![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সকল মানুষ কালো আর সাদা নিয়ে অহংকার বা বড়াই করে তারা আমার দুই চোখের শত্রু আর আমি পৃথিবীর যে কোনও নৃকিষ্টি বস্তুুর চেয়েও ওই সকল নারী পুরুষদে ঘৃণা করি যারা কালো বা দেখতে একটু আন হ্যানসাম হলে কোনও স্বামীকে শ্ত্রীর অবহেলা বা স্ত্রী কালো হলে স্বামী একটু হ্যমসাম স্মাট সুন্দর হলে যদি সেই স্বামী তার তার স্ত্রীকে অবহেলার চোখে দেখেন বা ভালো না বাসেন তাকে আমি সব বেশি ঘৃণা করি।আরে কালো সুন্দর সবই আল্লাহুর ইচ্ছে। আল্লাহুই কাউকে কালো আবার
কাউকে সুন্দর করে গড়েছেন।কালো মানুষও মানুষ সুন্দর মানুষও মানুুষ। একজন মানুষের পরিচয় তার গায়ের রঙ দিয়ে নয় বরং একজন মানুষের পরিচয় তার কর্মযজ্ঞ তার মন।গায়ের রঙ সুন্দর হলেই যদি সব সুন্দর হত তাহলে আল্লাহু তার সৃষ্টির জগতে মানুষ থেকে শুরু করে পৃৃথিবীর কোনও বস্তুর রঙই কালো করতেন না। হয়ত এমনো হত যে কালো রঙ বলে পৃথিবীতে কোনও রঙই থাকত না।
আমি বলি তোমরা যারা সাদা কালো নিয়ে বড়াই করো বা ব্যবধান খুঁজো তারা সাদা কালো নিয়ে বড়াই না করে মানুষের মন নিয়ে বড়াই করো বা মনে মনে ব্যবধান খুঁজো।নারী হোক বা পুরুষ হোক কালো বলে কাউকে কষ্ট দেয়া বা অবহেলা করা ঠিক নয়।
০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সহমত।
২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: কবি বলেছেন, কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারি সমান রাঙা।
০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কবির এই কথার মর্ম বুঝেনা কেহ।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন আপনার কোনো খোঁজ খবর নেই।
এতদিন কোথায় ছিলেন?
০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমি ব্লগে আছি ঠিকি কিন্তু অলস হওয়ায় লগিন করি না। আচ্ছা হাসু ভাই দেখি আপনাকে গুরু ভাই বলে ডাকে তাই আমিও
ভাবছি আপনাকে গুরু ভাই বলে ডাকবো যদি আপনার কোনও অসুবিদা না থাকে।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কালো সাদা এসব নিয়ে অহংকার ঠিক না
০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ঠিক বলছেন আপু।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার গায়ের রং কালো আমার সাদা। এটা নিয়ে কোনো কিছু আসে যায় না। তবে মেয়েদের গায়ের রং কালো হলে বাবা মার মন খারাপ হয়ে যায়। ভবিষ্যৎতের আসংকায়।
০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনার সাথে আমি একমত।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২১
চাঁদগাজী বলেছেন:
পাক ভারতে গায়ের রং একটা সমস্যা, অনেক জাতিতে ইহা কোন সমস্যা নয়।