নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

নিজের স্বনামে ব্লগিং করার আনন্দ আলাদা

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

হ্যা এটা সত্য বর্তমান প্রজন্মের বেশির ভাগ মানুষ যেমন অনলাইনে ফেসবুক,ব্লগ ও অন্যান্য সংবাদ মিডিয়া বা নেটওয়ার্কে জড়িত তেমনি
বেশির ভাগই আছেন ছদ্মনাম নিয়ে । ছদ্মনামে রিস্ক কম সেটা ঠিক আছে তবে ছদ্মনামে আসল কমেনিউটিং এর মজা কম। আর এর আসল কারন হল ছদ্মনামে আপাকে আপনার আসল তথ্য চেপে যেতে হবে,আর আপনার ভাষা,ব্যবহারের কোনো মাত্রা থাকবে না যখন তখন উল্টা পাল্টা কথা লেখা ও কমেন্ট করা পাশাপাশি অনেক সময় অহেটুকো ক্যাচাল করা । ব্লগ ফেসবুক সোসাল কমিনিউটিং মানেই যেমন ক্যাচাল থাকবে তেমনি জ্ঞানের আলোও থাকবে ।

এখন আমি শুধু ক্যাচালই করে গেলাম কিন্তু আসল যে বিষয় জ্ঞান তার বিন্দু মাত্রা
অর্জন করতে পারলাম না,বা আমার দ্বারা অন্যে শুধু আঘাত ও কষ্ট পেল তাহলে আমার ব্লগিং বা ফেসবুক কমিনিউটিং করে স্বার্থ বা লাভ কি ? আর আমি যদি স্বনামে ব্লগিং,ফেসবুক বা সোসাল মিডিয়ায় জড়িত থাকি তাহলে আমাকে মেপে মেপে অথবা অনেক জ্ঞান ও পরিশ্রম
করে একটা কমেন্ট বা লেখতে হবে তাতে অল্প হলেও আমার নিজের এবং অন্যেরও জ্ঞান বাড়বে তাছাড়া ক্যাচালের সম্ভবনাও কম থাকবে। তাই আমি মনে করি নিজের স্বপরিচয়ে ব্লগিং বা ফেসবুকে অ্যাক্টিভ থাকাই ভালো এবং এটে করে নিজের সত সাহসের পরিচয়টাও দেয়া যায়,একে অপরের প্রতি কোনো ভুল ধারনাও থাকেনা। নিজের স্বনামে আমাদের ভয় কয়েকটা কারন তার মধ্যে প্রধান
কারন বর্তমান রাজনৈতিক ও ধর্ম প্রেক্ষাপট।আমি মনে করি যে বিষয় গুলো নিয়ে কমেন্ট করলে বা লেখলে ঝামেলা সেগুলো এড়িয়ে গেলেই হল।

আজকাল অনেককে দেখা যায় পুরুষ হয়ে মেয়েদের নাম নিয়ে আবার নারী হয়ে ছেলেদের ছদ্মনামে ব্লগ ফেসবুক সহ বিভিন্ন
সোসাল মিডিয়ায় জড়িত যা মোটেও উচিৎ নয় । ছদ্মনামে লেখালেখী করুন কোনো সমস্যা নাই তাই বলে এভাবে এতটা নিঁচে না নামলেও চলে।ভয় পেলে জয় করা সম্ভব নয়। একটা বিষয় একটু ভেবে দেখা যেতে পারে যেমন একজন লেখক ছদ্মনামে খুব পরিশ্রম
করে দশটি লেখা প্রকাশ করলেন তার মধ্যে দুটি লেখাই খুব জনপ্রিয় হয়ে উঠলো এমনো হতে পারে সে দুটি লেখার জন্য সে বড় মাপের
পুরুস্কারও পেতে পারেন কিন্তু তার ছদ্মনাম থাকার কারনে সেতো পুরুস্কার নিতে পারলেন নাই এমন কি সে তার লেখার কৃত্বিতও নিতে
পারলেন না, শুধু দেখে গেলেন তিনিই তার লেখার কথা আর কেউ তাকে চিনলেনও না। তাহলে কি লাভ হল ছদ্মনামে লেখে যদি নিজেকে অন্যের কাছে প্রকাশ না করতে পারলেন নিজের বিকাশ সম্পর্কে অন্যকে না জানাতে পারলেন ?

আমি খারাপ লেখি আর ভালই লেখি যাই লেখিনা কেন মনে হয় নিজের স্বনামে লেখাই ভালো।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ছদ্মনাম হবে....

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভুল সংশোধনের সুযোগ করে দেয়ার জন্য।

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

তারেক ফাহিম বলেছেন: তাহলে আপনি "একজন অশিক্ষিত মানুষ" নিকে লিখে কেমন কমেনেডিং মজা পান?

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেটাও একটা সত্যের মজা। যেহেটু আমার শিক্ষা অর্জন কম সেহেটু সত্য কথাই বলছি। ধন্যবাদ আপনাকে ।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

তারেক_মাহমুদ বলেছেন: আমিও স্বনামে ব্লগিং করতে পছন্দ করি, তবে ক্যাচাল করতে ইচ্ছে হলে তারও ব্যবস্থা রেখেছি।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: না ভাই আমি ক্যাচাল করতে ভালোবাসিনা তাই ব্যবস্থাও করি নাই।অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বানান ও বাক্য গঠন ত্রুটিপূর্ণ।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ হেনা ভাই। মানুষের জীবন বলতেই ত্রুটিপূর্ণ ভরপুর। তবু চেষ্টায় আছি আপনাদের ছোঁয়ায় যদি কিছু ত্রুটিপূর্ণ দূর
করতে পারি সে আশায় ।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


পোষ্টে, আপনি বাইওডাটাসহ যোগ করে দেন, কোন নারী ব্লগারের কুলকিনারা হোক।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমার ঘরে যেজন আছেন মনে বসতি করিয়া তার কুলকিনারা করতে করতেই দিন পার আবার ব্লগের অন্য নারী না এটা আমার পক্ষে সম্ভব না।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬

আবু তালেব শেখ বলেছেন: আপনার নিজের পাচা ফুটো তাহলে পরেরটা কেন রিচার্স করছেন?

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমার নাম না দিলেও আপনি চাইলে আমার ব্লগের ইউরাল থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার প্রোফাইল
ছবিটাও আমার নিজের।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

ঠ্যঠা মফিজ বলেছেন: এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি।

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: পেরনা ও সাহস পেলাম স্যার।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: সহমত।

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনার মন্তব্য পেয়ে কিছুটা সাহস পেলাম ভাই ।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

নয়া পাঠক বলেছেন: ভিন্নমত হলেই একজন আরেকজনকে ব্যক্তিআক্রমণ করা মোটেই উচিত নয়। পৃথিবীতে যত মানুষ তত মত, তত মতপার্থক্য। এখন আমরা আসলেই পচে যাচ্ছি দিন দিন। কারও কথা কারও পছন্দ না হলে তাকে নানাভাবে আক্রমণ করে কথা বলে হেয় করার চেষ্টা করি, মনে হয় এটা একদম ঠিক নয়। এটা অনেকটা বাকরুদ্ধ পরিবেশের মত। আপনার মতামতের সঙ্গে একমত, তবে মুই তো ভুই পাই এইলাগ্যা নাম দিয়া আইডি খুলিনাইক্কা। আগে নাম দিয়া খুলছিলাম, কিন্তু বিভিন্ন কারণে এখন আর নাম দিয়ে খুলতে মঞ্চায় না।

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেরকম হলে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে । তবু চেষ্টা করলে মন্দ হয় না ভাই।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

কলাবাগান১ বলেছেন: নারী ব্লগার রা শুধু নিজেদের কুল কিনারা হারায়ে ব্লগে আসে 'কুল কিনারা' খুজে পেতে????? The most male sexiest comment of this year (10 days).......MSP

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমি আসলে ভাইয়া তর্ক বিতর্ক এড়িয়ে চলতে চাই আর তাই কোনো বিষয় কারো সাথে তর্কে যাবোনা।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

কালীদাস বলেছেন: এটা সম্পূর্ণ পারসোনাল চয়েস। নিজের নাম ব্লগে নিক হিসাবে এভেইলেবল আছে কিনা এটা হবে পয়লা সমস্যা। আপনি এই ব্লগে ঢুকেছেন আড়াই সপ্তাহ, খুঁজে দেখেন ১৫ বছর পুরান ব্লগে আপনার নিজের নাম এখনও নিক হিসাবে খালি আছে কিনা। থাকার কথা না এত বছর পরে।

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: তবে নিজের নামের সাথে দুই একটা শব্দ বেশি যোগ করলেও সমাধান হয়ে যায় । যেমন,আমি অশিক্ষিত অমুক,তমুক,প্রমুখ, ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.