নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগে আমরা যারা রিয়েল ছবিতে ব্লগিং করছি

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬


তিনি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করেন।তার মতে এ বিষয়ে কারো দ্বিমত থাকলে সেটা যার যার সমস্যা।
তার নাম- রাজীব নূর খান।তিনি ভাবছেন ব্যবসা করবেন।তার ভালো লাগে পড়তে এবং লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে তার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসেন রাজীব ভাই। সৎ ও পরিশ্রমী মানুষদের তিনি অতন্ত শ্রদ্ধা করেন।

রাজীব নুর


নূর মোহাম্মদ নূরু তিনি পেশায় একজন সংবাদ কর্মী। তার জন্ম ২৯শে সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের (বরিশাল স্টীমারঘাটের সৌন্দর্য্য দেখে বিমোহিত হয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বলেছিলেন, বরিশাল হচ্ছে প্রাচ্যের ভেনিস) উজিরপুর ধানাধীন সাতলা গ্রামে। দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
নূর মোহাম্মদ নূরু


একজন অশিক্ষিত মানুষ


বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র


'মুর্খরা সব শোন,
মানুষ এনেছে গ্রন্থ,
গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই
সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই
তারেক ফাহিম


সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি n--আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।n
গিয়াস উদ্দিন লিটন


এস এম মামুনুর রহমানবদমেজাজী মন্দ লোক-ডি মুন

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।
খায়রুল আহসান


মুক্তমনাসাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা।
ডঃ এম এ আলী



শহীদুল ইসলাম প্রামানিক
প্রামানিক


মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারকালে পিতৃকোষ ও মাতৃকোষে মিলনে ২৩ জোড়া ক্রোমোজোমের জিন পূর্বপুরুষের বৈশিষ্ট্য নিয়ে নতুন কোষে সঞ্চালিত হয়। এগুলোর মধ্যে বিশেষ কিছু জিন ব্যক্তিত্ব গঠনে কার্যকরী ভূমিকা পালন করে। এইটি জীববিজ্ঞানের কথা। আমার কথা হল, কোন জিনগুলি, কি ধরনের ব্যক্তিত্ব গঠনে, কিরূপ ভূমিকা নিবে, তা নির্ভর করে কিসের ওপর? এর জবাব কি কোন বিজ্ঞান দিয়েছে? এখনও দেয়নি। আমি বলব, অবশ্যই তৎকালীন গ্রহ-নাক্ষত্রিক প্রভাব দ্বারাই তাহা নির্ধারিত হয়। এজন্যই জন্মকালীন গ্রহ-নাক্ষত্রিক অবস্থান বিশ্লেষণকরে কোন শিশুর সারাজীবনের সম্পূর্ণ চিত্র জ্যোতিষবিদ্যার মাধ্যমে অঙ্কন করা সম্ভব। জ্যোতিষরত্ন- শহিদুল ইসলাম মৃধা। এশীয়ান এস্ট্রলজার্স কংগ্রেস এবং বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রলজার্স ফেডারেশনের পক্ষে তৎকালীন (১মার্চ ১৯৯২) জাতীয় সংসদে বিরোধীদলীয়নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত “জ্যোতিষরত্ন” উপাধির সনদপত্র প্রাপ্ত ৪২ বছরের অভিজ্ঞ। শহিদুল ইসলাম মৃধা

লেখার কথাগুলো যার যার প্রোফাইল থেকে সংগ্রহ করা হয়েছে । শ্রদ্ধেয় ব্লগারগণ এরকম রিয়েল ছবি দিয়ে যারা ব্লগিং করছেন,
দয়া করে একটু আসুন । আমি চাই একটি ফ্রেমে সকলের মুখ গুলো এক সঙ্গে বেঁধে রাখতে । আর পোস্ট সম্পর্কে কারো কোনো
অভিযোগ থাকলে অবশ্যই জানাতে অনুরোধ থাকলো।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৩

ইসমাঈল আযহার বলেছেন: আমার মতে রিয়েল ছবি ও রিয়েল নামে ব্লগিং করা উত্তম-সুন্দর।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমিও একমত । তবে ভিন্ন মতামত বা রাজনীতি নিয়ে নয় ।

২| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৮

শাহিদা খানম তানিয়া বলেছেন: আমিও তো রিয়েল নামে আর ছবিতে ব্লগিং করি। :)

শুভ ব্লগিং :)

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: নাম হ্যা সেটা ঠিক আছে আপু, কিন্ত ছবি বুঝা যাচ্ছেনা যে ..।? :((

৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

শাহিদা খানম তানিয়া বলেছেন: ভাই বোঝা না গেলেও আমার ছবি :)

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপু ভাবতেছি আপনাকে নিয়ে কি করা যায় ।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৮

শাহিন বিন রফিক বলেছেন:



আপনি যাদের ছবি দিছেন সবাই কিন্তু মাশাল্লাহ সুন্দর, সম্মাট, গুনীজন। এদের ছবি না থাকাটাই হত ভুল কারণ গুনীদের পরিচয় প্রকাশ হতে হয়। আমি দিবো দিবো করে দিচ্ছি না কারণ অতি কালো বর্ণ আমার যদি আমার ছবি দেখে কেউ উগান্ডাবাসী হিসাবে মনে করে তখন ভীষণ কষ্ট পাব। :P B:-/

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:২৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: গঠন মূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই ।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২২

চাঁদগাজী বলেছেন:



২ নং সম্পর্কে খেয়াল টেয়াল রাখিয়েন; উনাকে নিয়ে পোষ্ট দেয়াতে, উনি খুশী হবেন অবশ্যই; এখানে সমস্যা জন্ম নিতে পারে; আপনাকে ফুলেল শুভেচ্ছা জানাবে, হয়তো আপনার জন্মদিবস উপলক্ষে; তবে, খেয়াল রাখবেন, ভুলে যেন অন্য দিবস লিখে না দেন।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হুম করেন আপনেরা কথার মারামারি,
হোক হিট দুজনেরই কমেন্ট বাড়ি। ;)

৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ট্রাকটর নিয়ে যিনি অযাচিত সময় এবং অবান্তর প্রসঙ্গ টেনে এনে
বিভ্রান্তি ও বিরক্তির উদ্রেক করেন তাকে ভুলবেন না। তিনি মাঝে
মাঝে শাখামৃগ কিংবা পেঁঁচা ও গর্দভের পিঠে সওয়ার হয়ে ফিডার
হাতে দেখে বিভ্রান্ত হবেন না। তিনি গাজীসাব। মাঝে মাঝে কাউকে
কিছু না বলে বিনা নোটিশে উধাও হয়ে যান। এর মাঝে নাগা পাহাড়ে
গিয়েছিলেন কোন এক সাধুর মন্ত্র নিতে কোন এক শতাব্দী রায়কে বশীকরণ
করতে। আমরা তাকে খুঁজে হয়রান। তার এক ভাব শিস্য রাজীব ভাই তাকে
খুঁজতে দেশান্তরীও হযে ছিলেন। আমি সবাইকে আস্বস্থ্য করে বেলেছিলাম
ফিরে আসবে গাজী
অবশেষে ফিরলেন গাজী। কি মন্ত্র্র দিলেন তার নাগা সাধু বাবাজী। জানিনা।
তবে তিনি ফিরেছেন তাতেই আমরা খুশী।

পরিশেষে আপনাকে ধন্যবাদ দুই নূরকে আপনার লেখার প্রথমে
লটকিয়ে দেবার জন্য। আপনার মঙ্গল হোক। শুভ ব্লগিং সবার জন্য
তবে যারা রিয়েল নামে ও ছবিতে ব্লগিং করেন তাদের জন্য শীতের
গরম শুভেচ্ছা।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চালিয়ে যান দুজনেই,
আমরা দিয়ে যাবো তাল,
থাকবে তাতে মিষ্টি,
আরো রস ভরা টক আর ঝাল । ;)

৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর পোস্ট।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই ।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: আমি মনে করি মানুষ হবে সহজ সরল। এবং সহজ সরল ভাবে জীবন যাপন করবে।
লুকাছুপা করার দরকার কি?

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেটাইতো বলি । আপনার সাথে দ্বিমত হওয়ার কোনো কারন নাই । আপনাকে অনেক ধন্যবাদ রাজীব ভাই।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: আমার ছবিটি মনে হয় আসল না, আসল ছবিটি যে কোথায় পাই!

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সরি বস আগে খেয়াল করি নাই তাই এখন অ্যাডিট করে দিলাম।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

মেহরাব হাসান খান বলেছেন: আসল ছবিতে ব্লগিং করায় কোন সমস্যা দেখিনা। যদিনা আপনি দেশের শান্তি, সংহতি আর ধর্মীয় অনূভুতিতে আঘাত না করেন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সহমত ভাই।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি মনে করি মানুষ হবে সহজ সরল। এবং সহজ সরল ভাবে জীবন যাপন করবে।
লুকাছুপা করার দরকার কি?[/sb

এই কথা আপনার বসকে বুঝাবে কে?
তারতো আবার ঘাড়ের রগ একটা বাকা!!

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমরা কিছু জানি না ।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ফাটাফাটি হইছে :)

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ হাসু ভাই ।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫১

কবীর হুমায়ূন বলেছেন:
একজন কবি সত্য ও সুন্দরের প্রতিনিধি,
তাই, কবির গোপন করার কিছুই নেই।
কবি আকাশের মতোন নির্মল,
কবি পৃথিবীর মতো সর্বংসহা,
কবির জন্মের পর মৃত্যু নেই।
কবির উত্থান আছে,
কবির কখনো ধ্বংস নেই।
অতএব, কবি চিরঞ্জীব
এবং সাদা মনের মানুষ।


একজন কবি অন্ধকারের ভেতরে প্রজ্জ্বলিত করেন
আলোক-মালার বিচ্ছুরণ- তমসাবিনাশী বিদ্যুতশিখা!
পুঁথিগন্ধময় অ-প্রেমের ভেতরে
মন ভালো করা অজস্র পুষ্পের সৌরভ কবিই সৃষ্টি করতে পারেন।
দু'হাত বাড়িয়ে একজন কবি দৃপ্তকণ্ঠে বলতে পারেন-
আমি ঈশ্বরের প্রতিনিধি,
আমি ঈশ্বরের কথা কই...

সে-ই কবি কখনো নিজেকে আড়াল করে রাখতে পারেন না।
-----
আমি কবীর হুমায়ূন স্বরূপে থাকি সব খানে, সব সময়।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ স্যার আপনার ছবিও অ্যাড করে দিচ্ছি।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪২

সূচরিতা সেন বলেছেন: বাহ! দাদা খুব সুন্দর পদক্ষেপ নিছেন হাতে মনে হচ্ছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হ্যা দিদি ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.