নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n

মা.হাসান

মা.হাসান › বিস্তারিত পোস্টঃ

এপক্ষের বিনোদন

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৭


ও ছার, আমাগো কি কেরানিগঞ্জ যাওনের লাইগা বিটিছ এমবাছি থেইকা ভিসা লওন লাগবো?




কুমিল্লাও দেহি অহন ঢাকা হইবার চায়




কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না।





ছাত্রদল এর চরিত্র ফুলের মত পবিত্র




বাজারে এল কাদের ভাইয়ের কাউয়া মার্কা স্টিল, এতে আছে বিশেষ চেতনা তাই সহজে মরিচা ধরে না।





আমার নাম বন্ড।
চন্দ বন্ড।
কুমার চন্দ বন্ড।
সুনজিত কুমার চন্দ্র বন্ড।
কমিশনার সুনজিত কুমার বন্ড।
সহকারি কমিশনার সুনজিত কুমার বন্ড।




বিএনপি ক্ষমতায় গেলে নিয়ন্ত্রণভার বিরোধী দলের হাতে ছাড়িয়া দিবে









আমি বাক্যহারা, কেহ কি আমাকে সাহায্য করিবেন?







বিচারালয়ে স্থাপিত ন্যায় বিচারকের মূর্তির মতো কালো কাপড়ে চোখ বেঁধে গ্রামিন ফোন আইন মান্য করার অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে।। কোন কোন দেশের সরকার ওই মূর্তির বদলে হাইকোর্টে চরকার নকশা প্রবর্তন করার চিন্তা করছে






উনি ওনার জ্ঞান প্রজ্ঞা ও উপদেশের দ্বারা অতীতে বিএনপির যেরকম সেবা করেছেন, ভবিষ্যতে আওয়ামী লীগের সে রূপ সেবা করে যাবেন আশা রাখি।





তবে বাংলাদেশের একজন নেত্রীর যে বক্তৃতা জি বাংলায় বিজ্ঞাপন আকারে প্রকাশ হচ্ছে তা মোবাইল কোর্টের আওতার বাইরে থাকবে





বাংলাদেশের আমেরিকা হতে ১০ বছর লাগবে কেন? দেশের মন্ত্রীরা ট্রাম্পের অনুকরণে যেরকম বক্তৃতা দিচ্ছেন তাতে বাংলাদেশ অলরেডি আমেরিকা হয়ে গেছে বলেই মনে হয়





বি এন পি তো বড় দুষ্ট

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: মা.হাসান,





কি চমৎকার দেখা গেলো........................... B:-)

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৩৬

মা.হাসান বলেছেন: আহমেদ জী এস ভাই, প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। দেশে অনেক কিছুর আকাল, এর মাঝেও কিন্তু অনেক বিনোদন ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছি ভাবতেও খুব ভালো লাগে।

২| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: !:#P !:#P !:#P

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৬

মা.হাসান বলেছেন: কবি ভাই, B-)) B-))
সোহানী আপার শেষ পোস্টে আমার একটা মন্তব্যের খানিকটা অংশ আপনার উদ্দেশ্যে লেখা। সুযোগ পেলে ঘুরে আসার অনুরোধ থাকলো।

৩| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:২৬

আরোগ্য বলেছেন: মাইরালারে , মাইরালা ।
:#) :D B-))

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৯

মা.হাসান বলেছেন: বন্ড , কই গেলি রে সোনা , আরোগ্য ভাই রে মাইরালা।
;)

৪| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মা.হাসান ভাই,

বহুমুখী কোলাজ চমৎকারভাবে পরিবেশন করেছেন। ++


শুভকামনা জানবেন।

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:১৯

মা.হাসান বলেছেন: পদাতিক ভাই , পাঠ শেষে মন্তব্যে ধন্যবাদ, কিন্তু দুশ্চিন্তায় আছি, এসব কোলাজ পোস্ট থেকে দেশের গোপন তথ্য না ফাঁস হয়ে যায় :||
আপনার জন্যও শুভ কামনা।

৫| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ২:৩৯

এমজেডএফ বলেছেন: ব্লগে দেশের সমস্যা নিয়ে ব্লগারদের লেখা পোস্ট পড়ে দুশ্চিন্তায় মন খারাপ :( আর কবিদের শত শত কবিতার চাপে দমবন্ধ হওয়ার উপক্রম! এ অবস্থায় আপনার দেওয়া বিনোদন মৃতসঞ্জীবনীর মত মনে হলো। হাসি আসে :D , শুধু হাসি আসে :D :D । বেশি জোরে হাসতেও পারিনা আবার না ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন হইয়া যায়!

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩০

মা.হাসান বলেছেন: ভাই এমজেডএফ, আমি নিজে কবিতা ভয় পাই এবং এড়িয়ে যাই। তবে ব্লগের এই খরার কালে শুধু কবিতা না, যে কোন পোস্ট দেখলেই খুশি হই।
বেশি চাপ নিলে টেনশনে জীবন বেঁকে যাবে, কি দরকার। কাজেই মন খারাপ না রাখার চেষ্টা করি।
নিষিদ্ধ ব্লগে যারা ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করতে চায় তারা প্রকারান্তরে স্বীকার করে নিল যে তারা নিষিদ্ধ সাইটে যায়। এদের স্বাক্ষ্য ইনএডমিসিবল।
আপনারা আনন্দ পেলেই লেখা স্বার্থক।

৬| ১৮ ই জুলাই, ২০১৯ ভোর ৪:৪৪

বিষন্ন পথিক বলেছেন: আপনার ওপেনলি কিছু প্রশংসা করি
আমি ব্লগে অনেক বছর শুধু পাঠক হিসাবে, লিখিনা, কমেন্টও করিনা। সেজন্য কেউ আমাকে চেনেন না।
আপনার সেন্স অফ হিউমার আমাকে মুগ্ধ করেছে, যে কোনো পোষ্টে আপনার কমেন্ট পাঠক হিসাবে পড়াটাও সুখকর।
এখানে অনেক গুনী মানুষ আছেন কিন্তু সবাইকে একই রকম হতে হবে, সেরকম কোনো কথা নেই।
শুভকামনা জানবেন!

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৭

মা.হাসান বলেছেন: ভাই বিষন্ন পথিক, আপনি অনেক সিনিয়র একজন ব্লগার, আপনার প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো (কিছুটা লজ্জা লজ্জাও লাগছে)।
সত্য, ব্লগে বিভিন্ন রকমের ব্লগার ব্লগকে সমৃদ্ধ করেছেন। কেউ তুখোড় গল্প লেখেন, কারো বিশ্লেষণাত্মক লেখা মারাত্মক, কেউ বা পাঁড় পাঠক। ব্লগে সকলেরই প্রয়োজন আছে, সকলে এক রকম হলে ব্লগ বৈচিত্র হারাবে।
আপনার জন্যও অনেক শুভ কামনা।

৭| ১৮ ই জুলাই, ২০১৯ ভোর ৬:৩৮

বলেছেন: হাহা হা -
ভাই আপনি আসলেই জিনিয়াস!!
এত কালেকশন কোথায় পেলেন!!
ব্যাপক বিনোদন পেলাম।।।।


তিন পাগলের জমলো মেলা নদে এসে............

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০৩

মা.হাসান বলেছেন: ল ভাই, অতি সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
নেতারা আসল জিনিয়াস, আমরা ওনাদের গুনমুগ্ধ।
সহ ব্লগাররা বিনোদন পেলে লেখা স্বার্থক।
১ পাউন্ড স্টার্লিং = ১০৪ টাকা,
১ আমেরিকান ডলার = ৮৫ টাকা
মনে হচ্ছে ব্রিটেন অন্য কোন দিক দিয়ে না হোক কারেন্সির দিক থেকে আমেরিকা কে শিঘ্রই ছুয়ে ফেলবে। সবাই আমেরিকা হইতে চায়।
পাগলের সঙ্গে যাব পাগল হবো ...

৮| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৭:০৩

ঢাবিয়ান বলেছেন: ঢাকা নগরীতো এখন বর্ষায় ইটালির ভেনিসে পরিনত হয়েছে। টেমস, ভেনিস দেখার জন্য এখন আর কষ্ট করে ইউরোপ যাওয়ার দরকার নাই, ঢাকায় গেলেই হবে।

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২০

মা.হাসান বলেছেন: বলিলে বিশ্বাস করিবেন না, ঢাকার রাস্তায় এখন বহু বিদেশি টুরিস্ট দেখিতে পাওয়া যায় যাহারা কম খরচে প্যারিস-ভেনিস-টেমস দেখিবার জন্য বাংলাদেশে আসিছেছে।
প্যারিস-ভেনিস লইয়া লেখা দেয়ার ইচ্ছা আছে, সময় করতে পারছি না।

৯| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৭:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আপনি একটা সহজ সত্য ঠিক উপলব্ধি করেছেন। আপনার পোস্টটি পড়ার পর আমি আমার মত মন্তব্য করতে পারেনি। অস্বীকার করবো না যে একটা আশঙ্কা আমাকে তাড়া করে বেড়াচ্ছে।

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৪

মা.হাসান বলেছেন: পদাতিক ভাই, মন আমারো বেশ বিক্ষিপ্ত। এই লেখাটা ১৪ তারিখে পোস্ট করতে চেয়েছিলাম। ঐ সব কারনে করা হয় নি। মনে কষ্ট রাখবেন না। নিচে ১০ নম্বর মন্তব্যে ঢাবিয়ান কি বলেছেন দেখুন। দু-তিনজন কি বললো এটা গায়ে না মাখলেই হবে, তবে বিষয়টার রেশ আমার লেখা থেকে সহসাই বাদ যাবে না।

১০| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৭:২১

ঢাবিয়ান বলেছেন: পদাতিক চৌধুরি, ট্যাগিং বাক স্বাধীনতা কেড়ে নেবার একটা অন্যতম প্রক্রিয়া। এসবকে পাত্তা দিলে এসব অশুভ শক্তির জয়কেই স্বীকার করে নেয়া হয়। আপনি আপনার মত করে লিখুন, মন্তব্য করুন।

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:০১

মা.হাসান বলেছেন: ব্লগে সাধারণ সম্পাদক বা প্রেসিডেন্ট হবার কোন ইলেকশন নেই। এরপরেও কিছু অতি শিক্ষিত ব্লগার বিনা প্রয়োজনে একে অপরকে যে ভাষায় আক্রমণ করলেন তাতে এর পরে আমাদের রাজনীতিবিদদের সাধু মহাপুরুষ বলে ই আমার মনে হচ্ছে। আপনার পরিচ্ছন্ন মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: রাজনীতিবিদদের কথা আমি বিশ্বাস করি না।

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:০৩

মা.হাসান বলেছেন: রাজিব ভাই, আপনি সম্ভবত একা না। তবে রাজনীতিবিদরা সমাজের বাইরের কেউ না, এরা আমাদেরই অংশ।

১২| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৯

নীল আকাশ বলেছেন: হাসান ভাই,
অনেক কিছুই বলার ছিল এবং আছে। আমার কথাবার্তা আবার কারও সমূহ গাত্রদহের কারন হয়ে দাঁড়ায়।
এই সবই কিছুই বিনোদন, ব্যাপক বিনোদন। ধরে নিন, সরকারকে যে ভ্যাট দেন তার জন্য এইগুলি ফ্রি ফ্রি উপহার।
লেখা ভাল লেগেছে।
ধন্যবাদ।

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:০৭

মা.হাসান বলেছেন: গাত্র থাকলে দাহ হবে, যাদের গাত্র নেই, পুরোটাই পশ্চাৎদেশ তাদের কি হয়?
ফ্রি উপহার পেতে কার না ভালো লাগে? লেখা ভালো লেগেছে জেনে প্রীত হলাম।

১৩| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২০

জুন বলেছেন: কিডনী থাকে হার্টে পড়ে বড়ই বিনোদন পেলাম ম হাসান =p~
নিরাপদ ব্যাক্তির উক্তি নিয়ে হেসে গেলাম, বাকিদের ব্যাপারে নৈব নৈব চ ;)

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:২২

মা.হাসান বলেছেন: আপনার বিনোদনের জন্য আরো কিছু তথ্য এ্যাড করি। অরেঞ্জ ট্রাম্প এই বক্তব্য দেওয়ার পর অনেক নেতা তাঁর এই বক্তব্যকে সমর্থন করেছেন। এটা ঠাট্টা না সত্য ঘটনা। আমেরিকানরা যে কোন কাজ আমাদের চেয়ে খুব ভালো ভাবে করে। এমনকি মোসাহেবি টাও। আর রাজনৈতিক বিনোদন মূলক বক্তব্যের ব্যাপারে পশ্চিমাদের তুলনায় আমাদের নেতারা শিশু। বৃটেনের ভাবী প্রধানমন্ত্রী বরিস জনসন Foot in Mouth Award দুইবার পেয়েছেন । জর্জ ডব্লিউ বুশকে একই এওয়ার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হয়।
Foot in Mouth Award শব্দটা গুগুল এ সার্চ দিলে দেখতে পারবেন।
আপনি বিনোদন পেয়েছেন জেনে ভালো লাগলো।

১৪| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



দারুন দারুন ক্যাপশন

অবশ্য এটাও ঠিক যে আমাদের নেতারা কখন কোথায় কি বলতে হবে সেটা তারা নিজেরাও জানেন না ।

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৭

মা.হাসান বলেছেন: যদিও আমি নিজেও অনিয়মিত, তার পরেও মনে হল ব্লগে আপনাকে বহুদিন পরে দেখলাম।
ক্যাপশন ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমাদের নেতারা যেভাবে নতুন নতুন মিশন পাচ্ছেন তাতে তো মনে হচ্ছে কোথায় কি বললে কি হয় এটা তাদের খুব ভালো করে জানা আছে।

১৫| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

আরোগ্য বলেছেন: লেখক বলেছেন: বন্ড , কই গেলি রে সোনা , আরোগ্য ভাই রে মাইরালা।
;)
.

X( :((

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩২

মা.হাসান বলেছেন: বন্ডের হাতে মেলা কাম, আপনার সিরিয়াল আইতে সময় লাগবো।

১৬| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

নীল আকাশ বলেছেন: হাসান ভাই জেমস বন্ড কে ডেকেছেন না নয়ন বন্ড কে ডেকেছেন ঠিক বুঝলাম না। জেমস বন্ড দেশে আসলে একটা সেলফী তুলা যেত!

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪০

মা.হাসান বলেছেন: ইবা খিতা কইলেন! দ্যাশতো আমরিগা-ইউরোফ হয়া গ্যাছে, দেশে কি বন্ড এর অভাব আছে? আর ড্যানিয়েল ক্রেইগ ওয়ালথার চালানো বাদ দিয়ে রামদা চালানো শেখার জন্য বাংলাদেশে আসতে চাইছিল, হের ব্যাংক একাউন্টে পর্যাপ্ত টাকা নাই বইলা ভিসা পায় নাই।

১৭| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

ভুয়া মফিজ বলেছেন: ''গ্যাসের দাম বাড়ানো অর্থনীতির জন্য ইতিবাচক'', এটা পড়ে আপনি বাক্যহারা হয়ে সাহায্য চেয়েছেন। আপনার এই অবস্থা দেখে আমিও বাক্যহারা। আপনাকে তো আমি বুদ্ধিমান বলেই জানতাম, আর বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি হওয়ার কথা। সব কি আপনাকে খুলে বলতে হবে? আমাদের সব মন্ত্রীরাই এ'ধরনের ভাবনা পোষণ করেন। শুধুমাত্র সাহসীরা সেটা প্রকাশ করেন এবং সবই অর্থনীতির উন্নতির সাথে সম্পর্কিত।

যেমন, দেশের এতো অকাল মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবনা, ''প্রতিদিন এই যে এতো এতো মৃত্যু হচ্ছে, এতে করে জনসংখ্যার নিয়ন্ত্রণ হচ্ছে। এতে করে, দেশের খাদ্য-মজুদের উপর চাপ কমছে, স্বাস্থ্যসেবা কম মানুষকে দিতে হচ্ছে.....ইত্যাদি ইত্যাদি। ফলে, সরকারের খরচ কমে যাচ্ছে। এই টাকা আমরা অন্যখাতে ব্যয় করতে পারছি। এগুলো সবই আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক। তাই আমরা অকাল-মৃত্যুরোধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করছি না।''

আবার বইলেন না.........কসকি মোমিন!!! B:-)

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১১:০০

মা.হাসান বলেছেন: হুমায়ূন আহমেদের এলেবেলে তে এক রাজনৈতিক নেতার বক্তৃতা দেওয়ার ঘটনার বর্ণনা আছে। হঠাৎ করে বক্তৃতা মঞ্চে এক পাগল উঠে গেল, বিশৃঙ্খলা অবস্থা। পাগল বক্তৃতা দেওয়া শুরু করে দিল।'বস্ত্র সমস্যা সমাধান করিতে হইবে' বলে পাগল লুঙ্গি খুলে ঘাড়ে রেখে দিল। সিকিউরিটি পাগল কে ধরে নামাতে নামাতে অনেক সময় নষ্ট হয়ে গেল। নেতা নতুন করে বক্তৃতা শুরু করলেন। বস্ত্র সমস্যার অংশে আসতেই জনগণের মধ্যে থেকে দাবি 'লুঙ্গি ঘাড়ে রেখে বলেন'।
আমাদের মন্ত্রীরা কার কাছ থেকে বক্তৃতা দেওয়ার অনুপ্রেরণা নেয় জানতে মুঞ্চায়।

আপনি বলেছেন আপনি ধারণা করতেন আমি বুদ্ধিমান। বিনয়ের সঙ্গে বলি, আপনার ধারণা ভুল ছিল। আমি বিবাহিত।

১৮| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অমন করে বলোনাগে তুমি
বুকে আগুন জ্বালিোনা তুমি
সাতান্ন মনে রেখে
গুম খুন মনে রেখে
যা খুশি তাই বলো মানা করছি নি ;)

মগের মুল্লুক! হিরক রাজার দেশ পেরিয়ে এখন নব আঙাগিকে নতুন অভিধায়.. সোনার বাংলা!!!!!!!!!!!!!!!!!

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১১:০৫

মা.হাসান বলেছেন: ভৃগু ভাই আপনাকে দেখলেই ডর লাগে, কখন কোন কবিতার ছুরি চালায়া দেন। হীরক রাজার কথা যখন কইলেনই, তখন আমিও কই, যায় যাবে যাক প্রাণ হীরকের রাজা ভগবান।

১৯| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিএনপির গুজব ?
আমিতো 'কল্লা কাডার' হাত থেকে রেহাই পেতে অলরেডি প্রতিরোধ ব্যবস্থাই নিয়ে নিয়েছি !!! :P :P

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১১:২০

মা.হাসান বলেছেন: লিটন ভাই আপনি প্রমান দিলেন আপনি কেন রসরাজ। দিনের শেষে ছবিটা বিমল আনন্দ দিল।
কাজের কথা। প্রথম পদ্মা সেতু হওয়ার পর দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু হবে। ভারতের সঙ্গে পানি চুক্তি কার্যকর হওয়ার পর দেশের নদ-নদীর পানি বাড়তে শুরু করবে। গড়ে উঠবে অসংখ্য সেতু। কত লক্ষ লক্ষ কল্লা লাগবে ভেবে দেখেছেন? কাজেই অবিলম্বে আপনার এই আইডিয়া পেটেন্ট করাতে হবে। তবে ভয় লাগছে ব্লগে লুকিয়ে থাকা গুপ্তচরেরা এর মধ্যেই না এই আইডিয়া চুরি করে নেয়।

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন। উপভগ্য রম্য।
আপনি দিনে দিনে লেখার মাধ্যমে গণ কমিউনিকেশনে বেশ ঔজ্জ্বল্যের স্বাক্ষর আখছেন।

০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৮

মা.হাসান বলেছেন: বিলম্বে মন্তব্যের উত্তর দেয়ার জন্য ক্ষমাপ্রার্থী, বিভিন্ন কারনে বেশ কিছুদিন ব্লগে অনিয়মিত হয়ে পড়েছি।
আপনি উপভোগ করায় আমি আনন্দিত। লাইক দেয়ায় অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ, নতুন অনুপ্রেরণা পেলাম।আমার পড়াতেই আনন্দ বেশি, লেখায় অনেক দূর্বলতা আছে জানি। উদারমনা ব্লগার রা অনুপ্রেরণা দেয়ায় মাঝে মাঝে সাহস করে লিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.