নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যতটা সময় নিয়ে পড়ি, তার চেয়ে কম সময়ে ভুলে যাই!

২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৩:২৯



করোনাকালে যে বই গুলো পড়েছি।
এই নামে আজ আমি একটা পোস্ট দিয়েছি। এই পোষ্টে 'নুরুলইসলা০৬০৪' মন্তব্য করেছেন ''বেশির ভাগই পড়া। যতটা সময় নিয়ে পড়ি, কম সময়ে ভুলে যাই''। তার এই মন্তব্য নিয়ে আমার এই পোস্ট। আসলেই কি আমরা ভুলে যাই? কত টুকু ভুলে যাই? যদি সত্যিই ভুলে যাই, তাহলে বই পড়ে আমাদের লাভ কি? নিচে ছোট একটা গল্প দিলাম।


এক বালক তার জ্ঞানী শিক্ষককে বললো,
উস্তাদজ্বী, আমি আজকে একটি বই পড়লাম। কিন্তু এখন আমার প্রায় কিছুই মনে নেই। তাহলে বইটি পড়ে কি লাভ হলো?
শিক্ষক সামনের পাত্রে রাখা খেজুর থেকে বালকটিকে একটি খেজুর খেতে দিলেন। এরপর জিজ্ঞাসা করলেন, এই একটি খেজুর খাওয়াতে কি তুমি এক্ষুণি অনেকটা বড় হয়ে গেছ?
বালক উত্তর দিল, অবশ্যই না।

শিক্ষক বললেন, এই খেজুরটি তোমাকে বৃদ্ধি পেতে পুষ্টি দিয়েছে। নতুন চামড়া, হাড়, পেশী তৈরিতে আর স্নায়ুর বিকাশ ঘটাতে সাহায্য করেছে। এটা হয়েছে ঠিকই কিন্তু তুমি টের পাওনি। বই ঠিক এভাবেই আমাদের বিকশিত করতে সাহায্য করে।

আপনি প্রতিটি নতুন বই পড়ার সময় নতুন শব্দ, নতুন তথ্য জানতে পারেন। পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চিন্তা করার দক্ষতা, সুন্দর করে লেখার দক্ষতা, মনের ভাব প্রকাশে আরেকটু সুচারুতা অর্জন করতে প্রতিটা বই আপনাকে প্রতিনিয়ত সাহায্য করছে। পৃথিবীটাকে আরেকটু ভালভাবে বুঝতে শিখছেন। নিজের পুরনো দিনের চিন্তা গুলো শোধরাতে পারছেন। নিজেকে আরেকটু উন্নত করার দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার ব্যাপারটি আপনি নিজের অজান্তেই বই পড়ার মাধ্যমে করে ফেলছেন। মনে থাকুক আর নাইবা থাকুক।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে।
ইতিহাস, বিজ্ঞান, রাজনীতি, টেকনোলজি, দর্শন, মহামানবদের জীবনীসহ আরো সব ফ্যাক্টস বুকস।
কেবল গল্পের বই পড়লে হবে না।

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: সহমত বড় ভাই।

২| ২৫ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার কথা ১০০% মেনে নিচ্ছি।
আমার চিন্তা চেতনার একটা স্তর আছে।সবারই আছে।এটা হয়েছে অবশ্যই বই পড়ে।যখনই একটা বই নিয়ে দুই চার পাতা পড়ি তখন বুঝতে পারি এটার মান আমার চিন্তা চেতনার সম পর্যায়ের না,তখন আর কষ্ট করে পড়ি না। যদিও বা সময় কাটানোর জন্য পড়ি কিছুক্ষন পরেই ভুলে যাই মনোযোগ দিয়ে না পড়ার জন্য।বয়ষ একটা সমস্যা।
আপনাদের এখন পড়ার সময় জানার সময়,জীবনের অনেকটা সময় সামনে পড়ে আছে।আমরা অনেকটা পথ পাড়িদিয়ে আসছি।
ভাল থাকবেন

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুন্দর মন্তব্য করেছেন।

৩| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ সকাল রাজীব দা ---------------

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: কি খবর কবি?

৪| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৩

পদ্মপুকুর বলেছেন: সুন্দর বলেছেন। এই যে একটা মন্তব্যের প্রেক্ষিতে খুব দ্রুতই একটা যৌক্তিক উদাহরণ দাঁড়া করিয়ে দিলেন, এটাও কিন্তু প্রচুর বই পড়ার ফল... :)

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৫| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: অনেক পড়ার মাঝে অণু পরমাণু মনে থাকলেও সমাজের নষ্ট মানুষের নষ্ট কাজে বিবেক হলেও কাঁদবে। তবে সব ধরনের বই পড়লে ভালো।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: দনবাদ আপনাকে।

৬| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Right you are!

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: হে হে হে----

৭| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বইয়ের শব্দগুলি ভুলে গেলেও বইয়ের শিক্ষণীয় বিষয়সমূহের নির্যাস অবচেতন মনে থেকে যায়। সময় মত এই জ্ঞান কাজে লাগে।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.