নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

পরলোক সমাচার

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯


আসলে আমি বলতে চাইছি যে আজকাল এই আধুনা যুগে আমাদের চারোপাশে নানান বিচিত্র রকমের জীব দেখা যায়,
আর এই সকল জীবই আল্লাহুর সৃষ্টির নেয়ামত । তবে সকল জীবের মাঝে আমরা আদম সন্তানেরা হোলাম শ্রেষ্ঠ জীব ।
আর আমাদের মাঝেই পরম করুনাময় মহান আল্লাহুর সৃষ্টি কিছু আদম সন্তানেরা আছেন যারা আল্লাহুর কোনো সৃষ্টিকে
বিশ্বাস করেন না । আবার অনেকে আছেন যারা পরলোক বিশ্বাস করেন না,কিন্তু সে যে একদিন পরলোক গমনে একজন
নিরব যাত্রী হবেন সেটা মানেন,মানে একদিন তার যে মরতে হবে সেটা বিশ্বাস করেন ।

তিনি জানেন এবং ভালো করেই জানেন তিনি হাজার বার চাইলেও চিরদিন পৃথিবীতে বেঁঁচে থাকতে পারবেন না ।
আর তিনি হাজার, বা লক্ষবার না চাইলেও একদিন তাকে এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে অন্য কোনো অচেনা জগতে ।বয়স বাড়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন,সে না চাইলেও তাকে
গাছের শুকনো পাতার মত একদিন ঝরে পরতে হবে।

যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর পরলোক বিশ্বাস করতেন না।তেমনই একজন বিখ্যাত যাদুকর গণপতি রায় বলতেন,
যদি পরলোক বলে কিছু থাকে তবে তিনি আবার ফিরে আসবেন,কিন্তু তিনি আর ফিরে আসেননি ।

তবে অতি সত্য একটা কথা হলো: যেমন কোনো ব্যাক্তি যদি তার শরীরের কোনো স্থানে ব্যাথা পেয়ে থাকেন,তিনি
কিন্ত চোখে দেখেন না শুধু ব্যাথার অনুভূতি করতে পারেন কিন্তু ব্যাথা কি রূপ সেটা দেখতে পারেননা ।

ঠিক তেমনই কেউ বেঁঁচে থেকে পরলোক দেখতে বা পরলোক গমন করতে পারেন না।আর একবার যদি পরলোক
গমন করেন,তখন আর সেখান থেকে ফিরে আসতে পারেন না।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: নামাজ পড়েছেন আজ??

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুধু নামাজ পড়লেই কি সব মাপ পাওয়া যায় ভাইটি ।

২| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


মানব জাতি নিজের লব্ধজ্ঞান দ্বারা নিজেদের জীবনের মান উন্নত করছে; মুসলিম এলাকায় জীবনের মান নীচু, এর মানে এদের লব্ধজ্ঞান কম। আপনারা অনেকেই যা লিখছেন, এগুলো উন্নত মানের লেখা নয়।

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনারা অনেকেই যা লিখছেন, এগুলো উন্নত মানের লেখা নয়।
এটা ঠিক বলেছেন চাচাজান,যেহেটু আমরা রাজনীতি নিয়া লেখালেখি বা কাউকে নিয়া সমালোচনা করতে পারিনা,পারি শুধু
খোচাখুচি করতে তাই আমরা কোনো লেখকই না । ;)

৩| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "এটা ঠিক বলেছেন চাচাজান,যেহেটু আমরা রাজনীতি নিয়া লেখালেখি বা কাউকে নিয়া সমালোচনা করতে পারিনা,পারি শুধু খোচাখুচি করতে তাই আমরা কোনো লেখকই না । "

-যেই বিষয়ে ভালো ধারণা আছে, বিষয়টি নিয়ে আলোচনা করতে সক্ষম, যেখানে লজিক আছে, সেগুলো নিয়ে লেখা উচিত। ব্লগে হাজার হাজার বিষয়ে ইতিমধ্যে লেখা এসে গেছে, আপনার লেখা যদি আগের লেখা থেকে নীচু মানের হয়, পাঠকেরা হতাশ হবেন।

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ঠিক আছে চাচাজান এরপর থেকে আমার মগজটাকে একটু বেশি খাটাইয়া দেখমু কোন বিষয় লেখা যায় ।

৪| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একবার খলিফা হারুনুর রশীদের নিকট এক নাস্তিক এসে বললেন যে, "আপনার সাম্রাজ্যে এমন কোন জ্ঞানী ব্যক্তিকে ডাকুন, আমি তাকে তর্ক করে প্রমান করে দেব যে এই পৃথিবীর কোন স্রষ্টা নেই । এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে এবং আপনা থেকেই চলে ।" খলিফা হারুনুর রশীদ কিছুক্ষন ভেবে একটি চিরকুট মারফত ইমাম আবু হানিফাকে ডাকলেন ও এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন । ইমাম আবু হানিফা খবর পাঠালেন যে, তিনি আগামীকাল যোহরের সময় আসবেন, খলিফার প্রাসাদে নামায পড়ে তারপর বির্তকে অংশ নেবেন । পরদিন যোহরের নামাযের সময় খলিফা, তার সভাসদবর্গ ও নাস্তিকটি অপেক্ষা করতে লাগল। কিন্তু যোহরের নামায তো দূরের কথা আসর শেষ হয়ে গেল তিনি মাগরীবের নামাযের সময় আসলেন ।

নাস্তিকটি তাঁর কাছে এত দেরীতে আসার কারন জানতে চাইল। তিনি বললেন, "আমি দজলা নদীর ওপারে বাস করি । আমি খলীফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোন নৌকা নেই । অনেকক্ষন অপেক্ষা করেও কোন নৌকা পেলাম না । সহসা আমি দেখলাম একটি গাছ আপনা-আপনি উপড়ে পড়ল । তারপর সেটি নিজ থেকেই তক্তায় পরিনত হল । তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিনত হল । অত:পর আমি এটায় চড়ে বসলাম । নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এপারে পৌছিয়ে দিল ।

নাস্তিকটি একথা শুনে হো হো করে হেসে ফেলল । তারপর বলল, "ইমাম সাহেব আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন গাজাখুরি গল্প বিশ্বাস করব ? একটা গাছ আপনা থেকে নৌকায় পরিনত হবে এটা কি করে সম্ভব ?" ইমাম আবু হানিফা বললেন, "ওহে নাস্তিক সাহেব ! একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিনত না হতে পারে এবং নদী পরাপার না হতে পারে, তাহলে কিভাবে এই বিশাল আকাশ, চন্দ্র- সূর্য-নক্ষত্র আপনা-আপনি তৈরী হতে এবং চালু থাকতে পারে ?" নাস্তিকটি লা-জওয়াব হয়ে মুখ কাচুমাচু করে বিদায় নিল ।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:০৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমার আর নতুন করে কিছু বলার নাই চাচাজান ।যা বলার সেটা আপনিই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।

৫| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


@নুরু সাহেব,

ধর্ম কখন ও কিভাবে আসলো, কারা ইহাকে প্রচার করলেন; পেনিসিলিন কেন আসলো, কারা এই ধরণের বিষয় বুঝতো, কেন মানুষ করোনার টিকা ও ঔষধ বানাতে গিয়ে ১৮ ঘন্টা ল্যাবে থাকছে, এগুলো আপনাকে বুঝতে হবে। খলীফা হারুনর রশীদ, বা যেই যুগের মানুষ আজকের মানুষের থেকে অনেক কম জানতেন।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:০৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনারা মুরব্বিরা যদি এখনো এভাবে লেগেই থাকেন তাহলে আমরা যুবকেরা কি করবো চাচাজান ?

৬| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৫০

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ তুমিই মালিক।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:০৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেটাই ভাই ।

৭| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৮

(লাইলাবানু) বলেছেন: সুন্দর লিখেন আপনি ।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:০৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৮| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৫০

বলেছেন: আল্লাহু সব কিছুর মালিক ।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:০৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ।

৯| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুধু নামাজ পড়লেই কি সব মাপ পাওয়া যায় ভাইটি ।

না, মাফ পাওয়া যায় না।
তবে নামাজ না পড়লে মাফ নাই।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:০৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেটা আপনি ঠিক বলেছেন রাজীব ভাই ।

১০| ১০ ই মার্চ, ২০২০ রাত ১২:০৯

ব্লগ মাস্টার বলেছেন: একদিন মরন আসবে সবার সামনে ।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:১০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেদিন সেই জীবন হরন কারিকে কেও দেখতে পারবে না ।

১১| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার লেখা পড়ে মরনের কথা ভাবতেছি ।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:১১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: মরতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.