![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় দেখেছি শবে বারাতে মা, চাচি, আব্বা এবং দাদা দাদিরা নফল রোজা পালন করতেন। রাত জেগে নামাজ ও দরুদ শরীফ পড়তেন। বাড়ি বাড়ি মিসকিন পরিবারের সদস্যরা গোস্ত রুটি ও হালুয়া বিলি বন্টন করতেন। কিন্তু আজ সে সব নেই। জামাতি আর ওহাবীদের মিথ্যা ফতোয়ায় সব বরবাদ। এ সব কর্মকান্ডের টেরও আমরা পাচ্ছি। গজব, পরিবারের অশান্তি, সংসারের হানাহানিসহ সব ক্ষেত্রেই যেন বরকত নষ্ট হয়ে গেছে। ফতোয়াবাজ জামায়াতিদের অবস্থায় প্রমান করে তাদের এই অসাড় ফতোয়া তাদের দলকে কোথায় নিয়ে গেছে। কুলাঙ্গার সেৌদ বংশের কোটি কোটি রিয়ালের লোভনীয় অফার নিয়ে সুমলমানদের দিকভ্রান্ত করতে এজেন্টরা শুরু করেছে মিথ্য ফতোয়া। শবে বারাত, শবে কদরসহ মহিমান্বিত রজনীকে বেদাত ফতোয়া দিয়ে মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। নামজ শেষে মোনাজাত তুলে দেোয়া হয়েছে। ঘরে ঘরে যে মিলাদ কিয়াম হতো সেখানেও জামাতিরা আঘাত হেনেছে। আমরা আকের মতো হক ভাবে শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, মিলাদ কিয়াম, দাড়িয়ে কিয়াম পড়তে চায়। জামায়তি আর ইহুদিদের এজেন্টদের চক্রান্তের জাল ছিন্ন করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যায় শুরু হোকে আজকের শবে বরাত থেকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
আসিফ ইকবাল কাজল বলেছেন: ভাল লাগলো