নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছােটবেলার সেই উদাসীনতার জন্য আমার বাবা কখনো \"জীবনে বড় কিছু হতে পারবো\" সে সপ্ন দেখেন নাই। এর জন্য অবশ্য জীবনে কখনোই আফসোস করি নাই , আর এখন আল্লাহর রহমতে আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়ন রত অাছি।

মাসুদ_খান

ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।

মাসুদ_খান › বিস্তারিত পোস্টঃ

আমরা ঠিক যত বেশি বেশি ভালবাসা পরিবর্তনে অভ্যস্ত হয়ে পড়ব , আমাদের পরস্পরের উপর দায়িত্ব ঠিক ততখানি কমে যাবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

বর্তমানে ডিজিটালাইজেশনের কল্যানে সব কিছুই অনেক সহজ হয়ে গিয়েছে। আর সেই সাথে সহজ হয়ে গিয়েছে সকলের সাথে বন্ধুত্ব করাটাও। আসলে বন্ধুত্ব অনেক মহৎ সে যাদের মধ্যেই গড়ে উঠুক না কেন। কিন্তু বর্তমানে আমরা সবাই কি সেই বন্ধুত্বের মর্যদা রক্ষা করতে পারছি?? সত্যি কথা বলতে কি আমরা সকলে এখন বন্ধুত্বের মত মহান জায়গাটা নিয়ে ভালবাসার ফাঁদ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছি। এভাবে আমরা প্রকাশ্যে বা মনে মনে ভালবাসার সম্মুখীন হচ্ছি এবং ক্রমশ্যে তা পরিবর্তন করছি একের পর এক। কিন্তু এভাবে পরিবর্তন কি আমাদের এবং আমাদের সমাজকে সুষ্ঠ সুন্দর দিকে নিয়ে যাচ্ছে?? কখনোই না । এভাবে দিন দিন আমরা বেশি বেশি ভালবাসা পরিবর্তনে অভ্যস্ত হয়ে পড়ছি। এটা মোটেও আমাদের ব্যক্তিগত জীবনে খুব একটা ভাল লক্ষণ নয়। কারণ আমরা যত বেশি বেশি ভালবাসা পরিবর্তনে অভ্যস্ত হয়ে পড়ব , আমাদের পরস্পরের উপর দায়িত্ব ঠিক ততখানি কমে যাবে। কারণ আমাদের এই ভালবাসা পরিবর্তনের অভ্যসটার সাথে সাথে পরস্পরের উপর দায়িত্ব পালনের দায়বদ্ধতা-টাও পরিবর্তিত হতে থাকবে। তাই সময় থাকতে নিজেকে সর্তক করুন আর নিজের ভালবাসার প্রতি যত্ন নিন । আজকে আপনার ভালবাসার প্রতি রইল দারুন একটি অভীশাপ আর তা হলো "আপনার আর কখনো যেন বিচ্ছিন্ন হতে না পারেন।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.