নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছােটবেলার সেই উদাসীনতার জন্য আমার বাবা কখনো \"জীবনে বড় কিছু হতে পারবো\" সে সপ্ন দেখেন নাই। এর জন্য অবশ্য জীবনে কখনোই আফসোস করি নাই , আর এখন আল্লাহর রহমতে আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়ন রত অাছি।

মাসুদ_খান

ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।

মাসুদ_খান › বিস্তারিত পোস্টঃ

এই মহান ফেব্রুয়ারী মাসে কথা বলতে গেলে মনের অজানতেই ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করি।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

বছরের প্রতিটা দিনই তো বাংলায় কথা বলি। প্রতিটা মাসে কথা বলার সময় তেমন একটা অনুভুতি তৈরি হয় না, কিন্তু ফেব্রুয়ারী মাসে কথা বলার সময় নিজের ভিতরে কেমন যেন একটা অহংকার বোধ তৈরি হয়। মনে হয় বাংলায় কথা বলতে পারায় আমি পৃথীবির সব চেয়ে সুখী মানুষ। পৃথীবির সমস্ত সুন্দর সুন্দর সুুর সুন্দর সুন্দর কবিতা আমার ভাষার কাছে যেন তুচ্ছ, আমার তখন ভাবতেই অবাক লাগে যে সেই ১৯৫২ সালের ভাষা সৈনিকরা কিভাবে বুঝতে পেরেছিলেন বাংলায় কথা বলতে না পারার থেকে কষ্ট আর হতে পারে না। আরও ভাবতে অবাক লাগে শুধুমাত্র মুখের ভাষার জন্য নিশ্চিত মুত্যু জেনেও আন্দোলনে একটুও পিছ পা হন নাই। ভাষাকে কতটা ভালবাসলে এটা সম্ভব?? এ মাসে যখন কথা বলি তখন মনে হয় আমি কি তাদের মত আমাদের ভাষাকে ভালবাসতে পারছি?? আসুন আমরা সবাই এ মাসে প্রতিঙ্গা বদ্ধ হই শুদ্ধ-সুস্পষ্ট ছাড়া আর একটি কথাও বলব না। ভাষার বিকৃতি রোধের এখনই উপযুক্ত সময়, আপনার একটু সহযোগিতায় পারে আমাদের ভাষাকে সুন্দর করতে।

বি:দ্র: এই লেখাটি লিখতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নি, কেন জানি লেখাটি সম্পন্ন হওয়া পর্যন্ত আমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়েছে। যদি আপনাদের চোখেও পানি চলে আসে সে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিটা মাসে কথা বলার সময় তেমন একটা অনুভুতি তৈরি হয় না,

এটা ভাষা বিকৃতির অন্যতম কারণ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

মাসুদ_খান বলেছেন: শিকার করতেই হচ্ছে যে আপনি অতি চতুরতার সাথে বেশ কিছু বুঝিয়ে দিয়েছেন। আসলে হয় তো অনুভুতি সারা বছরই কাজ করে তবে ফেব্রুয়ারিতে ভাষা শহীদের জন্য আরও বেশি গর্ব বোধ কাজ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.