নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছােটবেলার সেই উদাসীনতার জন্য আমার বাবা কখনো \"জীবনে বড় কিছু হতে পারবো\" সে সপ্ন দেখেন নাই। এর জন্য অবশ্য জীবনে কখনোই আফসোস করি নাই , আর এখন আল্লাহর রহমতে আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়ন রত অাছি।

মাসুদ_খান

ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।

মাসুদ_খান › বিস্তারিত পোস্টঃ

নতুন ভাবে গড়ে উঠা প্রতিষ্ঠান গুলোর প্রতি পজেটিভ দৃষ্টভঙ্গি দেওয়া উচিত। বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানের পরিচালকদের নতুন প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধশীল হওয়া উচিৎ ।

১২ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২৩

আমাদের দেশে বড় বড় প্রতিষ্ঠানের পরিচালক-গন এখন আমাদের সমাজের আইকন বা সেলিব্রটি হিসেবে পরিচিত, যা স্যাসাল মিডিয়ার প্রভাবে গড়ে উঠেছে। কিন্তু এই সব বড় প্রতিষ্ঠানের পরিচালক গন যদি ছোট ছোট প্রতিষ্ঠানের কার্যক্রম বা নাম নিয়ে ওপেনলি ঠাট্টা-বিদ্রুপ শুরু করে তাহলে নতুন-রা সবাই তাদের উদ্যোগ নিয়ে ভেঙ্গে পড়বে। কিন্ত এই সব বড় প্রতিষ্ঠানের পরিচালক-গন বড় বড় অনুষ্ঠানে গিয়ে সবাইকে উদ্যোগতা হতে অনুপ্রাণীত করে আর অনুষ্ঠান শেষ হতে না হতেই নতুন প্রতিষ্ঠান নিয়ে ওপেনলি ঠাট্টা-বিদ্রুপ শুরু করে দ্যাই । যদিও উনারা উদ্দেশ্য প্রনোদিত ভাবে নতুন প্রতিষ্ঠান নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেন না তারপরও এগুলোর জন্য নতুন-দের মন ক্ষুন্ন হয়। আমি একজন আই,টি এক্সপার্টের অনেক বড় ফ্যান আজ তার নিজ ফেসবুক প্রফাইলে এমন একটি ঠাট্টা-বিদ্রুপের লেখা পড়লাম যা নিয়ে একটু মন খারাপ হলো তাই একটু প্রতিবাদের জন্য ব্লগ-টি লিখলাম যেন সবাই সবার প্রতি শ্রদ্ধশীল হন।
তিনি নিজ ফেসবুকের প্রফাইলে এমন ভাবে একটি প্রতিষ্ঠান নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করলেন যা তার কাছ থেকে আমরা আশা করি নেই। পোষ্টির ছবি নিচে দেওয়া হলো :::

যা হোক আমি সেই আই,টি এক্সপার্ট বড় ভাই সহ অন্যান্য বড় পতিষ্ঠানের পরিচালক ভাই-দের প্রতি আহবান করবো ছােট ছোট প্রতিষ্ঠান গুলি হয়তো কোন দিনই আপনাদের মত বড় বড় প্রতিষ্ঠানে রূপ নেওয়া সম্ভব হবে না তারপরও ঐ ছোট প্রতিষ্ঠান-টি সেই ছোট পরিচালকের কাছে অনেক সম্মানের এবং অনেক প্রিয়। তাই যে কোন প্রতিষ্ঠানের নাম নিয়ে সমলোচনা না করে তাদের সর্ভিস নিয়ে আমরা সন্তুষ্ট কিনা তাই দেখা উচিত।
ঐ আই,টি এক্সপার্ট বড় ভাই বড় ভাই এর ঠাট্টা-বিদ্রুপের সাথে তাল মিলিয়ে কিছু কথা
কিছু মনে করবেন না ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান তবুও আপনার এই পোষ্টের সাথে একমত হতে পারলাম না ।
|||পাঠাও||| একটি সার্ভিস ক্রিয়েট করেছে আমাদের দেশে তাই তাদের নাম নিয়ে মসকারা করার কিছু নাই বা এই সমো-মনা নামের প্রতিষ্ঠান গুলো নিয়েও মসকারা করার কিছু নাই যদি তারা ভাল ভাল সার্ভিস ক্রিয়েট করতে পারে। আমাদের অবশ্যই অন্যর বিষয়ে শ্রদ্ধশীল হওয়া উচিত । "পাঠাও" ছাড়াও উদীয়মান আর কয়েকটি প্রতিষ্ঠান আছে তাদের নাম নিয়েও ঠাট্টা-বিদ্রুপ করা যায় । যেমন:
১। "চাল-ডাল.কম" এদের-কে নিও কি আমরা মসকরা শুরু করবো !!!!!! (যেমন- মাছ-মাংস.কম , শাক-সবজী.কম, পড়াশুনা.কম )
২। নতুন অন-লাইন শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান "টেন মিনিট স্কুল.কম" এদের নিয়েও কি আমরা মসকরা শুরু করবো !!!!!!!! (যেমন- দুই মিনিট স্কুল.কম, পাচ মিনিট স্কুল.কম, এক মিনিট স্কুল.কম, কুড়ি মিনিট স্কুল.কম )
৩। অন-লাইন আরও একটি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান "শিক্ষক.কম" এদের নিয়েও কি আমরা মসকরা শুরু করবো !!!!!! (টিচার.কম, মাষ্টার.কম, পন্ডিৎ.কম) ।
৪। অন-লাইন শিক্ষা বিষয়ক আরও একটি অন্যতম প্রতিষ্ঠান "খান একাডেমী.কম" এদের নিয়েও কি আমরা মসকরা শুরু করবো !!!!!!(যেমন: শেখ একাডেমী.কম, জিয়া একাডেমী.কম, চৌধুর একাডেমী.কম)

শেষে-মেষ এবার যদি আপনার প্রতিষ্ঠান (Themebucket) এর নাম-টি যদি কেউ বিকৃতি করে তবে কেমন শোনাবে অথবা আপনার মত নাম বিকৃতি করলে কেমন শোনাবে ??? । (যেমন:::: আলু-বাকেট,পটল-বাকেট,পিয়াজ-বাকেট ) :P :P :P :P :P
সূত্র ফেসবুক পাতা থেকে সংগ্রহীত : Click This Link

পরিশেষে আমাদের সকলকেই সকলের প্রতি অন্তরিক হওয়া উচিত। অতিরিক্ত মসকরা করতে গিয়ে যদি আমরা আমাদের বাপ-দাদা দের মত একে অন্যকে ছোট করি তাহলে আমাদের অর্জিত এই শিক্ষা এবং অত্যধুনিক আই,টি ডিজিটালাইজেশন সোস্যাল-মিডিয়া আমদের দৃষ্ট-ভঙ্গির কি পরিবর্তন আনতেন পারলো ???? আমাদের নিজ নিজ বিবেকের কাছে প্রশ্ন করা উচিত তা নাহলে আমরা একশো বছর আগেও যা ছিলাম এখনো তাই থেকে গেলাম । তাহলে সকলের কাছে প্রশ্ন থেকেই গেলো বাঙ্গালী জাতির কি কোন পরির্তন হলো না ????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.