নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

হাতির শুঁড় নামক একটা গাছের সংক্ষিপ্ত কিছু কথা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৪


যদিও নামটা শুনে অনেকের কাছে মনে হতে পারে গাছটি অনেক বড়, কিন্ত আসলে তা নয় । গাছটি আকারে এক থেকে দেড় ফুট
বা দুই ফুট উঁচ্চতা হয়ে থাকে।আর এই গাছটি আমাদের বাসার আশে পাশেই ঝুরঝাপ বা খালি স্থানে হয়ে থাকে।এই গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল অনেকটা হাতির শুঁড় মতই দেখতে হয়।আবার অনেকের কাছে হাতিশুঁড়ি, হাতিশুণ্ডি, হস্তীশুণ্ডী, শ্রীহস্তিনী, মহাশুণ্ডী ইত্যাদি স্থানীয় নামেও পরিচিত।যাই হোক আসুন আমরা এখন এর গুণ সম্পকে কিছু তথ্য জেনে নেই।
আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে অনেক সময় ফোলা ও ব্যথা কমে যায় অনেক উপশম পাওয়া যায়।ঠান্ডা লেগে হাতে পায়ের গাঁট ফুলে গেলে বা বাগী ফোলা অর্থাৎ উরু এবং তলপেটের মাঝখানে, কুচকির ডান ও বাম দিকে যেকোনো দিক ফুলে গেলে এই গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গায় লাগালে ফোলা এবং ব্যথা কমে যায়।দেহের ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এই পাতার রস ব্যবহার করা হয়।কোন কারনে চোখ টকটকে লাল হলে কড় কড় করছে মনে হচ্ছে বালি পড়েছে, এমনটা হলে হাতিশুঁড় গাছের পাতার রস অব্যর্থ ওষুধ।সর্দি লাগলে এই হাতিশুড় গাছের পাতা ছেচে দুই চামচ পরিমাণ রস খেলে সর্দি
ভাল হবে।একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবার ১০০% সম্ভবনা রয়েছে।টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে অনেক কার্যকরী একটি সমাধান, এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।হাতির শুঁড় গাছের শিকড় বা মূল যদি কোনও ব্যাক্তি মধুর সাথে মিশ্রন করে সকালে খালি পেটে আর রাতে ঘুমানোর আগে টাণা
২১দিন খেতে পারেন তাহলে যৌন শক্তি বেষ্টঅফ পর্যায় পৌঁছাবে বিশ্বাস না হলে আপনি টাণা তিনদিন খেয়ে দেখতে পারেন ।আশা করি ফলাফল বুঝতে পারবেন ১০০%গ্যারান্টি ।আর যদি কাজ না হয় মানে বিফলে মূল্য ফেরত । ;) আরো বিস্তারিত জানুন


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:



ছবিতে লেখা, "হাতিশুড়", আপনি লিখেছেন "হাতির সুর", ২টা একই গাছ তো?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: জি । আর হয়ত ছবির বানান নয়ত আমার বানান ভুল আছে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবের চোঁখ মনে হয় এখন বেশ ভালো !!
শুর আর সুরের পার্থক্য ধরতে পারছেন। তবে
শুদ্ধ বানান হবে "হাতির শুঁড়" পশুবিশেষের লম্বা ও
গোলাকার মুখ বা নাক

আলহামুদুলিল্লাহ! চোখের যত্ন নিবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ । ঠিক করে দিয়েছি।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৬

এম ডি মুসা বলেছেন: ইউটিউব দেখছি ভিডিও , জলাতঙ্ক কতটুকু কার্যকরী

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আশা করি ভালো কাজ করে।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি- এরকম কবিরাজীতে আমার বিশ্বাস নেই।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৪

রিফাত হোসেন বলেছেন: রাজীব নুর সাহেব কিছু ঔষধি উদ্ভিদ আসলেই অনেক কাজের। তবে বর্তমানে অনলাইনে এদেরকে অতি রঞ্জিত করা হয়। যেমন এই হাতিশুঁড় উদ্ভিদটি ক্ষত বা ফোঁড়াতে কার্জকর। ছোটবেলায় অনেক দেখেছি গাছটিকে, ঝোপঝাড়ে বেড়ে উঠতে।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:



সত্যিই হাতিশুঁড়ের অনেক ক্ষমতা । প্রায় আগাছা তুল্য এর ফুলের গন্ধ
একটু উটকো হলেও এর গুণ অসাধারন । ফলে ভেষজ চিকিৎসায় এর অনেক ব্যবহার
হয়ে থাকে। এর পাতার রস ক্ষত, ফোঁড়া, চোখের কনজাংটিভাইটিস-এর চিকিৎসায়
ব্যবহৃত হয় বলেও জানা যায় ( সুত্র : https://bn.wikipedia.org/wiki/ হাতিশুঁড় )তবে
এটাও বলা হয়ে থাকে যে হাতিশুঁড়ে 'পাইরোলিজিডিন এলকালয়েড' (pyrrolizidine alkaloids)
বিষ থাকে। এই বিষের প্রভাবে মানবদেহে টিউমার সৃষ্টি হতে পারে।
সুত্র : Yang et al ( 2002) "Pyrrolizidine alkaloids-tumorigenic components
in Chinese herbal medicines and dietary supplements",
Journal of Food and Drug Analysis, Vol. 10, No. 4, 2002, pp. 198-211
তাই সঠিকপদ্ধতি অনুসরন করে হাতিশূড় হতে তৈরী ঔষধ সেবন করা প্রয়োজন ।


৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: একটি অপ্রয়োজনীয় আগাছার অনেক গুণ দেখছি। ফুল এবং গাছে বাজে একটা গন্ধ এই গাছে

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০০

প্রেম পাগল বলেছেন: এটা সত্যিই কি সেক্স বাড়ে?

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৮

নতুন বলেছেন: যৌন শক্তি বাড়ায় এমন ঔষুদের ভিডিওতে অবশ্যই ইউটিউবে লাখের উপরে ভিউ আসবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.