![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বছর আগে দেখতাম মাঝে মধ্যে সিটি করপোরেশনের লোকজন যন্ত্রপাতি সঙ্গে নিয়ে আসতেন,আর এসেই শহরের অলি,গলি,মহল্লায় বা পাড়ায় যত কুকুর থাকত সব ধরে ধরে বিষাক্ত ইনজেকসন দিয়ে মেরে ফেলতেন।তাতে করে শহরে কুকুরের
প্রভাব অনেক অংশে কম থাকত তখন। বেশ কয়েক বছর হয়েছে এখন আর সেই সিস্টেমটা চোখে পড়ে না,আর সেই সুবাদে শহরের অলি,গলি,মহল্লায় কুকুরের বশংও অনেক বিস্তার হয়েছে।মোটামুটি কুকুর এখন একটা আতঙ্কই বলা যায়। গতকাল দেখলাম আমার পাশের বাসার একজন নারীকে কুকুর কামড় দিয়েছে ।সে সঙ্গে সঙ্গে ডাক্তার খানায় গেলে তাকে ডাক্তার ইনজেকসন দিতে চান। সে নারী ডাক্তারকে ইনজেকসন দিতে বললে ডাক্তার ইনজেকসনের দাম চায় ২৫০০টাকা।২৫০০টাকার কথা শুনে তার ইনজেকসন দেয়া হল না। এখন কথা হল যদি কুকুরের কামড়রের জন্য ওই নারীর জলাতঙ্ক রোগ হয় অবস্থাটা ভালো হবে না।মৃত্যুতো হবেই তবে কষ্টও কম নয়। আচ্ছা আমাদের দেশে সরকারি হাসপাতালগুলোতে এই ধরনের যেমন,বিড়াল,কুকুর,ইদুর,বানর,সাপ,আরো ইত্যাদি জীবজন্তুদের আঘাত বা কামড়ের রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা যায়না।এরকম ব্যবস্থা করতে পারলে, এতে সাধারন অসহায় গরিব দুখি মানুষগুলোর খুব উপকার হতো।ব্লগে সরকারি কোন চিকিৎসক থাকলে বিষয়টি নিয়ে একটু ভেবে দেখার অনুরোধ থাকল।
এই সব ছবিগুলোই গুগল থেকে নেয়া।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া,বিষয়টা নিয়ে সরকার মহলে আলোচনা প্রয়োজন।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: শিরোনামটা এডিট করে ঠিক করে নিন করপোরেশন
সিটি করপোরেশনের কুকুর নিধন এটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে।
২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া অ্যাডিত করে দিয়েছি।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
আখ্যাত বলেছেন: কুত্তার বাচ্চারা আবার বেপরোয়া হয়ে উঠেছে
২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভাইয়া প্লীজ এটা কিন্তু কোনো রাজনীতি পোস্ট না।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
বরুন মালাকার বলেছেন: মানূষরূপী কুকুর গুলো বড় বাড়ন্ত আজকাল ।।
২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভাইয়া প্লীজ এটা কিন্তু কোনো রাজনীতি পোস্ট না।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: সময় উপযোগী পোস্ট। সরকার কৃতপক্ষের সু দৃষ্টি কামনা করছি।
২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে । আপনার কয়েকটা লেখা আমি পড়েছি অন্যরকম ভালো লেগেছে আমার কাছে।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০
অস্বাধীন নাগরিক বলেছেন: ভালো একটা বিষয় তুলে এনেছেন ধন্যবাদ।
২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভকামনা থাকল।
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৩
ব্লগ মাস্টার বলেছেন: লেখার ঢং বঙ্গি শুরুটা যেন নতুন হুমায়ন আহমেদ।
২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ । দোআ করবেন।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো বিষয় ধন্যবাদ।
২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভেচ্ছা থাকল।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
সেলিম৮৩ বলেছেন: ভালো বিষয়। সিটি করপোরেশন/পৌরসভা এটার ব্যবস্থা নিয়ে থাকে।