নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হইচই, হট্টগোল এড়িয়ে চুপচাপ, নিরিবিলিতে লুকিয়ে থাকতে ভাল লাগে।

রিম সাবরিনা জাহান সরকার

যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/

রিম সাবরিনা জাহান সরকার › বিস্তারিত পোস্টঃ

পাতাল রেলের কাব্য

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২


জার্মান মেয়েদের চোখা চোখা হাতব্যাগের এক গুঁতো খেলে আমার কম ক্যালসিয়াম খাওয়া বাঙালি পাঁজরটা এক দফায় ফেঁসে যাবে। কিন্তু চাইলেও সটকে পড়ার উপায় নেই। মিউনিখ শহরের সকাল সাতটার এই পাতাল রেলে একটা মাছিও উড়ে গিয়ে আরেকখানে বসার জায়গা পায় না। আমি তো কোন ছাড়। তার উপরে হাতব্যাগওয়ালা মেয়ের চারপাশে মচমচে বিস্কুটের ঘ্রান। ফুল ফল বাদ দিয়ে সুগন্ধী কোম্পানিগুলো ইদানীং কেক-বিস্কুটের দিকে ঝুঁকেছে। কি জ্বালা! আপাতত খোঁচা খাবার আতঙ্ক থেকে বের হতে ব্যর্থ হয়ে ট্রেনের ছাদ বরাবর নাক উঁচিয়ে ম ম পারফুউমের সাগরে ভেসে থাকার চেষ্টা চালাচ্ছি।

এই পথ দিয়ে রোজ অফিস যাই। এতদিনে এই ট্রেন যাত্রা সয়ে আসার কথা। কিন্তু উল্টো ঘেমে নেয়ে প্রতিদিন একই অস্থির অবস্থা। দুই স্টেশন পরেই ঘ্রানময়ী কুমিরের চামড়া দিয়ে বানানো তার বহুমূল্য মাইকেল করস্ ব্যাগটা দিয়ে ডান পাঁজরে দড়াম্ এক ঘাঁই মেরে গটগটিয়ে নেমে গেল। ঘাঁই খেয়ে কেঁউ করে ককিয়ে উঠলে কেমন দেখায়। তাই খক খক কেশে কেঁউ মেউ ধামাচাপা দিলাম। পথটা গোয়েথেপ্লাৎজ্য থেকে ম্যাক্স ওয়েবারপ্লাৎজ্য পর্যন্ত সাকুল্যে আধা ঘন্টার। সে হিসেবে এমন ঘাঁই, কেনু, পায়ে পাড়া খাওয়ার মত বহুত খারাবি কপালে লেখা আছে। সুতরাং, দাঁতে দাঁত চাপলাম।

এক স্টেশন পরেই কেতাদুরস্ত ট্রেঞ্চকোট চাপানো টিকলো নাকের এক চটপটে তরুন এসে উঠল। উঠেই দরজার পাশে ঠেস দিয়ে দাঁড়ানোর বিলাসবহুল জায়গাটা হাতিয়ে নিল। নিলে হবে কি, পিছিয়ে আর কই যাবো। অগত্যা, মুখ বুজে তার বগলের চিপায় চিপকে থাকলাম। হাতের গরম কফিটা বগল বাবার ট্রাইজারে ছলকে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়ে দেয়ার কুটিল ইচ্ছাটা অতি কষ্টে গলা টিপে মারতে হল। মিউনিখের পাতাল রেলে চলতে হলে আকাশ ছোঁয়া ধৈর্য্য লাগে। সেই ধান্দায় কফিতে লম্বা এক টান মেরে ধৈর্য্যের বাদশা ইয়াকুব নবীর কথা ভাবতে লাগলাম।

কাজে যাবার অন্য আরো উপায় আছে। গাড়ি কিংবা সাইকেলে চালিয়ে যাওয়া যায়। এর কোনোটাই না করে রোজ এই জার্মান মুড়ির টিনে নিজেকে পুরে দেয়ার কারন, শহুরে রাস্তার অলি গলিতে গাড়ি চালাতে আতংক কাজ করে। সামান্য ভুলচুক হলে জার্মানরা যে ভাষায় গাল দিয়ে বসে, সেটা হজম করতে কড়া ডোজের হজমি গুলি লাগে। আবার সাইকেল ঠেঙ্গিয়ে যাবো, এত বড় মাইকেল এখনও হয়ে উঠি নি। আসল কথা, গাড়িঘোড়া চালাতে ভয় লাগে। এহেন ভীতু আর সরীসৃপ জাতীয় প্রানীরা যেন নির্বিঘ্নে বুকে হেঁটে চলতে পারে, তার জন্যে এই শহরের পেটের ভেতরে আছে চমৎকার আঁকাবাঁকা রেল ব্যবস্থা। এই সুড়ঙ্গ রাজ্যের আরেকটা আকর্ষন হল, এর একটা ম্যাঙ্গো পাবলিকীয় ব্যাপার আছে। মাটির ওপরে যে যত বড় তাবড়ই হোক না কেন, মাটির নিচে ঠেলাঠেলির ভিড়ে চিরে চ্যাপ্টা আমসত্ত্ব হয়ে যাওয়া সবাইকে এখানে খুব সাধারন আর ভীষন রকমের গড়পড়তা দেখায়।

সেই গড়পড়তা আমিই এক লাফে হোমরা চোমরা ভিআইপি বনে গেলাম যখন দেখলাম, নতুন কেনা কমলালেবু রঙের জ্যাকেটের গায়ে স্টেশনের সিড়ি মোছার সরঞ্জাম নিয়ে ওঠা লোকটা আলতো করে তার ঝাড়ুর ডগাটা লাগিয়ে দিল। টং করে মেজাজ খিচড়ে চোখ রাঙ্গিয়ে বসলাম প্রায়। ঠিক শেষ সেকেন্ডে লোকটা অপরাধী ভঙ্গিতে হেসে দারুন ডিফেন্স খেলে কাবু করে দিল। মাথায় পাগড়ি দেখে বুঝলাম জাতে সে শিখ। আরো ভাল করে তাকিয়ে দেখি, আমাদের দুইজনের গায়েই কমলা জ্যাকেট। আমারটার গায়ে মাঝারি দামের এক ব্র্যান্ডের লোগো আর তারটায়ে লেখা ‘পরিচ্ছন্নতা কর্মী, রেল কর্তৃপক্ষ’। দুটোই দেখতে প্রায় অবিকল। ঠিক যেন লাইফ জ্যাকেট! অনন্য হতে গিয়ে খালি অন্যতমই হতে হয়। ধুর! এবার আমি হেসে ফেললাম। পাগড়ি নাচিয়ে ঝাড়ু সর্দারও সাহস করে আরেক প্রস্থ চওড়া হাসি দিল। বাকিটা পথ আমরা দুই জন ট্রেনের তাবৎ লোকের জান মালের দায়িত্ব নিয়ে লাইফ গার্ড সেজে দাঁড়িয়ে রইলাম।

পরের স্টেশনে সর্দারজী পেল্লায় সেলাম ঠুকে ঝাড়ুর ট্রলি ঠেলে নেমে গেল। বিকট ঘটাং শব্দ তুলে দরজার পাল্লা লাগলো। এই মেড ইন জার্মান মুড়ির টিনগুলোর চেসিস অন্য ধাতুতে গড়া। এগুলো ভাঙ্গেও না, মচকায়ও না। চলতে থাকে তো চলতেই থাকে। একটা দুটো নতুন মডেল আছে বটে। হাত ছুঁলেই সিসিম ফাঁক। আর বাকিগুলোর হাতল ধরে মুগুর ঘোরানোর ভঙ্গিতে ভিম পালোয়ানের চাপ দিলে তবেই দরজা খোলে।

আপাতত, জায়গা বদলের ধান্দায় আছি। কতগুলো নতুন লোকের সাথে হুড়মুড়িয়ে এক পাঁড় মাতাল ঢুকেছে। তার হাতে ধরা রেড বুল দেখে মনে হচ্ছে এই দিয়ে ব্রেকফাস্ট সারার আগে রাত ভর সে সস্তা বিয়ার আর না জানি কি সব দিয়ে ডিনার সেরেছে। ভকভকে বিটকেলে বদবু নাক দিয়ে নেমে একেবারে কলিজায় কড়া নাড়ছে। বাকি সবারও একই অবস্থা। কিন্তু মাতালকে কেউ ঘাটায় না। বরং তাদের প্রতি একটা চাপা সম্ভ্রম কাজ করে লোকের। তবে একবার এক রকম বাধ্য হয়ে মাতাল ঘাটাতে হয়েছিল।

তখন অক্টোবর ফেস্ট চলছে। মিউনিখের বিখ্যাত বিয়ার ফেস্টিভ্যাল। নানান দেশ থেকে লোক এসে মাতাল হয়ে রাস্তার এধারে ওধারে পড়ে থাকে। ট্রেন বদলের সময়ে দেখি এক তরুনী দুই পাক ঘুরে সটান শুয়ে পড়েছে। নড়াচড়া নট। আর সাথের ছেলেটা স্টেশনের খাম্বা জড়িয়ে হেড়ে গলায় বিজাতীয় ভাষায় গান ধরেছে। মুশকিল হল, এরা বিপদজনকভাবে প্লাটফর্মের একেবারে কিনারা ঘেঁষে বসে। দুই-তিন গড়ান দিলেই রেল লাইনে পড়ে কম্ম কাবার। লোকজন পাশ কাটিয়ে যে যার মত চলছে। নিরুপায় হয়ে এক দৌড়ে টিকেট কাউন্টারে খবর দিয়ে ফিরে এসে মাতাল পাহারা দিতে থাকলাম। গড়িয়ে গেলে উড়ে গিয়ে ঠেকাবো। ছেলেটার অমন বিচ্ছিরি হাউ হাউ গানেও মেয়েটার ঘুম ভাংছে না দেখে ভয়ই লাগলো যে, মরে টরে গেলো নাকি আবার। তখন তো এই আমিই একমাত্র ঠাঁয় দাঁড়ানো সাক্ষী। ভাগ্য ভাল, এর ভেতরেই মাতাল তোলার জন্যে স্ট্রেচার নিয়ে পুলিশ-প্যারামেডিক হাজির। আমি যে সাথের লোক নই সেটা ইশারায় বুঝিয়ে চম্পট মারলাম। এরপর থেকে ঠিক করেছি, এসব কেস নির্বিকারে এড়িয়ে যাব।

কিন্তু আজকের এই রেড বুল গেলা মাতাল ষাড়ের কাছ থেকে পিছু হঠা যাচ্ছে না। সে গায়ের ওপর এসে পড়ছে। ‘কোন দেশ থেকে এসেছো গো?’, সুর করে সুধালো সে। মাতাল এবং পাগল ক্ষ্যাপাতে নেই-এই আপ্তবাক্য মেনে আস্তে করে বললাম, ‘বাংলাদেশ।‘ ‘ওহ্! হিক্! মানে ইন্ডিয়া। দারুন, দারুন!’ আপ্তবাক্য চুলায় দিয়ে এবার কড়া জবাব দিলাম, ‘ইন্ডিয়া আর বাংলাদেশ, দুইটা দুই দেশ-এটাও জানা নেই?‘ হা হা করে ট্রেন কাঁপিয়ে এবার মাফ চাওয়ার ভঙ্গিতে লোকটা বলল, ‘বিরাট ভুল হয়ে গেছে। এই ভুল শোধরাতে কি আমি তোমার হাতে একটা চুমু খেতে পারি?’ বলেই সে ঠোঁট গোল করে নিশানা বরাবর এগিয়ে আসলো। আঁতকে হাত সরিয়ে পা চালিয়ে দ্রুত ভিড়ের গহীনে পালিয়ে গেলাম। পেছনে থেকে অস্ফুট আফসোস শোনা গেল, ‘যাচ্চেলে, চলে গেল? একটাই তো চুমু খেতাম, দুইটা তো আর না, হিক্!’

মারিনপ্লাৎজ। সরু চোখে দেখলাম, বেহেড লোকটা হেলেদুলে নেমে পড়লো। ট্রেন ঝেঁটিয়ে বেরিয়ে গেল আরো অনেকেই। মারিনপ্লাৎজ শহরের দোকানপাটের সবচেয়ে বড় আখড়া। সে সুবাদে এখানে প্রচুর লোকের অফিস। প্রায় খালি বগিটায় এবার দুই আসন জুড়ে এঁকেবেঁকে আধশোয়া হয়ে বসেছি। আরামে চোখ লেগে আসছে। সকালে ঘুম কম হয়েছে। হঠাৎ শুনি, মিউ মিউ আওয়াজ। কার আবার থলের বেড়াল বেরিয়ে গিয়ে ম্যাঁও প্যাও জুড়ে দিল?

বহু কষ্টে চোখের পাতা তুলে দেখি নাইন ও’ক্লক বরাবর বছর চল্লিশের এক ভদ্রমহিলা কাঁদছেন। ভীষন অস্বস্তিতে পড়া গেল। যে কয়জন লোকজন আছে তারা কানে ঠুলি দিয়ে গান শুনছে নয় তো হাতের ফোনে মাথা ঢুকিয়ে বসে আছে। মহিলার কান্না কেন, কারো চিল চিৎকারও এদের কানে যাবার জো নেই। কি ভেবে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। ‘এ্যা, ইয়ে, আপনি ঠিক আছেন তো?’ উত্তরে কান্নার গতি বাড়িয়ে দিয়ে সে ধপ করে ট্রেনের মেঝেতে বসে পড়লো। ভয়ংকর কিছু না ঘটলে লোকে এমন করে না। চরম গাধামির পরিচয় দিয়ে আমিও তার পাশে উবু হয়ে বসলাম। ঠিক কি করা উচিত ভেবে পাচ্ছি না। ব্যাগে একটা চকলেট ছিল। হাতে গুঁজে দিলাম নিঃশব্দে। ছোট্ট মেয়ের কান্না থামানোর জন্যে বড়রা যা করে। হতভম্ব করে দিয়ে ভদ্রমহিলা হঠাৎ জাপটে ধরে ডুকরে উঠলেন। তার নাতিশীতোষ্ণ নাকের পানি-চোখের পানি টপটপিয়ে হাতে পড়ছে। অবস্থা তথৈবচ।

কান্নার ভেতর বিড়বিড়ানি শোনা গেল, ‘আমার হাসবেন্ড, উ উ...’। মনে মনে বললাম , ‘কি, মরে গেছে না সরে গেছে? যেটাই হোক, ল্যাঠা গেছে। আরেকটা খুঁজে নিলেই হল।‘ মহিলার ইশারা বরারবর বাম দিকে তাকিয়ে দেখি চোগলখোর চেহারার এক ষণ্ডা মার্কা লোক পেশী ফুলিয়ে হাত পাকাচ্ছে। সম্ভাব্য পারিবারিক নির্যাতনের মামলা মনে হল। মাঝে আমি কাবাব মে হাড্ডি হয়ে ঝুলে থাকলে এই লোক কিলিয়ে ভূত বানিয়ে দিতে পারে।

এদিকে ট্রেন এসে ওডিয়নপ্লাৎজ থেমেছে। আমার ট্রেন বদলাতে হবে। দোটানায় থাকা আমাকে অবাক করে দিয়ে ভদ্রমহিলা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো। কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মনে হল। তারপর আমাকে বা চোগলখোরকে কাউকেই তোয়াক্কা না করে লম্বা একটা দম নিয়ে ঝাঁ করে বেরিয়ে গিয়ে হাজার লোকের ভিড়ে মিলিয়ে গেল। খানিকক্ষন হাঁ করে দাঁড়িয়ে থেকে রাস্তা মাপলাম। এই পাতালপুরীর গহ্বরে কত কিই না ঘটে।

চলন্ত সিড়ি ডিঙ্গিয়ে পাতাল থেকে আরো পাতালে নেমে দ্বিতীয় ট্রেন ধরলাম। মাটির ঠিক কত নিচে আছি, ভাবলে মাথা ঝিম্ করে ওঠে। তাই আর ভাবি না। কাজের সুবাদে এক চাইনিজ ছেলেকে চিনতাম। প্রতিদিন আন্ডারগ্রাউন্ড ট্রেনে তার যাতায়াত। একদিন ভিড়ের ভেতর তার হঠাৎ মনে হল সে মাটির নিচে আটকা পড়ে আছে আর এই কবর থেকে সে বেরোতে পারছে না। সাথে সাথে মুখে ফেকা তুলে ফিট খেয়ে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স ডেকে যাচ্ছেতাই কান্ড। এই মুহূর্তে আমার অবস্থাও কাছাকাছি। যদিও ভয় না পাবার চেষ্টা করছি। কারন, ট্রেনটা আচমকাই প্রচন্ড এক ঝাঁকুনি দিয়ে দুই স্টেশনের মাঝে থেমে পড়েছে। ঘোষনা ভেসে আসছে, ‘সাময়িক যান্ত্রিক গোলোযোগ। একটু ধৈর্য্য ধরতে হবে। বাতি নিভে গেলে ভয় পাবেন না‘। কপাল ভালো, বাতি নিভলো না। তবে খানিকবাদে পরের স্টেশনে সবাইকে নামিয়ে দিয়ে খালি বগিগুলো নিয়ে ট্রেন ফিরে গেল।

পরের ট্রেনে আমরা দ্বিগুন মানুষ গাদাগাদি করে উঠছি। এবারের চালক বেশ রসিক। সে স্পিকারে সহাস্যে বলছে, ‘হ্যালো সবাই, তোমাদের ফোনগুলো সব ব্যাগে পুরে ভাঁজ করা কনুই সব সোজা করে ফেলো তো। দেখবে কত্ত জায়গা আমার ট্রেনে।‘ তারপর কপট গাম্ভীর্যে যোগ করল, ‘নইলে আমি গাড়ি ছাড়বো না কিন্তু’। হাসির একটা চাপা রোল উঠলো। কিন্তু কাজ হল যাদুর মত। যন্ত্রগুলোকে বিসর্জন দিয়ে দুই ট্রেনের যাত্রী আমরা ঠিকঠাক এক গাড়িতে এঁটে গেলাম। ঠিক তেঁতুল পাতায় নয়জন কাহিনী।

আমার স্টেশন চলে এসেছে। বিটোফেনের ফিফথ সিম্ফনি চলছে স্টেশন জুড়ে। একটা দুটো হলদেটে ম্যাপল পাতা লোকের পায়ে পায়ে ঘুরে শীতের বার্তা বিলোচ্ছে। এক কোনে চেয়ার পেতে খবরের কাগজ বেচতে বসেছে এক বুড়ো। কর্মব্যস্ত সকালের নিস্তরঙ্গ দৃশ্য। ‘এই নাও তোমার জন্যে থাই খাবার এনেছি। গরম গরম খেয়ে নাও দেখি।’ হাঁটার গতি কমিয়ে দেখি কাগজ বুড়োর সামনে এক তরুনী ধোঁয়া ওঠা কতগুলো বাক্সগুলো বের করছে। বুড়ো খানিকটা সংকোচে, সলজ্জে হাত বাড়িয়ে সেগুলো নিল। চেহারাই বলে দিচ্ছে ওবেলা বোধহয় কিছুই খাওয়া হয় নি।

ঝকঝকে এই শহরের কোনা কানাচে এমন আধ পেটা বহু লোক আছে। চামড়া মোটা বলে অনায়াসে পাশ কাটিয়ে চলে যাই। কিন্তু আজকের এই ছোট্ট ঘটনায় তাক লেগে গেল। ভাবলাম, সামনে এই বুড়োর মত কাউকে পেলে রেস্তোরার খাবার না পারি, অন্তত গোটা দুই রুটি কিনে দেবো। সকালটার শুরু হোক একটা সার্কেল অফ গুড ডিড দিয়ে।

সিড়িড় কাছে পৌঁছাতেই গুটিসুটি কম্বল মুড়িয়ে একজনকে ঝিমাতে দেখলাম। সামনে রাখা খালি মগটায় কয়টা বিশ আর পঞ্চাশ সেন্ট উঁকি দিচ্ছে। সেখানে আরো কয়টা আধুলি ফেলে গলা খাকরি দিয়ে জিজ্ঞেস করলাম, ‘আপত্তি না করলে আমি কি তোমাকে স্টেশনের বেকারী থেকে রুটি আর স্যান্ডুইচ কিনে দিতে পারি?’ উত্তর যা আসলো তাতে আমার গুড ডিড ফলানোর আশ মিটে গেল। ‘আরে ধ্যাৎ, রুটি কে খায়, তার চেয়ে ছয় বোতলের এক কেস বিয়ার কিনে দিয়ে যাও না। সাথে দুই প্যাকেট মার্লবোরো। আর পারো তো একটা দেয়াশলাই‘। বলেই চোখের পাতা ফেলে লোকটা মুনী-ঋষির ধ্যানে বসলো। কান্ড দেখে হাল ছেড়ে চলেই যাচ্ছিল্লাম; কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল, ‘তোমার মদ-বিড়ির পয়সা আমি যোগাতে যাব কোন দুঃখে?’ আর চরম ভুলটা সেখানেই। অগ্নি স্ফুলিঙ্গের মত খিস্তির তুবড়ি ছুটলো কম্বলের আড়াল থেকে। পড়ি মড়ি করে সিড়ি টপকাতে লাগলাম। কানে আসছে, রুটির কপালে সে তখনও গুলি মেরে যাচ্ছে।

যেতে যেতে ভাবছি, কি এক বিচিত্র এই পাতাল রেল। আর কি ক্ষ্যাপাটেই না এর কাব্যগুলো। (সমাপ্ত)

মিউনিখ, জার্মানি

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৭

মলাসইলমুইনা বলেছেন: হাহাহা ----যা বলেছেন ! মাইকেল কোরের ব্যাগের বাড়ি খাবার মধ্যে কিন্তু গ্লানি নেই । জন্মিলে মরিতে হবেই । কোরের ব্যাগের বাড়ি খেয়ে মারা গেলে মানহানি হওয়ার কোনো কথাই না বরং আভিজাত্যের ললাট লিখন হিসেবে সেটা আমৃত্যু লেপ্টে যাবার একটা সম্ভাবনা মনে হয় আছে । আপনার সাথে সাথে প্রথম স্টেশন থেকে পাতাল রেলে করে আমিও মিউনিখ ঘুরে আসলাম ।আহা এই চমৎকার লেখাটা পড়ে কিন্তু খারাপ লাগলো । বারবারই মনে হচ্ছে এরকম একটা জার্নি বাই ট্রেন রচনা যদি বাংলাদেশ স্কুল জীবনে লিখতে পারতাম তাহলেতো অনায়াসে এসএসসি আর এইচএসসির বাংলা ও ইংরেজী দ্বিতীয়পত্রে রেকর্ড মার্ক্স্ আমার থাকতো ! টাইমিংয়ে নিদারুন গোলমাল, গ্রেট লস ! গুটেন ট্যাগ ।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মাফ করবেন, উত্তর দিতে দেরি হয়ে গেল। ভাল আছেন আশা করি। দেশে এসে দৌড়ের উপর আছি। এত চমৎকার কথাগুলোর জন্যে অনেক ধন্যবাদ। আসলেই তো, লেখাটা একটা জার্নি বাই ট্রেন হয়ে গিয়েছে!

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: বহুদিন পর এলেন সামুতে!
আপনার পোষ্ট মিস করেছি।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: রাজীব ভাই, আমিও আপনাদের মিস করেছি। খুব ব্যস্ততা ছিল। মাফ করে দিয়েন।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনার আশেপাশে বাংগালী কি পরিমাণ আছেন?

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সালাম জানবেন স্যার। প্রচুর বাঙালি। আমরা জড়িয়ে পেঁচিয়ে থাকি।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫১

খায়রুল আহসান বলেছেন: পাতাল রেলের কাব্য খুবই চমৎকার ভঙ্গীতে বলে গেলেন, খুবই সুখপাঠ্য হয়েছে।
আপনার চোখে জার্মানদের প্রধান গুণগুলো কী কী?
হরহামেশা এত নেশা টেশা করেও ওরা এতটা উন্নতি করলো কি করে?
লেখায় ব্যক্ত আপনার সেন্স অভ হিউমার উপভোগ করেছি।
পোস্টে প্লাস + +

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: স্যার সালাম নেবেন। অনেক সোভাগ্য লেখাটা আপনার চোখে পড়েছে। জার্মানদের প্রধান গুন, ভীষন গোছানো এরা। কাজের বেলা খুব কাজে দেয় এই মহা গুন। আর খু সোজা সাপ্টা। মুখের ওপর রাখঢাক ছাড়াই সমালোচনা করে বসবে। আর ট্রেন বোঝাই অফিসগামী লোকের বিপরীতে এক-দুইজন মাতাল, পাগল ইত্যাদি তো থাকবেই। ওতে উন্নতি আটকায় না।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখায় শব্দরা এত চমৎকার ভাবে ঝনঝন বাজে যে, ঝুমঝুমিয়ে চলে পড়ার গতি!!!
নতুন কোন শহরের নামে আমার মনে যে ভ্রমণ তৃষা জাগে, এমন দারুণ ভ্রমণ কাব্যে ফটিক জল সম। আমি মানুষ ভালোবাসি, আপনার লেখায় চমৎকার ভাবে তাদের চরিত্র চিত্রায়ন করেছেন।
ভালোলাগা ++++

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমিও মানুষ খুব ভালবাসি। ফর্সা-কালো, দেশী-বিদেশী, মাতাল-পাগল, সব। কল্পনার চরিত্রের চাইতে চারপাশের হেঁটে চলে বেড়ানো জ্যান্ত চরিত্রগুলো অনেক বেশি বাস্তব আর বিচিত্র।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
মাতাল, পাগল না হোমলেস?
নিউইয়র্কে আরো বেশী দেখা যায়।।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: নিউইয়র্কে তো তাহলে একবার আসতে হয়। চেষ্টা থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.