![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের জনগনের মন বুঝতে মনোবিজ্ঞানীদের অনেক বেগ পেতে হয়। রাজনীতিবিদরা সহজে বুঝবে কিভাবে। এদেশের জনগন আমরা আসলেই কি চাই সেটা নিজেরাও বুঝতে অনেক দেরি হয়।না হলে আজ পর্যন্ত কোন একটা বিষয়ে ঐক্যমত্য হতে পারেনি কেন। এ দেশের মানুষকে বিভক্ত করে রেখেছে কিছু তুচ্ছ বিষয় । দেশের সামগ্রিক স্বার্থ এইসব তুচ্ছ বিষয়ের চেয়ে বড় হয়ে ধরা দেয়ায় এই বিভক্তি যুগ যুগ ধরে টিকে থাকবে
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫
কতকাল বলেছেন: কিচুই বুজলাম না। তবু ধন্যবাদ
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১
বেলা শেষে বলেছেন: কতকাল Brother, thousand & thousand years away .......
then also they will not understand - what is the Bengal-Tiger is.! Salam & Respect to you.
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬
কতকাল বলেছেন: ধন্যবাদ বেলা শেষে
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২২
বিশ্বাস করি 1971-এ বলেছেন: বাংগালী খালি ভাবে, চিন্তা করে, খায় ঘুমায় আর ভুড়িতে হাত বুলায়, বউ লাগায়, কপাল চাপড়ায়, অন্যরে গালি দেয় আর দিনশেষে কয় এই দেশের কিচ্ছু হবে না! এর লাইগাই ব্রিটিশ তাড়াইতে ১৯০ বছর, পাকিস্তানি তাড়াইতে ২৪ বছর আর গণতন্ত্র বানাইতে ১০০(???) বছর লাগে! বাংগালী মস্তিষ্ক হইলো অলসের কারখানা!
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য কথা
আউলা মাথায় বুদ্ধি ভোতা
নাই ভাল কাজ
তাও অতিরিক্ত শ্রোতা ।।