নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

সফল মোদের বায়ান্নর সকল আশা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯


আমার প্রাণের বোন,আমার প্রাণের ভাই !
এমন মায়া ভরা প্রাণের ভাষা আর কোনো জায়গায় নাই,
ও ভাই মোরা বাংলা্য় কথা বলি,
মোরা বাংলায় গান গাই ।

মোরা বাংলায় কথা বলতে ভালোবাসি,
বাংলায় কথা বলি মোরা হেসে হেসে
এমন প্রাণের ভাষা পাবেনাগো তুমি আর অন্য কোনো দেশে !

আছে ভাষা কত রাশি রাশি,
তবুও মোরা সব কিছুকে রেখে শুধু বাংলা ভাষাকে ভালোবাসি ।

মোদের প্রাণের ভাষা,
তোমায় নিয়ে সফল মোদের বায়ান্নর সকল আশা,
প্রতিটা শব্দ কত যে মিষ্টি মধুর মায়া স্বর্গের ছোয়া লেগে আছে !
তাই বায়ান্নোর উুদ্দু হার মেনেছে,বাংলাভাষা তোমার কাছে ।


মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪১

নেওয়াজ আলি বলেছেন: দারুণ প্রকাশ ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৫

জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম।
কবির সুভেচ্ছা ও অভিন্দন জানাইতেছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আইচ্ছা শুভেচ্ছা গ্রহণ করিলাাম। ধন্যবাদ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



এখনো শ'তে ৩০ জন লিখতে পড়তে পারে না; সংগ্রামটা বর্থ হয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চাঁদগাজী বলেছেন:



এখনো শ'তে ৩০ জন লিখতে পড়তে পারে না; সংগ্রামটা বর্থ হয়েছে।


চাচাজান এখানে আসলে সংগ্রাম ব্যার্থ হয়নি, ব্যার্থ হয়েছেন দেশের সকল রাজ মাতা পিতারা। না হলে যার জন্য বাংলাদেশ নামক
একটা জন্মভূমি পেলাম,শেষ পযন্ত সেই জাতির পিতা বঙ্গবন্ধুকেই আমরা হত্যা করে দিলাম । আহারে দেশ আর দেশের রাজনীতি ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


ভাষা সৈনিকেরা শিক্ষিত পরিবারের ছেলে ছিলেন; উনারা বড় বড় চাকুরী করেছেন, অন্যদের পড়ালেখার জন্য কিছু করেননি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কি জানি চাচাজান আপনারাই ভালো জানেন ।আমারা একালের ছেলে,মেয়েরা কিছু তেমন বলতে পারিনা।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! আপনি দারুন কবিতা লিখেছেনতো ভাষা নিয়ে। আশা করি আপনার কাছে আরো ভালো ভালো লেখা পাবো ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.