নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ নুরজাহানের শরীরে অসংখ্য কীটের বাস

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৩


[ছবি প্রাপ্তিঃ গুগল]
(বিজনদা কবিতার লিংকগুলো একত্রিত করতে কঠোর পরিশ্রম করেন। বন্ধু স্রাঞ্জি সে কে দেখেছি গল্প পোষ্টের লিংক সমন্বয় করতে। বিজনদার কবিতা সংকলন পোষ্টে আমার লেখার লিংক থাকতো। বন্ধু স্রাঞ্জি সে তাই গল্প পোষ্ট করতে বলেছিলো একবার। প্রথম আলোতে প্রকাশিত আমার একটা গল্প ব্লগে পোষ্ট করেছিলাম। স্রাঞ্জির পুনরায় গল্প লিংক সংকলন পোষ্ট দেখে গল্প পোষ্ট করার শখ জাগলো। প্রিয় পদাতিক, আখেনাটেন, মনিরা সুলতানা আপা, বিশেষ করে গল্প বলিয়ে প্রিয় নীলাকাশ, রহমান লতিফ ভাইদের গল্প পাঠ করার পর গল্প পোষ্ট করার সাহস করে উঠতে পারিনা। তারেক ফাহিম ভাই, তানভীর অপু, প্রিয় হাবিব ভাইদের গল্প পাঠ করে পুলকিত হই। এই তালিকায় আরও অনেকে আছেন। শ্রদ্ধেয় চাঁদগাজী একজন সচেতন ও স্পষ্টবাদী পাঠক। তাঁর কথাটাও মাথায় আছে আমার। সবার প্রতি শ্রদ্ধা রেখে, ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে গল্পটি পোষ্ট করলাম।)

ফজরের ওয়াক্ত থেকে মধ্যরাত পর্যন্ত ফুলবানুর সংসারের কাজ করতে করতে নুরজাহানের জীবন যাবার দশা। নুরজাহান যেদিন থেকে ঘরের কাজে হাত দিয়েছে, ফুলবানু সেদিন থেকেই যেন ছুটি নিয়েছে । সারাদিন গাধার মতো পরিশ্রমের পর শান্তিতে যে একটু দুচোখ বন্ধ করবে তারও উপায় নেই। রান্না ঘরের খুপরির বিছানায় শোয়ামাত্র ফুলবানুর লম্পট বড় ছেলেটা ঝাঁপিয়ে পড়ে ওর উপর। ফজরের আজান না দেয়া পর্যন্ত ওর শরীরটা নিয়ে খেলে। নুরজাহানের আজকাল ঘুম হয়না বললেই চলে। শরীরে কীট বাসা বাঁধলে ঘুম আসে কীভাবে? বাপজান কত শখ করে তার নাম রেখেছিল নুরজাহান। গর্ব করে বলতো, "আমার মাইয়া সারা দুনিয়ার আলো। দেখতে য্যান হুর পরী।" অভাবে তাড়নায় পরের বাড়িতে ঝিয়ের কাজ করতে এসে এই গতরই কাল হয়ে দাঁড়ালো ওর।

প্রতিদিন সকালে নুরজাহান পাশের কয়েকটা বাড়িতে গরুর দুধ দিয়ে আসে। ফুলবানুর তিনটে দুধেল গাই আছে। খাওয়ার লোক নাই বলে বিক্রিও করে। এ বাড়ি-ওবাড়ি দুধ পৌঁছে দেয়ার কাজটা নুরজাহানই করে। আজকে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই পথ আগলে দাঁড়ালো জেলেখার বাপ। লোকটা বেশ কয়েকদিন হল নুরজাহানের আশপাশ ঘুরঘুর করে। জেলেখার বাপ নিম গাছের ডাল দিয়ে মেছওয়াক করছিলো। একদলা থুথু ফেলে বলে," আহারে তুমার ওমন সোনার শরীলডা দিন দিন কেমুন তামা হইয়া যাইতাছে। খলিলের মায়ে খাওন দেয়না তুমারে?"
নুরজাহান শুকনো চোখ দিয়ে কি বললো বোঝা গেলনা। জেলেখার বাপ একটু এগিয়ে এসে বলে," তুমি আমার লগে ঘর করবা?"
নুরজাহানের দুচোখ এবার যেন বিষ্ফোরিত হল। চিনচিন করে বলল," কি কন জেলেখার বাপ? আপনের ঘরে বউ আছে। দুইডা সোমত্ত মাইয়াও আছে। আমারে ঘরে নিবান কেমনে?"
খ্যাক খ্যাক করে হাসে জেলেখার বাপ। মুখে চু চু শব্দ করে বলে," সতীনের ঘর করবা। মাইনষে সতীনের ঘর করে না? তুমার এই কষ্ট আমি সহ্যি করবার পারতাছিনা। তুমারে যদি আমি সুখী করবার পারি, তাইলে খুদা আমারে নাজাত দিবো।"

দিন যায়, রাত যায়। নুরজাহানের শরীরে এখন দুটো কীটের বাস। প্রতিদিন কীটদুটো ওকে কুটকুট করে খায়। একজন খায় মধ্যরাতে, আর একজন খায় ভোররাতে। জেলেখার বাপের কাছে অনুযোগ করে," ও জেলেখার বাপ তুমি আমারে ঘরে নিবানা? চুরি চামারি কইরা কয়দিন আমারে এইভাবে লুইটা খাইবা?"
জেলেখার বাপ খ্যাক খ্যাক করে বলে," রোসো, রোসো।"
নুরজাহান আর অপেক্ষা করতে চায়না। চাপ দেয় বিয়ে করার। জেলেখার বাপ অবশেষে রাজি হয় ওকে ঘরে নিতে। বিয়ের অনুষ্ঠান শহরে হবে শুনে কিছুটা অবাক হয় নুরজাহান। জেলেখার বাপ ওকে বুঝায়। বউ থাকতে একজন কাজের মেয়েকে বিয়ে করলে গ্রামবাসী ক্ষেপে উঠবে, বাঁধা দেবে। জেলেখার মা হয়তো এই বিয়ে ভেঙ্গেও দিতে পারে। তারচেয়ে শহরে গিয়ে নূরজাহানকে বিয়ে করে গ্রামে ফিরে আনলে তখন কেউ কিছু আর বলতে পারবেনা। জেলেখার মা বড়জোড় চিৎকার চেচামেচি করে দুইদিন কাঁদবে আর কপাল চাপড়াবে। তারপর ঠিক হয়ে যাবে। নুরজাহান রাজি হয়।

পরদিন ফুলবানুর বড় ছেলের মনের খায়েশ মিটিয়ে সকালের ট্রেনে লুকিয়ে জেলেখার বাপের সাথে রওয়ানা হয় শহরের দিকে। রাস্তা অনেক দীর্ঘ মনে হচ্ছে নুরজাহানের কাছে। একসময় ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখলো নতুন সংসারের, নতুন সুখের সুখ নামক একটি পাখির। দুপুরে জেলেখার বাপ নুরজাহানকে নিয়ে একটি বস্তিতে ঢুকলো। সেখানে কতগুলো বেঢপ মেয়ে রং তামাশা করছে। " ও জেলেখার বাপ, তুমি আমারে কোনে আনলা?" নুরজাহানের কথার জবাব
না দিয়ে একটা খুপরিতে ঢুকলো। মাঝ বয়সী এক মহিলা বিছানায় আধাশোয়া ছিল। নুরজাহানের দিকে একনজর দেখে জেলেখার বাপকে বলল, " জব্বর জিনিস আনছো আনছার মিয়া।" নুরজাহানকে বসে রেখে আধা বুড়িটাকে নিয়ে পাশের ঘরে গেল জেলেখার বাপ। প্রায় দশ মিনিট পরে আধা বুড়ি একা ও ঘর থেকে বের হয়। নুরজাহান জিজ্ঞেস করে, "খালা জেলেখার বাপে কই?"
"তোকে রাইখ্যা দশ হাজার টেকা লইয়া ঐ ঘরের পেছন দরজা দিয়া পলাইছে আনছার মিয়া।" বলে খ্যাক খ্যাক করে হাসে আধাবুড়ি।

চারদিকে সন্ধ্যা নেমেছে। জানালায় দাঁড়িয়ে অন্ধকার দেখছে নূরজাহান। কতদিন হয়ে গেল এখানে আছে সে। হয়তো মৃত্যুটাও এখানে হবে। বড় করে দীর্ঘশ্বাস ফেলে। এখন তার শরীরে অসংখ্য কীটের বাস।

মন্তব্য ১৮৫ টি রেটিং +২৯/-০

মন্তব্য (১৮৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, শক্ত প্লট রচনা করেছেন আপনি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৮

নজসু বলেছেন:





শুভ বাংলাদেশি সকাল।
পোষ্টের শুরুতেই আপনাকে পেয়ে খুবই খুশি হলাম।
ভালো থাকবেন শ্রদ্ধেয়।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



বাক্যগুলো সুগঠিত নয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৯

নজসু বলেছেন:




আপনার গঠনমূলক পরামর্শ কাজে লাগিয়ে
যে কেউ এগিয়ে যেতে পারবেন।
আমি আপনার উপদেশ-পরামর্শ অবশ্যই মেনে চলবো।
পরবর্তীতে অবশ্যই বাক্য গঠনে আরও সচেতন হবো।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

হাবিব বলেছেন: প্রথম হতে পারলাম না...... :|

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২২

নজসু বলেছেন:



প্রিয় ভাই।
আমি নিজেও অনেকদিন থেকে প্রথম হতে পারছিনা।
একটা ক্ষেত্রে আপনি কিন্তু বরাবর প্রথম হয়েই আছেন।
তা হলো ভালোবাসার দিক থেকে।
ভালোবাসা পাওয়া এবং ভালোবাসা দেয়ায় আপনি সর্বদা প্রথম হয়ে আছেন।
এই আসনটা সহজে কেউ দখল করতে পারবে বলে মনে হচ্ছে না।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

রাকু হাসান বলেছেন:


আহ! নূরজাহানের জন্য খারাপ অনুভূতি হচ্ছে । আনছার মিয়া চরিত্রটি দারুণ আকঁছেন নজসু ভাই । ঝর ঝরে হওয়াতে পড়েও আরাম পেলাম । হঠাৎ ঝলসানিতেই যেন গল্পটি শেষ হয়ে গেল । এভাবেই শত নূর জাহানরা হেরে যায় ।তবে নূর হাজানদের আরও বৃদ্ধিমতী অবশ্যই হতে হবে । এতটা বোকা হলে সমস্যা । কবে শেষ হবে নূর জাহানের জানালা ধরে আকাশ পানে চেয়ে থাকা !শুভকামনা নজসু ভাই । আপনার কাছে প্রত্যাশা বেড়েছে আরও ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭

নজসু বলেছেন:



প্রিয় রাকু হাসান ভাই।
আশা করি ভালো আছেন।
আপনার সুন্দর, সুগঠিত মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।
বর্তমানে সুসভ্য সমাজ ব্যবস্থার পরিচয়ে আমরা সবাই নারীর সমঅধিকার দিয়ে আসছি।
কিন্তু বাস্তবে সমাজে নারীরাই পারিবারিক ও সামাজিকভাবে নানা অবহেলা বঞ্চনা আর বহুবিধ লাঞ্চনার শিকার হচ্ছেন।
আপনার সাথে আমি একমত নূরজাহানদের মতো নারীদের অবশ্যই বুদ্ধিমতী হতে হবে।

আপনার জন্য রইল আমার হৃদয় থেকে অকুন্ঠ ভালোবাসা।
ভালো থাকবেন।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: চমৎকার গল্প।
আমি আগে নিয়মিত গল্প লিখতাম।
এই সামুতেই কমপক্ষে আমার একশ গল্প আছে।
তবে অনেকদিন গল্প লিখি না। খুব শ্রীঘই আবার লেখা শুরু করবো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭

নজসু বলেছেন:



শুভ সকাল প্রিয় রাজিব ভাই।
গল্পটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
এই ব্লগে আপনাকে আমি আদর্শ মেনে চলি।
আপনার পোষ্ট, কমেন্ট আমাকে উৎসাহিত করে।
নিজেকে সমৃদ্ধ করতে আপনার পুরাতন লেখাগুলো পড়ার ইচ্ছা আছে আমার।
আপনার নতুন গল্প পাঠের প্রতীক্ষায় রইলাম।
ভালো থাকবেন প্রিয় ভাই।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! কত সুন্দর গল্প লিখছেন আপনি ।পড়ে নূরজাহানের জন্য কষ্ট লাগল। |-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

নজসু বলেছেন:



প্রিয় ভাই।
আপনার মন্তব্য পেয়ে মনটা ভরে গেলো।
গল্প ভালো লেগেছে জেনে খুশি হলাম।
নূরজাহানদের জন্য খারাপ লাগাটাই স্বাভাবিক।
তবে কি ভাই, যে নারী জন্মের পর পুতুল খেলার নামে
সংসার গড়ার স্বপ্নে মেতে উঠে, তাদেরকে তো আমারা ছোট হিসেবে দেখতে পারিনা।
নির্যাতনের বেড়াজাল থেকে সংগ্রাম করে বের হতে হবে নূরজাহানদের।

ভালো থাকবেন ভাই।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পের সেটিং যথাযথ কিন্তু পরিক্রমাটা একটু দীর্ঘ হলে ভালো হত। যাই হোক প্লটটি যে একটি ঘুনে ধরা সমাজের অবক্ষয়ের তাতে গল্পের জুলুস ঠিকি আছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

নজসু বলেছেন:




প্রিয় মিতা।
আপনার পরামর্শমূলক মন্তব্য আমার ব্লগীয় চলার পথকে সুগম করবে।
গল্পের পরিধি বা পরিক্রমা বৃদ্ধি করার বিষয়টা আমিও একবার ভেবেছিলাম।
কিন্তু আমার মতো নগন্য একজনের লম্বা লেখা পাঠ করার ধৈর্য্য ব্লগার বন্ধুদের কি থাকবে?
যারা ব্লগে সুন্দর সুন্দর গল্প উপহার দিচ্ছেন তাদের কথা আলাদা।
আমি নিজেও গভীর মনোযোগ সহকারে তাদের গল্প পাঠে তৃপ্তি পাই।
দোয়া করবেন আমি যেন সবার আগে প্রিয় ব্লগার ভাই, বন্ধুদের মতো সুন্দর করে লিখতে পারি।

আপনাকে পাশে পেয়ে ভালো লাগে।
ভালো থাকবেন মিতা।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: নজসু ,



ডানা মেলে স্বপ্নদের হারিয়ে যাওয়ার গল্প। নুরজাহানের মতো জগত আলো করা অসংখ্য নুরজাহানেরা কুচক্রীদের ফাঁদে পড়ে আঁধার নামায় নগরীর পথে পথে। হয়ে ওঠে রাত বিহারিনী।

সেই সব অসহায় নুরজাহানদের জন্যে আমার একফালি কামনা ------
হায় রে , ফুলি !
শুধু তোরেই বলি-

নামুক ঘুম, শান্তি তোর গহীন শয়নে
শান্তি, মনের গভীরে । অচেনা প্রহরে
জেগেছিস নির্ঘুম রাত , এই শহরে
ভালো থাকিস সব ভুলে আপন ভুবনে ।


মূল কবিতাটি এখানে-
কোন এক রাতবিহারিনীকে ..................

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২

নজসু বলেছেন:



প্রিয়,
খুব সুন্দর করে বলেছেন আপনি।
ফুলি আর নূরজাহানদের কথা খুব সুন্দর করে তুলে ধরেছেন কোন এক রাতবিহারিনীকে ..................


লেখাটা পাঠ করে এলাম। সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গেলো।


৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ভাই,
কেমন আছেন?
অনেক দিন পর আপনার পোষ্ট চোখে পড়ল।

জাহানের আলো,
দরিদ্র ঘরের আলোদের গতে এইভাবে কীট ঘর বাঁধে :((

গল্পের প্লট ভালো লেগেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১

নজসু বলেছেন:




আমার প্রিয় ফাহিম ভাই,
আপনাদের দোয়ায় ভালো আছি।
আশা করি আপনিও ভালো আছেন।
আপনি জানেন আমিও আপনার মতো কিছুটা ব্যস্ত হয়ে পড়েছি।
ব্লগে পোষ্ট পড়লেও হয়তো সময়ের কারণে কমেন্ট করতে পারছিনা।

গল্প আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনি যদি কিছু মনে না করেন আপনার ফেসবুক আইডি (শুনেছিলাম একটা আইডি আপনি খুলে রেখেছেন)
নিচের ঠিকানায় মেইল কিংবা এখানে দিলে খুশি হবো।

[email protected]

ভালো থাকবেন প্রিয় ভাই।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

হাবিব বলেছেন: দারুণ গল্প লিখেছেন সুজন ভাই। নুরজাহানের জন্য কষ্টলাগছে খুব। এমন ভাগ্য যেন কারো না হয়। আমাদের দেশ থেকে যারা সৌদি আরব যান তাদের ভাগ্যেও কি এমনটা ঘটে??

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

নজসু বলেছেন:



প্রিয় ভাই।
আপনার ভালো লাগা আমাকে উৎসাহিত করলো।
আমাদের সমাজের আনাচে কানাচে এখনও অনেক নূরজাহানের বসবাস।
কোনটা আমরা দেখি।
কোনটা দেখতে পাইনা।
আবার কোনটা দেখেও না দেখার ভান করে থাকি।

কয়েকদিন আগে তো খুব হইচই হলো যে, গৃহকর্মী হিসেবে সৌদি আরবে গমনকারী নারীরা
তাদের অনেকেই দেশে ফিরে যৌন নির্যাতন থেকে শুরু করে নানা ধরণের শারীরিক
এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন।

আল্লাহ মালুম।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অসাধারণ!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

নজসু বলেছেন:




প্রিয় স্বাধীন ভাই।
আপনার উৎসাহমূলক একটা শব্দ আমাকে খুবই অনুপ্রাণিত করলো।
ভালো থাকবেন ভাই।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

সনেট কবি বলেছেন: এভাবেই কত ফুল নষ্ট হয়ে যায়। ফুলের স্থান হয় ডাষ্টবিনে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

নজসু বলেছেন:



খুব সুন্দর করে নির্মম সত্যিটা বলেছেন শ্রদ্ধেয়।
ভালো থাকবেন সবসময়।
আমার জন্য দোয়া করবেন।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত সুন্দর গল্প লিখেও আপনি যে আশঙ্কার কথা বলেছেন প্রথমে, তাহলে আমার মতো আবিজাবি লেখকরা তো ভয়ে ব্লগই ছেড়ে দিতে হবে!

অসাধারণ লিখেছেন ভাই, পাঠক ধরে রাখার দারুণ যাদু কথামালায়।
ভালো লাগলো খুবই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

নজসু বলেছেন:



প্রিয় নয়ন ভাই।
আপনার কবিতা মানে আমার কাছে অন্য রকম ভালো লাগা।
আপনাদের দেখেই আমি অনুপ্রাণিত হই।

লেখা ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হলাম।
আপনার লেখাগুলো পাঠ করতে যাবো এক সময়।
সময় না পাওয়ার কারণে আপনাদের বেশ কিছু লেখা থেকে বঞ্চিত হয়েছি।

ভালো থাকবেন ভাই।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


এটা একটি গল্প হলেও নিরেট বাস্তবতার বাস রয়েছে এর পুরো শরীরে। আমাদের সমাজের অনেক হর্তাকর্তারা নিজেদের খারাপ লালসাগুলো এভাবেই চরিতার্থ করে। অতপর সেই ফুলগুলোকে ফেলে দেয় অথৈ গভীর থেকে গভীরে। আর অনেক বড় নিষ্পাপ পাখিরা বন্দি হয়ে সহ্য করে না চাওয়া সেই অসহ্য যন্ত্রনাক্লিষ্ট দিনগুলো। প্রতদিন সূর্য দেখে ঠিকই, তবে তাদের জীবনে সূর্য উঠে না।


নুরজাহানের মত পৃথিবীকে আলোকিত করতে পারা প্রতিটি পবিত্র আলো এভাবেই নিবে যায়, হয়ত কেউ জানে কেউ জানে না বা কেউ জানতে চায় না। এই পবিত্র আলোগুলো যখন নিজেদের উপর আসা অন্ধকারের বিরুদ্ধে কিছু বলতে যায়, তখন আর তারা বেশিদিন বাঁচে না। বাঁচতে পারে না। সমাজ তাদের বাঁচতে দেয় না। তখন আপনি আমি ঐ পথে পা দেই না, যে পথে তাকে নিয়ে সমাজের ধর্ষণকারী মাতব্বররা ধর্ষণের নতুন ফন্দি আঁটে। আমরা সহজেই এদেরকে জীনাকারী হিসেবে চিহ্নিত করে নিজেরা বেঁচে চলি।





আচ্ছা, আপনার এটা অনেকেই পড়বে, না হলেও ৫০০জন তো হবেই। সবাই কি বলতে পারবে, তার ফ্যামিলিতে না হোক তার প্রতিবেশি কারো গৃহে এমনটা ঘটিছে না! যদি ঘয়ে থাকে, তবে সে কী করছে, বা সে জানতে পারলে কী করতে পারছে?





১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২১

নজসু বলেছেন:



আমার অত্যন্ত প্রিয় ভাই।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে প্রতিমন্তব্য করার জন্য।
আমার ব্যস্ততাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনার সুন্দর মতামতের জন্য রইল অনেক অনেক কৃতজ্ঞতা।

প্রতিদিন সূর্য দেখে ঠিকই, তবে তাদের জীবনে সূর্য উঠে না খুবই সুন্দর বলেছেন। নূরজাহানরা আলোকিত ভোর হতে দেখে, তাদের জীবন কখনও সেই আলোর ছটার স্পর্শ পায়না।

এখনও আমাদের সমাজে কোথাও কোথাও মেয়ে শিশুর জন্মের অভ্যর্থনা হয় নিরুৎসব ও অসন্তুষ্টিতে।
জন্ম থেকেই নারী অবহেলিত। ঠিকই বলেছেন- লোকচক্ষুর আড়ালে প্রতিদিন কোন না কোন পরিবারে
কোনো না কোনোভাবে কত যে নারী নির্যাতিত হয়েছে কিংবা হচ্ছে তার খবর কে বলতে পারে?

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল সুজন ভাই,
গল্পের শুরুতেই আমাকে নিয়ে যা বললেন তাতে খুব করে লজ্জা পেলাম। ভালো গল্পকাররা ব্লগে এসে গল্প পোস্ট দিয়ে যায় আর আমি তো এখনও শুধুই গল্পে লেখার চেস্টাই করে যাচ্ছি............

হুট করে গল্পটা লিখলেও খুব সহজ ভাষায় যেন আমাদের নোংরা মানসিকতার এই সমাজকে চমৎকার ভাবেই ফুটিয়ে তুলেছেন।

ফুলবানুর বড়ছেলে বলুন আর জেলেখার বাপ বলুন, এরা সবাই আমাদের ঘূঁণে ধরা সমাজেরই প্রতীক। কিভাবে অসহায় মেয়েদের উপর নির্মম অত্যাচার গুলি করা হয়! কি জলুম করা হয়! কত ভয়ংকর এর শাস্তি হবে শুধু যদি এরা সেটা জানতো?


ধর্মীয় অপব্যাখ্যা, সুযোগের কুৎসিত ব্যবহার, অসহায়ত্ব পরিহাস আর নিদারুন চরিত্রের পদস্খলন আজকের সমাজে এই ধরনের ঘটনার জন্য দায়ী।

দুর্দান্ত থীমের উপর এই গল্পটা লিখার জন্য আমার পক্ষ থেকে রইল একরাশ শুভেচ্ছা আর অভিনন্দন!
ধন্যবাদ ও শুভ কামনা রইল!


১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৫

নজসু বলেছেন:



আমার প্রিয় গল্পাকার।
আশা করি ভালো আছেন।
শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে প্রতিমন্তব্য করার জন্য।
প্রথম দিকে নিজের ব্যস্ততা ছিলো, পরের পর্যায়ে ব্লগে ঢুকতে পারিনি। ব্লগের সমস্যা আমাকেও আক্রান্ত করেছে।
আপনাকে একটা কথা বলে রাখি ভাই। আপনার গল্প আমাকে জানিনা না কোন এক অদৃশ্য যাদুর টানে আকৃষ্ট করে।
এই ব্লগে আসার পর আপনাকে আমি আমার আদর্শ হিসেবে মানি।

আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করে। সর্বদা প্রেরণা হয়ে থাকুন এই আমার কামনা।
ভালো থাকবেন।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

বিজন রয় বলেছেন: সময়ের অভাবে অন্যের পোস্টে যেতে পারছি না, এমনকি নিজের পোস্টে অন্যের মন্তব্যর জবাবও দিতে পারছি না।
সময় হলেই আপনাদের পোস্টে এসে কথা বলে যাবো।

ততদিন ক্ষমা করেবেন!!
শুভাকামনা।

পোস্টি প্রিয়তে নিয়ে গেলাম।

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

নজসু বলেছেন:



প্রিয় ভাই।
আপনাকে সত্যি মিস করছিলাম।
কমেন্টের কি জবাব দিলেন তা দেখতে যেয়ে অনেকবার আপনার ব্লগে গিয়ে ফিরে এসেছি।
এরমধ্যে ব্লগের সমস্যার কারণে আমিও অনিয়মিত হয়ে গেলাম।

অপেক্ষায় রইলাম ভাই। আপনাদের মতো অগ্রজদের পাশে না পেলে ভালো লাগবে না।
দ্রুত আবারও আমাদের সবাইকে ভালোবাসায় ভরিয়ে দিন এই প্রত্যাশা রইল।

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ++++

শুভকামনা

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৭

নজসু বলেছেন:




শুভকামনা আপনার জন্যও রইলো প্রিয় কবি।
আপনার প্রতিটি সময় কাটুক আনন্দে।
প্রতিমন্তব্য করতে দেরি হওয়ায় ক্ষমা চেয়ে নিচ্ছি।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

করুণাধারা বলেছেন: ঠাস বুননে লেখা! একটা লেখার হাত খুবই ভালো, লিখতে থাকুন।

হতভাগী মেয়েটার জন্য দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, এটাই তো আমাদের সমাজের চিত্র। অসহায় মেয়ে গুলো এভাবেই পণ্যে পরিণত হয়......

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৪

নজসু বলেছেন:



অনেকদিন পর আমার লেখায় আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগছে।
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।

আমার সমাজে চোখের অন্তরালে শতশত নূরজাহান হয়তো রয়েছে।
এটা শুধু তাদের নয়; আমাদেরও দূর্ভাগ্য।

ভালো থাকবেন।

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩

ফয়সাল রকি বলেছেন: চমৎকার লেখা, যদিও শেষটায় মন খারাপ হয়ে গ্যাছে।
+++

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৬

নজসু বলেছেন:



শুভেচ্ছা আর হৃদয় থেকে ভালোবাসা জানবেন।
আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকবেন এই কামনা রইল।

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮

বলেছেন: জীবনের কালো দিক - ঠাস বুননের ঠাসা কৌশলী গল্পকার +++++

০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১৫

নজসু বলেছেন:



প্রিয় লতিফ ভাইয়ের কাছে আমার আর কি চাই?

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নজসুভাই,

শব্দচয়ন থেকে ভাষা বিন্যাস সঙ্গে কঠোর বাস্তবতার এক অসম্ভব সুন্দর চিত্রকে গল্পাকারে রূপ দিয়েছেন আলোচ্য ছোটগল্পটির মাধ্যমে। চরিত্রগুলোর মধ্যে আঞ্চলিক ভাষা ব্যবহার করায় , এক প্রকার মাটির গন্ধ পেলাম ++++
এভাবেই মনের ঠাস বুননের মাধ্যমে আগামীতে ব্লগের পাতার পর পাতাকে রিদ্ধ করুন ... শুধু প্রথমেই ওই গৌরচন্দ্রিকাটি না দিলেও চলবে হা হা হা.....

শুভকামনা ও ভালোবাসা জানবেন ।


১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৯

নজসু বলেছেন:



প্রিয় ভাইয়ের মুখে অসম্ভব সুন্দর মন্তব্য আমাকে আনন্দিত করলো।
আমি আসলে তেমন একটা লিখতে জানিনা। আপনাদের সুন্দর সুন্দর লেখনি পাঠ করে তৃপ্ত হই।
আপনাদের লেখা পড়ি আর ভাবি, আমি যদি এমন লিখতে পারতাম।
আপনাদের দেখে কিছুটা দুঃসাহস করে ফেলি।

শুভকামনা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা আপনার জন্যও।

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

আরোগ্য বলেছেন: অসাধারণ গল্প নজসু ভাই। গল্প হলেও মনে হচ্ছে যেন বাস্তব চিত্র।
আপনার কাছে আরও গল্প পাবো আশা করি। শুভ কামনা করছি।

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৮

নজসু বলেছেন:

আস সালামু আলাইকুম
আমার প্রিয় ভাই।

মন্তব্যের জবাব দিতে অত্যন্ত দেরি হয়ে গেলো বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আপনি তো জানেন ব্লগের কেমন অবস্থা চলছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনার সুন্দর মন্তব্য আমাকে উৎসাহিত করলো।
দোয়া করবেন আপনাদের সাথে যেন নিয়মিত থাকতে পারি।

ভালো থাকবেন আমার প্রিয় ভাই।

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

তারেক ফাহিম বলেছেন: গল্প আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনি যদি কিছু মনে না করেন আপনার ফেসবুক আইডি (শুনেছিলাম একটা আইডি আপনি খুলে রেখেছেন)
নিচের ঠিকানায় মেইল কিংবা এখানে দিলে খুশি হবো।


প্রিয় ভাই,
আইডিটি অনেকদিন লগইন না হওয়ায় সম্ভবত ডিএক্টিভ হয়ে গেল।
সদ্য একটি তৈরি করে পাঠালাম ;)
তার আগে ব্যবহার শিখতে হবে কিভাবে আইডি চালায় :#)

২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫১

নজসু বলেছেন:

আমার প্রাণপ্রিয় ভাই।
আশা করি ভালো আছেন। প্রতিমন্তব্য করতে এতো দেরি হলো বলে নিজেই নিজের কাছে লজ্জিত।
আশা করি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।
ভাই, কিছুকাল পূর্বে আপনার সাথে ঐ যোাযোগ মাধ্যমে যোগাযোগ হবার পর আমি আর ওখানে যেতে পারিনি।
ব্লগেও আসিনি ঠিকমতো। এই পোষ্টটারও কমেন্ট রিপ্লাই করতে পারিনি।

আশা করি আমাকে ভুল যাননি।

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৪

বলেছেন: তাজুল বলেছেন ----
আচ্ছা, আপনার এটা অনেকেই পড়বে, না হলেও ৫০০জন তো হবেই। সবাই কি বলতে পারবে, তার ফ্যামিলিতে না হোক তার প্রতিবেশি কারো গৃহে এমনটা ঘটিছে না! যদি ঘয়ে থাকে, তবে সে কী করছে, বা সে জানতে পারলে কী করতে পারছে? --- এসব কি কেউ বলবে নাহ একেবারে চুপ --

২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৪

নজসু বলেছেন:



প্রিয় লতিফ ভাই আমার।

তাজুল ভাই কি ব্লগে আসতে পারছেন?
পারছেন না মনে হয়। :(

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দারিদ্র্য এভাবে কত মেয়ের সর্বনাশ করেছে, সুযোগ নিয়েছে নষ্ট সমাজের কিছু নরপশু।

২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৯

নজসু বলেছেন:



সুন্দর বলেছেন প্রিয় ভাই।

বাংলাদেশের মানুষ প্রতি বছর দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে ।
পত্রিকায় দেখা যায় দারিদ্রতার কারনে অনেকে আত্নহত্যা পর্যন্ত করছেন।
এক সময়ের হাসি খুশি নূরজাহানেরা যখন মানবেতর জীবন যাপন করেন
তখন তা আমাদের ব্যথিত করে, মর্মাহত করে।
কিন্তু প্রতিকার করতে পারিনা।

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নষ্ট সমাজের প্রতিচ্ছবি।

২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৮

নজসু বলেছেন:



ছোট্ট একটি বাক্যে খুবই বড় একটা সত্যি কথা বললেন প্রিয় ভাই।
ভালো থাকবেন সর্বদা এই কামনা রইল।

২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: খোঁজ করলে অনেক নুরজাহান পাওয়া যাবে। খুব ভাল লিখেছেন ভাই। ভেবেছিলাম নুরজাহানের মুক্তি মিলবে, কিন্তু করুণ পরিণতি হলো।

০৮ ই মে, ২০১৯ সকাল ১১:৪১

নজসু বলেছেন:




কেমন আছেন প্রিয় মেহেদী ভাই।
ব্লগের সমস্যার কারণে এতোদিন ঠিকমতো আসতে পারছিনা।
কাজেরও চাপ ছিলো। আপনার লেখাটা পাঠ করার ইচ্ছে রইল।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
দেরিতে প্রতিমন্তব্য করার জন্য ক্ষমা করবেন।

২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! চমৎকার গল্প... আরেকটু ব্যাপ্তি পেলে গল্পটি সুখপাঠ্য হয়ে উঠতো। চলুক গল্প লেখালেখি, অপেক্ষায় রইলাম।

০৯ ই মে, ২০১৯ সকাল ১১:৫৪

নজসু বলেছেন:


প্রিয় ভাই আমার।
আপনার সুন্দর মন্তব্যটি পাঠ করে সত্যি আমার মনটা ভরে গেলো।
আমার মধ্যে একটা তাড়াহুড়ো কাজ করে। তাই হয়তো খুব ছোট হয়ে গেছে।

আপনার দরদমাখানো এই মন্তব্যটি আমার সবসময় মনে থাকবে।

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: নজসু ভাই সময় পেলে আমার লেখাটি পড়ে মন্তব্য জানাবেন।

০৯ ই মে, ২০১৯ সকাল ১১:৫৬

নজসু বলেছেন:



অবশ্যই পাঠ করবো প্রিয় মেহেদী ভাই।
ব্লগের সমস্যার কারণে আমি ঠিকমতো ব্লগেই আসতে পারিনি।
সময় করে পাঠ করবো।

৩০| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫২

নীল আকাশ বলেছেন: শবনমের একটা নতুন গল্প দিয়েছি। পরে দেখতে পারেন।
ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৯ দুপুর ১২:০৩

নজসু বলেছেন:




প্রিয় গল্পাকার।
আমি কখনই আপনার গল্পগুলো মিস করতে চাইনা।
তাতে আমি বঞ্চিত হবো ভালো কিছু থেকে।

প্রতিমন্তব্য এতো দেরিতে করেছি বলে নিশ্চয়ই বুঝে গেছেন আমি ব্লগে আসতে পারিনি।
ভাই, আপনার লেখায় নিজেকে ভাসাতে ইচ্ছে করে। ভালো লাগে। অবশ্যই সময় করে পাঠ করবো।

৩১| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৪

তারেক ফাহিম বলেছেন: ভাই, নতুন কিছু পেলাম না :D

১০ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

নজসু বলেছেন:



প্রিয় ফাহিম ভাই।
আশা করি ভালো আছেন।
ব্লগের সাম্প্রতিক সমস্যা এবং আমার নিজের সমস্যার কারণে নতুন পোষ্ট দিতে পারছিনা।
এই পোষ্টটার আরও কিছু প্রতিমন্তব্য করা বাকি আছে।
এগুলো শেষ হলে কিছু একটা পোষ্ট করার প্রস্তুতি নেবো।
দোয়া করবেন ভাই।

৩২| ২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পের নামটি সুন্দর হয়নি।

গল্পটি সুন্দর, মর্মস্পর্শী।

কেমন আছেন ?

১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

নজসু বলেছেন:




প্রিয় মাইদুল ভাই
আশা করি ভালো আছেন।
সত্যি বলতে কি নামকরণের বিষয়ে আমি কিছুটা দ্বিধা দ্বন্দে ভুগি।
এরপর থেকে নিশ্চয়ই চেষ্টা করবো।

ভাই, গল্পটা আপনার ভালো লেগেছে বলে আমি খুশি হলাম।
জ্বী, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
ব্লগের সমস্যার কারণে প্রতিমন্তব্য করতে দেরি হয়ে গেলো।
আমার অপরাধ ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন আশা করি।

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৩:২৪

মুক্তা নীল বলেছেন:
নজসু ভাই, আপনার এই লেখাটা পড়ে ভালো ও মন খারাপ লাগছে। নুরজাহান দের মতো মেয়েদের অবশ্যই আরো বৃদ্ধিমতী হতে হবে। এদের জন্মটাই যেনো অবহেলিত ও নিরাপত্তাহীন জীবন ব্যবস্থায় যাপিত। বোকামী না ভাগ্য দোষ।
খুব মায়া হয় জানেন তো এই নূরজাহানদের জন্য,
এই জগৎ সংসারে কমবেশী কেউ ঠকে, আর কেউ ঠকায়।
ভালো থাকবেন, শুভ রাত্রি।

০৯ ই জুন, ২০১৯ সকাল ৭:২১

নজসু বলেছেন:



খুবই সুন্দর কথা বলেছেন বোন।
নুরজাহান দের মতো মেয়েদের অবশ্যই আরো বৃদ্ধিমতী হতে হবে।

তবুও অভাবের তাড়নায় এখনও অনেক নূরজাহান স্বেচ্ছায় তাদের শরীরে অসংখ্য কীটের জন্ম দেয়।
এটা তাদের ভাগ্য দোষ।

আপনার সুন্দর মন্তব্যটির জন্য কৃতজ্ঞতা রইলো।

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০২

ডঃ এম এ আলী বলেছেন:
গল্পটি আগ্রহ সহকারে পড়লাম, কাহিণীতে হলাম বিস্মিত ও ব্যথাতুর । মেয়েটি যখন নতুন শহরে এসেছিলো তখন ভুল পথ দিয়ে ভুল মানুষের হাত ধরেই এসেছিলো। মনে হল এই লেখা তাদের জন্যই যারা প্রতারনার স্বীকার হয়ে এই ভুল পথে চলে এসেছে তাদেরকে আবার নতুন করে পথ দেখাতে পারবে, নতুন পৃথিবীর আলো বাতাস তাদের নিকট পৌঁছে দেয়ার চেষ্টা করবে।

জীবনে ছোট খাট কিংবা যে কোন ধরনের একটা বড় ধাক্কা নুরজাহানের মত মেয়েদেরক এই আধাঁর জীবনে পতিত হতে বাধ্য করে। অনেকেই বলেন ইচ্ছা থাকলে উপায় হয়। হয়তো কথাটা সত্য কিন্তু তাকে ফেরানোটা যে আরো কষ্টসাধ্য। এর জন্য চাই সকলের সচেতনতা ও সামাজিক নিরাপত্তা । এজন্য ব্যক্তি, সমাজ, রাষ্ট্র , শিক্ষা ব্যবস্থা, সামাজিক সুরক্ষা ও সমাজের সকলকে দায়িত্ববান হতে হবে । একটি মারাত্বক সামাজিক অপরাধ একদিনেই হঠাৎ করে ঘটেনা ।সেটা দানা বেধে উঠার জন্য যথেস্ট সময় নিতে হয় ।

সমাজ সচেতন হলে এ ধরেনের প্রতারনা ও সমাজের দুষিত কীটদের দংশন কর্মপর্ব সুচনার আ্গেই হয়তবা প্রতিরোধ করা সম্ভব হতে পারে । কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর । তাই সমাজ ব্যবস্থায় প্রযোজনীয় আর্থ- সামাজিক অবকাঠামোর উন্নয়ন সাধন , সুসম আয় বন্টন ও শ্রেণী বৈষম্য দুরীকরন, হতদরিদ্রদেরকে আর্থিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে তাদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের যথোপযুক্ত ব্যবস্থা করতে না পারলে নুরজাহানের মত মেয়েদেরে শরীরে অসংখ কীটেরা বাসা বাধতেই থাকবে জ্যমিতিক হারে । আমরা গল্প কবিতা উপন্যাসে সমাজের সে সমস্ত কীটদেরকে যতই গালমন্দ করিনা কেন তাতে কোনই কাজ হবেনা , দুষিত কীটেরা ক্ষতিকর রোগ জীবানোর মত অতি সংগোপনেই নুরজাহানদের মত অসহায় মেয়েদের শরীরে বাসা বেধে তাদেরে আমৃত্যু দংশন করেই যাবে ।

যাহোক, গল্পাকারে লেখাটি সমাজের সকলের মাঝে সচেতনতা সৃজনে সহায়ক হবে বলে মনে করি । গল্পটির সুদুর প্রসারী সমাজবাদী ভাবনার গাথুনী ও সুপাঠ্য ভাষার মাধুর্য মন্ডিত প্রকাশ শৈলী খুবই ভাল লেগেছে । গল্পটির ভুমকিায় অবতারিত লেখকের গল্প লেখার দৈনতা প্রকাশের সাথে গল্পটির সরসতার মিল খায়না বলেই দেখা গেল, গুণের বিচারে এটা তার ভুমিকায় থাকা কথাগুলিকে ম্রিয়মান করেছে বলেই মনে হল । একটি স্বার্থক ছোট গল্পের আঙ্গিকে এটা তার অন্তরনিহীত কথাগুলিকে পাঠকের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছে ।

গল্প লেখকের প্রতি রইল প্রাণডালা অভিনন্দন সে সাথে রইল নিরন্তর শুভেচ্ছা ।

০৯ ই জুন, ২০১৯ সকাল ৭:২৯

নজসু বলেছেন:




আমার অতি প্রিয় এবং শ্রদ্ধেয়,
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বিলম্বে প্রতিমন্তব্য করার জন্য।
ব্লগের ক্রান্তিকাল এবং নিজের কিছু কাজের জন্য এই বিলম্বটুকু হয়েছে।

আপনার মন্তব্যখানা আমি কতোবার পাঠ করেছি তা বলতে পারবো না।
এতো সুন্দর এবং গুরুগম্ভীর মন্তব্যে প্রতিমন্তব্য করার সাহস বা দুঃসাহস কোনটাই আমার নাই।
আপনার এ্ই মন্তব্যখানা আমার ব্লগীয় জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করলাম।
নিজের লেখাটার সামান্য সার্থকতা খুঁজে পেলাম যেন।

আপনার দুআ আর অভিনন্দন আমার মাথায় তাজ হয়ে থাক।
আপনিও ভালো থাকবেন এই দুআ করি।

৩৫| ১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪১

আরোগ্য বলেছেন: ওয়ালাইকুম সালাম নজসু ভাই।
দুই মাস পর উত্তর পেলাম। আমার সাথে কি গোস্বা করেছেন?

অন্যদের বড় বড় পোস্টেও আপনার মন্তব্য চোখে পড়ে। কিন্তু আমার ছোট গল্পটায় এখনও আপনার দেখা পেলাম না।

আশা করি সময় করে গঠনমূলক মন্তব্য করবেন।

১২ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৭

নজসু বলেছেন:


প্রিয় ভাই আমার।
আপনি জানে ব্লগের সমস্যা চলছে। ভিপিএন দিয়ে আসতে গেলে পিসি স্লো হয়ে যেতো আমার।
কাজেরও চাপ ছিলো। তাই মন্তব্যের জবাব দিতে এতো দেরি হয়েছে।
নতুন পোষ্টও দিতে পারছিনা।

আপনার যে লেখাগুলো আমি পাঠ করতে পারিনি ইনশায়াল্লাহ সবকয়টা পাঠ করবো।

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার লেখা :)
সার্থক ছোটগল্প :)
আমার ব্লগে দাওয়াত রইলো :)

১২ ই জুন, ২০১৯ দুপুর ১২:০০

নজসু বলেছেন:


প্রিয় ভ্রাতা।
খুশি হলাম আপনার ছোট্ট সুন্দর মন্তব্য পেয়ে।
আমি এখানে আসলেই আপনার ব্লগ বাড়ি যাই।
আপনিও আমার খুব পছন্দের একজন।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৫

তারেক ফাহিম বলেছেন: সালাম জানবেন প্রিয় ভাই,,,,,,,,,,,।

আপনাকে মিস করছি।

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৪

নজসু বলেছেন:




আপনাকেও মিস করছি প্রিয় ফাহিম ভাই। :(
আশা করি ভালো আছেন।

৩৮| ১১ ই মে, ২০১৯ রাত ৯:২৬

জুন বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভালোলাগলো নজসু। তবে আপনার গল্পটি পড়ে মনটা খারাপ হয়ে গেল। কত নুরজাহান এমন হারিয়ে যায় অন্ধকার গলিতে তার কথা কজনাই বা মনে করে।
+

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৬

নজসু বলেছেন:




দেরিতে প্রতিমন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপা।
আপনি তো জানেন ব্লগের সমস্যার কথা।
সমস্যার কারণে ব্লগের আসতেই পারিনি। আপনাদের মিস করেছি খুব।

গল্পটা আপনার মনে দাগ কাটতে পেরেছে বলে আমি কৃতজ্ঞ।
অসহায় নূরজাহানদের কথা ঠিকই বলেছেন।
ভালো থাকবেন আপা।

৩৯| ২৩ শে মে, ২০১৯ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন। সুন্দর ।+

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৭

নজসু বলেছেন:



প্রিয় কবি,
আপনার ভালো লাগা মন্তব্য পেয়ে খুশি হলাম।
সতত ভালো থাকবেন এই কামনা করছি।

৪০| ০৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৭

ডঃ এম এ আলী বলেছেন:

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৯

নজসু বলেছেন:




আমার অতি প্রিয় এবং শ্রদ্ধেয়।
আপনাকে আমার পাশে পেয়ে খুব ভালো লাগে।
আপনার দোয়া আর ভালোবাসা আমি সবসময় চাই।

আপনার জন্যও আমি সর্বদা দোয়া করি।

৪১| ১২ ই জুন, ২০১৯ সকাল ১১:০২

অক্পটে বলেছেন: কি বলবো ভাই, সমাজের চরম সত্য চিত্রটি একেঁছেন। নূরজাহানেরা কোথাও নিরাপদ নেই।
প্রিয়তে নিলাম। আপনার সব লেখা সময় করে পড়ব। লেখার বুনন খুব ভাল লাগল।

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৩:৩২

নজসু বলেছেন:



প্রিয় ভাই আমার।
আপনার মন্তব্য আমাকে খুবই অনুপ্রাণিত করলো।
আপনাকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভকামনা।
ভালো থাকবেন।

৪২| ১৩ ই জুন, ২০১৯ বিকাল ৩:৪৬

মুক্তা নীল বলেছেন:
নজসু ভাই ,
এবার কিন্তু নতুন পোস্ট চাই। দেখলাম মন্তব্য দেয়া সব শেষ।
বোনের কথায় আবার রাগ করলেন না তো ? নুরজাহান গল্পটা সত্যিই খুব সুন্দর ছিল। ভালো থাকুন সব সময়।

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৩

নজসু বলেছেন:




না বোন, রাগ করবো কেন?
ইনশায়াল্লাহ নতুন পোষ্ট দেবো।
দোয়া করবেন।
আপনিও ভালো থাকুন এই দোয়া রইলো।

৪৩| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১:৩০

ডঃ এম এ আলী বলেছেন: নুরজাহানদের গায়ের কীট কি এখনো দুর হয নাই,
তাদের গা হতে কীট তারানোর জন্য আরো শক্ত
দাওয়াই নিয়ে পরবর্তী পোষ্ট দেয়ার আর্জি রেখে
গেলাম ।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১২

নজসু বলেছেন:



আমার প্রিয় এবং শ্রদ্ধেয়।
আপনার এই মন্তব্যখানা আমাকে যে কি পরিমান উৎসাহিত এবং আনন্দিত করলো তা
ভাষায় প্রকাশ করতে পারবো না।

আপনার উৎসাহ আমার ব্লগ জীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে থাক।

দেরিতে প্রতিমন্তব্যের জন্য অবশ্যই বরাবরের মতো ক্ষমা করবেন।
ভালো থাকবেন। সর্বদা আপনার সুস্থতা কামনা করি।

৪৪| ১২ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৭

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম নজসু ভাই । আশা করি বেচে আছেন ।

আপনি কি ইহকালে পোস্ট দিবেন নাকি হরতাল করবো ?

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৫

নজসু বলেছেন:



ওয়ালাইকুম আস সালাম ভাই।
আলহাদুলিল্লাহ। আপনাদের দোয়ায় সুস্থ আছি।
আশা করি আপনিও ভালো আছেন।

পোষ্ট দেয়ার নিয়ত করেছি প্রিয় ভাই।
দোয়া করবেন।

৪৫| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১১:০১

তারেক ফাহিম বলেছেন: আসসালামুআলাইকুম, প্রিয় ভাই আমার।
আপনার পোষ্ট পড়ার তৃষ্ণা পেল।

নুরজাহানের আর কোন খবর আছে?

বাটপারটা কী এখনও বাটপারি করে?

ফুলবানুর সংসারে অন্য কোন নুরজাহান যোগ দিল?

ফুলবানুর লম্পট ছেলেটিকে বিয়ে করালো? নাকি এখনও সে নুরজাহানের মত অন্য কারো অপেক্ষায় আছে?

জোলেখার বাপ কি এখনও সে-ই নিম গাছের ডাল দিয়ে মেচওয়াক করে?

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৫

নজসু বলেছেন:




প্রিয় ফাহিম ভাই।
কেমন আছেন? আশা করি আল্লাহপাকের রহমতে ভালো আছেন।
আপনার প্রশ্নগুলো ভাববার মতো।
আমাদের চোখের আড়ালে হয়তো এখনও নূরজাহানেরা নির্যাতিত হচ্ছে।

৪৬| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন কিছু লিখেননি!

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৯

নজসু বলেছেন:




শ্রদ্ধেয় আশা করি ভালো আছেন।
ব্লগেই কম আসতে পারছি। নিজের ব্যস্ততা। তারপরেও ব্যস্ততা যতোই থাকতো না কেন ভিপিএন সমস্যা না থাকলে ব্লগে আসতাম।
তাই নতুন পোষ্ট দেয়ার ইচ্ছে থাকলেও সময় মিলাতে পারছিনা।

আপনি আমার খোঁজ নিয়েছেন আমি খুবই খুশি হয়েছি।
ভালো থাকবেন সবসময় এই প্রার্থণা করি।

৪৭| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "মেয়েদের মুখ আর ছেলেদের কলিজা ফাটে কেন?" পড়ে একদা একটি মন্তব্য রেখে এসেছিলাম।
আর এ পোস্টটা আরো ঘন্টাখানেক পরে পড়বো বলে এখানে আশাবাদ ব্যক্ত করে গেলাম।

২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:০২

নজসু বলেছেন:




প্রিয়, আমি অত্যন্ত দুঃখিত যে, আপনাদের মন্তব্যগুলোর জবাব যথাসময়ে দিতে পারিনি।
এজন্য আমাকে ক্ষমা করবেন। আমি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যখানা দেখবো।
ভালো লাগা ছুঁয়ে যায় আপনার আন্তরিকতায়।
ভালো থাকবেন।

৪৮| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:১২

খায়রুল আহসান বলেছেন: পরিমিত শব্দসম্ভারে একটি সুলিখিত গল্প। প্রথম আলো তে প্রকাশিত আপনার আরেকটি ভাল গল্প পড়েছিলাম এই ব্লগে। সেটার কথাও মনে পড়ছে।
মাহমুদুর রহমান সুজন এর ছোট্ট মন্তব্যটা (৭ নং) ভাল লেগেছে। এ ছাড়াও আহমেদ জী এস (৮), সৈয়দ তাজুল ইসলাম (১৪), পদাতিক চৌধুরি (২১), অনিকেত বৈরাগী তূর্য্য (২৬), ডঃ এম এ আলী (৩৪), আর্কিওপটেরিক্স (৩৬), প্রমুখের মন্তব্যগুলোও ভাল লেগেছে।
আলাদা করে ধন্যবাদ দিতে চাই নীল আকাশ কে, তার ১৫ নং মন্তব্যের জন্য।
গল্পে ভাল লাগা রেখে গেলাম। + +

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০৫

নজসু বলেছেন:



আপনার লেখা, আপনার মন্তব্য, প্রতিমন্তব্য সব আমার ভীষণ প্রিয়। আপনি যাদের নাম উল্লেখ করেছেন তারাও আমার অত্যন্ত পছন্দের জন। প্রতিমন্তব্য অনেক দেরিতে করলাম। মাঝে মাঝে ইচ্ছে করে ব্লগে নিয়মিত হতে। যেমন আজকে ইচ্ছে করছে। সবসময় লগইন হয়ে থাকি। লেখা পড়ি।

৪৯| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:১৭

ইসিয়াক বলেছেন: আপনাকে আর সেভাবে পাই না কেন? সত্যি সত্যি মিস ইউ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০৬

নজসু বলেছেন:



মাঝে মাঝে ইচ্ছে করে ব্লগে নিয়মিত হতে। যেমন আজকে ইচ্ছে করছে। সবসময় লগইন হয়ে থাকি। লেখা পড়ি। মিস করি আপনাদের।

৫০| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার লেখা।
আপনার লেখা পাইনা অনেকদিন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০৮

নজসু বলেছেন:



অনেক সময় ইচ্ছে করে নিয়মিত হই আগের মতো। কি কারণে যেন হয়ে ওঠেনা। তবে হয়ে উঠবো।

৫১| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩০

তারেক ফাহিম বলেছেন: সালাম জানবেন ভাই।

বাড়ীতে এসে খালি মুখে বিদায় হচ্ছি :D

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০৯

নজসু বলেছেন:



প্রিয় ফাহিম ভাই ইচ্ছে করে লেখালেখি করতে। কেন যেন সব এলোমেলো হয়ে যায়। দোয়া করবেন যেন নিয়মিত হতে পারি।

৫২| ০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৭

দৃষ্টিসীমানা বলেছেন: দেশে এখনও মনে হয় ৭১-এর বর্বরদের ছায়া রয়ে গেছে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১০

নজসু বলেছেন:



সুন্দর বলেছেন। এখনো দেশের আনাচে কানাচে প্রকাশ্যে, অপ্রকাশ্যে নির্যাতিত হচ্ছে অনেক নারী।
শুভকামনা থাকলো।

৫৩| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৮

মাহের ইসলাম বলেছেন: লেখার গাঁথুনি আমার কাছে অসাধারণ মনে হয়েছে।
আপনার ভাষার দখল ভালো।

আরো গল্প আশা করছি।
শুভ কামনা রইল।
ভালো থাকবেন।

৫৪| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০১

ইসিয়াক বলেছেন:

৫৫| ২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: বর্ষপূর্তির পোস্ট দিন।

৫৬| ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:১৫

ডঃ এম এ আলী বলেছেন: অনেকদিন তো হয়ে গেল
নতুন পোষ্ট দেখতে চাই ।
শুভেচ্ছা রইল

৫৭| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৩

আমি তুমি আমরা বলেছেন: প্রেডিক্টেবল এন্ডিং, কিন্তু পড়তে খারাপ লাগেনি। ২৫ তম ভাললাগা।

৫৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৪

আরোগ্য বলেছেন: السلام عليکم

রাগটাগ করলেন নাকি? কোন খবর নাই কেন? ব্লগ মুক্তি পেয়েছে তবুও আসছেন না নজসু ভাই।

৫৯| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৪

হাবিব বলেছেন: কি ভাই, হারালেন কই???

৬০| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কতদিন লেখা পাইনা।

৬১| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা কই

৬২| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

তারেক ফাহিম বলেছেন: ভাই, মায়া লাগাইয়া কই গেলেন?

৬৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।
নতুন পোস্ট দিচ্ছেন না অনেক দিন।

৬৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:
নতুন পোষ্টের অপেক্ষায় রইলাম ।
শুভেচ্ছা রইল

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।
অনেক খুশি হলাম আপনি আমার কথা মনে রেখেছেন।
ইনশায়াল্লাহ দিবো।

৬৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: তো এখন নতুন পোস্ট দিন।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

নজসু বলেছেন:



প্রিয় ভাই, আপনার আন্তরিকতা সবসময় মুগ্ধ করে আমাকে। আমার ব্যস্ততা একটু কমলে পোষ্ট দিবো।
ভালো থাকবেন ভাই।

৬৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



দেখতে এসেছিলাম নতুন লেখা কিছু আছে কিনা ।
এসেই যখন পড়েছি গল্পটি আবার একবার পড়লাম ।
ছবিটা দেখে দারুন একটি ভাব নিয়ে গেলাম
হয়ত কবিতাই একটি লিখে ফেলতে পারি।

শুভেচ্ছা রইল

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

নজসু বলেছেন:




আপনি অত্যন্ত সুহৃদ। এখন বুঝি কেন আমরা সবাই আপনাকে এতো ভালোবাসি।
আমার কাজের ঝামেলার জন্য লেখা দিতে পারছিনা। সারাদিন লগইন হয়ে থাকি আর ফাঁক ফোঁকরে দুটো একটা লেখা পাঠ করি।
কবিতাটা লিখে ফেলুন। আমারো কৌতূহল হচ্ছে কবিতাটা কেমন হয় তা পাঠ করার।

৬৭| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গল্প পড়েছি। বিশ্বাস মানুষকে সহজে অসহায় করতে পারে।

৬৮| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন কিছু লিখবেন না?

৬৯| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক দিন হাঁস হবো......।নিশ্চয় জলে ভেসে থাকার জন্য।

কেমন আছেন করনাকালের সময়ে ?

৭০| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৭

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

এক বছরেরও বেশি হয়ে গেল নতুন পোস্ট দিচ্ছেন না!!
আমরা এত করে বলছি সবাই।

শুনছেন আমাদের কথা?

৭১| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কেমন আছেন ?

৭২| ২৪ শে মে, ২০২০ রাত ৯:৩৮

ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো

৭৩| ২৫ শে মে, ২০২০ সকাল ৭:২৫

ডঃ এম এ আলী বলেছেন:


করোনার এইদুর্যোগকালীন সময়ে আশা করি ভাল আছেন ।
ঈদের শুভেচ্ছা রইল

৭৪| ১৮ ই জুন, ২০২০ সকাল ৭:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: কি হলো? কোথায় গেলেন? এতগুলো কমেন্ট জমে গেছে; আমাদের কথা কি ভুলেই গেছেন একেবারে?

৭৫| ২০ শে জুন, ২০২০ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: আশা করি ভাল আছেন।

কদিন ধরে ব্লগে সময় দিচ্ছি। আপনার এখানে আসি আসি করে আসা হয়নি।
আজ এলাম।

এবার নতুন পোস্ট দিয়ে আমাদের অপেক্ষার অবসান ঘটান।

শুভকামনা।

৭৬| ০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৪

তারেক ফাহিম বলেছেন: ভাইয়া, কেমন আছেন?

অনেক দিন দেখি না কোন পোস্ট।

৭৭| ০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা চাই

৭৮| ০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গল্প অমানবিক হলেও
চমৎকার !! ধন্যবাদ
লেখককে।

৭৯| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি ঘটেছে, নতুন পোস্ট নেই, মন্তব্যের উত্তর নেই, মাঝে মাঝে আসেন চলে যান......ব্লগটা যেন কেমন হয়ে গেছে......

৮০| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: মিসিং ইউ, নুতন লেখা নিয়ে আসুন।

৮১| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১০

অধীতি বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো। যদি চোখের সামনে অহরহ ঘটে চলেছে

৮২| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখালেখি ভুইলা গেলেন নাকি আজব তো :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৮

নজসু বলেছেন: আস সালামু আলাইকুম আপা। আশা করি ভালো আছেন।
পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম।
আজকে অনেক ঝামেলা করে লগইন হলাম।
লিখতে মন চায়। কিন্তু সময় করে উঠতে পারছিনা বোন।

৮৩| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: গল্পটি দারুণ মনোমুগ্ধকর, তবে হৃদয়বিদারক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২০

নজসু বলেছেন:


অনেক ধন্যবাদ প্রিয় ভাই। ভালো থাকবেন। বিলম্বে ক্ষমা প্রার্থণা।

৮৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: ফসোস নিয়ে পড়া শেষ করলাম, যদিও গল্পটা সুন্দর। অনেকদিন পর ব্লগে আসলাম। ভালো আছেন আপনি ?

৮৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২ বছর অনেক দীর্ঘ সময় । আপনি এতদিন একটি পোস্ট দিলেন না। এখন কি পাসওয়ার্ড জনিত সমস্যার সমাধান হয়েছে ? আশা রাখি ভাল আছেন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৪

নজসু বলেছেন:

প্রিয় ভাই চোখের দেখা না হলেও মানুষ যে আপন হয় তার জ্বলন্ত প্রমাণ আপনি।
মনের দেখায় আপন হওয়া আপনাকে কখনও ভোলা সম্ভব নয়।
ভালো আছি ভাই। ইনশায়াল্লাহ পোষ্ট দিবো।

৮৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় নজসু ভাই প্রতিউত্তর হৃদয় ছুয়ে গেল বুঝি চোখে একফোটা অশ্রু জমে গেল।

আশা রাখি একদিন দেখা হবে। অবশ্যই লিখবেন। নিজের জন্য, আমাদের জন্য লিখবেন।

ভাল থাকবেন।

৮৭| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রপিকের বাবুটা কে ?

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪৩

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম আমার প্রিয় ভাই।
আপনি এতো সুন্দর করে বলেন আমার নিজের চোখেই পানি চলে আসে।
আমার তো মনে হয় আমরা আত্মার সাথে মিশে যাওয়া পরম আত্মীয়। দেখা হয়নি। অথচ কত যুগ যুগান্তরের যেন চেনা।
দোয়া করবেন ভাই। ইনশায়াল্লাহ নিয়মিত হবো। প্রোফাইলের ছবিটা আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যের।

৮৮| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৪

অক্পটে বলেছেন: কয়বছর হলো বলুনতো কিছুই লিখছেন না!!!

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪০

নজসু বলেছেন:



প্রিয় ভাই আমার আশা করি ভালো আছেন।
কিছুটা ঝামেলায় ছিলাম ভাই।
দোয়া করবেন। ইনশায়াল্লাহ পোষ্ট দিবো।

৮৯| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ৭:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল আছেনতো ?
অনেকদিন ধরে পোষ্ট দিচ্ছেন না ।
নতুন পোষ্টের অপেক্ষায় থাকলাম ।

শুভেচ্ছা রইল

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩৯

নজসু বলেছেন:




ভালো আছি প্রিয় ভাই।
আপনার এমন ভালোবাসা আমাকে বিমোহিত করে।
উদ্দীপনা জাগায়। ইচ্ছে করে আবার সবার মতো সরব হই।
নতুন পোষ্ট দিবো।

৯০| ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৩

জুল ভার্ন বলেছেন: সমাজ সংসারের চরম সত্য চিত্র একেঁছেন।

৯১| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: নুতন লেখা নিয়ে আসুন।

৯২| ০৭ ই মে, ২০২১ রাত ৮:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:
আশা করি ভাল আছেন ,সুস্থ আছেন
আবার সরব হওয়ার জন্য অনুরোধ
রেখে গেলাম ।

শুভেচ্ছা রইল

৯৩| ১৪ ই মে, ২০২১ রাত ২:২৬

ডঃ এম এ আলী বলেছেন:


৯৪| ৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:



নুর জাহানের বয়স ২ বছর বেড়ে গেছে; এবার উনার কথা আবার লেখেন।

১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১২

নজসু বলেছেন:




আপনার এই আন্তরিকতার জন্যই আপনাকে আমার ভীষণ ভালো লাগে।
শ্রদ্ধা জাগে অন্তর থেকে।
একটা গল্প রেডি করেছি। পোষ্ট করবো ভাবছি। দোয়া করবেন।

৯৫| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৭

হাবিব বলেছেন: আছেন কই? কোন খবর নেই আপনার!!

১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১০

নজসু বলেছেন:




প্রিয় ভাই আমার। সেদিন আপনার কথা খুব মনে পড়ছিলো। আল্লাহর কি অশেষ রহমত শ্রদ্ধেয় চাঁদগাঁজীর পোষ্টে আপনার কমেন্ট দেখে ভালো লেগেছিলো। আজকেও মাইদুল ভাইয়ের পোস্টে কমেন্ট টাইপ করতে করতে আপনার কথাও ভাবছিলাম। কতই না জমিয়ে তুলেছিলেন ব্লগটাকে। আপনাকে কয়েকবার ই-মেইল করেছিলাম। ভাই, যেখানেই থাকি, যেভাবেই থাকি আপনাদের কয়েকজনের কথা কখনও বিস্মৃত হবোনা।

আমি ব্লগে অনলাইন হয়েই থাকি। মায়া পড়ে গেছে। তবে সবার সাথে যোগাযোগ কম হয়।

৯৬| ১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

হাবিব বলেছেন: আপনি নাই, আরোগ্য নাই...... মন্তব্য করা নিয়ে কত মজা করতাম। আসুন আবার ফিরে। আবার জমিয়ে তুলি

৯৭| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২০

ফড়িং-অনু বলেছেন: পুরো লিখটা পড়ে শেষ করলাম। এক কথায় অসাধারন।

৯৮| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩০

খায়রুল আহসান বলেছেন: লেখায়....
ফিরে আসুন পুনরায়!

৯৯| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি তো চমৎকার লেখেন!!!

১০০| ২১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১৬

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম। ঈদের অনেক শুভেচ্ছা জানবেন। তাক্কাব্বালাল্লাহু মিন্নী ওয়া মিনকুম।

১০১| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ব্লগবাড়ী ঘুরে গেলাম।

১০২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: লিখুন!

১০৩| ০৩ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:



আপনি আরেকটি গল্প লিখেছেন বলেছেন, উহাকে পোষ্ট করেন। আপনার এই গল্পে জীবনের ছোঁয়া ছিলো।

১০৪| ০২ রা মে, ২০২২ দুপুর ২:৪৭

বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন নজসু?

আমি মাঝে মাঝে আসি কিন্ত পোস্ট করা হয় না।
চেষ্টা করছি একটু নিয়মিত হওয়া যায় কিনা।

শুভকামনা রইল।
ঈদ মোবারক।

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:১১

নজসু বলেছেন:



প্রিয় ভাই, আপনি সত্যি খুবই অমায়িক আর সুন্দর মনের মানুষ। শুধু এখানে নয়, আরও কয়েক জায়গায় আপনার করা মন্তব্য দেখি আর ভাবি আপনি সবাইকে কতো ভালোবাসেন। সবাইকে একেবারে আপনার করে নিয়েছেন। আমি আমার অতীত নিয়ে ভাবতে চাইনা। তবুও আপনার মাঝে আমার প্রতিবিম্ব দেখতে পাই। আপনার জন্য অনেকঅনেক দেয়া আর শুভকামনা।
ঈদ মোবারক।

১০৫| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৪৭

ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক ভাই।

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫

নজসু বলেছেন:



ঈদ মোবারক প্রিয় ভাই। আনন্দময় হোক ঈদ।

১০৬| ০৫ ই জুন, ২০২২ দুপুর ১২:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: খুব সুন্দর গল্প।

১০৭| ২৩ শে জুলাই, ২০২২ সকাল ১১:১৮

শেরজা তপন বলেছেন: এত ব্লগারের আবেদন নিবেদন উপেক্ষা করার কি হেতু?
বিশেষ করে এম আলী ভাই বহুবার নতুন লেখার জন্য অনুরোধ করেছেন আপনাকে- আপনি বেশ ভাগ্যবান।

১০৮| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার নামের পাশে সবুজ বাতি জ্বলজ্বল করছে ?
আপনাকে মিস করছি এটা জানিয়ে গেলাম। বাঁকিটুকু আপনার এখতিয়ারে। ভালো থাকবেন।

১০৯| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই,
মেঘে মেঘে বেলাতো
অনেক হলো
এবার নতুন লেখায়
হাত দিন।

১১০| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০০

পেঁংকু বঁগ বলেছেন: :-B

১১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


আপনার নামের পাশে সবুজ বাতি জ্বলজ্বল করছে !
আপনার লেখা মিস করছি এটা জানিয়ে গেলাম। বাঁকিটুকু আপনার এখতিয়ারে।

১১২| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: ১১১. ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার নামের পাশে সবুজ বাতি জ্বলজ্বল করছে !
আপনার লেখা মিস করছি এটা জানিয়ে গেলাম। বাঁকিটুকু আপনার এখতিয়ারে।


সহমত

১১৩| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



লগ ইন আছেন দেখে এলাম ।
এর আগে অনেবার আপনার ব্লগে
ডু মেরে গিয়েছি । যাহোক আজ আবার
নতুন লেখার দাবী জানিয়ে গেলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১১৪| ০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১০

সাহাদাত উদরাজী বলেছেন: ুতন লিখা লিখুন।

১১৫| ১৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

প্রামানিক বলেছেন: আবারো পড়লাম।

১১৬| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: দুর্দান্ত লিখেছহেন সুজন ভাই, আমাদের দেশে এমন বাস্তবতার অসংখ্য রেকর্ড আছে।

................শুভ সকাল।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

নজসু বলেছেন:



ধন্যবাদ প্রিয় কামাল ভাই। প্রতিমন্তব্য করতে অনেক দেরি করে ফেললাম। ভালো থাকবেন ভাই।

১১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: নুতন কিছু লিখুন।

১১৮| ২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: জনাব সুজন। সবাই আপনার নতুন পোষ্টের অপেক্ষায় দিন গুনছে। ব্যাপারটা বুঝার চেষ্টা করেন ভাই।

২৬ শে মার্চ, ২০২৪ রাত ৮:৪৯

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম শ্রদ্ধেয়। ক্ষমা চেয়ে নিচ্ছি বিলম্বে প্রতিমন্তব্য করার জন্য। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। আপনাদের মূল্যবান লেখাগুলো পড়তেই বেশি ভালো লাগে। পোষ্ট লেখার জন্য উপযুক্ত সময়ও বের করতে পারিনা। আমি ইনশায়াল্লাহ নতুন পোস্ট দেয়ার চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.