![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন চায় ভালোবেসে কাছে টেণে বুকের মাঝে,
লুকিয়ে রেখে করি আদর তাকে !
গোলাপের পাপড়ির মত কমল ঠোঁঁটে,
দেই এক টুকরো ভেজা চুম্মন এঁঁকে ।
পাশে থেকে তার হাত আমার হাতে,
চুপি চুপি লুকিয়ে দু'জনে যাই হারিয়ে"
কোনো এক মধু মাখা জোৎস্না ভরা রাতে ।
আদর আর ভালোবাসা,
দুটি মনের ঘটবে মিলন বসন্তের হলুদ ফুলের ছোঁয়ায় !
নয় কোনো মিথ্যে ভরসা,নয় এ যে মিথ্যে কোনো আশা,
করতে পারো বিশ্বাস তুমি আমায়,
করবো না তোমায় আমি কোনো নিরাআশা!
দিলাম আমি তোমায় এটুকো প্রত্তাশা ।
০৫ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৫
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুকরিয়া ।
২| ০৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪১
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।
১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:২৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: মোটামোটি।