নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

আসল সমস্যা, করিম সাহেবের রাতকানা রোগ ছিল !

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪০

পৃথিবীর সবাই সেবার ঈদের চাঁদ দেখলেও শুধু করিম সাহেবই ঈদের চাঁদ দেখতে পাননি। তার কারন কি ছিল ?
করিম সাহেব কোনো এক ২৯শে রমজানের সন্ধায় ইফতারি শেষে মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উঠানে বসে আছেন ঈদের চাঁদ দেখার জন্য,আর সে জন্য তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন,আলম সাহেব করিম সাহেবকে জিজ্ঞেসা করলেন ভাই এই ভর সন্ধায় আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন কেন ? করিম সাহেব বললেন ভাই ঈদের চাঁদ দেখব বলে আকাশের দিকে তাকিয়ে আছি ।আলম সাহেব
বললেন ভাই কন কি আপনি এখনো ঈদের চাঁদ দেখেননি ? করিম সাহেব,না ভাই দেখিনি ! আলম সাহেব কন কি ভাই আমরা সবাইতো দেখলাম ।করিম সাহেব কোথায় থেকে আপনেরা চাঁদ দেখলেন চলেত আমাকে একটু দেখিয়ে দিবেন আমিও চাঁদখানা একটু দেখব। আলম সাহেব করিম সাহেবকে বললেন চলেন উঠানে না দাঁড়িয়ে বাড়ির সাদে যাই ওখান থেকে স্পষ্ট দেখা যাবে ।করিম সাহেব আর আলম সাহেব একে অপরের হাত ধরে চলে গেলেন ছাদের ওপর চাঁদ দেখতে। ওখানে আরো অনেকে মিলে ঈদের চাঁদকে দেখছেন আর বরণ করে নিচ্ছেন।আলম সাহেব করিম সাহেবকে বললেন ভাই দেখছেন ঐ যে কত সুন্দর চাঁদ ? করিম সাহেব বললেন আমি চাঁদ
দেখতে পাচ্ছিনা। আলম সাহেব বললেন কি বলেন ভাই মাথার উপর এত সুন্দর পূণিমার চাঁদ আমি এবং এই ছাদে থাকা সাবাই আর
শুধু আপনিই দেখছেননা।আলম সাহেব করিম সাহেবকে জিজ্ঞেস করলে আমরা সবাই চাঁদ দেখছি তাহলে আপনি কেন চাঁদ দেখছেন না ? করিম সাহেব বললো আলম ভাই এখন টাইম কত ? আলম সাহেব বললে এখন ৭টা বাজে। করিম সাহেব বললেন সে করনেই আপনারা সবাই দেখলেও আমি দেখতে পারছিনা । আলম সাহেব বললেন টাইম ৭টার সঙ্গে আপনার চাঁদ না দেখতে পাওয়ার কারন কি ? করিম সাহেব কোনো উত্তর দিলেন না।

বিশেষ কথা লেখাটা যদি কারো জীবনের সাথে মিলে যায় তার জন্য কিন্তু লেখকে কোনো ভাবেই দায়ি করা যাবেনা ।তবুও লেখাটির জন্য যদি কারো কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে জানাতে অনুরোধ করছি । যাচাই করে যদি লেখা সম্পর্কে অভিযোগ সত্যায়িত প্রমাণ হয় তাহলে লেখাটি মুছে ফেলা হবে । তবুও লেখার জন্য কারো মন ভাঙবে সেটা আমি কখনই চাইনা।যে লেখার জন্য মানুষের মন ভাঙবেসেরকম লেখা কোনো লেখকরই প্রয়োজনি লেখা হতে পারেনা ।

মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা এক কথা,
কজনে বোঝে সে ব্যথা ?
তাই ভাঙিও না কারো মন,
তাতে ক্ষতির তোমারই সাধন !
কথা গুলো রাখিও স্বরণ ,
বুঝলে সবই ভালো লক্ষণ ।
দশে মিলে করিলে কাজ,
তাতে লাগে না খারাপের কোনো আঁচ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:

আপনার লেখা পড়ে মনে হচ্ছে, আপনি কমপক্ষে রাতকানা নন; রাতকানারা আকাশের চঁদ দেখতে পান রাতে। আপনার লেখা কোথায়ও যাচ্ছে না, আপাতত

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সে আপনারা মুরব্বীআনা লোকজন বিচার আপনারাই করবেন । আপনেরাতো আর খারাপ চাইতে পারেন না।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৩

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: বানানগুলো কি ইচ্ছাকৃত ভুল ছিলো?লেখাটার মূল অংশ বোধগম্য হলোনা আমার।

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: নাগো ভাই আসলে চেষ্টা করতে ভাই কেউ কি আর কম করে ? এই আর কি ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: না আগামী থেকে গুছানোর চেষ্টা করতে হবে ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫

নজসু বলেছেন:



শুভ সকাল।

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভরাত্রী নজসু ভাই । আমারো আপনার মতই একখান নাম আছে লয়েজু ;) আবার রাগ করলেন নাকি ভাই এমনেই ফান করলাম ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো । :)

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক বরসা পেলাম ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতার লাইনগুলো ভালো লাগল।

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: যাক কিছুটা শান্তনা পেলাম।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

নজসু বলেছেন:



কেমন আছেন জুয়েল ভাই?

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো আশা করি নিশ্চয় আপনিও ভালো আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.