নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

কি আছে তোমার

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০২



কি আছে তোমার
যে আমাকে মুগ্ধ হতে হবে?
আমি সারাদিন এই শহরে ঘুরি
বেনো জল দেখি
দুপুর দেখি
সকাল খুঁজি
অবেলার রোদ মাখি
কোন মানুষ দেখি না
সবুজ পাতা
নীল পাখী
স্বচ্ছ লেকের জল আমাকে টানে
অথচ তোমরা কেউ আমাকে টানতে পারো না
কি আছে তোমার
তোমাদের
যে আমাকে মুগ্ধ হতে হবে?

ঐ যে শিশুটি হাসছে তার মতোন তুমি কি হাসতে পারো
যে ফুল ফোটে আছে তুমি কি তার মতোন?
নদীর জলে যে সুর বাজে
তুমি কি গাইতে পারো তেমন করে?
নারকেলের চিরল পাতার মতোন এমন একটু ছায়া কি তুমি বানাতে পারো?

কি আছে তোমার
যে আমাকে মুগ্ধ হতে হবে?

নীলসাধু




বিশেষ ঘোষণাঃ
শিশুদের স্বাস্থ্য ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহ মানবিক কাজে আগ্রহী স্বেচ্ছাসেবীদের বার্তায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

প্রাথমিকভাবে ঢাকা মহানগরী এবং
পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য জেলা সমুহে কাজ করতে হতে পারে।

সকলের তথ্য নিয়ে আমরা একটি ডাটাবেজ করছি পরবর্তীতে এখান হতেই ইভেন্ট/কার্যক্রম অনুযায়ী আমরা তাদের সাথে যোগাযোগ করবো।

কি কি তথ্য জানাবেন?

নামঃ
পিতার নামঃ
মাতার নামঃ
বর্তমান ঠিকানাঃ
ফোন নাম্বারঃ
ইমেইলঃ

কারো ব্যক্তিগত তথ্য কারো সাথে/কখনোই শেয়ার করা হবে না। ইমেইল করুন
[email protected]

ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

আহমেদ জী এস বলেছেন: নীলসাধু,





কিছু নেই আমাদের। আমরা গাইতে পারিনে, হাসতে পারিনে, পারিনে কাউকে কাছে টেনে নিতে।
তবে অনেকেই মনে হয় নীলসাধুর ডাটাবেজে নাম লেখাতে পারি!

চমৎকার একটি কবিতা বলতেই হবে। কবিতায় প্লাস।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

নীলসাধু বলেছেন: কৃতজ্ঞতা আহমেদ জী এস ভাই। ভালো থাকবেন।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতাটা ভাল লাগলো নীলদা।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

ফয়সাল রকি বলেছেন: কী আছে এই কবিতায়
যে আমাকে মুগ্ধ হতে হবে?

তবে 'কি' আর 'কী' এর পার্থক্য সত্যি কি আছে?

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

এনসিয়েন্ট মেরিনার বলেছেন: স্বচ্ছ লেকের জল আমাকে টানে
অথচ তোমরা কেউ আমাকে টানতে পারো না
কি আছে তোমার
তোমাদের
যে আমাকে মুগ্ধ হতে হবে?

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০

আলমগীর কাইজার বলেছেন: সুন্দর।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমার কিছুই নেই মুগ্ধ হবার মত

তবে মানুষ কে খুব সহজে আপন করে নিতে পারি এ টুকুই আছে ।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: খুব ভাল হয়েছে দাদা।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: আমি নিঃস্ব নই। আমার আছে আকাশ, চাঁদ, জোছনা, সাগর, নদী, পাহার, বৃষ্টি আরও কত কী!

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

নীলসাধু বলেছেন: ঠিক - তারা আছে আমাদের সাথেই

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

কামরুননাহার কলি বলেছেন: কবিতা অনেক সুন্দর। তবে আমি আপনার এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবো।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

নীলসাধু বলেছেন: কৃতজ্ঞতা কলি
ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করবো। ধন্যবাদ।
আমি আপনার মেইল পেয়েছি।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.