নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছােটবেলার সেই উদাসীনতার জন্য আমার বাবা কখনো \"জীবনে বড় কিছু হতে পারবো\" সে সপ্ন দেখেন নাই। এর জন্য অবশ্য জীবনে কখনোই আফসোস করি নাই , আর এখন আল্লাহর রহমতে আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়ন রত অাছি।

মাসুদ_খান

ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।

মাসুদ_খান › বিস্তারিত পোস্টঃ

এ জাতি একদিন বুদ্ধিজীব বিলিন হয়ে মেরুদন্ড বিহিন জাতিতে পরিনত হবে ।

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯

সেই ১৯৭১-সলে ১৪-ই ডিসেম্বর আমাদের দেশ বুদ্ধিজীবি হারিয়েছে। আর এখন দেশ স্বাধীন হওয়ার পরও কেমন করে যেন আবার ও বুদ্ধিজীবি হারানোর দ্বার-প্রান্তে আমরা !!!!!!!!!!!!! শুধু আফসোস ১৪-ই ডিসেম্বর এদেশের শত্রূরা বুদ্ধিজীবি হত্যা করেছে আর এখন সেই স্বাধীনতার সপক্ষ অর্থাৎ চেতনাই মুক্তিযুদ্ধের সেই দলটির হাত ধরে আবারও আমারা দেশের ভবিষ্যত বুদ্ধিজীবি-দের হারাতে বসেছি
এই জাতি ভবিষ্যত বুদ্ধিজীবি-হারাচ্ছে কিভাবে ???
====================================
১. প্রতিনিয়তো পিএসসি,জেএসসি,এসএসসি,এইচএসসি,ভার্সিটি-এ্যাডমিশন,মেডিকেল,চাকুরি-পরীক্ষা........ ইত্যাদি ইত্যাদি নানা প্রকারের প্রশ্ন ফাস হচ্ছে।
২. জিপিএ-৫ কিনতে পাওয়া যাচ্ছে !!!! নিচের ভিডিও ভাল ভাবে দেখলেই বুঝতে পারবেন।
৩.ভার্সিটি-এ্যাডমিশন,মেডিকেল পড়তে দালাল-দের টাকা দিয়ে কিছু কিছু ধর্নাট্ট বুদ্ধিজীবির আবির্ভাব হচ্ছে ।

মোট কথা এই যে,
=============
টাকার বিনিময়ে যদি শিক্ষা হবে !!!!!!!
১. তাহলে প্রাথমিক শিক্ষাকে ফ্রি করার দরকার কি ???
২. মাধ্যমিকে মেয়ে-দের বৃত্তি প্রদানের কি দরকার ছিল ???
৩. সরকারি স্কুল,কলেজ,ইউনিভার্সিটি,মেডিকেল এধরনের প্রতিষ্ঠান গুলিতে ফ্রীতে পড়ানোর কি দরকার ছিল ???
৪. এর থেকে সকলকে বলে দেওয়া উচিত ছিল প্রতি বছর পড়াশুনা করার জন্য প্রথম শ্রেনী থেকেই প্রতিটি শিক্ষার্থীকে লক্ষাধিক টাকা গুনতে হবে প্রতি বছরে জন্য । তাহলে অন্তত মেধার দাবী নিয়ে কেউ কোন দিন কোথাও প্রতিবাদের জন্য দাড়াতো না । আর সরকারের কোষা গারে শিক্ষা ক্ষাত থেকে অনেক মোটা অংকের টাকা উঠতো ।
৫. এখন কথা হচ্ছে টাকার বিনিময়ে গড়ে উঠা মেধাহীন শিক্ষার্থী ভবিষ্যত জাতি-কে ঠিক ১৪-ই ডিসেম্বরের মত মেধা-হীন জাতি গঠনে সর্বাধিক সহায়তা প্রদান করবে ।
৬. এভাবেই জাতি একদিন হয়তো বুদ্ধিজীব বিলিন হয়ে মেরুদন্ড বিহিন জাতিতে পরিনত হবে ।
======================================================
টাকার বিনিময়ে জিপিএ-৫ বিক্রি হলে এ দেশে প্রতি বছরই জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে ‍‍‍‍‍‍‍‍!!!!!
জিপিএ-৫ পাওয়ার সংখ্যা এখন আর আমাদের শিক্ষার উন্নতিকে প্রকাশ করছে না বরং আমাদের কে দিন দিন আরও বেশি আসংকিত করছে । শিক্ষা খাতের এই ব্যাপক দূর্নীতি আর কত বৃদ্ধি পাবে তা বসে বসে দেখাই আমাদের একান্ত নৈতিক দ্বায়িত্ব ।

বি:দ্র: নিজেকে একজন সচেতন নাগরিক ভাবলে জিপিএ-৫ বিক্রির বিষয়-টি নিয়ে একটু গভীর চিন্তা করুন এবং আপনার মতামত আপনার নিজ নিজ ফেসবুক আইডি-তে পোষ্ট করুন যাতে এই জাতি দিন দিন কোন দিকে ধাবিত হচ্ছে সে বিষয়ে সকলে বুঝতে পারে ।
লেখাক: মাসুদ খান (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)এই জাতি ভবিষ্যত বুদ্ধিজীবি-হারাচ্ছে কিভাবে ???

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার তা মনে হচ্ছে না।
কারণ কোন একটা দূর্যোগ আসার
পূর্বে আমরা যানতে পারি তা হলে
তা প্রতিরোধ করার একটা উদ্দ্যোগ
নিতে পারি। আর পূর্বেই আমরা যদি
প্রস্তুত থাকি তা হলে এ জাতি বুদ্ধিজীব
বিলিন হয়ে মেরুদন্ড বিহিন জাতিতে
পরিনত হবার কোন সুযোগই নাই ।

তবে সমস্যা হলো আমাদের পণ্ডিতেরা
যানে কোথায় আমাদের সমস্যা কিন্তু
তারা না জানার ভান করে কোন প্রতিরোধ
গড়ে তোলেনা।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭

মাসুদ_খান বলেছেন: এখনই যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারেন তাহলে যখন ঐ টাকা-ওয়ালা শিক্ষার্থীরা দেশের কর্তা ব্যাক্তি হবে তখন কি করবেন ????

২| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৮

লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৮

মাসুদ_খান বলেছেন: আপনি পোষ্টটির ভয়াবহতা বুঝতে পারলে হয় তো এই জাতি আপনার কাছ থেকেও কোন ভাল পরামর্শ পেতে পারে । ধন্যবাদ ।

৩| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শিক্ষা এখন সবচেয়ে বড় ব্যবসা, জ্ঞানার্জন এখানে মূখ্য নয়।
ধন্যবাদ।।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৩

মাসুদ_খান বলেছেন: কিন্তু আমাদের নিজ নিজ অবস্থান থেকে নুম্নতম প্রতিবাদ তো থাকা উচিত ।

৪| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খুব বাজে।

৫| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন ব্যপার না। অযোগ্যরা বেশী দূর যেতে পারবে না। কিছু জায়গায় মামা চাচার লিংক সব সময়ই ছিল এবং আছে। দিন শেষে যোগ্যরাই জায়গা করে নিবে দেশে এবং বিদেশে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.