নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সস্তা শ্রমের নামে "দাস ব্যবসা" আর কতদিন চলবে?

০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৭



বাংলাদেশের এক বিলিওনিয়ার, নুর আলীর নাম আপনারা নিশ্চয় শুনেছেন, এখন মনে হয় হোটেল, মোটেল, রিজো্র্ট ব্যবসাও করছে, ইহা আমেরিকান ডলারে মালটি-বিলিওনের মালিক হয়েছে বাংলার মানুষ বিক্রয় করে, "দাস ব্যবসা" করে; এই রকম ১ লাখের বেশী বাংগালী ডলারে মালটি-মিলিওনিয়ার আছে, যারা সস্তা শ্রমিকের নামে দাস ব্যবসা করে, মানুষ পাচার করে, নারী পাচার করে; এরা ঢাকা, চট্টগ্রামের সবচেয়ে দামী এলাকায় প্রাসাদগুলোতে বাস করে, এদের দাসরা বাবার বাড়ী, বউ'এর কানফুল বিক্রয় করে, পরিবারের শেষ টুকরা জমি বন্ধক রেখে দাস বাজারে নাম লেখায়; এবং একাংশ ভুমধ্যসাগরে ডুবে, সৌদীতে মরে, আন্দামান সাগরে ডুবে, ইউক্রেনের জেলে থাকে, মালয়েশিয়ার জেলে থাকে, মেক্সিকো থেকে আমেরিকায় যাওয়ার পথে রেফ্রিজারেরটর লরিতে মরে; দাসদের স্ত্রীরা ছেলেলেমেয়ে দিয়ে বিধবা হয়, ভিক্ষা করে, ছেলেলেমেয়েরা "টোকাই" হয়ে যায়।

কিছু কিছু জাতির মগজ আছে, ওদের কাছে মানুষ হচ্ছে সম্পদ; যেমন জাপানীদের জন্য, ফিনল্যান্ড, সুইডেনের জন্য সম্পদ, এমন কি রাশিয়ানদের জন্য। সুইডেনে বাচ্চা জন্ম নিলে সরকার বাড়ী কেনার পয়সাও দিতে পারে; বাংলাদেশে বাচ্চা জন্ম নেয়ার পর, বাবা হাসপাতালের বিল দিতে না'পেরে, বাচ্চাকে জানালা দিয়ে ফেলে দিয়ে পালায়েছে; আফ্রিাকার বহু দেশে বাচ্চার জন্ম পরিবারের জন্য কষ্টের খবর; ঢাকার রাস্তায় জন্ম-নেয়া বাচ্চা একদিন টোকাই হয়ে যাবে।

পাকিস্তান আমলে, আইয়ুব খান পরিবার পরিক্ল্পনা চালু করেছিলো, লজিক ছিলো, পরিবারগুলো বেশী সন্তানকে খাওয়ায়ে পরায়ে মানুষ করতে পারবে না, মায়ের চিকিৎসার ব্যবস্হা নেই, মায়ের শরীর খারাপ হয়ে যায়; সবচেয় বড় কথা, রাষ্ট্র তাদের জন্য চাকুরী সৃষ্টি করে পেরে উঠছে না। দেখেন, জেনারেল আইয়ুব কিন্তু জাপানীদের মতো, সুইডিসদের মতো মগজ পায়নি, তার পাঠানী মগজে পেয়াজ ও আটার রুটিতে বেশী থাকায়, সে মানুষের জন্য চাকুরী সৃষ্টি করাকে কঠিন কাজ মনে করেছিলো।

জেনারেল আইয়ুবের রাজনৈতিক পুত্র, জেনারেল জিয়াউর রহমানও পরিবার পরিকল্পনার পক্ষে একটা শ্লোগান তৈরি করেছিলো, "ছেলে হোক, মেয়ে হোক, ২ টাই যথেষ্ট। আজকে আমরা বুঝতে পেরেছি যে, ভুমির তুলনায় আমাদের মানুষের সংখ্যা বেশী; কিন্তু মানুষ কম হলে, জেনারেল জিয়া কি মানুষের জন্য কিছু করতো, কিছু করেছিলো? উনার মাথায় একটা ছোট বুদ্ধি এসেছিলো যে, কম মানুষ হলে হয়তো জাতি কিছুটা ভালো থাকবে; কিন্তু মানুষ যে সব সময় সবচেয়ে বড় সম্পদ উহা উনার মাথায় আসেনি, কিছু মগজ ছিলো, কিন্তু পরিমাণ মতো ছিলো না।

মানুষ যে বিশাল বড় সম্পদ উহা আইয়ুবের মাথায় আসেনি, জিয়ার মাথায় আসেনি, আজকেও কারো মাথায় আসেনি; তবে, আজকে একটা বড় ভাবনা এসেছে মাথায়, এদেরকে "দাস" হিসেবে বিক্রয় করে ধনী হওয়া সম্ভব।


মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:০৮

মিরোরডডল বলেছেন:




লাস্ট ইয়ারেও সুইডেন ওয়ার্ল্ডের থার্ড বেস্ট কান্ট্রি হয়েছে ।
তার সাথে বাংলাদেশের তুলনা করলে হবে !!!




০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:




ওদের প্রাইম মিনিষ্টারের মাথাও মাত্র একটি!

২| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ইদানিং আপনি মাঝে মাঝেই চুপ মেরে যান কেনো?
শরীর ভালো আছেতো?

০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



আমি ভাবছি আর না'লেখার জন্য; তারপরেও, আজকে আবার লিখতে হলো।

৩| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো শাসক না আসা পর্যন্ত পরিবর্তন হওয়ার সম্ভবনা কম। মানুষকেও সচেতন হতে হবে। যে কষ্ট আর টাকা নষ্ট করে বিদেশে যায় সেটা দেশে খাটালে অনেকে ভালো করতো।

০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:


মানুষ পরিবারের শেষ সম্পদ বিক্রয় করে নুর আলীদের বিলিওনিয়ার বানায়, নিজে ঠকে যায়, এটা বুঝতে হলে অনেক মগজের দরকার; বেগম জিয়ার অতটুকু মগজ ছিলো? এরশাদের ছিলো? শেখ হাসিনার আছে?

৪| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৭

মিরোরডডল বলেছেন:




ওদের প্রাইম মিনিষ্টারের মাথাও মাত্র একটি!

ইউ আর রাইট ম্যান !

খেলাঘর একজন ইঞ্জিনিয়ার এবং তার একটি মাথা, বিল গেইটসেরও একটি মাথা ।
খেলাঘরকে কি বিলের সাথে তুলনা করবো, নাকি করা উচিৎ ?
সবার মাথাই যদি একইরকম কাজ করতো তাহলে মনে হয়না পৃথিবীতে এতো সমস্যা থাকতো ।

এনিওয়ে, অবশ্যই মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ কিন্তু সেই সম্পদকে সব রাষ্ট্রই কি সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে !

মানব পাচারের বিষয়টা শুধুই যে বাংলাদেশে হচ্ছে তা না, অভাবের তাড়নায় বেটার লাইফের স্বপ্ন নিয়ে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক থেকেও হাজারো মানুষ অবৈধ পথে বাইরে যাবার চেষ্টা করে পথেই মারা যাচ্ছে । এগুলো কখনোই কোন দেশের জন্যই কাম্য না । সে আমার বাংলাদেশ হোক অথবা অন্য দেশ ।






০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



বিল গেইট আমেরিকান ও ব্যবসায়ী মনের মানুষ, আমেরিকায় সুযোগ ছিলো; আমি ছিলাম বিদেশী ইন্জিনিয়ার, বাংলাদেশে জন্ম গ্রহন করায়, চাকুরী পাওয়া সহজ ছিলো না, চাকুরী খুঁজতে খুঁজতে জীবনের বড়ভাগ সময় চলে গেছে।

প্রাইম মিনিষ্টারকে চাকুরী খুজতে হয় না; জাতির জন্য ভাবার জন্য, উপদেশ দেয়ার জন্য মানুষ যোগাড় করা যায় পশ্চিম থেকে।

০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



আফগান, পাকিস্তান, আফ্রিকায় এক ধরণের চেইনের সৃষ্টি করা হয়েছে, তারা উহা ভাংগে পারছে না; আমরা ১৯৭১ সালে সেটা ভেংগেছিলাম; কিন্তু এরপর আবার একই মাথাহীনদের হাতে জাতি পুনরায় আটকা পড়েছে।

৫| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১০:২৭

কামাল৮০ বলেছেন: পৃথীবির উন্নয়নে একটা সামঞ্জস্য না থাকায় এই মানব পাচার।এটা আপাতত বন্ধ হবার নয়।সরকারের কঠোর দৃষ্টিদেয়া দরকার যাতে অবৈধ ভাবে কেউ মানব পাচার করতে না পারে।দরিদ্র দেশগুলো থেকেই মানব পাচার হয় বেশি।দারিদ্র্য একটা প্রধান কারন।

০৭ ই জুলাই, ২০২২ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



মানুষকে পড়ালে, ট্রেনিং দিলে, মানুষ নিজেই দেশে বিনিয়োগ করবে।

৬| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: মানব সস্পদের চেয়ে দামী আর কিছু নেই। মানব ছাড়া দেশের কাজটাই বা কী?

০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:


আমাদের প্রাইম মিনিষ্টার ইহা বুঝলেন না; উনাকে কোথায় ট্রেনিং'এ পাঠাতে হবে?

৭| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: ইন্ডিয়া পাঠানো উচিত ।

০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:



ইন্দিরা গান্ধী তো নেই; গান্ধির ট্রেনিং পেয়ে মিলিটারী ও বিএনপি-জামাতকে থামায়েছেন; কিন্তু দেশ চালানোর ট্রেনিং দেননি ইন্দিরা, মনে হয়।

৮| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ইন্দিরা গান্ধী আসলে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সময়ে সময়ে।

০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



অনেক অনেক ভালো কিছু করেছেন, ১ ভুলে প্রাণ গেছে।

৯| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এই দেশের কথা আর কি বলব। স্বাধীনতার বিপক্ষের শক্তি এই দেশের উপর প্রতিশোধ স্বরুপ দেশকে ধ্বংস করতে চায়। পি এম কে দেশের প্রতি নিবেদিত প্রাণ যুদ্ধাদের যত্ন নিতে হবে। বিশেষ করে রেমিটেন্স যুদ্ধাদের।

০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



উনি দরবেশ বাবা, আলম ব্রাদার্শ, খুলনা পাওয়ার, বসুন্ধরাদের পক্ষে কাজ করছেন; কোথাকার মফিজ মিয়া, করিম উল্লাহ'র কি হচ্ছে, উনি জানতে চাননি কোনদিন!

১০| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৪

শ্রাবণধারা বলেছেন: বাংলাদেশে কতভাবে যে এই দাস-ব্যবসায়ীরা মানুষকে এবিউজ করে তা কল্পনাও করা যায় না। আপনি যাদের কে মানব সম্পদ কাজে লাগানোর দায়িত্বে আছেন বলে মনে করছেন এখন দাস-ব্যবসায়ীদের সাথে পাল্লা দিয়ে তারাও মানুষকে এবিউজ করছে।

বাই দ্যা ওয়ে, আপনার মত আমারও চাকুরী খুঁজতে খুঁজতে জীবনের সময় চলে যাচ্ছে। এ থেকে রক্ষা পাবার উপায় কি হতে পারে?

০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৫০

সোনাগাজী বলেছেন:



বয়স যদি ৬০'এর নীচে হয়, ব্যবসা করার চেষ্টা করেন; আমি প্রবাসে ও দেশে একসাথে থাকাতে কোন কিছুতে সময় দিতে পারিনি। নিজের কাছে ক্যাপিটেল না থাকলে, কিছু সমমনা মানুষকে এক করার চেষ্টা করেন।

১১| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন:



বয়স যদি ৬০'এর নীচে হয়, ব্যবসা করার চেষ্টা করেন; আমি প্রবাসে ও দেশে একসাথে থাকাতে কোন কিছুতে সময় দিতে পারিনি। নিজের কাছে ক্যাপিটেল না থাকলে, কিছু সমমনা মানুষকে এক করার চেষ্টা করেন।


আগে দেশে ব্যাবসা আছে কিনা সেটা তো দেখবেন ?

০৮ ই জুলাই, ২০২২ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



মনে হয়, উনি দেশের বাহিরে!

১২| ০৮ ই জুলাই, ২০২২ রাত ১২:২০

শ্রাবণধারা বলেছেন: চাঁদগাজী ভাই, বয়স ৬০'এর নীচে, তবে ব্যবসা কি আর সবাইকে দিয়ে হয়?

তবে আপনাকে প্রশ্ন করার পরে মনে হলো, হয়তো একটা সরকারী কাজের চেষ্টা করা যেতে পারে, আপাতত এটাই সমাধান মনে হচ্ছে।

আপনাকে ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।

০৮ ই জুলাই, ২০২২ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:




আপনি কি দেশে, নাকি প্রবাসে? প্রবাসে হলে, ব্যবসা করা সম্ভব।

১৩| ০৮ ই জুলাই, ২০২২ রাত ১২:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: সুলেমান শুকন বলেছেন ব্যবসায় সফল হতে লাভ কম হতে হবে। উল্লেখ্য উনি পুরা ংলাদেশে সম্ভবত ২২৫ টা উই মুবাইল বিক্রি করতে পেরেছিলেন।

০৮ ই জুলাই, ২০২২ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:


আমি নিজেই ব্যবসার লোক নই; তবে, আমার ৬ জন বন্ধুর মাঝে ৫ জনই ব্যবসায়ী (প্রবাসে ), সবাই ভালো করছেন।

১৪| ০৮ ই জুলাই, ২০২২ রাত ১২:৫৯

শ্রাবণধারা বলেছেন: চাঁদগাজী ভাই আমি কানাডায়, টরন্টোতে। নিউইয়র্কে গেলে আপনার সাথে দেখা করতে পারি!

এটা সঠিক যে প্রবাসে ব্যবসা করা তুলনামূলক সহজ। তবে এই মধ্যবয়সে এসে আর উদোক্তা হওয়ার সাধ বা সাধ্য কোনটাই নেই। এখন মনে মনে এমন একটা কাজ খুঁজি যেটাতে চাপ কম। তবে একই সাথে উপার্জন এবং স্ট্রেস-বিহীন জীবন আসলে বোধহয় সম্ভব নয়।

০৮ ই জুলাই, ২০২২ রাত ১:৩৪

সোনাগাজী বলেছেন:



নিউইয়র্কে এলে জানাবেন।

১৫| ০৮ ই জুলাই, ২০২২ রাত ২:০১

শূন্য সারমর্ম বলেছেন:


দাস ব্যবসায় বিলিয়নিয়ার কতজন আছে দেশে?দেশ থেকে বের হয়ে জীবন থেকে বন্চিত হয়েছে কোটি কোটি মানুষ,বিলিয়নিয়ার হয়েছে গুটিকয়েক।

০৮ ই জুলাই, ২০২২ রাত ২:০৪

সোনাগাজী বলেছেন:




দাস ব্যবসা করে আমেরিকান ডলারে ৪/৫ জন বিলিওনিয়ার হয়েছে; ক্সতিগ্রস্ত হয়েছে ৮/৫ কোটী মানুষ।

১৬| ০৮ ই জুলাই, ২০২২ রাত ২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসলামে দাস ব্যবসায় নাই।
আওঅঅনার জানামতে কে
দাস/দাসী কিনে রেখেছে?

০৮ ই জুলাই, ২০২২ রাত ৩:২৭

সোনাগাজী বলেছেন:



সৌদীতে নারী পাঠানো হয়েছে বেগম জিয়া ও শেখ হাসিনার সময়।

১৭| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৩:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তারা দাসী নয়
তারা চাকুরীজীবী!

০৮ ই জুলাই, ২০২২ রাত ৩:২৮

সোনাগাজী বলেছেন:




জাতির সাথে আপনিও কি ঘুমিয়ে গেছেন?

১৮| ০৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪২

সৈয়দ ইসলাম বলেছেন: গাজী সাহেব,
দাসি কাটার জন্য বিদেশে যেতে হয় না। আমাদের পুরুষ সমাজ নারীদেরকে এমন এক শিক্ষা দিয়ে রেখেছে, যার কারণে তারা ঘর থেকে মাঠ সর্বত্র ে দাসী কেটে যাচ্ছে। সেটা দেশে বিদেশে সব জায়গায়।

পোস্টে আপনি হাসিনাকে ছাইড়া কথা কইলেন। মন্তব্যে আবার হাসিনার নাম নিচ্ছেন। আপনার পূর্বের একাউন্ট ঘুরতে গিয়ে দেখলাম আপনি বেন খেয়েছেন। যদি আপনি চাঁদগাজী হয়ে থাকেন তবে আপনার প্রতি সমবেদনা এবং অসংখ্য শুভকামনা।

শুনেন আপনি বিশ্বাস করুন আর নাই করুন, বর্তমান সরকার অতীতের সরকার গুলোর চেয়ে মানুষকে অতিরিক্ত পরিমাণে শোষণ করছে। পূর্বের সরকার ব্যবস্থায় মানুষ নিজের কষ্টের কথা প্রকাশ করতে পারত। কিন্তু বর্তমান সরকার ব্যবস্থার অবস্থা এমন যে তারা প্রশাসনিক ভাবেই মানুষকে দমিয়ে রাখার প্রাণ চেষ্টায় রয়েছে। সাধারণ জনগণের ভেতর এতই আতঙ্ক ঢুকিয়ে দেয়া হয়েছে যে তারা কোনভাবেই সরকার বিরোধী কোনো কথা বলতে পারে না যদিও সেটা তাদের অধিকার হরণের বিষয় হয়ে থাকুক। এভাবে আর কিছুদিন চলতে থাকলে মানুষ নিজেদের অধিকারের কথা চিন্তা করা বাদ দিয়ে দিবে কেবল উন্নয়নের নামে ভাসতে থাকবে। হ্যাঁ প্রচলিত দাড়ায় যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন রক্ষার্থে শেখ হাসিনা কিছুটা বিশ্বের সাথে নিজেকে নিয়ে যাচ্ছেন, তবে মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে উনার সরকার সম্পূর্ণ পরিমাণে ব্যর্থ। এই জায়গায় দাঁড়িয়ে আমি এরশাদ, খালেদা এবং হাসিনাকে পৃথক করতে পারি না।

০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:



আমি কিছুটা শেখ হাসিনার সমর্থক; তবে, উনার সময়, দেশকে ব্যুরোক্রেটরা, আওয়ামী লীগ ও ব্যবসায়ীরা মিলে পুরোপুরি উপনিবেশে পরিণত করেছে, জাতিটা তাদের বাজার মাত্র।

১৯| ০৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৪

সৈয়দ ইসলাম বলেছেন: আমি ভয়েস টাইপ করার কারণে বানান ভুল হয়েছে।

০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১৩

সোনাগাজী বলেছেন:





অসুবিধা নেই, আমি বক্তব্য বুঝতে পেরেছি।

২০| ০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে একজন রাজমিস্ত্রির রোজ এক হাজার টাকা। একমাসে ত্রিশ হাজার টাকা।
হেলপারের ৭ শ' টাকা।
একজন গাড়ি চালক (ড্রাইভার) পায় ২০ হাজার টাকা।
একটা অনার্স পাশ ছেলে সারাদিন অফিস করে পায় ১৩ হাজার টাকা।

০৯ ই জুলাই, ২০২২ রাত ৩:৫৫

সোনাগাজী বলেছেন:



অনার্স ছেলেকে দিয়ে এমন সব কাজ করাচ্ছে, যা হয়তো ১০ ষহ্রেণীর বাচ্চাও পারবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪১

সোনাগাজী বলেছেন:


অনার্স পাশ ছেলেকে দিয়ে এমন কাজ করাচ্ছে, যা দশম শ্রেণীর বাচ্চাও পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.