নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

শয়তানের সমুদ্র

০৪ ঠা মে, ২০২০ রাত ১০:০৪



Devil’S Sea বা শয়তানের সমুদ্র । নিশ্চয় আমরা অনেকেই Dragon’s Triangleএর কথা শুনেছি । আর এর কাজ কারবার অনেকটা বারমুডা ট্রায়াঙ্গালের মত। জাপানের কাছে প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই আজীব জায়গায় হাজার হাজার ঘটনা রেকডর্ করা হয় যার আজও পযন্ত কোনো ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। এই জায়গায় জাহাজ, প্লেন এমনকি মানুষও নাকি হাওয়ায় গায়েব হয়ে গিয়েছে কয়েকবার। জাপানিজ ফিশিং অথরিটি এই জায়গাটিকে অনেক আগেই বিপজ্জনক ঘোষনা করেছিলেন। ১৯৫২ সালে জাপানি সরকার ৩১ জন গবেষক সহ একটি জাহাজ পাঠিয়েছিলেন এই জায়গায়, আর বলাবাহুল্য সেই জাহাজ আর মানুষগুলোকে এখনো পযন্ত কখনো খুঁজে পাওয়া যায়নি। এই জায়গাকে সবাই ভিনগ্রহবাসীর আস্তানা বলে। আবার অনেকেই বলে আটলান্টিসের হারানো সভ্যতা।
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
ছবির জন্য গুগলের কাছে কৃতজ্ঞতা অর্পন করছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২০ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: বারমুডা টাঙ্গাগাল নিয়ে একটা মুভি আছে সময় পেলে দেখে নিবেন। মুবিটা ইউটিউবেই পেতে যাবেন।

০৪ ঠা মে, ২০২০ রাত ১০:৪৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ঠিক আছে।

২| ০৫ ই মে, ২০২০ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীতে যে কত রহস্য আছে
তার হিসেব নেই মানুষের কাছে।
তবুও মানুষ বাহাদূরী করে নিজেকে
নিয়ে।

৩| ০৫ ই মে, ২০২০ ভোর ৪:৫৩

নেওয়াজ আলি বলেছেন: তথ্য জানলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.