নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছােটবেলার সেই উদাসীনতার জন্য আমার বাবা কখনো \"জীবনে বড় কিছু হতে পারবো\" সে সপ্ন দেখেন নাই। এর জন্য অবশ্য জীবনে কখনোই আফসোস করি নাই , আর এখন আল্লাহর রহমতে আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়ন রত অাছি।

মাসুদ_খান

ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।

মাসুদ_খান › বিস্তারিত পোস্টঃ

সারা দেশে পোশাক পোশাক নিয়ে প্রচুর কথা হচ্ছে !!!!!!!

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪১

সারা দেশে পোশাক পোশাক নিয়ে প্রচুর কথা হচ্ছে !!!!!!!
কিন্তু সবাই পোশাকের দোহাই দিয়ে কি তবে ধর্ষক-দের ধর্ষনের প্রতি উৎসাহিত করছেন ?????

***প্রতি দিনই দেশে ধর্ষনের পরিমাণ বেড়েই চলেছে, যে দেশে ৯০% নাকি মুসলিম? সেই দেশে ধর্ষন দিন দিন বেড়ে চলে কি করে ???

***ঐ যে গোড়াই গোলদ !!!!! ধর্ষক-দের তালিকাই আলেম-ওলামারাও নাম লিখিয়েছেন ।

***মোশারফ-করিম শুধু বলতে চেয়েছিলো "শিশুদের পোশাকে কি সমস্যা যে সেই কোমল শিশু-টিও ধর্ষক-দের হাত থেকে রেহাই পাচ্ছে না"

বি:দ্র: পোশাক আবশ্যই ইসলামিক হওয়া উচিৎ । কিন্তু কেউ ইসলাম অমান্য করে ইসলামিক পোশাক পরিধান করছে না বলে কি তাদের কে ধর্ষন করতে হবে ??? আজব লজিক !!!

দৃষ্টি-আর্কষন ::: পোশাকের জন্য ধর্ষন বাড়ছে সত্য কথা । কিন্তু তার চেয়েও বড় সত্য কথা হলো ,"" যে দেশে ধর্ষক-দের কোন সাজা দেওয়া হবে না সে দেশে ধর্ষক-দের পরিমন চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকবে এটাই স্বাভাবিক । """

সর্বশেষে আরও একটি শিশু ধর্ষনের সংবাদ তুলে ধরা হলো :::http://www.bd-pratidin.com/chittagong-pratid…/…/02/22/308747

বি:দ্র: আমাদের দেশের সাংবাদিক ভাইয়েরা ধর্ষনের সংবাদ লিখতে গেলেই ধর্ষিতার বয়স ৩/৪ দিয়ে ভাগ করেন যাতে তাদের সংবাদ-টা অনেক বেশি পঠিত হয় ????
*** এই নীল সাংবাদিক-দের ধর্ষিতার বয়স কম করে তুলে ধরার জন্য শিশু ধর্ষন দিন দিন বেড়ে চলেছে । তাই এই সব নীল সাংবাদিক-দের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫৬

ঢাবিয়ান বলেছেন: ধর্ষনের জন্য দায়ী নিম্ন মানসিকতা এবং আইনের শাষন না থাকা। কোন অবস্থাতেই নারীর পোশাক নয়।তনুর কেন মৃত্যূ হল?

উন্নত দেশে আসুন, দেখুন সেখানে নারীরা কিভাবে স্বল্প পোশাক পড়ে স্বাধীনভাবে চলাফেরা করছে এবং দেখুন যে সেখানকার পুরুষেরা নারীর প্রতি কেমন আচরন করছে। নারিদের দিকে নোংরা চোখে তাকালেও , সেখানে জেলে যেতে হবে। তবে জেলের ভয়েই যে সবাই নারীকে শ্রদ্ধা করে তা নয়। বিদেশে অতি অল্প বয়স থেকেই বাচ্চাদের নৈতিক শিক্ষা দেওয়া হয়। আমাদের দেশে পুরুষদের নারিদের প্রতি শ্রদ্ধা নাই, সর্বপরি আইনের প্রয়োগ নাই। এইটাই মুল কারন নারীর নিরাপত্তা না থাকার।

মোশাররফ করিম একজন সেলিব্রিটি । তারাই পারেন এই ব্যপারগুলো জনসম্মুখে আনতে। মোল্লাদের হুমকির মুখে কেন তিনি ক্ষমা প্রার্থনা করলেন বোধগম্য হল না। উনাদের মত সেলিব্রিটিরা যদি এইভাবে ভয় পায় , তবে আমজনতার কি হবে।

২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Very bad

৩| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

আকিব হাসান জাভেদ বলেছেন: র্ধষকের জন্য এমন আইন হবে যা শুধু মৃত্যদন্ড। আইনের শাসন নেই । মানুষ খুন করে দিব্বি চলাফেরা করছে কোন বিচার নেই সেখানে ধর্ষনটা সাধারন জিনিস। ইসলামিক শিক্ষা অভাব আর অসামাজিক নেটওয়ার্ক , মিডিয়া ধর্ষন কতটা সহজ করে দিচ্ছি তা বলার আর কিছুই নেই। সবার আগে পুরুষের জন্য পর্দা করা হয়েছে তা কি পুরুষ মানে। সহ্য করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে তাই লিখেই সব কিছুই জানাতে চা্ই ।

৪| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০২

আবু তালেব শেখ বলেছেন: ধর্ষনের শাস্তি একমাত্র বিশেষ অংগ শরীর থেকে অপসারন করা

৫| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৪

আবু তালেব শেখ বলেছেন: বি:দ্র: পোশাক আবশ্যই ইসলামিক হওয়া উচিৎ । ,,,,,,,,,,, শালীন পোশাক বলতে পারতে। ইসলামি পোশাক কি?

৬| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৪

আকতার আর হোসাইন বলেছেন: একটা স্টোরি বলি আপনাদের..

একজন পুরুষ লোক মহিলাদের সীটে বসে কোথাও যাচ্ছেন

টিকেট হাতে নিয়ে মহিলা এসে পুরুষ লোককে বলল সীট টা তাকে ছেড়ে দিতে..

পুরুষ লোক উলটা ধমক দিয়ে বলল, কেন?

মহিলা বলল, কি লেখা আচছে দেখছেন না? এটা মহিলাদের সীট। মহিলাদের সীটে পুরুষদের বসা নিষেধ।

এবার পুরুষ লোকটি ধমক দিয়ে বলল, আপনি কেন আমার সাথে ঝগড়া করছেন। দেখছেন না লেখা আছে, গাড়িতে কোন সমস্যা হলে ড্রাইভার বা কন্টাকদারকে জানান।

এবার মহিলাটি ড্রাইভারকে ডাক দিল..


ড্রাইভারকে ডাক দেয়ার আগেই ড্রাইভার ধমক দিয়ে বলল চুপ.. দেখেছেন না লেখা আছে, গাড়ী চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ...


আইনের মারপ্যাচে পুরুষ গেলো মহিলা সীটে বসে, আর মহিলা টিকেট হাতে নিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হল..


আইনের মারপ্যাঁচে পশুর দল ধর্ষকরা এভাবেই বেঁচে যায়...

আর ধর্ষন করে যায় নির্ভয়ে..

আর কিছু বলার নাই...


বেশি বললে আবার জেলের ভাত খেতে হবে আমায়..

৭| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২১

সাদা মনের মানুষ বলেছেন: পোষাক বা ধর্ম কোনটাই এর জন্য দায়ী নয়, দায়ী শুধু মাত্র আমাদের নিচু মানসিকতা। ধর্ষকদের অবশ্যই ফাঁসি হওয়া উচিৎ, বিশেষ করে শিশু ধর্ষণকারীদের।

৮| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫১

ক্স বলেছেন: ধর্ষকদের তালিকায় আলেম ওলামারাও নাম লিখিয়েছেন বলে আপনি জেনেছেন। কই, আমাদেরকেও একটু জানান তো, কোন আলেম ওলামা ধর্ষণ করেছেন বা এট লিস্ট করেছেন বলে শোনা গেছে। যুদ্ধাপরাধের দায়ে মাওলানা নিজামীর ফাঁসি হয়েছে। কই, তার নামে তো যুদ্ধকালীন সময়েও ধর্ষণের কোন অভিযোগ পাওয়া যায়নি! আলেমরা আল্লাহকে ভয় করেন, তাদের পক্ষে ধর্ষণ করা কোন অবস্থাতেই সম্ভব না।

৯০% মুসলিমের দেশ হয়েছে তো কি হয়েছে? আল্লাহ্‌র ভয় কয় পারসেন্টের মধ্যে আছে?


৯| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০১

পলাশবাবা বলেছেন: *** প্রতিদিনই দেশে ধর্ষনের পরিমাণ বেড়েই চলেছে , যে দেশে ৯০% নাকি মুসলিম? সেই দেশে ধর্ষন দিন দিন বেড়ে চলে কি করে ?

<< এইভাবেঃ
# ৯০% এর মধ্যে বেশিরভাগ নামে মুসলমান । মানে নামের আগে "মোঃ" লেখা তাই মুসলমান।হাফ হাতা , কোরআন শরীফ চোখে দেখছে কিন্তু কখনো পড়ে দেখে নাই। পড়লেও না বুইজ্জা , বেতের বাড়ির ভয়ে পড়ছে।
# কিছু আছে মডারেট মুসলমান। এরা নিজের সুবিধামত ধর্মের নির্দেশনা কিছু মানে কিছু মানে না।
# আবার কিছু আছে "মুক্তমনা", কিন্তু গরু জবাই দিয়া আকিকা করা নাম পাল্টায় নাই।

৯০% এর মধ্যে ১০০% খাঁটি মুমিনের গেরান্টি কে দিসে আপনারে ??

** ঐ যে গোড়ায়ই গলদ!!! ধর্ষকদের তালিকায় আলেম- ওলামারা নাম লিখাইছে !!!

<< বোঝা যাইতেছে দাড়ি দেইখা ধোঁকা খাইছেন । দাড়ি থাকলেই মুমিন হয় না। নামে আলেম- ওলামা হইলেই সেটা মুমিন না।

রাস্তা দিয়া যখন আপনের পোলাপান সাইকেল চালায় তখন হেলমেট পরতে বলেন ? কেন বলেন ?
নিরাপত্তার জন্য বলেন। কিন্তু আপনে কেমনে সিওর হইলেন হেলমেট আপনের বাচ্চাকে বাঁচাতে পারবে ।ট্রাক এসে চ্যাপ্টা করে দিলে হেলমেট বাল কি করবে ? এটা আপনেও জানেন। আপনে যা করেন, তা হল আপনার দিক থেকে সবচেয়ে ভাল প্রোটেকশনের ব্যবস্থা করেন। এর বেশী আপনে কিছু করতেও পারবেন না।

সেই রকম , রাস্তাঘাটা নানা কিসিমের পুরুষ আছে।কেউ আছে ছোট/ বড় গোলক দেখলেই অল্পতেই দাঁড়ায় যায়, কেউ আছে মধ্যবর্তী অংশ দেখলে অল্পতেই দাঁড়ায় যায় , কেউ টয়লেটে ঠান্ডা হয়, আরো আবার স্ত্রীই একামাত্র অবলম্বন, আর এতেই সে খুশি। আবার কেউ আছে স্ত্রী ছাড়া অন্য কাউকে খোঁজে।

এখন হিজাব হল হেলমেটের মত আপনার দিক থেকে সবচেয়ে ভাল প্রোটেকশনের ব্যবস্থা। এর বেশী আপনে কিছু করতেও পারবেন না।

সেটাই বলা হইতেছে । আপনার দিক থেকে সবচেয়ে ভাল প্রোটেকশনের ব্যবস্থা করেন। হিজাব করেন।

১০| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দেখেন মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে শালীন পোষাকও একটি ফ্যাক্টর কিন্তু তাই বলে পোষাকের কারণেই যে ধর্ষণ হয় তা আমার মতে একেবারেই ঠিক নয়।

আমাদের দেশে আইনের শাসন নেই বললেই চলে যে দেশে সরকার পরিকর্তনের সংগে সংগে বিচারের রায়ও পরিবর্তন হয় সেই দেশে আর কি আশা করা যায়? সে দেশে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে রাষ্ট্রপতির ইচ্ছা মুক্তহয় সে দেশে আর কি আশা করা যায়?

সবচেয়ে বড় বিষয় হলো নৈতিক শিক্ষা যা সবারই দরকার।

১১| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

টারজান০০০০৭ বলেছেন: পোশাকের কারণে ধর্ষণ হয় না, পোশাকের কাজ হইল শরীরকে ঢাকিয়া দেওয়া বা পর্দা দেওয়া। এমন পোশাক পড়া যাহা ট্রান্সপারেন্ট, বা এমন টাইট যে ১০ প্যাক শরীরের আংশিক বা পুরোটাই বোঝা যায়, যাহা মূলত পোশাকের কাজ করে না, ইহা কাম লিপ্সাকে জাগ্রত করে। আর ধর্ষক যেহেতু সুযোগ সন্ধানী এবং নিজের কাম লিপ্সাকে নিয়ন্ত্রণ করিতে পারেনা তাই এইধরণের পোশাক ধর্ষণের অনুঘটক হিসেবে কাজ করিতে পারে যদি উপযুক্ত পরিবেশ পায় ! একারণে পোশাকের শালীনতা জরুরি। সবচেয়ে ভালো হয় পর্দা করিলে ! ইহার পরও ধর্ষণ হইতে পারে, সময় ও সুযোগ পাইলে। একারণে সতর্ক থাকা, শিশুদেরকেও বিশেষ করিয়া মেয়েশিশুদেরকেও মাহরাম ছাড়া অন্য পুরুষের সাথে কোথাও না রাখা।

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩

মাসুদ_খান বলেছেন: শুধু নিজেরাই সেভ আর কত দিন থাকবেন তাই বলুন তো । ধর্ষন বাড়তে বাড়তে যখন প্রকাশ্যে ধর্ষন হবে তখন কি আমরা এর প্রতিবাদ করা শুরু করবো ???? নাকি দূর্বল ইমান বলে চুপচাপ বসে থাকবে সবাই ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.