্টোমাইম- এইসব বিষয় পড়াই। এর আগে স্কুলে মাস্টারি করতাম। শিক্ষকতা আমার খুব ভালোবাসার কাজ।

মাসউদুর রহমান রাজন

একজন মানুষ, শিক্ষক ও সবার আমি ছাত্র তবে সব শিক্ষকের পড়া আমি শিখি না।

মাসউদুর রহমান রাজন › বিস্তারিত পোস্টঃ

একটি মৃত্যু সংবাদ

১৯ শে মে, ২০২১ রাত ১২:১৫




ধরো, তুমি একটা গাছ হলে আর আমি এক পথিক। মনে করো, সময়টা মধ্য দুপুর। সুর্যটা তার সবটুকু প্রাণশক্তিকে আমার মাথায় ঢেলে দিচ্ছিল। আমার পক্ষে আর পথচলা সম্ভব হচ্ছিল না। আমি যখন তোমার পাশ দিয়ে যাচ্ছিলাম, তুমি আমায় ডাকলে, “পথিক, বসে যাও দু’দণ্ড। আমার ছায়ায় তোমার ভালো লাগবে।” ঘামে সিক্ত শরীরটা নিয়ে আমি তোমার শেকড়ে মাথা রেখে শুয়ে পড়লাম, যেন তোমার কোলে মাথা রেখেছি। তুমি তোমার ডালপালাগুলো অনেক নিচে নামিয়ে আনলে যাতে ছায়াটা আরো বেশি গাঢ় হয়। তোমার পাতাগুলো আলতো আলতো দোলাতে লাগলে, মনে হলো আমার মাথায় যেন তুমি হাত বুলিয়ে দিচ্ছো। মৃদু বাতাস তোমার পাতার ফাঁক দিয়ে যাবার সময় এমনভাবে শব্দ করছিলো, মনে হয় তুমি আমার কানে ফিসফিসিয়ে কিছু বলছো। আমি চোখ বুজে কান পেতে রইলাম। “কতদূর যাবে?” তুমি জানতে চাইলে। “জানি না” ক্লান্ত স্বরে আমি বললাম। “জানো না!” তুমি অবাক হয়ে জিজ্ঞেস করলে। “না।” আমি অস্ফুট স্বরে বলতে লাগলাম, “শুধু জানি, এ পথ ধরে আমাকে চলতেই হবে।” “এত কষ্ট করে কী লাভ? আমার কাছে থেকে যাও, আমি তোমাকে পরম শান্তিতে ঘুম পাড়িয়ে রাখবো, রৌদ্র-তাপ তোমাকে স্পর্শও করতে পারবে না, তোমার শরীরে কখনো ক্লান্তি আসতে দেবো না, তোমার প্রশান্তির জন্য যা যা প্রয়োজন, তা-ই তোমাকে আমি দেবো। তুমি কেবল আমার কাছে থেকে যাও।” এক নিঃশ্বাসে তুমি সবটুকু কথা বললে, যেভাবে প্রচণ্ড নেশাগ্রস্থ কেউ এক নিঃশ্বাসে একটা বোতল খালি করে ফেলে। আমার চোখে ততক্ষণে রাজ্যের ঘুম নেমে এসেছে। আমি ঘুম জড়ানো কণ্ঠে তোমাকে বললাম, “নাহ্। সেটা সম্ভব না, আমাকে যেতেই হবে।” তুমি কিছুই বললে না। একদম নিশ্চুপ হয়ে গেলে। প্রচণ্ড ঝড়ের আগে প্রকৃতি যেভাবে শান্ত হয়ে যায় সেভাবেই তুমি নিরব-নিস্পন্দ হয়ে গেলে। আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ তুমি যে প্রেমময়ী, সেটা আমার জানা ছিল।
কিন্তু তুমি যে রাক্ষসী সেটা আমার জানা ছিলো না। যখন জানতে পেরেছিলাম, তখন অনেক দেরী হয়ে গেছে, আমার আর কিছুই করার ছিলো না...

পরিশিষ্ট:
সেদিন বিকেলে নদীর ধারের মাটির রাস্তাটা দিয়ে হেঁটে যাবার সময় বড় গাছটার নিচে সবাই একটা লাশ পড়ে থাকতে দেখলো। লোকটা হয়তো বিশ্রাম নিচ্ছিলো, প্রচণ্ড বাতাসের তোড়ে গাছটার একটা বড় ডাল লোকটার মাথার উপর ভেঙ্গে পড়ায় তার মাথাটা একেবারে থেতলে গিয়েছিলো। এতেই তার মৃত্যু হয়। স্থানীয় সংবাদপত্রে খবরটা এভাবেই ছাপা হয়।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২১ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



আপনি কোন ধরণের শিক্ষকের পড়া শেখেন?

১৯ শে মে, ২০২১ রাত ১২:৪৭

মাসউদুর রহমান রাজন বলেছেন: যারে আমার মনে ধরে... যে ধরাইতে পারে।

২| ১৯ শে মে, ২০২১ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি কি জন্য স্পেশাল যে, সব শিক্ষকের পড়া পড়েন না?

১৯ শে মে, ২০২১ সকাল ৮:১৫

মাসউদুর রহমান রাজন বলেছেন: আমার কোন স্পেশালিটিই নাই। এই জন্য আমি স্পেশাল।

৩| ১৯ শে মে, ২০২১ রাত ১:১৬

শায়মা বলেছেন: এই লেখা পড়ে তো সেই গানটা মনে পড়ে গেলো ভাইয়া।

তোমার বাস কোথা যে পথিক
ওগো দেশে কি বিদেশে ?

শুনেছো গানটা???

মাধবী আর মালতী ফুল জানতে চাইছে পথিকের কাছে.....

৪| ১৯ শে মে, ২০২১ রাত ১:১৭

রাজীব নুর বলেছেন: বিবেকের মৃত্যু।

১৯ শে মে, ২০২১ সকাল ৮:২৪

মাসউদুর রহমান রাজন বলেছেন: বিবেকের মৃত্যু না, এইটাই মনে হয় নেচার।

৫| ১৯ শে মে, ২০২১ রাত ১:১৮

শায়মা বলেছেন: তোমার বাস কোথা যে পথিক

এই যে শোনো গানটা....... :)

১৯ শে মে, ২০২১ সকাল ৮:১৮

মাসউদুর রহমান রাজন বলেছেন: গানটা আগে শুনি নাই আপু। এখন শুনলাম। সুন্দর গান এইটা।

৬| ১৯ শে মে, ২০২১ রাত ১:৩২

আমি রানা বলেছেন: স্যার, আমি কিছুই বুঝলাম না।

১৯ শে মে, ২০২১ সকাল ৮:১৯

মাসউদুর রহমান রাজন বলেছেন: আরেকবার পড়েন, রানা ভাই।

৭| ১৯ শে মে, ২০২১ রাত ১:৪৯

কল্পদ্রুম বলেছেন: শেষটা অনুমেয় ছিলো। তবে পড়তে আরাম লেগেছে। প্রেমময়ী রাক্ষসী বড় বিপদের বিষয়।

১৯ শে মে, ২০২১ সকাল ৮:২১

মাসউদুর রহমান রাজন বলেছেন: হ্যাঁ, বড়ই বিপদের।

৮| ১৯ শে মে, ২০২১ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী করুণ মৃত্যু :(

১৯ শে মে, ২০২১ বিকাল ৫:৩২

মাসউদুর রহমান রাজন বলেছেন: এটাই নসীব। কী করার আছে!

৯| ১৯ শে মে, ২০২১ বিকাল ৫:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট একটা খবর থেকে সুন্দর কিছু কথা লিখে ফেললেন!

১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫১

মাসউদুর রহমান রাজন বলেছেন: খবরটা ছোট হতে পারে। তবে সব খবরের পেছনেই একটা গল্প থাকে, যেটা সংবাদপত্রের বিষয় না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০২ রা জুন, ২০২১ বিকাল ৩:১৬

নূশাদা বলেছেন: সব ভালবাসার পরিনতি সব সময় ভালো হয় না

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:৪০

মাসউদুর রহমান রাজন বলেছেন: নূশাদা, কোন ভালোবাসার পরিণতিটা ভালো হয়েছে!?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.