![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীড়ের নিবির কোলে,
দিন শেষে ফিরে রাত,
দিনে আলোতে বিলিন হয়ে যাওয়া ভাঙ্গা স্বপ্নময় পাখি গুলো ফিরে আসে নিজ বাসায়,
মধ্য রাতে নতুন কোনো স্বপ্ন বাঁধার আশায় ।
ঘ্রান হাতছানি দিয়ে ডাকছে,
হাসনা হেনারা আজ বেশ অসহায় এই ভেবে ভেবে,
আজ তাদের ঘ্রান নেয়ার মত কোনো ঘ্রান বাজ নেই পাশে !
ঘ্রান মিটাবে আজ কোন রাত জোনাক পোকার পিপাসা,
অসহায় রাত পাহারাদার ফুলগুলো কাঁদে একবুক দীর্ঘ নিস্বাসে ।
একবুক তৃষ্ণায় ভিমর গোলাপ আর বাগানি ফুলেরা,
খুঁজে খুঁজে ক্লান্ত মধু আহরনের মৌরাজদের,
এক সময় তারা মধুর ভান্ডারে কতই না ছিল রতন্য !
অথচ আজ যেন মৌরাজদের কাছে তারা খুবই অবহেলিত খুবই লঘন্য ।
ছবি ইন্টারনেট।
২৭ শে মে, ২০২০ রাত ১০:৩৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমার লেখার হাত তেমন ভালো না চাচাজান। তবুও আপনাদের দোয়ায় চেষ্টা চালিয়ে যাচ্ছি।
২| ২৭ শে মে, ২০২০ রাত ১১:২০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অসাধারণ লিখেছে।
১৪ ই জুন, ২০২০ রাত ১০:৪৫
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া কবিতাটি পড়ার জন্য।
৩| ২৭ শে মে, ২০২০ রাত ১১:২১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সরি -টাইপো- অসাধারণ লিখেছেন।
১৪ ই জুন, ২০২০ রাত ১০:৪৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: বুঝতে পেরেছি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।
৪| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৪৬
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
১৪ ই জুন, ২০২০ রাত ১০:৪৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাইয়া।
৫| ২৮ শে মে, ২০২০ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: বাহ!!
সুন্দর কবিতা লিখেছেন।
১৪ ই জুন, ২০২০ রাত ১০:৪৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাইয়া।
৬| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫২
কঙঋঈঈ বলেছেন: You have to guide the extraterrestrials as they leap over https://run3online.io
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০২০ রাত ১০:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কাব্যরীরিতিতে মুগ্ধ আমি।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।