নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

বিব্রত ( ১ )

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২


আমি চাই আকাশে চাঁঁদ হতে
আমি চাই দিগন্তের পাখি হয়ে উড়তে।
আমার সারাবেলা যায় কেটে,
আত্মজ্ঞানী স্বপ্ন জোরা কথা গেঁথে।

আগামি জীবন এক মহা ব্যস্ত রাস্তা
যেখানে থাকবে ভরা পিচ ঢালাইয়ের পরিবর্তে মাটি আর কাদা ।

নগ্ন মনিহার,
জীবন থেমেছে সেখানে,
দুঃখ যেখানে শুরু হয়েছে,
সুখ করেছে মোরে পরিহার ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি চাই আকাশে চাঁঁদ হতে
আমি চাই দিগন্তের পাখি হয়ে উড়তে।
আমার সারাবেলা যায় কেটে
আত্মজ্ঞানী স্বপ্ন জোরা কথা গেঁথে।


"চলিত এবং সাধু একসাথে যায় না।"

সময় থেমে থাকে না, সুখের চিন্তায় চিন্তিত না হয়ে বাস্তবিক হলে মনে দুঃখ থাকে না। জানি বাস্তবিত হওয়া মুখের কথা নয়।

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ স্যার
সেটা ঠিক আছে স্যার, তবে কবিতার অন্তরা মিলাতে মাঝে মধ্যে দুই একটা সাধু চলতি মিলিয়ে দিলে খারাপ হয়না ।
আপনার কথা মত ঠিক করে দিলাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার ।

২| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যাক, আমি ভয়েছিলাম। তাল লয় মাত্রা ছন্দ এবং ভাষা রীতি ঠিক রাখার জন্য রাত জেগে কাজ করতে হয়।


উঠিয়া বসিয়া, চলিয়া যাইয়া খাইয়া, এসব শব্দ সহজে লেখায় ঢুকে এবং আমরাও সাদরে ব্যবহার করি, কিন্তু সব ঠিকঠাক করার পর দেখা যায় মাত্র কয়েকটা শব্দের কারণ একটা কবিতা অথবা গল্পের বারোটা বেজেছে। এসব সহজে এড়িয়ে চলা যায়, কয়েক বার পড়লে ঠিক হয়।

বায় দা ওয়ে, আমি জ্ঞান দেখাবার জন্য মন্তব্য করিনি, কবিতা পড়ে ভালো লেগেছিল তাই মন্তব্য করেছিলাম। আপনি আমাকে সম্মান দিয়েছেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন।

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আসলে স্যার আমি এ লাইনে তেমন বেশি কিছু বুঝিনা আর আমাদের মত নাবুঝাদের আপনেরা না শিখালে শিখাবে কে বলুন ।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভকামনা থাকলো শ্রদ্দেয় কবি ।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.