নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ ব্লগারদের খোঁজে

০৫ ই মে, ২০২১ রাত ৯:৫৯



অনেক ব্লগার আছেন যারা ব্লগের পোস্ট পড়েন তারপর মন্তব্য করেন, পোস্টের বিষয়বস্তু জেনে শোনে বুঝে বিস্তারিত আলোচনার সারমর্ম নিয়ে মন্তব্য করে থাকেন। তারা নিঃসন্দেহে ব্লগের অলংকার। বিখ্যাত বন্দর নগরী চট্টগ্রামের একটি প্রসিদ্ধ স্থানের নাম অলংকার - সে গল্প অন্য একদিন করবো। এই অলংকার ব্লগার যারা আছেন তাঁরা আমাদের গর্ব আমাদের অহংকার। ব্লগার আহমেদ জী এস ভাই, ব্লগার ডঃ এম এ আলী ভাই, ব্লগার চাঁদগাজী ভাই, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, বিদ্রোহী ভৃগু ভাই, প্রামানিক ভাই, খায়রুল আহসান ভাই নিঃসন্দেহ অলংকার ব্লগার। ব্লগে আরোও অনেক অনেক গুণী অলংকার ব্লগার ছিলেন - আছেন যারা এখন প্রায় অনুপস্থিত। আর তাঁদের খোঁজে আজ সামন্য একটি চেষ্টা। জরুরী নয় পোস্টে ৫০ থেকে ১০০টি মন্তব্য হতে হবে, জরুরী হচ্ছে পোস্টে অলংকার ব্লগারদের উপস্থিতি। তাঁরা যেমন চমৎকার চমৎকার পোস্ট দিয়ে থাকেন ঠিক তেমনি তাদের মন্তব্য প্রতিমন্তব্যগুলোও হয় চমৎকার চমৎকার। ব্যক্তিগতভাবে আমি তাঁদের কাছে ঋণী ও কৃতজ্ঞ।

ব্লগার এমজেডএফ সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ০৪ঠা মার্চ, ২০২০ সময়: রাত ৩:৫০
ব্লগার জুনায়েদ বি রহমান সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ২২শে মার্চ, ২০২০ রাত ১১:২৬
ব্লগার সুপারডুপার সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ২২শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫
ব্লগার স্বপ্নবাজ সৌরভ সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ২৮শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৯
ব্লগার উদাসী স্বপ্ন সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ১৬ই জুন, ২০২০ রাত ২:০২
ব্লগার সনেট কবি সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
ব্লগার খাঁজা বাবা সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৯
ব্লগার ভ্রমরের ডানা সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:১০
ব্লগার মোগল সম্রাট সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫
ব্লগার সম্রাট ইজ বেস্ট সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ০৩ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩
ব্লগার নীলপরি সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৩


উল্লেখিত সকলে মাত্র গত বছরও নিয়মিত ব্লগার ছিলেন। এছাড়া নিয়মিত ব্লগারদের মাঝে ব্লগে অনুপস্থিত আছেন ব্লগার রক বেনন, সেলিম আনোয়ার, অন্তরন্তর, স্রাঞ্জি সে, ল (রহমান লতিফ) সহ আরোও অনেকে। ব্যক্তিগত ভাবে আমার পক্ষে সকল ব্লগারদের খোঁজ নেওয়া প্রায় অসম্ভব বিষয়। তারপরও সকল ব্লগারদের পোস্টে আমি মন্তব্য করেছি আপনারা কেমন আছেন ব্লগে জানান, আমরা সবাই চিন্তিত। আশা করি নিখোঁজ ব্লগার ও তাঁদের সাথে যে সকল ব্লগারদের যোগাযোগ আছে তাঁরা একটি সংবাদ দিয়ে আমাদের চিন্তামুক্ত করবেন।

ছবিঃ সজনে পাতা। স্যামসাং ৭ সিরিজ। ভাতে মাছে বাঙালী বলে একটি প্রচলিত কথা আছে, আমি নিরামিষভোজী মানুষ অর্থাৎ শাক সবজিতে বাঙালী, ছবিতে ঝকঝকে সজনে পাতা দেখা যাচ্ছে, বাজারে সজনে সচরাচর দেখা যায় না। তাছাড়া সজনে যেমন মোটামোটি দুর্লভ ঠিক তেমনি সজনে গাছও দুর্লভ। সজনে পাতা শাক হিসেবে কেমন মজাদার তা নিয়ে বিস্তারিত পোস্ট দিবো ভাবছি। মানুষ হিসেবে আমি কাজের বিনিময়ে খাদ্য শ্রেণীর। তাই খাদ্য নিয়ে গ্রাম, মফস্বল, শহর, বন্দর নগরী ও রাজধানী থেকে শুরু করে দেশ বিদেশের অনেক অনেক গল্প বলার আছে। আশা করি সময়ে সে সব গল্প করবো। আজকের মতো সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি।


কৃতজ্ঞতা স্বীকারঃ সামহোয়্যারইন ব্লগ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।





মন্তব্য ৫৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২১ রাত ১০:০২

জটিল ভাই বলেছেন: নীল ফিউগেটিভ, এবং শহীদুল ইসলাম প্রামাণিক ভাইদের খবর কেউ জানেন?

০৫ ই মে, ২০২১ রাত ১০:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




নীল ফিউগেটিভ এর সাথে আমার ব্লগিং হয়নি তাই জানা নেই। তবে শহীদুল ইসলাম প্রামাণিক ভাই ভালো আছেন কাজের চাপে ব্লগে অনিয়মিত আছেন। তিনি কিছুদনি আগেও ব্লগে পোস্ট দিয়েছেন।

২| ০৫ ই মে, ২০২১ রাত ১০:০৯

কামাল১৮ বলেছেন: নো নিউজ গুড নিউজ।তবে করোনা একটা সমস্যা বটে ,বিশেষ করে বয়স্কদের জন্য।ভালো থাকবেন।

০৫ ই মে, ২০২১ রাত ১০:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




বয়স হয়েছে রুটিন জীবন। ভালো থাকার চেষ্টা করছি। দোয়া করবেন।


৩| ০৫ ই মে, ২০২১ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:




ব্লগের আকর্ষণ ক্ষমতা কমছে!

০৫ ই মে, ২০২১ রাত ১০:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার পর্যবেক্ষণ শক্তি প্রবল। আপনার ধারণা সঠিক। পাট শাক ভাজি অবশ্যই খেয়েছেন সজনে পাতা ভাজি কি খেয়েছেন? আপনাদের চট্টগ্রামে আমার অনেক অনেক স্মৃতি। আগামীতে স্মৃতি নিয়ে আশা করি কিছু লিখবো।

বিশ্বে কি বিশ্বযুদ্ধ চলছে? নাকি করোনা শুধুমাত্র করোনা? আমরা বেকুবের দল কিছুই বুঝতে পারছি না। এটি নিয়ে আপনার ধারণা কি একটি পোস্ট দিতে পারেন।

৪| ০৫ ই মে, ২০২১ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



চীনারা বিশ্বযুদ্ধই শুরু করেছে।

০৫ ই মে, ২০২১ রাত ১০:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




সন্ধ্যার পর চোখে দেখতে না পাওয়া এমন একটি রোগ আছে নাম “কানা উলা” - আমাদের আসলে কানা উলা ধরেছে। কিছুই জানিনা, কিছুই বুঝিনা। করোনা সম্পর্কে এখনো আমাদের ধারণা “০” পর্যায়ে আছে। করোনা প্রকোপের আলামত দেখে মনে হচ্ছে চীনারা সমগ্র বিশ্বকে পঙ্গু করে দিবে।

৫| ০৫ ই মে, ২০২১ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



চীনারা বুঝেছিলো যে, করোনা ক্যাপিটেলিষ্ট অর্থনীতিকে পর্যুদস্ত করে দেবে।

০৫ ই মে, ২০২১ রাত ১০:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার ব্যক্তিগত ধারণা: - সমগ্র বিশ্ব স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে অবহেলা করেছে। সমগ্র বিশ্ব স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানেও অবহেলা করেছে। বিশ্ব সমগ্র সময় ব্যয় করেছে ইন্টারনেটের পেছেন। আর হারামজাদা চীন এই সুযোগে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বোমা মেরে দিয়েছে। আমরা এখন পিপিলিকার মতো পালাচ্ছি নয়তো মরছি। এভাবে কতোদিন? এভাবে বিশ্ব পাতালে চলে যাবে রসাতলে চলে যাবে।

আপনি এ বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ পোস্ট দিন।

৬| ০৫ ই মে, ২০২১ রাত ১০:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:




নিখোঁজ ব্লগারদের সন্ধানে নেমেছেন দেখে ভাল লাগল ।
বছর দুয়েকের ধরেই ব্লগের আনেক গুণ ব্লগার ভাল
ভাল পোষ্ট দিয়ে নিখোঁজ হয়ে গেছেন । তেমনি
একজন হলেন এই ব্লগের এক গুণী কবি নীলপরি ।
জ্বল জ্বলে কোহিনুর নিয়ে কবিতা লিখে
আগস্ট ২০১৯ হতে নীজেই নিভে গিয়ে নিখোঁজ,
অথচ প্রায় প্রতিদিনই বেশ উচ্চ মার্গের কবিতা
তিনি ব্লগে পোষ্ট করতেন ।

কামনা করি গুণী সকল ব্লগার ফিরে আসুন ব্লগে ।

শুভেচ্ছা রইল ।

০৬ ই মে, ২০২১ রাত ১২:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




যাদের সঙ্গে লেখালেখি করেছি তাদের জন্য মন খারাপ লাগে। আর এই মন খারাপ লাগা থেকেই এই পোস্ট। কামনা করছি সকল ব্লগার ফিরে আসুন। শুভেচ্ছা রইলো।

৭| ০৫ ই মে, ২০২১ রাত ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব বিশ্বাসই করেনা ব্লগাররা
ব্লগ ছাড়ছেন ! মেঝদা, মাইনুদ্দিন মইনুল,
প্রামানিক ভাই, কামাল ভাই, রব্বানী ভাই,
ব্লগার প্রান্তসহ অনেকেই আজ নাই। তাদের
সবাইকে মিস করছি।

০৬ ই মে, ২০২১ রাত ১২:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রামানিক ভাই, ব্লগার প্রান্ত ব্লগেই আছেন। ব্লগার প্রান্তকে আজ অথবা গতকালও দেখেছি লগইন অবস্থায়। মেঝদা, মাইনুদ্দিন মইনুল, কামাল ভাই, রব্বানী ভাইদের সাথে আমার ব্লগিং করার সুযোগ হয়নি। আমি রেজিষ্টার করার পর দীর্ঘদিন অনিয়মিত ছিলাম।

৮| ০৬ ই মে, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: আসলে কেউ ইচ্ছা করে না হারালে তাকে খুঁজে পাওয়া যাবে।
নিখোঁজ ব্লগাররা ফিরে ফিরে আসবেন। অবশ্যই আসবেন।

০৬ ই মে, ২০২১ সকাল ১১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আশা করছি নিখোঁজ ব্লগার’রা ফিরে আসবেন।

৯| ০৬ ই মে, ২০২১ ভোর ৪:১৬

নেওয়াজ আলি বলেছেন: সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে সজনে পাতার চাটনি খেতে ভারী মজা। আহ জিব্বা জল আসে

০৬ ই মে, ২০২১ সকাল ১১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি সজনে পাতার মজাদার রেসিপির মধ্য একটি খেয়েছেন। এটি সত্যি সত্যি মনে রাখার মতো। এই রেসিপি আমাদের দেশের পার্বত্য এলাকার আদীবাসীদের তৈরি।

১০| ০৬ ই মে, ২০২১ ভোর ৬:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: যাদের সাথে অতীতে জমেছে খুব জম্পেশ খেলা তাদেরই নাম বললেন। ধন্যবাদ। ব্লগার চাঙ্কু, কালীদাস, লতিফ ভাই সহ আরো অনেককেই মিস করছি খুব। কালিদাস ভাই ও লতিফ ভাই খুব ব্যাস্ত মনে হয়। মাসখানেক পূর্বে যোগাযোগ হয়েছিল বলা যায় না, তবে জানতে পেরেছি বলতে পারি।

আপনি ভালো আছেন তো?

০৬ ই মে, ২০২১ সকাল ১১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি ভালো আছি, এই ব্লগারদের মিস করার অন্যতম কারণ তাঁদের সাথে আমার ব্লগিং হয়েছে। মানুষ হিসেবে তাঁরা নিঃসন্দেহে ভালো মানুষ। তাই তাঁদের মনে পড়ে বারংবার। কালিদাস ও রহমান লতিফ ভাই সম্পর্কে জেনে ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ।

১১| ০৬ ই মে, ২০২১ সকাল ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, ব্লগার কালীদাস 'মেঘদুত' পুনরায় লিখছেন, ব্যস্ত!

০৬ ই মে, ২০২১ সকাল ১১:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




লেখালেখি থেকে মন উঠে গেলে আবার লেখালেখিতে ফিরে আসা কঠিন।

১২| ০৬ ই মে, ২০২১ সকাল ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




অনুপস্থিত ব্লগারদের কথা মনে করে লিখেছেন। এটা ব্লগ সহমর্মিতার প্রকাশ।
আশা করি, এই লেখা তাদের চোখে পড়বে যারা যারা ইচ্ছা কিম্বা অনিচ্ছায় ব্লগে পা রাখছেন না বা রাখতে পারছেন না।

০৬ ই মে, ২০২১ সকাল ১১:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি হয়তো লক্ষ্য করেছেন আমি প্রায়ই ব্লগারদের ব্লগে খোঁজ করার চেষ্টা করি, পোস্টে গিয়ে মন্তব্য করে আসি। এই ব্লগারদের মিস করার অন্যতম কারণ তাঁদের সাথে আমার ব্লগিং হয়েছে। মানুষ হিসেবে তাঁরা নিঃসন্দেহে ভালো মানুষ। তাই তাঁদের মনে পড়ে বারংবার।


১৩| ০৬ ই মে, ২০২১ দুপুর ১২:১১

ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন আপনি । অলংকার এসে ঘুরে যান , আমি সঙ্গ দিব। আপনার প্রিয় কর্মস্থল চট্টগ্রাম আসলে জানাবেন ।

০৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




চট্টগ্রামের আথিতেয়তা মেজবানী খাবার নিয়ে লিখবো লিখবো করে আর লেখা হচ্ছে না। চট্টগ্রামে আমার অনেক অনেক স্মৃতি আমি সময়ে করে লিখবো।

১৪| ০৬ ই মে, ২০২১ বিকাল ৪:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি তারা নিখোঁজ ব্লগার না, অনিয়মিত ব্লগার, বা অনুপস্থি ব্লগার বড়োজোর। তারা আবার ফিরে আসবেন, এই প্রত্যাশা।

আপনিও ব্লগের একজন অলঙ্কার। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো- গত কয়েকদিনে ব্লগ আবার একটু প্রাণবন্ত হয়েছে। বেশ কয়েকজন নতুন ব্লগারকে খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে, যাদের পোস্টের মান ও কমেন্টের মান ভালো।

কেউ কেউ কোনো কারণে প্রথম/পরিচিত নিক বাদ দিয়ে হয়ত নতুন নিকে এসে অ্যাক্টিভ হয়ে থাকতে পারেন, পার্টিকুলারলি পোস্টে উল্লেখিত ব্লগারদের কথা বলছি না, পরিচিত যাদের দেখা যাচ্ছে না, তাদের মধ্যে এমন হতে পারে।

সবার জন্য শুভেচ্ছা থাকলো।

০৬ ই মে, ২০২১ বিকাল ৫:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, আমি তাল গাছ হতে চাই না। জীবনের বড় একটি সময় চলে গেছে। আমি কাজ পাগল মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার ব্লগিং জীবনে আমি কারোও সম্পর্কে আজে বাজে কথা, গীবত, তির্যক মন্তব্য, তিক্ত মন্তব্য করেছি বলে আমার মনে পড়ে না। আপনি লক্ষ্য করে থাকবেন আমি যে কোনো নিককে ভাই বোন বলে সম্মোধন করে থাকি। ব্লগে সুখ দুঃখের গল্প গুজব করতে চাই তাও কিসের গল্প - সব নিজের গল্প। আমি আশা করি - আমি বিস্বাস করি আমার নিজের জীবনের গল্প পড়ে আপনি আনন্দিত হবেন। কারো সাথে দরবারে জড়াতে চাই না, দরবার দেখলে ব্লগে লগইন করা বন্ধ করে দেই। চিনিনা জানিনা মানুষের সাথে কিসের ঝগড়া কিসের দরবার? অযথা। ব্যক্তি জীবনে মানুষের বহু শত্রু থাকে সেসব ফেলে ব্লগে এসে শত্রুতা করা উন্মাদের কাজ বলে আমার বিস্বাস।

আপনার ধারণা সঠিক হবার সম্ভবনা ১০০ তে ১০০ ভাগ। ভাই এসব নিয়ে আমি ভাবতে চাই না। ব্লগে আমি আামর নিজের লেখা লেখি। এমনিতে এক মন্তব্যর কারণে সকলে মিলে একবার আমাকে ব্লগের প্রধানমন্ত্রী করেছিলেন। ব্লগের কারো বিষয়ে কিছু আমি বলতে চাইনা, জানতেও চাইনা ভাই। যার যা ইচ্ছা করুক। এসব নিয়ে ব্লগ এডমিন ভাববেন। আপনার আমার ভাবনার বিষয় না। বাদ দিন সেসব।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই পোস্টে আপনার নাম আমি বিশেষভাবে উল্লেখ করে দিচ্ছি। আপনার ভালোবাসার কাছে আমি ঋণী রইলাম।

আপনি পুঁই শাক দিয়ে মাংসের তরকারি রান্না খেয়েছেন কখনো? আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এক যুগের উপর হতে চললো তারপরও আমি এই গল্পগুলো প্রায়ই করি। আল্লাহপাক নানা দেশের রান্না খাওয়ার সুযোগ দিয়েছেন, জানিনা আর কখনো দেশ বিদেশে যেতে পারবো কিনা। জানিনা বিশ্ব মানব সভ্যতার ভবিষ্যত কি?

দোয়া করবেন আল্লাহ যেনো সুস্থ রাখেন ঈমানের সাথে আমানত রাখেন এ দুনিয়াতে আখেরাতেও।

১৫| ০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কামাল১৮ বলেছেন: নো নিউজ গুড নিউজ।তবে করোনা একটা সমস্যা বটে ,বিশেষ করে বয়স্কদের জন্য।ভালো থাকবেন।

কামাল সাহেব আপনার বয়স কি ১৮ নাকি ১৮+

১৬| ০৬ ই মে, ২০২১ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: আশা করছি, আপনার এ পোস্টের পর অন্ততঃ কয়েকজনের হলেও সন্ধান পাওয়া যাবে, কিংবা তাদেরকে ব্লগে ফিরে পাওয়া যাবে।
অনুপস্থিত ব্লগারদের প্রতি আপনার পৌনঃপুনিক খোঁজ নেয়ার ব্যাপারটা আমি এর আগেও লক্ষ্য করেছি। এমন আন্তরিক সহমর্মিতার জন্য ধন্যবাদ।

০৬ ই মে, ২০২১ রাত ১০:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




কর্ম জীবনের কারণে কম মৃত্যু দেখিনি কিন্তু গত এক বছরে আমরা যেভাবে মানুষ হারিয়েছি তা কল্পনাকেও হার মানায়। ১৯৭১ ভুলেই ছিলাম এখন প্রায়ই মনে পড়ে ১৯৭১। কখনো ভাবিনি এভাবে একজন একজন করে চলে যাবেন। আমার বেশ কয়েকজন নিকট আত্মীয় করোনা আক্রান্ত হয়ে গত হয়েছেন। সত্যি সত্যি জানিনা কি আছে আমাদের ভবিষ্যত। শুধু দোয়া করি আল্লাহ যেনো ঈমানের সাথে আমানত রাখেন আমাদের এখানেও পরপারেও।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

পুনশ্চঃ ব্যবসা সংক্রান্ত বেশ কিছু ঝামেলাতে আছি, মনের ভুলে পোস্টে আপনার নাম লিখতে ভুলে গিয়েছি। আমি এখনই আপনার নাম পোস্টে উল্লেখ করছি।

১৭| ০৬ ই মে, ২০২১ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: হারিয়ে যাওয়া সমস্ত ব্লগাররা ফিরে আসুক। সবাই মিলে জমিয়ে ব্লগিং করি।

১২ ই মে, ২০২১ রাত ১০:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




হারিয়ে যাওয়া ব্লগারগণ ফিরে আসবেন সেই প্রত্যাশায় অপেক্ষায় আছি।

১৮| ০৮ ই মে, ২০২১ বিকাল ৪:২৯

মোস্তফা সোহেল বলেছেন: ফরিদ আহমদ ভাই ( সনেট কবি ) কথা আমি বেশ কিছু দিন থেকেই ভাবছিলাম।
কেউ যদি উনার খবর জেনে থাকেন তবে জানাবেন।ভাইয়ার খোঁজ না পেয়ে আমি চিন্তিত আছি।
আমার মনে হয় ব্যস্ততার কারনে অনেকে ব্লগে আসতে পারেন না।

১২ ই মে, ২০২১ রাত ১০:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ফরিদ আহমেদ ভাই (সনেট কবি) লম্বা সময় ধরে ব্লগে অনুপস্থিত আছেন। “সনেট কবি - লেখা পাগল মানুষ” তিনি এমন লম্বা সময় ধরে দুরে থাকার কথা না।

১৯| ০৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: অরুণি মায়া অনু নামে একজন ব্লগার ছিলেন, যিনি বিড়াল ভালবাসতেন। তিনিও বেশ ক'বছর ধরে ব্লগে অনুপস্থিত রয়েছেন। কেউ কি তার খোঁজ জানেন?

১২ ই মে, ২০২১ রাত ১১:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




অরুণী মায়া অনু নামে একজন ব্লগার ছিলেন। অনেক ব্লগার আছেন যারা পাসওয়ার্ড ভুলে আর লগইন করতে পারছেন না, ভিন্ন নিকে লগইন করে সমস্যাটি সমধানও করতে পারছেন না। আবার অনেকে ব্লগে লেখালেখির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন - ফেসবুকে হয়তো লিখে থাকেন। হারিয়ে যাওয়া ব্লগারগণ ফিরে আসবেন সেই প্রত্যাশায় অপেক্ষায় আছি।


২০| ০৮ ই মে, ২০২১ রাত ১১:০৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আরো অনেক পুরনো ব্লগার এখন ব্লগে সক্রিয় নন। যেমন যীশু (সর্বশেষ পোস্ট ১২ মে ২০১৩), সুখী মানুষ (সর্বশেষ পোস্ট ২১ ফেব্রুয়ারি ২০২০, তবে ফেসবুকে স্বনামে সক্রিয়), হিমালয় ৭৭৭ (সর্বশেষ পোস্ট ৩০ মার্চি ২০১২, ফেসবুকে সক্রিয়), সুপান্থ সুরাহী (সর্বশেস পোস্ট ১৩ ডিসেম্বর২০১৭), অপ্সরা (সর্বশেষ পোস্ট ৭ ডিসেম্বর ২০১৮)
আরো অনেকে আছেন। সবার কথা এই মুহূর্তে মনে পড়ছে না। সবাই ভালো থাকুন। ফিরে আসুন ব্লগে।

১২ ই মে, ২০২১ রাত ১১:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:




অনেক ব্লগার আছেন যারা পাসওয়ার্ড ভুলে আর লগইন করতে পারছেন না, ভিন্ন নিকে লগইন করে সমস্যাটি সমধানও করতে পারছেন না। আবার অনেকে ব্লগে লেখালেখির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন - ফেসবুকে হয়তো লিখে থাকেন। হারিয়ে যাওয়া ব্লগারগণ ফিরে আসবেন সেই প্রত্যাশায় অপেক্ষায় আছি।

২১| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:০৪

মোগল সম্রাট বলেছেন: ঠাকুর ভাই, আপ্লুত হলাম! আমার মতো অতি নগন্যকে মনে রেখেছের জেনে। ভালবাসার এই প্লাটফর্মটা থেকে দুরে থাকি নিতান্তই অনিচ্ছায় ।
শুভ কামনা নিরন্তর ।

১৭ ই জুন, ২০২১ সকাল ১০:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




মোগল সম্রাট ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি মন্তব্য করে জানান দিয়েছেন ভালো আছেন। আপনি আমার একজন প্রিয় মানুষ। আর আমি আমার প্রিয় মানুষদের মনে রাখি সব সময়। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ভাই সামান্য ব্যস্ততার কারণে আপনার মন্তব্য উত্তর দিতে বেশ দেড়ি হয়েছে বিধায় আমি আন্তরিক দুঃখিত।




২২| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৮

মেহবুবা বলেছেন: সজনে পাতা অনেক মজা!
সছনে গাছ জাদুকরী! সজনে মজা, পাতাও মজা , সবচেয়ে মজা সছনে ফুল ভাজি!

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের হাতে রান্না করা সজনে গাছের ছাল ভাজি খেয়েছি। আপনি সঠিক বলেছেন, আস্ত সজনে গাছটি এক অলৌকিক ঔষধি বৃক্ষ। আপনাকে অশেষ ধন্যবাদ।

২৩| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার পোস্টে এলে এতো ক্ষুধা লাগে কেন ? :P

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই আপনি শাক পাতা পছন্দ করেন আমার জানা ছিলো না। আপনি কি নুনিয়া শাক/লোনতা শাক খেয়েছেন। বিচিত্র কারণে গম ক্ষেতে এই শাক জন্মে। যদি শাক পাতা পছন্দ করে থাকেন তাহলে বলতে হবে লোনতা শাক দিয়ে আপনি থালা ভর্তি ভাত খেতে পারবেন সাথে শুধু এক ফালি কাগজি লেবু আর একটি শুকনো পোড়া মরিচ লাগবে। খেয়ে মনে হবে অনেক দিন পর তৃপ্তির সাথে ভাত খেয়েছেন।

আমি খাবার দাবার নিয়ে পোস্ট দিবো খুব শিঘ্রই। আপনাকে অশেষ ধন্যবাদ।

২৪| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আকাশের এত তারা কেন যে একসাথে মেঘের আড়ালে হারায়!!!
সত্যিই সামু পরিবারের এই বিশেষত্ব- কাউকে না দেখলে মন কেমন করে
একজন আরেকজনের সন্ধানে পোষ্ট দেয়..
কেউ ফেরে কেউ ফেরে না

সবাই ফিরে আসুন -এই প্রত্যাশা

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনিও মাঝে মাঝে হারিয়ে যান! আমি নিজেও মাঝে মাঝে হারিয়ে যাই। উপায় নেই মাঝে মাঝে কাজ সিন্দাবাদের ভূতের মতো কাঁধে সওয়ার হয়। আপনাকে মনে রেখে আমি একটি বিশেষ পোস্ট দিবো। সবাই ফিরে আসুন - এই প্রত্যাশা রইলো।

২৫| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:২২

মেহবুবা বলেছেন: যেহেতু সজনে গাছের ছাল ভাজি খেয়েছেন, তাহলে সাহস করে বলেই ফেলি --- আমার মতে সজনে গাছ ১ নম্বরে থাকবে । সজনে কাছের শিকড় ভর্তা, গাছের বাকল ভর্তা এবং আপনার অভিজ্ঞতার ভাজি, কচি সজনে সিদ্ধ মাছের সস দিয়ে, সজনে পাতা শাকের মত ভাজি অথবা তেল ছাড়া মুচমুচে ভাজি, সজনে ফুল ভাজি, সবার পরিচিত সজনে কাঁচা আম, আলু এবং মসুর ডাল দিয়ে তরকারি--- কত কত পদ। ফুল ভাজি খুব মজা।
সজনের পরে আছে কলা গাছ, যার কাঁচা এবং পাকা কলা, কলার মোচা, কলা গাছের কাণ্ডের ভেতরের থোড় খাওয়া হয় ।

লুনিয়া শাকের ছবি দেবেন, আমরুলি শাক কিনা ভাবছি ।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:
ছবি: - নুনিয়া/লোনতা/নুনতা শাক

আপনি সজনের সকল রেসিপি জানেন। এটি অনেক বড় গুণ। পুরাতন রেসিপিগুলো অনেকেই জানেন না। বা অনেকে পছন্দও করেন না। আমার কাছে পুরাতন রেসিপিগুলোই ভালো লাগে। আপনি লক্ষ্য করে দেখবেন ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো শাকের সাথে মজাদার।

সজনে পাতা ও পাটশাক মুচমুচে ভাঁজা সবাই পারেন না। এইখানে হাতের টেকিনিক আছে। কলার মোচা যিনি রান্না পারেন তাঁর হাতের রান্না খেলে মনে রাখতে হবে এমন রান্না। এইগুলো রান্নার জন্য প্রচুর ধৈর্য প্রয়োজন হয়। আমার প্রিয় খাবার মিষ্টি কুমড়োর ফুলের বড়া। ইলিশ মাছ লাউপাতা দিয়ে পাতুরি।

কেঁচকি মাছের ঝোল রান্না করতে চাইলে তাতে দুইটি লেবু পাতা ছিড়ে দিয়ে দিবেন। পরবর্তিতে লেবুপাতা ছাড়া কেঁচকি মাছ রান্না করতে মন চাইবে না।

২৬| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৭

মেহবুবা বলেছেন: আমি অনেক শাক পাতা চিধি, এটা বেলে শাকের মত দেখতে তবে হলুদ ফুল দেখে চিনতে পারছি না ।
শাক সব্জি এবং বিভিন্ন দেশীয় রান্না সত্যি মন ভোলানো ।
আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমার আম্মার মত কারো সন্তান হয়ে জন্মেছি ।
এমন কোন কথা বলবো না যেটাতে অহমিকা প্রকাশ পায়; শুধু এইটুকু বলি যে বহুবার শুনেছি নানাজনের কাছে আম্মাজীর হাতের সব রান্না সুস্বাদু।
আল্লাহ্ মহান।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি সঠিক অনেক অঞ্চলে এটিকে বেলে শাক বলে থাকে এবং বেলে শাক হিসেবে পরিচিত। আমি ব্লগে আপনার জন্য এবং যারা রান্নার বিষয়ে আগ্রহী তাদের জন্য পুরাতন কিছু রেসিপি দিবো। তাছাড়া কিছু রেসিপি আমার জানা আছে যা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের হাতের। একটি কথা মনে রাখবেন - রান্না জানা মানুষ জীবনে কোথাও ঠেকে না। একাডেমিক শিক্ষিত মানুষের চাইতেও শিক্ষিত একজন রান্না জানা মানুষ। ***আপনি ইউটিউবে দেখবেন রান্নার চ্যানেলগুলোর কদরই আলাদা।

এক সময় আমাদের গ্রামের বাড়িতে কাঁচা কাঁঠাল দিয়ে মাংস রান্না করা হতো। এই রান্নার আয়োজন বেশ কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ তাই এখন আর এই রান্না কেউ করেন না বলা চলে। কাঁঠাল দিয়ে মাংস বেশ মজাদার। আমি অবশ্য প্রায় এক যুগ ধরে মাংস আর খাই না।

আপনার আম্মার জন্য দোয়া রইলো। আল্লাহপাক উনাকে নেক হায়াত দান করুন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমানত রাখুন, ফি আমানিল্লাহ।

২৭| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০০

মেহবুবা বলেছেন: ইঁচড় অর্থাৎ কাঁচা কাঁঠাল আমার পছন্দের একটা পদ। তবে আমরা এটাকে গোশতের মত রান্না করে খাই অথবা কাবাব গোশত ছাড়া । বাচ্চাদের বলেছি এটার আরেক নাম " গাছ পাঠা"।
আম্মা ইন্তেকাল করেছেন কবছর হোল, কেবল ভাল রান্না করেননি, ভাল মানুষ বানাবার জন্য যুদ্ধ করেছেন।

যে যেখানে আছেন, ভাল থাকবেন।
শাকের কথা যদি বলি, সব শাক মজা। কখনো সুযোগ পেলে পোড়া নটে শাক খেয়ে দেখবেন, কাঁটা নটের মত দেখতে তবে কাটা নেই; অনেক বছর আগে খেয়েছিলাম এখনও মনে আছে।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




পরম করুণাময়ের দরবারে আপনার আম্মার আত্মার মাগফিরাত প্রার্থনা করছি। পেড়া নটে শাক খাইনি - আমি অবশ্যই পোড়া নটে শাক খাবো। মিষ্টি আলুর পাতা, মসুরের ডাল পাতা, সরিষা পাতা শাক আমার প্রিয়। আমি বিস্তারিত লিখবো সময় করে।

শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়া বড় জরুরী। আপনার আম্মা সঠিক কাজটি করেছেন। আল্লাহ আমাদের সুস্থ রাখুন। নিরাপদ রাখুন। ফি আমানিল্লাহ।

২৮| ১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি আমাকে খুঁজেছেন ?
কেউ খুঁজলে এতো ভালো লাগে জানা ছিল না।

ল ভাই কে আর পেলাম না। শের শায়রী কোথায় গেলেন , কেমন আছেন ? বিজন রয় আসবো আসবো করেও আসছেন না। কিরমানি লিটনও নাই , জমতো বেশ।
রাজীব নূর ভাই বেশ কিছুদিন ধরে নেই। অভিমানটা আমি জানি। তার অভিমানের সুরাহা না হলে তিনিও হয়তো দীর্ঘ সময় অনুপস্থিত থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



না, ল ভাইকে আজও পাইনি। আমি আমার প্রিয়জনদের সব সময় খোঁজ নেওয়ার চেষ্টা করি। ব্লগে অবশ্যই আপনি আমার একজন প্রিয় ব্লগার। বিজন রয় ভাই হয়তো ব্যস্ততায় লেখালেখি থেকে দুরে আছেন তবে তিনি মাঝে মাঝে লগইন হোন দেখতে পাই। কিরামনি লিটন সাহেব বেশ কবিতা লিখতেন, রাজীব নূর সাহেব হয়তো পরিবার পরিজন নিয়ে ব্যস্ত আছেন।

কয়েকদিন যাবত শৈত প্রবাহ চলছে। এবার তেমন শীত পড়েনি। খুব সম্ভব জানুয়ারীর শেষে আরেকটি শীতের ঝাকি আসবে। আপনার রাশিয়ান গল্পগুলো খুব মজাদার। আপনার পুত্র কেমন আছেন? বাপ বেটা মিলে শীতের মজাদার কিছু খাবার দাবার করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.