নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তা নীল

মুক্তা নীল › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণ ধারা

১৩ ই জুলাই, ২০১৯ রাত ১১:২৭



আজি ঝরো ঝরো
মুখর বাদর দিনে
জানিনে জানিনে
মোর কিছুতে কেন যে মন লাগে না

সত্যিই এমন মন উথাল পাতাল করা বৃষ্টি কোন বাধাই এ যেন মানছে না।
ঝরে যাচ্ছে তো যাচ্ছে আকাশের অনেক না বলা কথা। যেন সে বলে যাচ্ছে যেমন , মন সেও তার নিজস্ব ধারায় চলে হাসে ,কাঁদে আর কখনো মানুষকে অভিনয় দিয়ে মনের সেই সমস্ত দুঃখ কষ্টের বৃষ্টি গুলোকে লুকিয়ে রাখে। কত লুকানো যায় কত চেপে রাখা যায় ? তার চেয়ে এই ভালো এভাবেই ঝরে পড়ুক শ্রাবণের ধারার মতো যত কষ্ট যত ব্যথা। সেজন্যই বোধহয় আকাশ ও মন আজ একসাথে ব্যাকুল হয়ে উঠেছে।
এইযে ঘনঘটা , এইযে বজ্রপাত , আলোর ঝলকানি কত যে নাড়া দিয়ে যাচ্ছে , তা তো কাউকে কোন ঝড় বা বাতাস বৃষ্টি কিছুই দিয়ে বোঝানো সম্ভব নয়। কোন মাতাল হাওয়া যখন বয় , তখন কারো কারো মনে দিয়ে যায় সুখের দোলা , আর কাউকে দিকে যায় দুঃখের ছোঁয়া।
আসলে প্রকৃতি আর মন কত যে নিবিড় ভাবে একে অন্যকে জড়িয়ে আছে তা এই শ্রাবণ ধারার মতো কে বুঝতে পারে ? এত বৃষ্টির কান্না কোথায় যে ঝরে পড়বে, আর কত এই ব্যথা ভরা মনে আকাশটা কালো হয়ে গতকাল অন্ধকার গহীনে থাকবে ?
এই মনটা কোন এক সময়ে পাথর সম পাহাড় হতে চায়। অবচেতন মন তার আশ্রয় আর প্রশ্রয় দিয়ে ঝরায় তার শ্রাবণ ধারায় অশ্রু জল। আজ মনটা সত্যিই খুব বেশি খারাপ ঠিক আকাশের মত।

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:৩২

মুক্তা নীল বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

২| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:১১

রাকু হাসান বলেছেন:
অসম্ভব রকম প্রিয় একটি গান। :)

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:৩৮

মুক্তা নীল বলেছেন:
হ্যাঁ , রাকু ভাই , গানটা আমারও ভীষণ প্রিয় ।
শুভ কামনা রইলো । শুভ রাত্রি ।

৩| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: ছবির মতো লেখাটাও মুগ্ধকর!

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫৮

মুক্তা নীল বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।

৪| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৩:১৯

আরোগ্য বলেছেন: দুদিন আগেও বলেছিলাম আমি বর্ষা অনুভব করতে চাই। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির ঢাক গুড়গুড় শব্দ, রাতভর মুষলধারে বৃষ্টি। দুইদিন যাবৎ তাই হচ্ছে আর সেই সাথে আপনার এই অনুচ্ছেদ বেশ মানানসই হয়েছে মুক্তাআপু।

দারুণ।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৫

মুক্তা নীল বলেছেন:

ভাই আরোগ্য ,
আমাদের প্রত্যেকেরই মনে দোলা দেয় আষাঢ়ের প্রথম বৃষ্টি । সেই স্বচ্ছ বৃষ্টির জল ধারা সবুজের
প্রতিটি পাতার উপর দিয়ে আলিঙ্গন করে যায়। আমরাও তাকে বরণ করে নিই নিজস্ব ধারায়।

এই অনুচ্ছেদ আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালোলাগা। শুভকামনা ও ধন্যবাদ রইলো আপনার জন্য ।

৫| ১৪ ই জুলাই, ২০১৯ ভোর ৬:২০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট বোন,

গানটি আমার অন্যতম প্রিয় একটি গান। শ্রাবণের অনুভূতিটাও ভারী চমৎকার।

শুভকামনা রইল।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৮

মুক্তা নীল বলেছেন:
দাদা ,
এই গানটি আমার অসম্ভব প্রিয় গান গতকাল বেশ কয়েকবার শুনেছি।
শ্রাবণ ধারার অনুভূতিতে আমার সাথে আপনার ভালো লাগাতে কৃতজ্ঞতা বোধ করছি । ভালো থাকুন দাদা সব সময়।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

৬| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৪০

বলেছেন: প্রকৃতি আর মন কত যে নিবিড় ভাবে জড়িয়ে আছে....এত মন খারাপ করলে চলে নাকি!!

আজ আকাশের মন ভালো নেই আমাকে ভিজিয়ে দিবে বলে !!!
হচ্ছে করে বলি....
মন খারাপ আজ চলে যাক দূরে ঐ তারার মেলায়
দুঃখগুলো ঝরে যাক শ্রাবণ বারিধারায়
বাঁধা ভাঙা অশ্রু ফোঁটা আয়েশ করুক মাতাল হাওয়ায়
তুমি এসে হাতে রাখ হাত হোক যাতনার অবসাদ।।।
আজ আকাশের মন ভালো নেই আমার মন ভিজিয়ে দিবে বলে।।


মন ভালো হোক।। এই কামনায়।।। সুখগুলো হাতছানি দিয়ে যাক।।।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৫

মুক্তা নীল বলেছেন:
ল' ভাই ,
প্রকৃতির বিভিন্ন রূপ ভিন্ন ভাবে আমাদের মনকে দোলা দেয়। আর এই শ্রাবণের ঘনঘটার বহিরূপ যেনো আমাদের ভেতরের কান্নার প্রতিচ্ছবি।
আমার পোস্ট এর চেয়ে আপনার মন্তব্যটি বেশি মাধুর্য্যময়। এত সুন্দর কবিতা পেয়ে মন থেকে ভালো লাগা রইল আপনার জন্য।
ভালো থাকুন সবসময় ।
ধন্যবাদ নিরন্তর।

৭| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৯

তারেক_মাহমুদ বলেছেন: আজ সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে মন খারাপ হয়েছিল। ঢাকা শহরের যে অবস্থা বৃষ্টি হলেই রাস্তা নদীতে পরিণত হয় খুব ভয়ে ভয়ে ছিলাম সময়মত অফিসে আসতে পারবো কিনা?
সুন্দর লিখেছেন আপু। শুভ বৃষ্টির দিন।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩৮

মুক্তা নীল বলেছেন:
তারেক ভাই ,
আপনি ঠিক আমার মনের কথাই বলেছেন , এত বৃষ্টি দেখে আমারও মন খারাপ হয় । জলাবদ্ধতায় রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর হয়ে ,
নদীতে পরিণত হয়। তবে মফস্বল এলাকার বৃষ্টিতে সানন্দে ভিজতে ইচ্ছে করে।
আপনাকে আমার এই পোস্টে পেয়ে খুব ভালো লাগছে তারেক ভাই। আপনার আগমন বরাবরই আনন্দের।
অনেক অনেক ধন্যবাদ ও বৃষ্টিস্নাত দিনে শুভেচ্ছা রইলো।

৮| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০৬

নীল আকাশ বলেছেন: ঢাকায় এসেছিলাম বিয়ের দাওয়াত খেতে। আপনার শ্রাবন ধারা আমার বারটা বাজিয়ে দিয়েছে। বৃষ্টিতে কোন যানবাহনই পাওয়া যায় না। কত বার যে ভিজলাম! জ্বর যদি আসে আপনার গান জানালা দিয়ে পালাবে!
নতুন পোস্টে শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।

১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৯

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই ,
শ্রাবণ ধারা বইছে এখন সব জায়গাতেই এবং রাস্তাঘাটসহ সবাই খুব দুর্বিষহ জীবনযাপন করছে । এ জন্যই তো বললাম কাউকে দেয় সুখের দোলা আর কেউ পায় দুঃখের ছোঁয়া ।
আষাঢ় মাসের এই স্বচ্ছ বৃষ্টিতে ইনশাআল্লাহ আপনার জ্বর আসবে না। ভালো থাকুন ও সুস্থ থাকুন
এই দোয়া করি।অফুরন্ত শুভেচ্ছা রইলো ।

৯| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১

করুণাধারা বলেছেন: মুক্তা নীল, চমৎকার এই পোস্টে আসতে দেরি হয়ে যাওয়ায় দুঃখিত। আসলে কিছুটা ঝামেলায় জড়িয়ে গেছি, কিছু ভালো লাগছে না। ছবি এবং পোস্ট দুটোই ভালো লেগেছে, কিন্তু এখন আর বেশি কথা বলতে পারছি না।

শুভকামনা রইল।

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৬

মুক্তা নীল বলেছেন:
আপা ,
দুঃখিত হওয়ার কিছু নেই । আমি দেখতেই পাচ্ছি আপনি খুব ঝামেলায় আছেন। মন খারাপ ও চিন্তা করবেন না । আপনার প্রতি আমার যথেষ্ট ভরসা ও বিশ্বাস আছে। ভালোবাসা ও শুভকামনা
জানবেন ।

১০| ১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

সুস্থ থাকুন। ভালো থাকুন।

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৯

মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
আপনি আবার ফিরে আসায় ভালো লেগেছে। আমি অনেক আগেই বলেছি , আপনি খুব সাদা মনের মানুষ। আপনিও সর্বদা ভালো থাকুন সব সময় । শুভেচ্ছা জানবেন।

১১| ১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০০

মেঘ প্রিয় বালক বলেছেন: আমার এখানে বছরে ১/২ বার বৃষ্টি হয়। আপনার লিখা পড়ে ভিজে গেলাম। ৭ দিন ঝিরিঝিরি বৃষ্টি সহ্য করতে পারবেন?

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০০

মুক্তা নীল বলেছেন: মাঝেমধ্যে বৃষ্টি হওয়া ভালো । একটানা অনা বৃষ্টি ভালো লাগে না । ধন্যবাদ।

১২| ১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন:

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২২

মুক্তা নীল বলেছেন:
আপনার দেয়া ছবি দেখে আমি অভিভূত !!! ছবি অনেক সুন্দর হয়েছে ।
বৃষ্টির দিনের শুভেচ্ছা জানবেন । তাছাড়া অনেক ভালো লাগলো এই
প্রথম আপনাকে আমার ব্লগ বাড়িতে পেয়ে ।

১৩| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন:

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৬

মুক্তা নীল বলেছেন:
চমৎকার ছবি এটাও । আমার খুব পছন্দ হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

১৪| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল ,



অঝোর শ্রাবন ধারায় উথাল-পাতাল একটা মন মনে হয় এমন গানের জন্যেই উতলা হয়ে আছে আজ ---
শাওন রাতে যদি
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে.....

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩২

মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
আষাঢ়ের এই অঝর শ্রাবণ ধারায় আপনার এই মন্তব্যটি যেন মাথার উপর সুশীল বাতাসের মতোই বইছে।
আসলেই আপনি ঠিক তেমনই একজন অত্যন্ত গুণী ও শ্রদ্ধেয় মানুষ। আর আপনি যে গানটির কথা বললেন, সে গানটি শুনলে আমার নয়ন দিয়েই যেন শ্রাবণ ধারা নামে।
বৃষ্টিস্নাত দিনের শুভেচ্ছা গ্রহণ করবেন।
অনেক অনেক ধন্যবাদ ও ভালোলাগা ।

১৫| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৩

নজসু বলেছেন:



সুন্দর অনুভূতি।
হৃদয় গলে বের হওয়া প্রাপ্তি অপ্রাপ্তির দীর্ঘশ্বাস।
চোখের কোণে জমে থাকা মেঘের মুখর বর্ষণে আপ্লুত ছোট্ট এই জীবন।

........................
আজি ঝরো ঝরো
মুখর বাদল দিনে
জানি নে, জানি নে
কিছুতেই কেন যে মন লাগে না

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৬

মুক্তা নীল বলেছেন:
নজসু ভাই
এমন বর্ষণে অপ্রাপ্তির দীর্ঘশ্বাসের মুক্তি নেই । মনের মেঘের একমাত্র সাক্ষী চোখের কোনে জমে থাকা নোনা জলগুলো । আপনার মন্তব্য আমার পোস্টটিকে আরো প্রাণবন্ত করেছে। নজসু ভাই , অনেক অনেক আন্তরিক ভালো লাগা রইলো আপনার আগমনে । বৃষ্টি দিনের শুভেচ্ছা নেবেন।

১৬| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ আপি আমার মনের কথাগুলোই আপনি লিখে দিয়েছেন

অসম্ভব সুন্দর কথাগুলো

ভালোবাসা রইলো আপি

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১

মুক্তা নীল বলেছেন:
আপা ,
আপনার ভালো লেগেছে জেনে কৃতজ্ঞতা বোধ করছি । আকাশের কান্না দেখা যায় , আর মনের ......
আপনার মন্তব্যে আমার লেখাটা পূর্ণতা পেয়েছে ।
আপনার জন্যও আমার ভালবাসা রইল আপু । সব সময় ভাল থাকুন এই কামনা করি ।
শুভ সন্ধ্যা।

১৭| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার মন ভালো হয়ে যাক এই কামনা থাকলো।

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৯

মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
আপনার শুভাগমনে ধন্য হলাম ।আপনি এসেছেন পড়েছেন এতেই
আমার অনেক ভালো লাগা রইলো । শুভ রাত্রি।

১৮| ২১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৬

মুক্তা নীল বলেছেন:
খুব সুন্দর একটি কথা বলেছেন। একদম মনে গেঁথে রইল এক বাক্যে।
ভালো থাকুন অনেক শুভকামনা রইলো ।

১৯| ২২ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।

আপু এটা কিন্তু রবীন্দ্রনাথ। আপনি হয়তো ধরতে পারেননি।

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৮

মুক্তা নীল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া আবারও আসার জন্য। আমি আসলেই জানতাম না রবি ঠাকুরের উক্তি ।

২০| ০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: শ্রাবণ তুমি ঝড়াও যে বৃষ্টি
বুকের জমিনে হয় কত দুঃখের সৃষ্টি।

+++++

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৯

মুক্তা নীল বলেছেন: মাইদুল ভাই ,
অনেকদিন পর আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ এই সেই শ্রাবণ , কারো মনে দিয়ে যাও সুখের দোলা আর কাউকে দিয়ে যায় দুধের ছোয়া । অনেক শুভকামনা ও ধন্যবাদ রইলো ।

২১| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৩:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছবিতে দেখা যাচ্ছে, বৃষ্টি পড়ছে। এটাকি চোখের ভুল নাকি অন্যকিছু?

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪০

মুক্তা নীল বলেছেন: জুনায়েদ ভাই ,
হাসালেন আমাকে, এটা এডিটিং বৃষ্টি
আকাশ অথবা মনের কান্না যেটা খুশী ধরে নিন । শুভেচ্ছা রইলো।

২২| ১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:৩১

বলেছেন: আসসালামু আলাইকুম।।।।

শ্রাবণী তুমি নাকি বৈশাখী,,,
মহুয়া না মৌমিতা, চন্দমুখী,,,, বলো না তোমায় আমি কি নামে ডাকি!!!! হা হা।।।।


ঈদের সালাম ও শুভেচ্ছা রইলো।।।।

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৫

মুক্তা নীল বলেছেন:
ল' ভাই ,
অলাইকুম আসসালাম ।
যে নামে ডাকেন না কেন নামের ডানে বামে অবশ্যই নীল বলে ডাকবেন
নীল নামের জন্য কত উপাধি পেলাম !!! মজা করছি না সিরিয়াস
আপনাকেও ঈদের প্রীতি ও শুভেচ্ছা
দেরিতে উত্তর দেওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত ও
ক্ষমাপ্রার্থী ।

২৩| ১২ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: সত্যিই খুব ভুল হয়ে গেছে। একটু ব্যস্ত ছিলাম বৈকি। তবে কোন অজুহাত যথেষ্ট নয়। বোনের অভিমানের জন্য ভাইয়া আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। পবিত্র ঈদুল আযহার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
সত্যিই খুব ভুল হয়ে গেছে। একটু ব্যস্ত ছিলাম বৈকি। তবে কোন অজুহাত যথেষ্ট নয়। বোনের অভিমানের জন্য ভাইয়া আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। পবিত্র ঈদুল আযহার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪০

মুক্তা নীল বলেছেন:
দাদা ,
কি ভুল হইছে ,কিছুই হয় নাই আপনি এরকম করে বলবেন না -তো আমার খারাপ লাগে ।
দাদার উপর বোনের অভিমান সবসময়ই দুষ্টু মিষ্ট হয় ।
এমনি সেদিন বলছিলাম আমাকে ভুলে গেলেন নাকি ? আর আমাকে লজ্জায় ফেলে দিলেন
দাদা ,আপনিও ভালো থাকুন পরিবারের সকলকে নিয়ে ।
সবার জন্য পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।
দেরিতে উত্তর দেওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

২৪| ১৪ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৮

জুন বলেছেন: ঈদ মুবারক মুক্তানীল ।

লেখায় আপনার মনের দুঃখের ছায়া জড়িয়ে আছে ।
আমিও প্রার্থনা করি অঝোরধারায় বৃষ্টি আপনার সকল কষ্ট মুছে দিয়ে যাক ।

+

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৬

মুক্তা নীল বলেছেন:
জুন আপা ,
আপনাকেও ঈদের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ । দেরীতে উত্তরের জন্য দুঃখিত ও
ক্ষমাপ্রার্থী।যাক , আমার লেখা ও মনের ব্যথা সার্থকতা খুঁজে পেলাম । অঝোর ধারায়
বৃষ্টি ঠিকই অনেক কিছুই ভিজিয়ে সতেজ করে দেয় কিন্তু দাগটা ঠিকই রয়ে যায় ।
সবার শেষে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৫| ২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেমন আছেন ? ঈদ কেমন কাটলো।

২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫১

মুক্তা নীল বলেছেন:
ভালো আছি, ভাই । আপনি খোঁজ নেয়ায় অনেক ভালো লাগলো । ঈদও
ভালো কেটেছে, ঈদ পরবর্তী শুভেচ্ছা দিলাম । ধন্যবাদ আপনাকে

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২২

খায়রুল আহসান বলেছেন: "আসলে প্রকৃতি আর মন কত যে নিবিড় ভাবে একে অন্যকে জড়িয়ে আছে তা এই শ্রাবন ধারার মত কে বুঝতে পারে?" - আপনার এ লেখাটা পড়ে তা সুন্দরভাবে বোঝা গেছে।
ছবিটা কি ইন্টারনেট থেকে নেয়া, নাকি নিজের তোলা?
পোস্টে নবম প্লাস + +

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৪৭

মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ভাই ,
ব্লগ মুক্তির শুভেচ্ছা জানবেন।
আপনি সময় করে এসে মন্তব্য করায় আমার অনুপ্রেরণার উৎস খুঁজে পাই। আপনি নিখাদ প্রকৃত প্রেমী মানুষ যা আপনার বিভিন্ন পোস্টে পড়ে অনেকেই আমরা অনুভব করি। ভাই , ছবিটি নেট থেকে নিয়েছিলাম।
অশেষ শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

২৭| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:৫৮

জাওয়াত আররাজ বলেছেন: বৃষ্টি দেখে থমকে গেলাম। বৃষ্টির যে অনুভুতি, তা শুধু সেই বলতে পারে যে বৃষ্টি ভালোবাসে। যারা বৃষ্টি দেখলে নাক সিটকায়, তাদের আমার মানুষের মতো মনে হয়না।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:০৪

মুক্তা নীল বলেছেন:
আমার ব্লগ বাড়িতে প্রথম তাই অভিনন্দন !!
খুব ভালো লাগলো জেনে বৃষ্টি আপনিও ভালোবাসেন । এই বৃষ্টি নিয়ে যখন আমি লিখেছিলাম , সেদিন আমি সিলেটে ছিলাম। সেখানকার বৃষ্টির পানি খুব স্বচ্ছ এবং সুন্দর । ভালো লাগলো আপনার সুন্দর কমেন্ট ‌ ।
শুভেচ্ছা রইলো।

২৮| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২২

আরোগ্য বলেছেন: আজকে আপুর এই পোস্টের কথা মনে পড়লো। আর একটা গানও মনে পড়ছে, " এই মেঘলা দিনে একলা ঘরে "। একেই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আসলে ঢাকা শহরে নিরাপদ আছি তাই উপকূলবর্তী মানুষের পরিস্থিতি উপলব্ধি করতে পারছি না। এমতাবস্থায় অধিক পরিমাণ ইস্তিগফার পড়া উচিত, এতে আল্লাহ রক্ষা করবেন।

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩৫

মুক্তা নীল বলেছেন:
আজকের এই বৃষ্টি দেখে আমার পুরনো পোষ্টের কথা তোমার মনে পড়েছে এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ।
এ পোস্টটা যেদিন লিখেছিলাম ঐদিন আমি সিলেটে ছিলাম আর আমাদের সিলেটে একটা বৃষ্টি হয় যেটা দুই থেকে তিন দিন একটানা থাকে । সিলেটের বৃষ্টির পানি খুবই সচ্ছ ও সুন্দর ।
এই মেঘলা দিনে একলা -- হেমন্ত মুখার্জির এই গানটা আমারও ভীষণ প্রিয় এবং তুমি মনে করিয়ে দিলে বলে আবারও শুনলাম ।
হ্যাঁ আল্লাহর অশেষ রহমতে আমরা নিরাপদে আছি , আল্লাহ সবাইকে রক্ষা করুক এই দোয়া করি ।
ভালো থেকো আরোগ্য মনে করে পুরনো লেখায় এলে সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জেনো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.