নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

১২ ভাষায় ধন্যবাদ জ্ঞাপন।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৭

কাউকে ধন্যবাদ জানানো খুবই ভাল একটি শিষ্টাচার। এই শিষ্টাচার মানুষের পারস্পরিক সম্পর্ককে আরো প্রগাঢ় ও নিবিড় করে তুলে।

বাংলাদেশের মানুষ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে কাজের সন্ধানে।
ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের কারণে মানুষ বিভিন্ন দেশে এখন অবাধে যাতায়াত করে।
সে সমস্ত দেশে অন্তত ধন্যবাদ টুকু তাদের ভাষায় দিতে পারলে তারা খুব খুশি হয়।

ভিনদেশি মানুষের মুখে নিজের ভাষা শুনতে সবারই ভালো লাগে। আর ভিনদেশী মানুষ যদি নিজের দেশের ভাষায় ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা তো আরো আনন্দদায়ক ব্যাপার।

এবার আসুন কয়েকটি ভাষায় ধন্যবাদ শিখে নিইঃ

১। বাংলা ভাষায়ঃ আপনাকে অনেক ধন্যবাদ।
২। ইংরেজি ভাষায়ঃ Thank you very much.
৩। হিন্দি ভাষায়ঃ आपका बहुत बहुत धन्यवाद। (আপকা বহুৎ বহুৎ ধন্যবাদ।)
৪। ফরাসি ভাষায়ঃ Merci beaucoup.
৫। স্প্যানিশ ভাষায়ঃ Muchas gracias/ Gracia's
৬। জার্মান ভাষায়ঃ Vielen Dank.
৭। ইতালিয়ান ভাষায়ঃ Grazie mille.
৮। আরবি ভাষায়ঃ شكرا جزيلا.।(শুক্রান জাজিলান)।
৯। জাপানি ভাষায়ঃ どうもありがとうございました。( Domo Arigatogozaimashita).
১০। চাইনিজ ভাষায়ঃ 非常感谢你。feichang ganxi ni).
১১। উর্দু ভাষায় ঃঃ بہت بہت شکریہ (বহুৎ বহুৎ শুকরিয়া)।

সর্বশেষে, বোনাস হিসাবে মালয়েশিয়ান ভাষায় ধন্যবাদঃ Terima Kasih.

যারা কষ্ট করে পোস্টটি পাঠ করেছেন তাদেরকে ফরাসি ভাষায় ধন্যবাদ জানাইঃ।
Merci beaucoup.

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৩

ঢুকিচেপা বলেছেন: বাপরে জাপানী আর চাইনিজটা সেইরাম

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।

২| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৫

জুন বলেছেন: মালয়েশিয়ায় ধন্যবাদকে কি বলে ? থাইল্যান্ডে তো প্রতিটি কথার শেষে মেয়েরা বলে 'খাপুন খা' আর ছেলেরা বলে 'খাপুন খাপ'। সংক্ষেপে খা বা খাপ। কথার শেষে ধন্যবাদ না দিলেও যে চলে এটা মনে হয় ওরা স্বপ্নেও কল্পনা করতে পারে না। যেমন জাপানিরা প্রতিটি কথায় আরিগাতো জুড়ে দেয়।
আমি মনে করি ভদ্রতা আদব-কায়দা বা নমনীয়তা প্রকাশের জন্য আমাদের ধন্যবাদ ব্যাবহার করা উচিত। তবে বর্তমানে আমাদের নাটক আর এডে যেই ধরনের উগ্র কর্কশ ভাষা ও অংগভংগীর চর্চা দেখা যায় এতে আমাদের বাধ্যতামুলক ভাবে নমনীয় আচার আচরণ এর উপর জোর দেয়া উচিত।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে আপনাকে ধন্যবাদ এই কথাটা কে বলা হয় - তেরিমা কাসি (Terima Kasih).
(Terima- গ্রহণ করুন
Kasih- ধন্যবাদ। )
এরা সব সময় এটা বলে।
সময় কম থাকলে কেবল 'কাসি' ও বলে।

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৩| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


চাইনীজ, জাপানীজ ও হিন্দির উচ্চারণগুলো দেন।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার পরামর্শ শিরোধার্য।

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৪| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর লেখার জন্য আপনাকে উপরের দশ ভাষায় ধন্যবাদ জানাচ্ছি।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৫| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:









১১। লাতিনঃ Gratias Tibi Valde (উচ্চারণ: গ্রাতিয়াস তিইবি ভালদে)
১২। বসনিয়ানঃ hvala puno (উচ্চারণ: হ্বালা পুনও)
১৩। পশ্চিম আফ্রিকান (সুয়াইলি) : Asante sana (উচ্চারণ: আসান্তে সানা)

***
আপনাদের মজাদার একটি তথ্য দিচ্ছি দক্ষিণ এশিয়াতে পাকিস্তান ইন্টেলিজেন্স সবচেয়ে বেশী ভাষা জানেন। ২ নম্বরে আছে ভারত আর ৩ নম্বরে বাংলাদেশ।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৬| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৩

নেওয়াজ আলি বলেছেন: আপনার লেখা হতে শিখছি । তেরে মাকাছি ।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৭| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৭

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ইন্ডিয়ার তামিল ভাষাই আপনাকে ও ধন্যবাদ மிக்க நன்றி

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তামিল কথা শুনলে মনে হয় ঝগড়া চলছে।

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৮| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: আফ্রিকার কোনো ভাষা জানা আছে? সেই ভাষায় আমাকে ধন্যবাদ জানান।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আছে। আরবি ভাষা।

৯| ১৭ ই জুলাই, ২০২০ রাত ২:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ২টা ছাড়া আর একটাও বুঝি নাই।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

১০| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৬

জুন বলেছেন: ইতালিয়ানরা বেশিরভাগ সময় শুধু গ্রাতসিয়ে বলে। তেরি মা কাছিটা মনে পরছিল না। আমি মালয়েশিয়া ঘুরতে গিয়ে এটা অনেক শুনেছি। তবে জার্মান ভাষায় উচ্চারণ করতে গেলে আপনার দাতের জোর থাকতে হবে অবশ্যই :)

১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি আপাতত ফরাসী ভাষার সাধনা শুরু করেছি।
আমার পরবর্তী টার্গেট স্প্যানিশ।
জার্মান ভাষা শেখার ইচ্ছে নেই।

১১| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫১

খায়রুল আহসান বলেছেন: আমার কেন জানি মনে হয়, আমাদের "ধন্যবাদ" কথাটিতে মনের বিনয়ী ভাবটা সেভাবে প্রকাশ পায় না।
নিতান্তই ব্যক্তিগত অভিমত।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরাও তাই ধারণা। এই কারণেই সম্ভবত আমরা কাউকে ধন্যবাদ দিতে অভ্যস্ত নই। তবে কেউ কেউ Thank you বলে থাকেন । এটাই বা কম কিসে।

আপনার সুন্দর মন্তব্যর জন্য আপনাকে সশ্রদ্ধ ধন্যবাদ জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.