![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হৃদয়ের পাখিটা খাঁঁচা থেকে বের হয়ে গেলি,
পাখি তুই কোন ঢালে বাসা বাঁঁধালি,
চায় যদি মন তোর সেই ঢালে আমায় একটু বসার জায়গা দিস !
সেই ঢালে আমিও বাসা বেঁঁধে থাকবো,
আর একটু একটু করে তোকে দেখবো,
সারাজীবন তোকেই আমি মনে প্রাণে ভালোবাসবো ।
শত দু:খের মাঝেও,আমি মুচকি মুচকি হাসবো,
আর যত আছে মনের জ্বালা সব নিভাবো,
হাজারো সুখ দু:খে দুজন মিলে সারা জীবন কাটাবো ।
ছবি ইন্টারনেট ।
৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
২| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৮:০২
নৃ মাসুদ রানা বলেছেন: দারুণ লিখেছেন....
৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া ।
৩| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনাকে ধন্যবাদ । নিরাপদে থাকুন পরিবার পরিজন সহ সেই কামনা থাকল ।
৪| ২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:০২
(লাইলাবানু) বলেছেন: রাজীব ভাই বলেছে সহজ সরল সুন্দর'' আমারো একমত ।
৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ আপু ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: ভালো