নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

কেন ঈসা (আঃ) এর জন্ম নিয়ে আমাদের মনে এত্ত অবিশ্বাস ?

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৪

আল কুরআনে অন্যান্য নবীদের মতো ঈসা (আঃ)কেও আল্লাহুর বা একেশ্বরের বাণী বা আল্লাহুর ভৃত্য এবং আল্লাহুর বার্তাবাহক, ইত্যাদি নামে ডাকা হয়েছে। কিন্তু যে কারণে ঈসা (আঃ) ব্যতিক্রম, সেটা হল তার অলৌকিক জন্মগ্রহণ। কুরআনে ঈসা (আঃ) এর জন্মকে
ইতিহাসের প্রথম মানব আদমের সৃষ্টি প্রক্রিয়া বা তুলনা করা হয়েছে ।কেন ঈসা (আঃ) এর জন্ম নিয়ে আমাদের মনে এত্ত অবিশ্বাস ?
আমরা যদি একটু মনযোগ দিয়ে আকাশ নিয়ে ভাবি, তাহলেও হয়ত আমাদের মাথা থেকে ঈসা (আঃ) কে যে বিব্রান্ত সেটা কিছুটা হলেও
পরিসেবা পেত । বিজ্ঞানিরা কত কত লেখা পড়া করে তারা বিজ্ঞানী হচ্ছেন,আবার কত কিছু আবিস্কারও করছেন ।তবে বিজ্ঞানীরা
এখনও পযন্ত এমন কোনো তথ্য প্রমান দেখাতে পারেননি যে ঈসা (আঃ) এর মা মারিয়াম কোনো মানুষ মানে কোনো পুরুষের সাথে
সঙ্গমের ফলে ঈসা (আঃ) এর জন্ম হয়েছে কি,না !আদো বিজ্ঞানীরা এই বিষয়টার সঠিক কোনো তথ্য দিতে পারেনি। আর কোনো
দিন দিতে পারবেও না।আসলে ঈসা (আঃ) এর জন্ম নিয়ে খ্রিঃ ধর্মের লোকদের এক বিশ্বাস বা ধারনা, অন্যদিকে মুসলিমদের আরেক বিশ্বাস বা ধারনা।তবে মানুষে সঙ্গম ছাড়া ঈসা (আঃ) এর জন্ম নেয়ার বিষয়টা অস্বাভাবিক কিছুই না। আল্লাহু চাইলে সব সম্ভব।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনাদের এলাকায়, বা আশেপাশে বিয়ের আগে কোন মেয়ের বাচ্চা হতে শুনেছেন? হয়ে, থাকলে কেহ কি বলেছে যে, বাচ্চাটা আল্লাহের ইচ্ছায়, বিনা-পিতায় হয়েছে?

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চাচা সাধারন মানুষ আর আল্লাহুর নির্বাচিত মানুষ অনেক ব্যবধান । আল্লাহু চাইলে সব সম্ভব ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:২১

চাঁদগাজী বলেছেন:



বিবি মরিয়মের বিয়ের আগে বাচ্চা হয়েছে, নাকি বিয়ের পরে হয়েছে, সেটা বের করা তো বিজ্ঞানীদের কাজ ছিলো না; বিবি মিরিয়ামের গ্রামের মানুষজন জানতেন, এটা এক কথা; অন্য কথা বাইবেলে বলা হয়েছে যে, বিবি মরিয়মের বিয়ের আগেই ফেরেশতা উনাকে জানায়েছিলেন যে, উনার বাচ্চা হবে, সেটা নিয়ে ২০০০ বছর আলাপ চলছে। ইহুদীরা বলছে যে, বিয়ের আগেই মিরিয়ামের বাচ্ছা হয়েছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আল্লাহু সব কিছুরই সঠিক খবর রাখেন ।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্ম বিশ্বাসের ব্যাপার। ধর্ম মানলে বিনা তর্কে বিনা প্রমানে ইসা নবি/ জেসাস ক্রাইষ্ট এর জন্ম মেনে নিতে হবে।
বিজ্ঞান ফিজ্ঞান জানার দরকার নেই।
আল্লাহ 'হও' বললেই হয়ে যায়। এক কথায় শেষ।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ঠিক কইছেন । এটাই বুঝা প্রয়োজন সকলের ।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:২৭

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ্‌ তা'লা তার সব সৃষ্টির কিছুটা আমাদের কাছে প্রকাশ করেছেন আর বাকীটা তার কাছেই রয়েছে।আমাদের যেটুকু জ্ঞান দিয়েছে তার মধ্য থেকেই ভাবতে হবে।কারন মানুষ চাইলে সে আকাশে উড়াল দিতে পারবে না।কারন সে উড়াল দেয়ার জন্য তৈরি হয় নি।উড়াল দেয়ার জন্য পাখি তৈরি করেছেন মহান রাব্বুল আ'লামিন। আর যারা এসব মানতে চায় না তারা শয়তানের পদাঙ্কই অনুসরন করে।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৫

আসোয়াদ লোদি বলেছেন: আমি আল্লাহর হুকুমে মন্তব্য করছি, কিছু মনে করবেন না। আল্লাহ নারাজ হবেন। তাওরাতে জেহোবা বলেছেন ব্যাভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। ইহুদীরা নবী জাকারিয়াকে হত্যা করে শরীয়তের শাস্তিই বাস্তবায়ন করেছে। কোরআনে বলা হয়েছে ৪টি আসমানি কিতাবেরা উপরও ঈমান আনতে। তাহলে মুসলমানদের ধর্মগ্রন্থ কয়টি?

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: পবিত্র কুরআনের অকাট্য প্রমাণের উপর নির্ভর করুন, কেননা একদিন খোদার কাছে সবাইকে জবাবদিহি করতে হবে।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু সবাইকে সঠিক বুঝদান করুক ! আমিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.