নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

বিব্রত (৪)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩১


মৌমাছি সেটা আহরনে ততক্ষণ আসবে,
ফুলে যতক্ষণ মধু থাকবে !
নব মোকুলের মনে সুধা জাগবে,
কখন তার ঘ্রান পেয়ে,দুষ্টু মৌমাছির দল বুকে এসে বসবে ?

কারো কারো চুম্বনে,কারো কারো কাছে,
মনে হয় স্বর্গীয় বাসনা,
আমার কাছে মনে হয়,
নেহাত এটা কোনো সার্থ উদ্ধার করার ছলনা ।
কি না জানে তারা,
নরম কমল বুদ্ধির যত অন্তরা ।

লোকে বলে বায়ান্নো তাসের তিপ্পান্ন খেলা,
আর প্রেম হলো ছ,দু:,বে,হা,কান্ন,সর্ব মেলা ।
যদিও অনেকের মন ভেঙে হয়ে যায় খন খন,
তবুও বোঝোর ক্ষমতা হয়না নারীর মন ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয় নি। তবে আপনি চেষ্টা করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হ্যা এটা ভালো হয়নি । পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


অবস্হা দেখে মনে হয়, নারী হৃদয়ে অনেক কমল ফোটে

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কমল ফোটে কি সেটা আমি জানিনা চাচাজান । তবে কমল হয়,আবার ছলনায়ও ভরপুর।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " কমল ফোটে কি সেটা আমি জানিনা চাচাজান । তবে কমল হয়,আবার ছলনায়ও ভরপুর। "

-ছলনা, মলনা ইত্যাদি দিয়ে নারীর বদনাম করা হয় মাত্র; নারী মানেই রহস্য

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: যাক চাচাজান নারীদের রহস্যময় এক জীব হিসেবে টবু খেতাব দিয়েছেন ।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালই চলছে কবিতা আবার চাচা ভাতিজা মিলে নারী নিয়েও গবেষনা।ভালো ভালো সবই ভালো । ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৯

নেওয়াজ আলি বলেছেন: একরাশ ভালোগালার ভালোবাসা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক প্রকার ভাল হয়েছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

(লাইলাবানু) বলেছেন: সুন্দর ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.