![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন মানুষ লেখা পড়াও তেমন করা হয়নি মাত্র ৬ কি ৭ ক্লাস পড়েছি তাই ব্লগ কালচার সম্পর্কে তেমন ধারণা নাই তবুও
যতটুকো সম্ভব ব্লগের সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবো আর নতুন হসেবে ভুলত্রুটি গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন । আর
আমাকে দয়া করে ব্লক করবেননা ।আর পুরাতন সকল ব্লগার হলেন আমার গুরু আমিই না শুধু আমার মনে হয় আমাদের মত সকল
নতুন ব্লগারদের আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে।
যেমন আমরা মায়ের গর্ভ থেকে কেউ কোন কিছু শিখে আসিনি জন্মে পর থেকে প্রথম কথা মায়ের মুখে শুনে আমাদের শেখা তেমন
লেখা পড়াও কারো না কারো থেকেই শিক্ষা নেয়া ।
আবার হাটার বয়স হলে কারো না কারো হাত ধরেই হাটা শেখা।
এর পর যখন কর্ম জীবনের বয়স হয় তখনো কারো না কারো কাছ থেকেই শিখতে হয়। তেমনি আমার মনে হয় লেখা পড়া করলেই
যে কেউ ব্লগার হয়ে যাবো তা নয়। লেখা পড়া কম জানলেও দেখতে দেখতে আর পড়তে পড়তেও আমাদের মত একজন সল্প লেখাপড়া করা ব্লগ করা শিখতে পরে আর এর জন্য মনের জোরই বড় জোর আর কিছু জ্ঞান।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আপনাদের লেখা পড়েই আমাদের শেখা হোক।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৩
ল বলেছেন: শুভ কামনা
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আপনাদের লেখা পড়েই আমাদের শেখা হোক। আশা করি আপনাদের ভালোবাসা সব সময় পাবো।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
ব্লগ মাস্টার বলেছেন: আপনার কথাগুলো ভালো লাগল।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮
আখ্যাত বলেছেন: জ্ঞান বলতে যত যা, তা সবই মূলত পাওয়া।
অন্যের কাছ থেকে পাওয়া।
কোনটি কার কাছ থেকে কখন পেয়েছি, মনে রাখতে পারিনি, এই যা
এগিয়ে যান অবিরত।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:২১
খায়রুল আহসান বলেছেন: ব্লগিং এর প্রতি আপনার অনুরাগ ও আগ্রহ দেখে আমি রীতিমত মুগ্ধ হ'লাম।
ব্লগে সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা!
আশাকরি, দীর্ঘদিন ব্লগিং করে যাবেন এখানে এবং আপনার চিন্তা ও লেখা দ্বারা এ ব্লগ সমৃদ্ধ হবে।
পোস্টে প্লাস +।
জানিনা, আমার এ মন্তব্যটি কোনদিন আপনার চোখে পড়বে কিনা।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৩
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: শুভ ব্লগিং..........