নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

করোনা নিয়ে সরকারকে কিছু পরামর্শ

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৮


প্রথমত বেশ কিছু পত্রপত্রিকায় দেখেছি একবার যে ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ভালো হয়েছেন,সে
আর ২য় বার এই ভাইরাসে আক্রান্ত হন না । যদি এ কথা সত্যি হয়,তাহলে এখানে একটা প্লাস পয়েন্ট আছে,আর সেটা
হল ইতি মধ্যে বাংলাদেশে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং ভালো হয়েছেন তাদের মধ্যে থেকে বেছে বেছে
কয়েকজন নারী ও পুরুষকে নিয়ে আরো একটু টেনিং দিয়ে বর্তমান এবং আগামিতে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে
তাদের সেবা জন্য নিয়োজিত করা যেতে পারে। যেহেটু তাদের আগে হয়েছে সেহেটু পরে আক্রান্ত রোগিকে সেবা করলে
তাদের আর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা খুবই কম ।

আর লক ডাউন বা লক আউট দেয়ার পরে অনেক গরিব অশায় হত দরিদ্র মানুষ আছেন যাদের দিন এনে দিন খেতে হয়,
তাদের জন্য বিভিন্ন দুর্নিতি যেমন মাঝে ক্যাসিনো এবং আরো এরকম স্থান থেকে অনেক টাকা পয়সা উদ্ধার করা হয়েছে,
এখন এই দুর্যোগের সময় সেই সব টাকা থেকে কিছু অনুদান দিলে ভালো হয় ।তাতে দিনমুজুর সাধারন হতদরিদ্র মানুষগুলো
এক মুঠো লবন ভাত খেয়ে বাঁচতে পারতো । যদিও এখন লবন ভাত খেয়ে বেঁচে থাকা অনেক দায় । কেননা যে মহামারি ভাইরাস
এসেছে,এই ভাইরাসকে দূর্বল করতে হলে আমাদের প্রতিটা মানুষের প্রয়োজন অনেক শক্তিশালী ভিটামিন যুক্ত এবং রোগ প্রতি
রোধে ক্ষমতা আছে সেরকম খাদ্যের । একটু ভেবে দেখতে পারেন ।

আরো একটু বিষয় বলতে চাই সেটা হল লক ডাউন বা লক আউট এর পাশা পাশি কিছু প্রতিষ্ঠান বা সরকারি ও বেসরকারি অফিস
খোলা রাখা যায় । তবে সেই অফিসগুলোর কর্ম কর্তাদের ডিউটি হতে হবে পিক আউয়ার সিস্টেম । বা গ্রুপিং সিস্টেম ।
যেমন দৈনিক প্রথম এক গ্রুপ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পযন্ত ৪ঘন্টা কাজ করবে,এরপর তাদের ছুটি দেয়া হবে । পরে ২ঘন্টা খাবার সময় এবং পরের গ্রুপের লোকজন অফিসে আসা বা উপস্থিত হওয়া । তারপর ২টা থেকে আবার শুরু হবে অফিস একটানা ৬টা পযন্ত অফিস চলবে তারপর ক্লোজ । এতে করে রাস্তায় লোক চলাচল কম হবে এবং লোকজনও নিরাপদে বাসায় এবং অফিসে যাতায়েত করতে পারবে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


ক্যাসিনো ম্যাসিনো থেকে জব্দ করা টাকা পয়সা জাতির গরীব অংশকে দিতে হবে এমন কোন কথা নেই; সরকারী গুদাম থেকে গরীবদের চাল, ডাল দেয়া যেতে পারে।

সৈনিকেরা ট্রাম নিয়ে গরীব এলাকায় গেলে মানুষ এসে নিয়ে যাবে; ক্যাশ দেয়ার জন্য প্রাইম মিনিষ্টার একটা ফান্ড করতে পারেন; যারা এই সরকারের আমলে হাজার কোটী ও শত কোটীর মালিক হয়েছে, তাদের দানে গরীবেরা ১ বছর চলতে পারবে।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চাচাজান আমি গুছিয়ে লিখতে না পারলেও আপনি ঠিকি গুছিয়ে আমার মনের কথাগুলো লিখেছেন । আপনার সাথে একমত ।

২| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৩

নেওয়াজ আলি বলেছেন:

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সবই নিয়তি ।

৩| ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো পরামর্শ ।

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ।

৪| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:০৮

কলাবাগান১ বলেছেন: করোনার সবচেয়ে ভাল চিকিৎসা হল যারা একবার করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের ব্লাড প্লাজমা নতুন রোগীদের শরীরে ইনজেক্ট করা।

যারা ভাল হয়ে গিয়েছেন, তারা তাদের রক্ত এখন গোল্ডের মত দাম.....
দেশের বড়লোকেরা তাদের রক্ত কিনার জন্য অথবা (ছিনিয়ে নেওয়ার চেস্টা করবে)

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আয় হায় কি কন শ্রদ্ধেয়ও কলাবাগান ভাই তাইলেতো কাম ছাড়ছে । এদের খুজে বের করে আবার না বিদেশে পাচার করে দেয় ।

৫| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: কেউ না খেয়ে মারা যাবে। সেই দিন আর নাই।
দেশ করোনা মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাবে।

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেটা ঠিক বলেছেন ।

৬| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৪

আলআমিন১২৩ বলেছেন: ভালো ডাক্তার দিয়ে সুস্থ হওয়া রোগীর প্লাজমা দ্বারা আক্রান্ত রোগীর চিকিৎসা ভাল ফলাফল দিতে পারে।

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমার কাছেও ভাই বিষয়টা এই রকম ই মনে হচ্ছে ।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৭:৩৬

সোহানী বলেছেন: একবার আক্রান্ত হলে আবার আক্রান্ত হয় না, এটা জানা ছিল না।

০৪ ঠা মে, ২০২০ রাত ১০:১২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ইদানিং নাকি আপু আগে আক্রান্ত হয়ে ভালো হয়ে যাওয়ার কিছুদিন পর আবার আক্রান্ত হচ্ছে।

৮| ০৪ ঠা মে, ২০২০ রাত ১০:২৭

আমি সাজিদ বলেছেন: আক্রান্ত হলে আবার হতে পারে। ভুল জানেন। একটু অথেনটিক কিছু থেকে পড়েন। আর আপনার মধ্যে এতো পজেটিভনেস আসে কেমনে আমাদের সরকারগুলো নিয়ে ভাই? আমি আপনি ভালো কথা বললেও শুনার জন্য বসে আছে তারা? তারা তাদের ধান্দায় ব্যস্ত।

৯| ২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৩১

কঙঋঈঈ বলেছেন: [url=https://ragdollarchers.com/]ragdoll archers[/url] crew should really think about developing their own system to keep tabs on their servers remotely for

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.