নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

সাধারন জনগণ একদিন এই দেশ থেকে পালানোর পথ খুঁঁজবে

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:২৮


জীবনের প্রতি একটা যুদ্ধ ঘোষনা করতে চাই,এটে যদি আমি জীবন দ্রোহী হই তাতে আমার কোন দু:খ নাই ।
এ ছাড়া কি আর করার আছে ? ঢাকা শহর হল বাংলাদেশের রাজধানী আর সেজন্যই গ্রাম থেকে শহরে প্রতিদিন
মানুষ আসেন একটু ভালো থাকতে,একটু ভালো খেতে আর একটু ভালো পড়তে ।কিন্তু দিনে দিনে আমরা এমন
একটা পজিশনে যাচ্ছি যে একটা সময় হয়ত দেখা যাবে ঢাকার বুকে কোনো গরিব দুখীরা থাকতে পারবে না,থকবে
শুধু ধনীরা আর দেশের মন্ত্রী সম্প্রদায়ের লোকেরা । সবুজের চাদরে ঘেরা আমাদের এই বাংলাদেশ ।নানান ধর্ম,নানান জাতের
মানুষ এবং বড় বিচিত্র রূপ আমাদের এই বাংলাদেশের । এদেশের গ্রামগুলো আরো অপরূপ ঐশ্বর্য এবং নদী,মাঠ,অরণ্য,
ও নানান পাহার পর্বতে ঘেরা অপরূপ সৌন্দর্যের সম্পদ । আমাদের অনেকেরি জন্ম গ্রামে এবং বেড়ে ওঠা শৈশব,কৈশরও
গ্রামে । তাহলে সকলের গ্রামের প্রতি একটা নাড়ের টাণ আছে কিন্তু । সেই নাড়ের টাণ,মায়া মমতা সব ত্যাগ করে এসেছি
একটু উন্নত জীবনযাপন করার জন্য ।গ্রাম থেকে আসার সময় মনে কত স্বপ্ন নিয়ে এই রাজধানী ঢাকা আসা । অথচ এখন
যে সময় আমাদের সামনে প্রতিদিন পার হচ্ছে তাতে মনের স্বপ্ন মনের ভিতরেই কবর দিতে হবে ।বছরে যদি ২ থেকে ৩ বার বিদুৎ
বিল পানি বিল এবং গ্যাস বিল বাড়ানো হয়,আর এর সাথে ঢাকা শহরে বাড়িওআলারা আরো একটু যোগ করে ভাড়া বাড়িয়ে দেন
তাহলে সাধারন মানুষ বাঁচবে কিভাবে ? প্রতি বছরের শুরু আর শেষের মাঝে যদি দুইবার তিনবার করে বাসা ভাড়া বাড়ে তাহলে
বাসা ভাড়া দিবো না খাবো বা কি করে সংসারের অন্যআন্য চাহিদা পূরণ করবো না ছেলেমেয়েদের লেখা পড়া করাবো।
তাই দেশের দেশের সরকার মাননীয়দের কাছে আমার একটা অনুরোধ এই ভাবে আমাদের তিলে তিলে না মেরে একবারে কোনো ভাবে মারতে পারলে সেটাই করুন। তিলে তিলে কষ্ট পেয়ে মরার চেয়ে একবার মরে যাওয়া অনেক ভালো । প্রতিবছর বছর পানি,বিদুত আর
গ্যাসের দাম বাড়ানোর যে একটা সিষ্টেম আপনেরা চালু করেছেন তাতে সাধারন গরিব ও মাধ্যমিক জনগনেরা একদিন
শুধু ঢাকা শহরই না এই দেশ ছেড়েই পালাতে বাধ্য হবে ।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


যদি বিদেশে যাবার ভিসা পেতো, বেগম জিয়াসহ ১৫ কোটী লোক একদিনে বাংলাদেশ থেকে চলে যেতো।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৫১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চাচাজান আপনি একদম সত্যি একটা কথা বলেছেন । মানুষের নাই চাকুরি,দেশে বেকারের ছনছন,তার ভিতর প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ছে,আবার বিদুৎ,গ্যাস,ওয়াসা বিল বাড়ানো হচ্ছে । মানুষ বেঁঁচা থাকার স্বপ্ন দেখা ছেড়ে এখন
মরনের স্বপ্ন দেখা শুরু করেছে ।

২| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমার যাবার কোনো জায়গা নেই। দেশের বাইরে গিয়ে থাকতে পারবো না হয়তো । তবে উপায় থাকলে সত্যি ই পালিয়ে যেতাম। :(

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৫৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: যাওয়ার জায়গা বা স্থান বড় কথা না,আসল কথা হল ভাইয়া আমার কাছে তেমন কোনো টাকা পয়সা বা সম্পদ নেই যা বিক্রি
করে দিয়ে পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে দেশের বাহিরে কোথাও চলে যাবো ।
থাকলে সত্যিই দেশের মায়া মমতা ত্যাগ করে দেশের বাহিরে কোথাও চলে যেতাম।বছর এই সব ভ্যট আর বিল বাড়ানোর যন্ত্রণা
আর ভালো লাগেনা ।

৩| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৪৫

নেওয়াজ আলি বলেছেন: Right

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:০০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৪| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অশিক্ষিত ভাই দেখে এক্কেরে শিক্ষিত মানুষের মতো
দারুন একখান কথা কইলেন। আপনার দূরদর্শিতার জন্য
আপনাকে হাজার সেলাম।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:০৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে । আসলে আপনাকে আমি চাচাজান বলেই ডাকবো,যেহেটু আপনি চাদগাজী চাচাজানের প্রায় সমতুললো বয়সের।তবে আপনি রাগ বা মন খারাপ করলে আমি আপনাকে চাচাজান বলে ডাকবো না ।আর দূরদর্শিতার কথা বলেছেন,যেটুকো সাহস বা দূরদর্শিতা সেটুকো আপনাদের কাছে থেকেই পাওয়া । দোয়া করবেন চাচাজান ।

৫| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৫৭

রাশিয়া বলেছেন: যে কোন দেশেই মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে ঐ জাতির সম্পদ। কিন্তু আমাদের দেশে এরাই সবচেয়ে বড় আপদ। ট্যাক্স ফাঁকি দেয় - কিন্তু সরকারী সমস্ত সুযোগ সুবিধা এরাই ভোগ করে। মাস পিপল ঢাকা ছেড়ে গেলে তাতে সরকারেরই লাভ। ঢাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা যাবে। অতিরিক্ত জনসংখ্যা এখন বোঝা হয়ে আছে।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:১৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভাই রাশিয়া আমি সেই সকল রাগোব বোয়াল মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা বলি নাই । আমি বলেছি গরিবের ভিতরেও কিছু মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছেন,যারা খেয়ে পড়ে কোনো মত সমতল জীবন পার করছেন । আসলে জানেন কি ভাই রাশিয়া যেকোনো
দেশের গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মাূষেরাই আসল দেশ গড়ার রত্ন। কারন গরিব দিনমজুরগুলো যদি ঠিকমত শ্রম না দিত তাহলে
ধনী ব্যাক্তিদের এসি গাড়িতে চড়া আর এসি বাড়িতে থাকা হত না । এই সহজ কথাটা তারা সহজ ভাবে বোঝার চেষ্টা
করেনা বরং উল্টো গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের তারা জাতির আপত মনে করেন । অথচ এই গরিব দিন মুজরেরাই
দিন রাত শ্রম দিয়ে ভিবিন্ন তৈরি পোশাক কারখানা থেকে শুরু করে নানান শিল্প কর্ম করে বৈদেশিক মূদ্রা অর্জনে সহযোগিতা করছে ।

৬| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি অনেক ভালো লেখেন।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:১৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনুপ্রেনা দেয়ায় ধন্যবাদ ভাই দেশ প্রেমিক বাঙালী ।

৭| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:১৯

রানার ব্লগ বলেছেন: ফ্রি খাওয়া, আইন না মানা, যখন তখন যারে তারে নিজের বাহুবল দেখান, নোংরা করার প্রবানতা, টেবিলের তলার হাত কেমন ইনকাম করে এই চিন্তা করা, অন্যের সম্পদ নিজের মনে করে আত্মসাদ করা যে দিন বন্ধ হবে সেই দিন থেকে আমাদের এই ধরনের দেশ ত্যাগের চিন্তাও থাকবে না।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:২০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেটা কি আজও বা কোনোদিন সম্ভব হবে বলে আপনার মনে হয় ভাই রানার ব্লগ ।

৮| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৩০

রানার ব্লগ বলেছেন: আমি স্বপ্ন দেখতে ভালোবাসি ।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৩৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: স্বপ্নতো ভাই মানুষ যুগযুগান্তর থেকেই দেখে আসছে তাই বলে সব স্বপ্ন পূরণ হয়েছে কি ? তাছাড়া শুধু স্বপ্ন দেখলেতো ভাই
খিদে মিটবেনা,সব সমস্যারও সমাধান হবেনা । ধন্যবাদ আপনাকে ।

৯| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে । আসলে আপনাকে আমি চাচাজান বলেই ডাকবো,যেহেটু আপনি চাদগাজী চাচাজানের প্রায় সমতুললো বয়সের।তবে আপনি রাগ বা মন খারাপ করলে আমি আপনাকে চাচাজান বলে ডাকবো না ।

ধন্যবাদ অশিক্ষিত মানুষ !! আমি খোদার কাছে প্রার্থনা করি আাপনার মতো লক্ষ কোটি অশিক্ষিত মানুষ জন্মনিক আমাদের দেশে।
সত্যি আমি আপনার দূরদর্শিতার প্রসংশা করি। আপনি চাচা জান বলে ডাকলে আমি হবো গর্বিত। দুঃখ পাবার অবকাশ কোথায়? কারণ আমার বয়স এটা ডিজার্ব করে। বিদেশে প্রবিণদের সম্মান করে, কিন্তু আমাদের দেশে সেই কালচার এখনো শুরু হয়নি। প্রবিণদের আড় চোখে দেখে। সে ক্ষেত্রে আপনার অভিপ্রায় প্রশংসনীয়। ভালো থাকবেন।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৪৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: মহান স্রষ্টার কাছের হাজার হাজার সুকরিয়া যে আপনাদের মত গুণি মানুষদের পাশে থেকে দেশ ও দেশের মানুষদের সম্পর্কে
জানতে এবং পড়তে পারছি এবং আপানাদের সাথে থেকে একই স্থানে লিখতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ চাচাজান ।
মহান স্রষ্টা আমাদের সকলকে ভালো রাখুক এবং দীর্ঘ আয়ুত্বের অধিকারী করুক ।

১০| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:২৭

আরাফাত আবীর বলেছেন: পালানোর পথ তো ইতোমধ্যে খোঁজাখুঁজি শুরু হয়েই গেছে। কতজন তো পালিয়েও গেছে।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:১৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হুম ।

১১| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:১৭

জাহিদ হাসান বলেছেন: আমি পালানোর পথে আছি

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:১৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: তাই নাকি,

১২| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: দেশে সমস্যার অভাব নাই।
জিনিসপত্রের দাম বেশি।
বেকার এর অভাব নাই।
ইত্যাদি সব সমস্যাই বিদ্যমান। তারপরও কিন্তু এই দেশের সমস্ত লোক তিনবেলা খেয়ে পড়েই বেঁচে আছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:১৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেটা আপনি ঠিক বলেছেন । মানুষতো আর না খেয়ে নেই ।

১৩| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




সবাই দেশের প্রতি অতিষ্ট ! এটি কি সরকার প্রধান বোঝেন ?

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:১৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সব একদিন ঠিক হয়ে যাবে ।

১৪| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৮:৩৭

এমজেডএফ বলেছেন: এই দেশ থেকে পালানোর সামর্থ্য ও উপায় সবার নাই। এদেশে সাম্প্রদায়িক হুজুগে যেসব সুধাংশুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় তারা সামর্থ্যের অভাবে ওপার বাংলায় যেতে পারেনি বা পারছে না। আবার যারা গিয়েছিলেন এত বছর পরে তাদের জন্মস্থান(!) নিয়ে ভারতের নাগরিকত্ব আইন টানাটানি শুরু করেছে। অভাব-অনটন থাকলেও মাথা উঁচু করে সগর্বে বেঁচে থাকা যায় একমাত্র নিজের মাতৃভূমিতে

যা-ই হোক, দেশ থেকে পালিয়ে যাওয়া কোনো স্থায়ী সমাধান নয়। দেশের সমস্যা-দুর্যোগ দেশে থেকেই সমাধান করতে হবে। বাংলাদেশ এবং বাংলাদশের মানুষ অতীতে অনেক বড় বড় সমস্যা-দুর্যোগ মোকাবেলা করে এতটুকু এগিয়েছে। বর্তমানের এই সমস্যাও সাময়িক। দেশের বৃহত্তর জনসাধারণের নীতি-নৈতিকতার পরিবর্তন না হলে কোনো সরকারই দেশকে ভালো কিছু দিতে পারবে না।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:২১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হ্যা এটা ঠিক বলেছেন ইতিহাসও এমন কথাই বলে ।

১৫| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দমবন্ধ বেঁচে থাকার এক গভীর দীর্ঘশ্বাস!
প্রকাশেও আতংকের মাঝেই মাথাগোজ করে টেনে নেয়া - জুম্বি জীবন!!! :(( X((

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:১৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কথা খারাপ বলেন নাই ভ্রাতা । তবুও বেঁচে থাকা,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.