| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেআইসিত্রস
তুমি তাকেই ভালবেসে আগলে রাখ যার ভালবাসার বিনিময়ে কিছু চাওয়া পাওয়া নেই।
তোমার জন্য।
জে আই সি এস।
প্রতিকি অনশন করবো আজ তোমার জন্য,পাখিদের নিয়ে গণমিছিল করবো তোমার জন্য,বট বৃক্ষের মাস্তুলে বসে থাকা হুতুম পেঁচা হবো তোমার জন্য,বিজলীর দু্যতি হয়ে ভস্ম হবো তোমার জন্য,এক চিলতে রোদের ভিজে বর্ষা হবো তোমার জন্য,নির্ঘুম রাতের তারা হবো তোমার জন্য,হাজার বছরের পথ পাড়ি দিয়ে, আমি আনবরত আদি আদিম হবো তোমার জন্য।
©somewhere in net ltd.