![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম ছাড়া জীবন,
না,না, সেটা মানা যায় না।
হ্যা এটা সত্য প্রেম মানেই ক্ষত বিক্ষত,
প্রেম মানেই হৃদয় পুরে হয় দুঃখ পুরি,
প্রেমের স্বার্থ খুজে পাওয়া যায়না,
অথচ প্রেমে নাক চুবানি খেয়েছেন কত যুবোক যুবতি এমন কি বুড়ো আর বুড়ি।
শেষ খারাপ সবই শুরু ভালো
প্রথমে যদিও থাকে প্রেমের আলো,
পরে ধীরে ধীরে ক্ষত দাঘ স্মৃতি,
শেষে চোখের অশ্রুকে বানিয়ে কালি,
দুই হাতে বাজিয়ে তালি,
টাণতে হয় প্রেমের ইতি।
দুঃখ পাবে জেনেও,
কেউ প্রেমকে বলে হ্যা, ওয়েলকাম,
আবার কেউ বলে না, গোটু আউট।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শত ভাগ সত্য।
২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: প্রেমই জীবন, প্রেমই মরণ।
চমৎকার শব্দ চয়ন ও ছন্দময় গাঁথুনি হে সুপ্রিয় কবি।
কবিতায় লাইক ও ভালো লাগা ±±
২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৩
মুরাদ বেগ বলেছেন: প্রেম নিয়ে লেখা দারুন কবিতা স্যার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৪
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসার কবি?
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনাদের দোআ।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:১৯
নেওয়াজ আলি বলেছেন: আচ্ছা কেন বলে না গো টু আউট।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০১
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: যেমন টকঝাল লাগে তেমন মিষ্টিও আছে।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা ছাড়াও জীবন চলে কিন্তু খাদ্য ছাড়া বেঁচে থাকা সম্ভব না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: খারাপ বলেন নাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রথমে খাদ্য তার অনেক পরে প্রেম।যাদের খাদ্যের অভাব নাই তাদের প্রমেরও অভাব নাই।যার খাদ্য নাই তার প্রেমও নাই।