![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা (৩০ ও ৩ লাখ) নিয়ে বিতর্ক করতে চান, তারা যদি তথ্য দিয়ে তর্ক করতে চান তাহলে আপনার কেবল পিনাকি মিয়ার লেখা পড়লেই চলবে। আপনি পিনাকির লেখা পড়েই শহীদের সংখ্যা ৩০ লাখের পক্ষে শক্ত পোস্ট লিখতে পারবেন এবং আপনি এই পিনাকির লেখা পড়েই শহীদের সংখ্যা ৩ লাখের পক্ষেও শক্ত পোস্ট লিখতে পারবেন! এ এক এমনই তেলেসমাতি ব্যাপার। পিনাকি ভার্সেস পিনাকি!
২০১৩/১৪ সাল এবং তার আগে পিনাকির লেখাগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে তখন শহীদের সংখ্যা ছিল ৩০ লাখ। এই সংখ্যার পেছনে সে নিজেই অনেক যুক্তি তর্ক দেখিয়েছে। এই সামুতেই সেই পোস্ট আছে। এই রইলো লিংক
সেই পোস্টের প্রথম লাইনটাই দেখেন কী লেখা - জামাতের পক্ষ থেকে একটা বিতর্ক চালু করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে। এর ফলে তাদের অপরাধ লঘু করে দেখানোর একটা প্রচেষ্টা করা হয়। অথচ আজকে সে নিজেই জামাতের অনলাইন উজিয়ে আজম। জামাতের সব চেয়ে প্রিয় বান্দা।
পোস্টটা সম্পূর্ণ পড়ে আছেন। বিশেষ করে যারা পিনাকি মুরিদ আছেন তারা অবশ্যই পড়ে আসবেন।
পিনাকি বেশ কিছু বইপত্র লিখেছে। তার ভেতরে একটা বই হচ্ছে স্বাধীণতা উত্তর বাংলাদেশ। এই বইটা আমার কাছে আছে। এই বইটা আমার হাতে আসে ২০২১ সালে। বইটার প্রচার আমি দেখেছি আরও বছর দুয়েক আগে থেকে। বইটা লিখতে বেশ খাটাখাটনি হয়েছে। অনুমান করতে পারি যে বইটা সে ২০১৭/১৮ সাল থেকে লেখা শুরু করেছে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে। এই বইয়ের চতুর্থ অধ্যায়ে সে এই শহীদের সংখ্যা নিয়ে লিখেছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে সে এই বইটা ৩০ লক্ষকে অপতথ্য হিসাবে প্রমানের চেষ্টা করেছেন।
এবার একটা ব্যাপার ভাবার চেষ্টা করেন। যে লোক নিজেই শহীদের সংখ্যা ৩০ লাখের পেছনে যুক্তি দিয়ে পোস্ট করেছে, মাত্র ৪/৫ বছরে পরে সে নিজের বয়ান বদলে সেটা ৩ লাখের পেছনে যুক্তি দেওয়া শুরু করেছে।
আর গতকাল সে সম্ভবত এই শহীদের সংখ্যাকে ২০ হাজার উল্লেখ করেছে তার ভিডিওতে। আমি যদিও তার ভিডিও দেখি নি তবে সোস্যাল মিডিয়াতে কিছু স্ক্রিনসট ঘুরে বেড়াতে দেখলাম।
এখন যে লোক গত নয় বছরে নিজের বক্তব্যই তিন বার বদলায়ে ফেলে তাকে আপনারা কী বলবেন? তার কথা আপনারা রেফারেন্স হিসাবে কিভাবে ব্যবহার করবেন? তার কাছ থেকে ইতিহাসের পাঠ নেওয়া বলদামি নয় কি?
১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০১
অপু তানভীর বলেছেন: বর্তমানে পিনাকির মুরিদ কিন্তু কম না। তার মুখের কথা তারা আকাশবানী হিসাবে মনে করে।
২| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০১
কিরকুট বলেছেন: যেহেতু ৩ সংখ্যাটা জরুরী তাই সেই ৩ এর উপর ভরসা রেখে বলছি ৭১ এ মাত্র ৩ জন মারা গিয়েছিল, ১ পিনাকির মা ২ পিনাকির মা ৩ পিনাকির মা। বাকিটা বুইঝা লন।
১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১২
অপু তানভীর বলেছেন: সমস্যা হচ্ছে তার একটা বিপুল সংখ্যক মুরিদ বাহিনী রয়েছে। তারা তাকে নবীর পর্যায়ে নিয়ে গেছে । সে যা বলবে তাই চোখ বুজে বিশ্বাস করবে। এটা একটা ভয়ংকর ব্যাপার!
৩| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: কে কি করছে দেখতে এলাম
১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৬
অপু তানভীর বলেছেন: সবাই জ্ঞান অর্জন করছে
৪| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:
১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৯
অপু তানভীর বলেছেন: কম বুদ্ধির মুরিনের সংখ্যা নেহত কম নয় এদের!
৫| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে শহীদের সংখ্যা নির্ধারণে গণনা লাগে না, লাগে শুধু একটাই নাম: পিনাকিদা।
২০১৩-তে সামুতে লিখলেন ৩০ লাখ,
২০২৫-এ ইউটিউবে নামালেন ২ হাজার,
২০৩৭-এ অনলি ফ্যানসে আবারও ৩০ লাখ।
ইতিহাস এখানে আর্কাইভে নয়, থাকে পিনাকিদার মুডে।
বাংলাদেশ মানেই প্রশ্ন:
“আজ পিনাকিদা কয়টা বললেন?”
১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৪
অপু তানভীর বলেছেন: অনলি ফ্যানসে এতো লোক কি আসবে? এটা দেখার ব্যাপার!
৬| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খেয়াল করুন কথিত মুক্তিযুদ্ধ ভারত-পাকিস্তান যুদ্ধ।
১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৭
অপু তানভীর বলেছেন: এই জন্যই তো বললাম কম বুদ্ধির মানুষ। স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ এদেরকে ফলো পর্যন্ত করে না, তাদের লেখা পড়া তো অনেক পরের ব্যাপার!
৭| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনায় হৈতাছুইন ছাত্র-জনতার পীর বাবা।
২০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫২
অপু তানভীর বলেছেন: সে ছাত্র জনতার পীর বাবা নন। সে জামাতের পীর হতে পারে।
৮| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৮
ইএম সেলিম আহমেদ বলেছেন:
আমি যদিও তার ভিডিও দেখি নি তবে সোস্যাল মিডিয়াতে কিছু স্ক্রিনসট ঘুরে বেড়াতে দেখলাম।
এখন যে লোক গত নয় বছরে নিজের বক্তব্যই তিন বার বদলায়ে ফেলে তাকে আপনারা কী বলবেন? তার কথা আপনারা রেফারেন্স হিসাবে কিভাবে ব্যবহার করবেন? তার কাছ থেকে ইতিহাসের পাঠ নেওয়া বলদামি নয় কি?
৩০ না ৩ সেটায় পরে আসতেছি। আগে আমার প্রশ্নের উত্তর দেন:
১। আপনি সেই ভিডিও না দেখে সেটা সম্পর্কে পোস্টাইছেন কেন?
২। "তার কথা রেফারেন্স হিসেবে ব্যবহার করবো" মানে কি বুঝালেন?
এটা ফেবু না, যে ইস্যু পাইলে হিসু করে দিবেন? ডায়াবেটিস থাকলে ডাক্তার দেখান আগে বাকি কথা পরে হবে।
২০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন: একটু বেশি উত্তেজিত হয়ে গেছেন মনে হচ্ছে ! ঠান্ডা পানি খান।
৯| ১৮ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১১
খাঁজা বাবা বলেছেন: এত বছর পর শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক অবান্তর ও ভুল। সেটা যদি বাস্তবে ৩০০০ হয় তবুও।
এই বিতর্ক যেমন আন্তর্জাতীক ভাবে আমাদের বয়ানের গ্রহনযোগ্যতা কমিয়ে দেবে, তেমনি আমাদের সমাজ ও আমাদের ইতিহাসের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে।
২০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৪
অপু তানভীর বলেছেন: পিনাকী কাছ থেকে জ্ঞান আহরন করা পাব্লিকের জন্য এসবই আসল কাজ। এদের পিনিক বেশি সব সময়।
১০| ১৮ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:০২
ভুয়া মফিজ বলেছেন: প্রথিতযশা অধ্যাপক রুমেলের গণহত্যা সম্পর্কিত কিছু লেখা আগে পড়েছি, তবে বাংলাদেশের গণহত্যা নিয়ে তার এতো বিস্তারিত কাজ আছে, জানতাম না। পিনাকীর পোষ্টের লিঙ্কটার জন্য একটা বড় ধন্যবাদ আপনার পাওনা। তার চ্যাপ্টার আটের ভাষ্য, ''Beneath the consolidated overall toll I show my calculation from the partial estimates (line 81). These are rather close. Consolidating both ranges, I give a final estimate of Pakistan's democide to be 300,000 to 3,000,000, or a prudent 1,500,000 (line 82).'' এর সাথে আমি একমত; আমার চিন্তা-ভাবনার সাথে এটা কম্প্লাই করে।
অন্ধভাবে কাউকে সমর্থন করা যেমন বলদামি, তেমনি অন্ধভাবে বিরোধিতা করাও বলদামি। জ্ঞান কোন স্থির বিষয় না। সময়ের সাথে সাথে এটা পরিবর্তিত হয়। কথাটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেজন্যেই আমাদেরকে অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করতে হবে। এই স্থাপনের কাজটা না করে কোন কিছু একটা পেলেই সেটার পারিপার্শ্বিকতা বিচার-বিবেচনায় না এনে যারা হঠাৎ লাফ দেয়, তাদেরকে আমি ছাগল মনে করি..........থুক্কু ছাগল না, রামছাগল!!!
''ওঠ ছুড়ি, তোর বিয়া'' মানসিকতার মানুষদের আমার এই কথাগুলি বোধগম্য হওয়ার সম্ভাবনা কম!! আফসোস!!!
একজন প্রকৃত ব্লগার বলদামী না করে, তথ্য-বিকৃতি না করে এভেইলেবল তথ্য-প্রমানের বিশ্লেষণের সাথে সাথে নিজের বিচার-বুদ্ধির সফল প্রয়োগ ঘটাতে পারে। ব্লগ হলো একটা বুদ্ধিবৃত্তিক আলোচনার জায়গা। এখানে অন্ধভক্তির কোন সুযোগ নাই। কিন্তু দুঃখের সাথে দেখি যে, এখন এখানে সেটার চর্চাই বেশী হয়। সেইজন্যই আজকাল ব্লগের কোন আলোচনায় অংশ নিতে আগ্রহ পাই না। আবারও আফসোস!!!!
২০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০২
অপু তানভীর বলেছেন: এই পোস্ট কিন্তু মোটেই ৩/৩০ লাখের বিতর্ক নিয়ে নয়। এটা পিনাকী ভক্তকুলের জন্য। তাদের দেখানো যে দেখো, তোমাদের আব্বা কিভাবে এক মুখে তিন কথা বলে!
আপনিও এরপর ভিডিওটা পুরো টুকু দেখলাম। এখানেও একটা মজার ব্যাপার আপনাকে বলি। পুরো পোস্ট সে দুই হাজার রিপোর্টের কথা বলেছে কথাটা কিন্তু রিপোর্ট মৃত্যুর সংখ্যা না। অথচ সে এমন ভাবে বক্তব্যটা দিয়েছে যেন ২০০০ মৃত্যুর মত করে শোনায়। সে তার নিজের বইতেই মৃত্যু সংখ্যাটা উল্লেখ করেছে অথচ ভিডিওতে করে নি।
পিনাকি হচ্ছে এমন এক মাল যে নিজের সুবিধা মত বক্তব্য বাকি টুকু বাদ দিয়ে নিজের মত করে বক্তব্য পেশ করে। তার সাগরেদের বেশির ভাগই যেহেতু মাথামোটা বোকাচোদা তাই তারা এটা নিয়ে মাথা ঘামায় না। যেমন ভাবে গেলায় তারা সেটাই গেলে!
আমি আপনার একমত যত দলখানা আর কানা বিরোধী মূলত একই। কোন পার্থক্য নেই। এই জন্য ব্লগে আমি কখনই এই দল কানা আর কানা বিরোধী কারো সাথেই তর্ক করি না। কখনই না। আমার কোন পোস্টই তর্কের জন্য নয়।
১১| ১৮ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
আরোগ্য বলেছেন: পিনাকি আর ইলিয়াসের অবস্থা ঐ সমস্ত হুজুরের মতন যারা ভক্তকুলের সাড়া পাওয়ার জন্য কয়, চিল্লায়া কন ঠিক না। আর মুরিদসকল মাথায় কিছু ঢুকে আর নাই ঢুকে "ঠিক ঠিক " কইতে এক মুহূর্ত দেরি করে না।
ইতিহাস নিয়া আমার অত মাথা ব্যথা নেই কারণ যেটা আর পরিবর্তন করা সম্ভব নয় সেটার পিছনে না পড়ে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কাজ করা উচিত যদিও সঠিক ইতিহাস জানার অধিকার সবারই তবে সঠিকটা কে জানাবে???
২০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৫
অপু তানভীর বলেছেন: ইতিহাস নিয়েই আমরা পড়ে আছি। ভাবিষ্যৎ নিয়ে ভাববো কোথায় !
১২| ১৮ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
ঢাবিয়ান বলেছেন: @ ভুয়া মফিজ , আপনি কমেন্ট করলেন বলে ,আমিও একটু কিছু যোগ করতে চাই যদিও এই ব্লগ কোন সুস্থ বুদ্ধির মানুষের বিতর্কের জায়গা নয়।
১৯৭১ এ নিহত মানুষের সংখ্যা যে ২০০০ সেইটা কি পিনাকি ভট্টাচার্চের বক্তব্য ? তার স্ট্যটাসের এই এক লাইন পইড়াই , পুরা ভিডিও না দেইখাই শুরু হয়ে গেছে গালাগাল। পিনাকির ভিডিওতে স্পষ্ট রেফারেন্স সহ প্রকাশ করা হয়েছে মার্কিন সাংবাদিক উইলিয়াম জো ড্রামড এর ১৯৭২ সালের ৬ জুন প্রকাশিত প্রতিবেদন '' The missing millions'' । অনুসন্ধানী সেই প্রতিবেদনে জো ড্রামড লিখেছে ''‘’ Since the third week of March inspector General’s office of Bangladesh home ministry began its field investigation , there have been about 2000 complaints from citizens about death at the hand of Pakistan army ‘’. পিনাকি এই কারনে তাকে যারা গালাগাল করছে তার পোস্ট নিয়ে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন যে, ২০০০ শহীদের সঙ্খ্যা, আমার কোন আবিষ্কার না এইটা শেখ মুজিবের হোম মিনিস্ট্রির তদন্তের ফল যা গার্ডিয়ানে প্রকাশিত হইছিলো।
এই ব্লগের কথা বাদ দেন , বিএনপির কিছু শিক্ষিত সুশীল সাজা সমর্থকেরা কিভাবে ভিডিও না দেখেই পিনাকির বিরুদ্ধে ঝাপিয়ে পড়ল দেখে খুবই অবাক হয়েছি।
অটঃ যেহেতু কমেন্টটা ভুয়া মফিজের উদ্দেশ্যে , তাই লেখককে অনুরোধ করব আমার কমেন্ট এড়িয়ে যেতে।
১৩| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১৩
শেরজা তপন বলেছেন: ইতিহাস বড় গোলমেলে একটা বিষয়; আমি ইতিহাসের হাস্যকর ও চরম কিছু ভুল নিয়ে একটা সিরিজে আলোচনা করেছিলাম।
বয়স বাড়ার সাথে সাথে মানুষের প্রজ্ঞা বাড়ে, মানুষ পালটে যায়-তার চিন্তার পরিধি বাড়ে সেই সাথে মানুষ স্পর্শকাতরতা হারায়, কিছু ক্ষেত্রে স্বার্থপর ধুরন্ধর ও ভীতু হয়।
আপনি ভেবে দেখেনতো আপনার দশ বছর আগের দর্শন ও জানার পরিধি একই রকম আছে কিনা?
তার পুরো ভিডিও দেখে আমার মনে হয়েছে সে আরো অনেক বেশি জানছে ও জানার চেষ্টা করছে- এটা ভুল বা দোষ নয়।
ফেসবুকে সে নিজেই তার একটা ব্লগ পোষ্টের ( সামুর পোস্ট) রেফারেন্স টেনে একটা গ্রহনযোগ্য কিংবা অগ্রহনযোগ্য (কারো কারো কাছে)ব্যাখ্যা দিয়েছে, আমি সেটার স্ক্রিন শট দিচ্ছি;
ভুম আর ঢাবিয়ানের মন্তব্যের সাথে আমিও অনেকাংশে একমত। ব্লগে আসতে আর মন চায়না।
২০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১২
অপু তানভীর বলেছেন: অবশ্যই বয়স বাড়ার সাথে সাথে মানুষের প্রজ্ঞা বাড়ে। কম বয়সে সে বাংলাদেশের পক্ষে ছিল, প্রজ্ঞা বাড়ার ফলে সে পাকিস্তানীদের পক্ষে চলে গেছে।
একজন স্কালার অবশ্যই নিজের বক্তব্য নিজেই বাতিল করতে পারে তবে সেটা আসে কিভাবে? আরও গবেষণা, নতুন জ্ঞান অর্জনের পর আগের জ্ঞান ইনভ্যালিড হয়ে যেতেই পারে কিন্তু পিনাকী সেই কাজ করছে?
তার ১৩ সালের বক্তব্যের সময়েই কিন্তু সবস তথ্যই তার কাছে, মানে এই ২৫ এসে যে রেফারেন্সের ভিত্তিতে সে নতুন বক্তব্য দিচ্ছে সেই রেফারেন্স কিন্তু তখনও ছিল। সে তখন চেতনার পক্ষে ছিল এই তথ্য নেয় নি আর এখন জামাতের বিপক্ষে গেছে বলে এই তথ্য নিয়েছে । এছাড়া সে ১৩ তে যে বক্তব্য দিয়েছিল সেটা ইনভ্যালিন করার জন্যও কোন করে নি।
ব্যাপারটা আমি আপনাকে বোঝাতে পারলাম কিনা জানি না। আরো সহজ করে বলি। ধরেন আপনার প্রেমিকা। প্রেম করার সময় তার নামে আপনি সব মধুর মধুর কথা বললেন। তারপর যেই আপনার ব্রেক আপ হয়ে গেল তখন সেই একই প্রেমিকাকে গালি দিতে শুরু করলেন। পিনাকিও ঠিক এই একই কাজ করছে। আর কিছুই না।
১৪| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৩৩
ভুয়া মফিজ বলেছেন: ঢাবিয়ান, সুস্থ বিতর্ক করার যোগ্যতা সবার হয় না; কারন এইজন্য পড়ালেখার মাধ্যমে বিষয়বস্তুকে সঠিকভাবে বুঝতে হয়, মেরুদন্ড সোজা রাখতে হয়, দালালী থেকে দূরে থাকতে হয় আর অন্ধত্ব নিবারনের জন্য বেশী বেশী ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হয়। কারো ইনটেনশানই যদি থাকে তথ্য বিকৃতির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো, তাহলে আমি-আপনি কি করতে পারি? পিনাকি যেটা বলে, রেফারেন্স দিয়েই বলে। সেটা খন্ডন করতে হলে রেফারেন্স দিয়েই করতে হবে। দোষ-গুন যাই থাক, সেটা রেফারেন্সের ব্যক্তি বা প্রতিষ্ঠানের। নয় কি? সেজন্যেই বলা হয়, অশিক্ষিত মানুষের চাইতে কুশিক্ষিত মানুষরা বেশী ভয়ঙ্কর। ব্লগে এখন কুশিক্ষিতদের জয়জয়কার। এদের অত্যাচারে প্রকৃত শিক্ষিতরা হয় অনিয়মিত, নয়তো ব্লগে আসাই ছেড়ে দিয়েছে।
সবার কথার তোড়ে পিনাকির ভিডিওটা সময় করে দেখলাম। আপনার উদ্ধৃতির পরে আর নতুন করে কিছু বলার প্রয়োজন মনে করছি না। শুধু বলি, মার্কিন সাংবাদিক উইলিয়াম জো ড্রামন্ড বেশ লাকি, তার কামের জন্য গালাগালি তাকে না, পিনাকিকে শুনতে হচ্ছে। ''সাদা চামড়া প্রীতি'' আমাদের সমাজে দেখছি এখনও বেশ ভালোভাবেই আছে!!!!
আপনে ব্লগের যেই পোষ্টের রেফারেন্স দিছেন, সেইটার উদ্দেশ্যই হইলো বিভ্রান্তি ছড়ানো। এইরকমের বিভ্রান্তি ছড়ানোর কারিশমা আমরা ইসলামোফোবদের কথাবার্তাতেও দেখি। সেইখানে যারা মন্তব্য করছে, তাদের অধিকাংশই ছাগলের তিন নাম্বার বাচ্চা। কিছু বুঝুক আর না বুঝুক, হুদাই লাফায়!!!!
১৫| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৩৬
রানার ব্লগ বলেছেন: শহীদের সংখ্যা ২০০০, বাহ! কল্পনাশক্তি তো দারুণ।
ভাবুন তো, একটা মুক্তিযুদ্ধ হলো, পাকিস্তানি সেনারা গণহত্যা চালালো, লাখে লাখে মানুষ উদ্বাস্তু হলো, নারী ধর্ষণের শিকার হলো, গ্রাম পুড়লো তারপরও নিহত হলো মাত্র ২০০০ জন! কী দারুণ ছোট্ট যুদ্ধ! এধরনের গণিত যদি সত্যি হতো, তাহলে পাকিস্তান সেনাদের মেডেল দেওয়া লাগত: ইতিহাসের সবচেয়ে কম খুন করে দমন অভিযান পরিচালনা।
কিন্তু না, ইতিহাসে জায়গা পায়নি, পায়নি কারণ সত্যিটা একেবারেই উল্টো
দায় এড়ানোর মাস্টারক্লাস
এই মন্তব্যে যা সবচেয়ে মজার, তা হলো দায় এড়ানোর কৌশল।
আমি বলি নাই, পিনাকি বলছে।
পিনাকি বলে নাই, শেখ মুজিবের হোম মিনিস্ট্রির রিপোর্ট বলছে।
রিপোর্টও আসলে কিছুই না, গার্ডিয়ান বলছে।
অর্থাৎ শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর নোংরা কাজটুকু করে নিল, কিন্তু দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিল। এক কথায়, আমি ছুরি মারি নাই ভাই, ছুরিটা আমার হাতে গিয়েই ঢুকে গেছে!
যারা বলে ২০০০ শহীদ, তারা আসলে ইতিহাস বোঝার ভান করে ইতিহাসকে খুন করে।
শহীদ মিনারে ফুল দিতে গিয়ে যদি বলা হয়, আসলে তো দুই হাজারই ছিলো তাহলে শহীদের আত্মা যে কাঁদবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
এরা আবার করুণ সুরে বলে, ভিডিও না দেখেই গালাগালি!
আরে ভাই, ইতিহাস বুঝতে কি ইউটিউব ভিডিও দেখা লাগে? স্কুল কলেজে ইতিহাস বই পড়েন নাই নাকি? মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা লাখে লাখে, এটা জানার জন্য ভিডিওর টুকরা দরকার নেই।
একে বলা যায় গণহত্যার ট্র্যাজেডি থেকে সস্তা রসিকতা বানানোর চেষ্টা,
শহীদদের রক্ত নিয়ে কৌতুক করলে মনে রাখবেন কোন দিন আপনারাই না আ পিস অব শিট হয়ে যান।
২০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৪
অপু তানভীর বলেছেন: পিনাকির এই মুরিদদের নিয়ে আসলে রাগ করবেন না। মানুষের উপর রাগ করতে পারেন পাঠাদের উপর রাগ করা মানায় না। এদের ইতিহাসের জ্ঞান এই পিনাকি পর্যন্তই! আজ পর্যন্ত নিজে একটা বই পড়ে দেখে নি, একটা আর্টিকেল পড়ে দেখে নি কিছু জানার চেষ্টাও করে নি।
১৬| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:৩১
কলাবাগান১ বলেছেন: @শেরজা তপন,
"আমিও অনেকাংশে একমত" কেন? পুরা টা তেই একমত না বলাতে গিলটি ফিলিং কিছুটা কম মনে হচ্ছে? যেমন ৭১ র শহীদের সংখ্যা কম দেখাতে পারলে শিবির এর নেতা যেমন বিয়ের.....।
১৭| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২৪
ক্রেটোস বলেছেন: এখানে একজন উৎকৃষ্ট মানের বিদেশী সংকরজাত রামছাগলকে দেখলাম অন্যজনকে "তথ্য প্রমাণ সহযোগে" বিশ্লেষণ উপস্থাপন করতে বলছেন অন্ধভাবে পোস্ট না করে। অথচ তিনি নিজেই বর্তমান সরকারের পক্ষে যখন বলেন কোন তথ্য প্রমাণ উপস্থাপন না করেই বলতে থাকেন যে বর্তমান সরকার বিশাল কর্মযজ্ঞ করে ফেলেছেন। উনি এই ব্যাপারে কোন প্রমাণই দেখাতে পারেন না। উল্টো খালি বলতে থাকেন বর্তমান সরকার বিশ্বনন্দিত তাই তার পক্ষেই সম্ভব। তো উৎকৃষ্টমানের বিদেশী সংকরজাত রামছাগল যখন আরেকজনকে রামছাগল বলে তখন সত্যিই হাস্যকর লাগে!
@ঢাবিয়ান, এটা তো ঠিক যে পিনাকী একটি মিথ্যে ইতিহাসকে এখন পুনর্বাস্তবায়ন করতে চাইছে। নাকি এটা বলাটাও এখন পাপ হয়ে যাবে। ওনার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতেই দেখি বেশি তৎপর। অথচ এখনও কেন জুলাই শহীদের তালিকা হলো না তাই নিয়ে তার কোন রাঁ নেই। আরেকটি কথা জুলাইতে শহীদের সংখ্যা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের রিপোর্ট অনুযায়ী ১৪০০ কিন্তু সরকারি রিপোর্ট বলছে ৮৩৪ তো আপনারা সরকারের রিপোর্টকে কেন বিশ্বাস করছেন না? আপনারা বলতে গেলে কেন ১৪০০ শহীদের কথাই বলেন? পিনাকি কিন্তু এই বিষয়ে একদম নীরব। অবশ্য জানাই আছে উনি সেই ২০১৩ সালের মতন এখন এই পক্ষে কথা বলে হাওয়া বদলাতে দেখলে অন্যপক্ষে কথা বলবে। আপনারাও তখন তার সুনাম গাইবেন এইতো!
১৮| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৪
আরইউ বলেছেন:
অপু,
ব্লগে আমরা এক সময় "পিনাকী সিনড্রোম" বলে একটা শব্দ ব্যবহার করতাম; মানে আমিই সব বুঝি-জানি, আমার কথাই ফাইনাল! পিনাকী-র কেবলা কোথায় তা মাথায় জাস্ট ছটাক খানেক বস্তু থাকলেই যে কেউ বুঝতে পারবে। ঢাবিয়ান-দের মত পিনাকী ডিফেন্ডার-রা খুব সহজেই তার কথায় প্রভাবিত হয় কারণ এই ধরণের মানুষের নিজের বিবেক-বুদ্ধির স্বল্পতা আছে, এদের ইমোশোনালি ব্যবহার করে অঘটন ঘটানো সহজ।
যাহোক, পিনাকী এখন পর্যন্ত এমন কোন কাজটা করেছে যাতে বাংলাদেশের ভালো হয়? তার সব কাজ আর উষ্কানীর ফলাফল হচ্ছে বাংলাদেশকে একটি ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্র হিসেবে দেখানো। এটা করতে পারলে কার লাভ? শুনেছি ছাত্রলীগে ঘাপটি মেরে থাকা শিবির ছানা গুলো নিজেদের "ছাত্রলীগ" প্রমান করতে বেশি বেশি হিংস্রতা দেখাতো। আল্লামা পিনাকী কথায় কথায় একে তাকে র-এর এজেন্ট বলে বেড়ায় আর নিজেকে সবার চেয়ে বড় ভারত বিরোধী প্রমান করতে চায় -- মানে সেই আসলে ... ...!
ভালো থাকুন!
২০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৫
অপু তানভীর বলেছেন: কোন সন্দেহ নেই পিনাকী সাগরেদদের বিবেক-বুদ্ধির স্বল্পতা আছে, এদের ইমোশোনালি ব্যবহার খুবই সহজ। পিনাকি খুব ভাল করেই জানে তাকে কারা কারা ফলো করে এবং এই কথা মাথায় রেখেই সে তার বক্তব্য রাখে। এবং সাগরেক ভক্তকুল সেটা চোখ বন্ধ করে গিলে নেয়। কোন প্রশ্ন জাগে না তাদের মনে। কোন দিন যদি পিনাকি বলে যে সকালের গু আসলে পুষ্টিকর খাবার আপনারা খেয়ে দেখবেন, ভক্তগুলো ঠিক ঠিক সেটা চামুচে করে মুখে গিলে ফেলবে তারপর বলেও উঠবে সে খুবই পুষ্টিকর। এই ব্লগেই পাওয়া যাবে এমন অনেকেই।
১৯| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১১
ঢাবিয়ান বলেছেন: @আরইউ , এই নিকে আপনি যখনই কমেন্ট করেন, সেখানে আমার সম্পর্কে উস্কানিমুলক , আপত্তিকর কিছু বক্তব্য থাকবেই। আমার নিজের উপড় আমার যথেষ্ঠ নিয়ন্ত্রন আছে , তাই আপনার শত চেষ্টাতেও প্রভোকড হই না। বিশেষ করে যেখানে আমি জানি যে এই নিকের পেছনে কে আছে! আমার ধারনা ব্লগের সবাই জানে !
২০| ২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:২৪
আরইউ বলেছেন:
@ঢাবিয়ান,
ধরুন আপনি রাস্তায় একটা পাঁঠা (মানে এক ধরণের ছাগল আরকি) দেখলেন, আপনি সেটাকে পাঠা না বলে কী বলবেন? পাঁঠাকে পাঠা বলা কি উস্কানিমুলক বা আপত্তিকর? আমি আপনাকে পাঁঠা বলছিনা, জাস্ট উদাহরণ হিসেবে বললাম।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৬
বিজন রয় বলেছেন: ভাই মাপ চাই, জীবনে যদি অশিক্ষিত থেকে যাই, যদি কিছুই না জানতে পারি তবুও...............!!